কাজী সাইফ উদ্দিন : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পিতা মিলন মিয়া মাতা সুমি বেগমের নারী ছেঁড়া ধন আদরের তামান্না আক্তার মৃত্যু শিশুর নাম তামান্না আক্তার (১১) সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
গতকাল শনিবার ২৮ জুন রাত আনুমানিক ১১টায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নাচ-গানের আসর চলছিল। তামান্না আক্তারও সেখানে অংশ নেয়। একপর্যায়ে সে মাথা ঘুরে পড়ে যায়। পরিবারের লোকজন প্রথমে মাথায় পানি ঢেলে তাকে সুস্থ্য করার চেষ্টা করেন। ধীরে ধীরে অবস্থার অবনতি হলে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না আক্তারকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এলাকাবাসীর অনেকে দাবি করছেন, অনুষ্ঠানে কোমল পানীয়র সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল। ওই পানীয় খাওয়ার পর তামান্না আক্তারের সঙ্গে থাকা কয়েকজন শিশুরাও বমি করে। এতে ধারণা করা হচ্ছে, তারা কোনোভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।
তবে পুলিশ জানিয়েছে, তামান্না আক্তারের মুখে কোনো গন্ধ পাওয়া যায়নি, যা বিষক্রিয়ার তাৎক্ষণিক লক্ষণ হতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ।
ঘটনার পর বিয়ের উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। গ্রামে নেমে আসে শোকের ছায়া। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাবলুকে সাংবাদিকগণ একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি বলে জানাযায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]