সিরিজের মাঝপথেই চিকিৎসক দেখাতে হচ্ছে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সকে। শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন যাচ্ছেন তিনি। সেখানে চিকিৎসকের সঙ্গে এপয়েন্টমেন্ট রয়েছে টাইগার কোচের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল শনিবার। ওই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না সিমন্স। তবে তৃতীয় ওয়ানডের আগে যোগ দেবেন। তার শ্রীলঙ্কায় ফেরার কথা ৭ জুলাই।
`ক্রিকবাজ`কে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘ফিল সিমন্স ব্যক্তিগত কারণে দুই দিনের জন্য যাচ্ছেন। তার ফেব্রুয়ারিতেই চিকিৎসকের এপয়েন্টমেন্ট ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটা মিস করেন। এখন যে এপয়েন্টমেন্ট সেটা পরিবর্তন করা যাবে না। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। সফর শুরুর আগেই তিনি বোর্ডকে এই বিষয়ে (চিকিৎসক দেখানো) জানিয়েছিলেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডের পর সমান সংখ্যক টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]