সাংবাদিক মোঃ লাবীব উদ্দিন হৃদরোগে আক্রান্ত সকলের দোয়া কামনা
তারিখ
:
13-04-2025
মিয়া আবদুল হান্নান : ইরাক কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি`র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক মোঃ লাবীব উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন । রাজধানী ঢাকার উত্তরায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল কর্মরত প্রফেসর মনিরুজ্জামান এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমআরআই করা ও রক্তের ৩ টি পরীক্ষা দিয়েছেন । এমআরআই চিকিৎসা সেবা মানে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটি রেডিও তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্রের সাথে ছবি তোলে। এটি নরম টিস্যু, যেমন অঙ্গ এবং পেশীর ছবি দেয়, যা এক্স-রেতে দৃশ্যমান নয়। সাধারণ এক্স-রে ক্যালসিয়ামকে চিত্রিত করে এবং তাই হাড় সনাক্ত করতে সহায়ক।
সাংবাদিক মোঃ লাবীব উদ্দিন গাজীপুর সদর জেলার কোনাবাড়ি থানাধীন দেওয়ালীয়া বাড়ি স্থায়ী বাসিন্দা। তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হলেও সাংবাদিক মোঃ লাবীব উদ্দিন গতকাল শুক্রবার রাতে ঘুমাতে পারছিলেননা অঝোরে ঘামতে ছিলো। পারিবারিক ভাবে অবস্থা বেগতিক দেখে উত্তরার পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে জরুরী চিকিৎসা সেবায় একটু সুস্থবোধ করছেন। ইরাক কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতির সভাপতি কাজী নজরুল ইসলাম ও মহা সচিব মোঃ লোকমান হোসেন মোঃ লাবীব উদ্দিনের আশুরোগ মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন। সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লাবীব উদ্দিন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে সহিসালামতে আসতে পারেন। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মশুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুসল্লীগন সাংবাদিক মোঃ লাবীব উদ্দিনের রোগ মুক্তির দোয়া করা হয়েছে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জৎ আপনি আপনার বান্দাকে রোগ বালাই থেকে শেফা দান করুন, আমীন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]