নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ৭৫ বছর বয়সী মোহাম্মদ হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ হোসেন (৭৫) একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
৭ এপ্রিল সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।স্থানীয়দের বরাতে মেহেরাজ উদ্দিন বলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকাটি বনাঞ্চলে সমৃদ্ধ। সোমবার বিকাল ৫ টার দিকে মোহাম্মদ হোসেন বাড়ী থেকে বের হয়ে আশপাশের এলাকায় হাটতে বের হয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়ী না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে সন্ধান পাননি। এক পর্যায়ে রাত ১০ টার দিকে ছড়ারকূল এলাকায় বনে চলাচল পথের পাশে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
তিনি আরো বলেন, হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সার্বিক তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে, আসলে কি কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সামগ্রিক তথ্যাদি বিশ্লেষণ করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়া ফাঁসিয়াখালীতে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছেন। নিহতের লাশ নিজ বাড়িতে রয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]