উলিপুরে আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ
তারিখ
:
14-04-2025
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
উপজেলা নিরর্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিয়া, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সম্পাদক এস এম হাবিব নয়ন, পৌর সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স সহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রয়েছে। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার সাহা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করেছি। পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]