ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বর্ণাঢ্য নানা আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলা নববর্ষ দিবসটি উদযাপন করা হয় এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শোভাযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঘাটাইল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা অডিটরিয়ামে জাসাস ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, সাংবাদিক মীর আলেয়া ও স্থানীয় শিল্পীবৃন্দ। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার বাহাউদ্দিন সরোয়ার রিজভী, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাইল গণপাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]