বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জাপানে ১৭০ ভবনে আগুন   * চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ   * লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদে‌শি   * ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা   * বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস   * শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে   * রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড   * সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড   * মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড   * ভোটে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার  

   বিনোদন
জলে নেমেও চুল ভেজাননি ফারিয়া
  Date : 16-04-2025

বৈশাখের তাপদাহে বাড়তি উষ্ণতা যোগ করলেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। লঙলাইন আইরিস লেস ব্রালেটে তাকে দেখা গেল পুলের জলে। ছবি পোস্ট করে ক্যাপশনে দিলেন অন্য রকম ইঙ্গিত।

পবিত্র ঈদুল ফিতরে কেবল স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। ছবিতে আরও অভিনয় করেছিলেন আবদুন নূর সজল। দর্শক না থাকায় মাত্র ১২ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয় ছবিটি। এর আগে সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে তরুণ হাসিনা চরিত্রে দেখা গিয়েছিল ফারিয়াকে। এক বছর বিরতির পর পর্দায় ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর।

আজ (১৬ এপ্রিল) বুধবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সাদা ব্রালেট পরা ছবিগুলোর মন্তব্যে আগুনের ইমোজি দিচ্ছেন অনুরাগীরা। ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ফ্যাশন করা, নজর কাড়ার মাধ্যমে এমন ভাব ধরেছি, যেন ইচ্ছা করেই চুল ভিজাইনি।’ এই ক্যাপশন থেকে কি অন্য কোনো ইঙ্গিত করেছেন ফারিয়া?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরই কি তার ক্যারিয়ারে অন্ধকারের ছায়া পড়েছে? ছবিমুক্তির আগে এমন প্রশ্ন করা হয়েছিল ফারিয়াকে। জবাবে ফারিয়া বলেছিলেন, ‘আমি সেটা মনে করি না। আর্টিস্টের কোনো জাত নেই, দল নেই, সে এসবের কোনো কিছুই বিলং করে না। আর্টিস্ট শুধুই চরিত্রের ভূমিকায় অভিনয় করে, এটাই তার কাজ। আমি তো পর্দায় নুসরাত ফারিয়ার ভূমিকায় অভিনয় করছি না, করছি অন্য কারও ভূমিকা।’

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন ৩’ সেভাবে আলোচিত না হলেও আলোচনায় ছিল ছবির গান ‘কন্যা’। গানটির জন্য প্রশংসিত হয়েছেন ফারিয়া। তবে ‘জ্বীন-৩’-এর এই ভরাডুবি কেন? ক্ষতির মুখে পড়বেন কি না জানতে চাইলে ছবির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, হাতে গোনা কয়েকটি একপর্দার হলে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন তারা। বরং ঈদের পর বড় পরিসরে ছবি পরিবেশন করবেন, আবার নাও করতে পারেন। যাই করুন না কেন, এতে তাদের ব্যবসায়িক কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। ‘মুজিব’-এর আগে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা গেছে তাকে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই ঢালিউড তারকা। শিগগিরই সেসবের খবর জানাবেন এই তিনি।



  
  সর্বশেষ
আলিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ
জাপানে ১৭০ ভবনে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিভাজকের অর্ধশত বকুল গাছে আগুন
আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]