কাটছে অচলাবস্থা, ৫ জুলাই থেকে ক্লাসে ফিরছেন ঢামেক শিক্ষার্থীরা
তারিখ
:
28-06-2025
বিদেশি শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে আগামী ৫ জুলাই থেকে ক্লাসে ফিরতে চান ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২৮ জুন) রাতে আন্দোলনরতদের অন্যতম সমন্বয়ক তাওহীদুল আবেদিন তানভীর জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্লাস শুরু করার ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা ক্লাসে ফিরতে চাচ্ছি। আমরা নতুন হলের জন্য মন্ত্রণালয় থেকে দেওয়া আশ্বাসের ওপর নির্ভর করছি। আপাতত বিদেশি শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে ৫ জুলাই থেকে ক্লাসে ফিরতে চাচ্ছি।
তাওহীদুল আবেদিন আরও বলেন, আমরা চাই আমাদের নবাগত ব্যাচ কে-৮২ আমাদের সঙ্গে ক্লাসে ফিরুক এবং এর মধ্যেই তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হোক। কে-৮২ এর নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং ক্লাস শুরুর ব্যাপারে কলেজ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি।
নিরাপদ আবাসন ও নতুন হল নির্মাণসহ ৫ দফা দাবিতে গত এক মাস ধরে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন ঢামেক শিক্ষার্থীরা। এমনকি নতুন ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানও বর্জন করা হয়েছে। এ অবস্থায় গত ২১ জুন একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকে ২২ জুন থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তবে সেই নির্দেশ প্রত্যাখ্যান করে ২৪ ঘণ্টার মধ্যে উপদেষ্টার হল পরিদর্শন ও তাদের সমস্যা শোনার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
এর আগে সমন্বয়ক তাওহীদুল আবেদিন তানভীর জানিয়েছিলেন, আমাদের সাত-আট বছর থেকে আশা দেখানো হচ্ছে, নতুন হল হবে। ঝুঁকিপূর্ণ ভবন থাকবে না। কিন্তু এটার দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা এটার দীর্ঘমেয়াদি সমাধান চাই। আমি বলছি না, এখনই ভবন এনে দেন। আমরা চাই একটা সুনির্দিষ্ট লিখিত নির্দেশনা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]