জানা যায়, শুক্রবার ভোররাতে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ী মো. রিপনের আল মদিনা মদিনা ফার্নিচারের টিনশেড গোডাউনে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন হাওলাদার বলেন, স্থানীয়রা আল মদিনা ফার্নিচার দোকানের গোডাউনে আগুন দেখতে পেয়ে আমাদের জানালে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক তারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]