জেলা প্রতিনিধি : বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসি (সাধারণ) ২৩৬ জন, দাখিলে ১৬১ জন এবং এসএসসি ( ভোক. ও দাখিল ভোক.) ৬০ জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন।
তিনি জানান, প্রথম দিনে ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৪৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
এ বছর বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে এসএসসিতে ৩৩ হাজার ২৬৫ জন, দাখিলে সাত হাজার ২৩০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় তিন হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত বছর ৮০টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৬৮জন পরীক্ষায় অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় এবার এক হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী কমেছে।
নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালে কেন্দ্র সংলগ্ন এলাকায় ফটোকপি মেশিনও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]