মুন্সিগঞ্জে প্রবাসী ছাত্রদল নেতার পরিবারের উপর দুর্বৃত্তদের হামলায় আহত ২, ঘরবাড়ী ভাঙচুর
তারিখ
:
08-04-2025
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী এইচ এম নুরুজ্জামানের ঘুমন্ত পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এইচ এম নুরুজ্জামান টংগীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটের দিকে টংগীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের মির্জানগর গ্রামে টংগীবাড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম নুরুজ্জামানের বাড়িতে হামলা চালায় ৫/৬ জন দুর্বৃত্ত। এতে বাড়ীঘর ও আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে। তাতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। অভিযোগ উঠেছে হামলাকারীরা ঐ প্রবাসী নেতাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। রাতের অন্ধকারে ও দুর্বৃত্তদের মুখোশ পরা অবস্থায় থাকায় তাদের চিনতে পারেননি কেউ। তবে ধারণা করা হয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। ঐ হামলায় ছাত্রদল নেতার পিতা মো: মহিবুর রহমান এবং ছোট ভাই এইচ এম রুকুনুজ্জামান আহত হয়েছেন। এই ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা এইচ এম নুরুজ্জামানের পিতা টংগীবাড়ী মডেল থানায় একটি অভিযোগ (মামলা) করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, এইচ এম নুরুজ্জামান ছাত্রদল করার কারণে তাদের বাড়ীতে একের পর এক হামলা করছে দুর্বৃত্তরা। জুলাই-আগস্ট বিপ্লবের সময় প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাড়ীতে হামলা করে। এখন সন্ত্রাসীরা আগের চেয়ে ভয়াবহ অবস্থায় হামলা চালাচ্ছে। এর আগেও ঐ ছাত্রদল নেতার স্ত্রী ও সন্তানের উপর ছাত্রলীগের লোকজন হামলা করেছিলো। তখন বিষয়গুলো দেশের মিডিয়ায় প্রচার হয়। ঘুমন্ত পরিবারের উপর হামলার চিৎকার পেয়ে স্থানীয় গ্রামবাসী এগিয়েে এসে হামলাকারীদের কবল হতে আহতদের উদ্ধার করে টংগীবাড়ী ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা।
এবিষয়ে টংগীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক বলেন, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে বাড়ীর দুয়ার ভেঙ্গে যে হামলা হয়েছে তা ন্যাক্কার জনক। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
টংগীবাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলীকে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]