কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের হায়াত উল্লাহ এর বাড়ীতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ ওঠেছে। তার ছেলে উক্ত ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাওছার মাহমুদ। তিনি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। গত সোমবার (৭ এপ্রিল) রাত ৮ ঘটিকায় তার বাড়ীতে এই হামলা হয়েছে বলে জানা যায়। এসময় প্রবাসীর বাড়ীতে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, এবং অনেক মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সরেজমিনে দেখা গেছে, লন্ডন প্রবাসী ছাত্রশিবির নেতা কাওছার মাহমুদের বাড়ীর মালামাল লুট ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে হামলাকারীরা আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মী। কাওছার মাহমুদ ছাত্রশিবির করার অপরাধে ও মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বতীকালীন সরকারের নানা সমালোচনা করে পোস্ট ও শেয়ার দিয়ে থাকেন। এসব কারণসহ রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বাড়ীতে এ হামলা হয়েছে বলে মনে করেন এলাকাবাসী।
কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল আহমদ বলেন, ছাত্রশিবির নেতা কাওছার মাহমুদের ও তার পরিবারের উপর একের পর এক হামলা হচ্ছে। সে শিবির করার অপরাধে ২০১৮ সালের নির্বাচনের সময় ফ্যাসিস্ট হাসিনা তার উপর হামলা করেছে। গত ৫ই আগস্টের পরেও তার বাড়ীতে হামলা হয়। তিনি আরো জানান, কাওছার মাহমুদ এর নামে শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক মামলাও হয়েছে এবং তাকে গ্রেফতার করার উদ্দেশ্যে একাধিক বার পুলিশ তার বাড়ীতে খুঁজতেও যায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানাযায়, ৭/৮ জন দূর্বৃত্ত হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুরকরে। স্বর্ণালংকারসহ নগদ টাকা পয়সা নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ভুক্তভূগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। পরে তারা নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তার এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে জানতে কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়ালের মুবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]