ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
তারিখ
:
03-07-2025
মিয়া আবদুল হান্নান : ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার আগারগাঁও প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্দন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ের সাবেক পরিচালক বদলি হওয়ার ইসলামিক ফাউন্ডেশন সচেতন কর্মকর্তা কর্মচারীরা শুকরিয়া আদায় করে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগারগাঁও প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্দন অনুষ্ঠিত হয়েছে। আগারগাওস্থ মানববন্ধনে বক্তাররা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত, ফৌজদারি মামলার চার্জশিটভূক্ত আসামি পত্র-পত্রিকায় নামে-বেনামে মিথ্যা সংবাদ প্রচারের মূলহোতা ও কারিগর ঘুষখোর,লম্পট ও ধর্ষকদের সহযোগী হিসেবে পরিচিত দুর্নীতিবাজ পরিচালক তৌহিদুল আনোয়ারকে শুধু বদলি নয় এখনো চাকরি থেকে অপসারণ ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আজকের এই অনুষ্ঠান থেকে আল্টিমেটলি দেন আগামী ২৪ ঘন্টার মধ্যে তৌহিদুল আনোয়ারকে চাকুরী থেকে অপসারণ করতে হবে আমাদের ১ টাই দাবি। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ার কোন অদৃশ্য বলে রাতারাতি সোল এজেন্ট হয়ে ও কিভাবে কোন অদৃশ্য বলে ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ৬টি পদ দখল করেছেন। এই তৌহিদুল আনোয়ারের অপকর্মের জন্য উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে টাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ধর্ম মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডশনের মহাপরিচালক এর আহবান জানান তারা। বিভোক্ষ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দিন মাহিন,আব্দুল হামিদ,রাশিদ আক্তার,নুরুল ইসলাম,কর্মকর্তা ও কর্মচারি মোহাম্মদ আলম,মোহাম্মদ আব্দুল হক,এম এ বারী,ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুল কবির । ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। রাতে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পরিচালক মহিউদ্দিন মাহিনের মোবাইল বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক রাশিদা আক্তার ও পরিচালক আব্দুুল হামিদ আজ দৈনিক এশিয়া বাণীকে বলেন, আমরা তৌহিদুল আনোয়ারের চাকরি থেকে অপসারণের দাবিতে কোনো মানববন্ধনে যাইনি। মানবন্ধনের খবর আপনার কাছেই শুনলাম। ইফার শ্রমিক নেতা আব্দুল হক রাতে বলেন, আমি দেখেছি ইফার পরিচালক মাহিনসহ কোনো পরিচালক সংক্ষিপ্ত মানববন্ধনে উপস্থিত হয়নি; বক্তৃতাও দেয়নি। পত্র পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার প্রতিবাদে ঢাকা বিভাগীয় অফিসের লোকজনের এ সংক্ষিপ্ত মানববন্ধন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভণরস এর সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী রাতে সাংবাদিকদের বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে জঞ্জালমুক্ত করণে একজন সৎ নিষ্ঠাবান ইফার পরিচালক তৌহিদুল আনোয়ারকে শাস্তিস্বরূপ ঢাকার বাইরে বরিশাল বদলি করার ঘটনা খুবই দুঃখজনক। তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে আজ কারা মানববন্ধনের নামে নাটক সাজিয়েছে তা’ও খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, ধর্ম উপদেষ্টাপ অত্যন্ত সৎ দক্ষ ব্যক্তি। ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃত্ব বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি পরিচালক তৌহিদুল আনোয়ারের বদলির আদেশ দ্রুত স্থগিত করার অনুরোধ জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]