ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আর্থসামাজিক উন্নয়নের ফলে অঘাট গুলো ঘাটে পরিনত হয়েছে,পাশাপাশি কঠোর শ্রমজীবি মানুষের জীবন যাত্রার মান তেমন পরিবর্তন হয়নি । একজন মাটিকাটা শ্রমিক,দিন শেষে সে যে পারিশ্রামিক মজুরি পায় তা দিয়ে তার সংসার সচ্ছল ভাবে চলতে পারেনা । কেননা দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ গুলো চরম বিপাকে ।
সংসারের ভরণপোষণের কারণে অনেকের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, তার পর আবার মাথার উপর কিস্তির বোঝা,সব মিলিয়ে মেহনতি মানুষ গুলো সবচেয়ে বেশী বেকায়দায় আছেন ।কথা বলে জানা যায় মাটিকাটা শ্রমিক বেতন প্রতিদিন সাতশত টাকা খাবার ব্যতীত ।পূর্বে মাটিকাটা হতো বাঁশের তৈরী পাইছা দিয়ে,এখন তারা সিসার তৈরী ডিস দিয়ে মাটি নেয়া আনা করে ।
কঠোর শ্রমজীবি মানুষের প্রাণের দাবি তারা তাদের শ্রমের যথার্থ মূল্যায়ন চায়,বৈষম্য যেন না থাকে ।যারা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে আসুন আমরা তাদের কে উন্নত করি ।তবেই একটি দেশের মানুষেরা বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারবে ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]