সংসারে খুশির ফোয়ারা ছুটছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার। কেননা প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন এই বলিউড তারকা দম্পতি। মা হওয়ার আগেই বড় সুখবর পেলেন অভিনেত্রী। গত বছর `কান চলচ্চিত্র উৎসব`-এর লাল গালিচায় অভিষেক হয়েছিল। এ বছর `মেট গালা ২০২৫`-এর লাল গালিচায় বেবিবাম্বাসহ নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে।
`মেট গালা` মূলত আন্তর্জাতিক ফ্যাশন শো। যেখানে প্রতি বছর আমন্ত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। এর আগে `মেট গালা`র লাল গালিচায় তাক লাগিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা।
এবার এই তালিকায় যোগ হচ্ছেন সিদ্ধার্থ ঘরনীর নাম। এ বছর `মেট গালা`র থিম হলো `কালো পোশাকের সৌন্দর্য শৈলী`। সেই মতোই সাজবেন সদ্য অন্তঃসত্ত্বা হওয়া অভিনেত্রী।
এদিকে কিছুদিন আগে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন বলিউডের `পাওয়ার কাপল` সিদ্ধার্থ -কিয়ারা। এ খবরে পরিবারে এবং তারকা জুটির ভক্তরা খুশিতে মাতোয়ারা। বলিউডের সহকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসায় দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে দেখা গেছে, হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজার ছবি। যা দেখে সবাই নিশ্চিত হয়েছেন সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি।
বলে রাখা ভালো, অন্তঃসত্ত্বা হওয়ায় ফারহান আখতারের `ডন ৩` ছবি থেকে সরে গেছেন কিয়ারা। এই মুহূর্তে মাতৃত্ব উপভোগ করতে ব্যস্ত তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]