সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ৭টি অঞ্চলের ওপর দিয়ে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব অঞ্চলে। এ অবস্থায় এ ৭ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে এসব অঞ্চলে।
এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই পূর্বাভাসে নদীপথে চলাচলরত নৌযান ও নৌযাত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১ নম্বর সতর্ক সংকেত সাধারণত স্বল্পমাত্রার ঝোড়ো হাওয়া কিংবা বৈরী আবহাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়, যার কারণে নৌ চলাচলে সাময়িক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়ে থাকে।
Copied from: https://rtvonline.com/ নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন। এর মাঝেই হঠাৎ বিপত্তি ঘটে যায়। গুরুতর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অভিনেত্রীর চোখে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলে একটি সূত্র জানাচ্ছে।
জুন মাসে উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে শুরু করেছিলেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার দৃশ্যধারণের কাজ। নতুন কাজ নিয়ে বেশ উৎসাহী ছিলেন স্বস্তিকা। ভারতের উত্তরবঙ্গে ভরা বর্ষায় চলছিল সিনেমার শুটিং। হঠাৎ শুটিংয়ের মাঝেই চোখে ব্যাপক যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা। তিনি জানিয়েছেন মারাত্মক ক্ষতি হয়েছে কর্নিয়ায়। রীতিমতো যন্ত্রণায় কাতর অভিনেত্রী।
এদিন এই পোস্টে স্বস্তিকা আরও লেখেন, ‘আমি জানতাম যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু গতকাল আমার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র শুটিং চলাকালীন আমি মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে শুরু করি। সঙ্গে সঙ্গে আমাকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়াই করছি। কীভাবে এই অবস্থা হল আমি জানি না। আমি দুনিয়ার সবথেকে বড় সমস্যার সঙ্গে লড়াই করছি।’
স্বস্তিকা আরও লেখেন, ‘আমি আমার নতুন সিনেমার সব সহ-অভিনেতা, অভিনেত্রীকে ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমাকে সহযোগিতা করার জন্য। সিনেমাটি আমার কাছে ভীষণ স্পেশাল, এবং আমি এটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে চাই যে কোনো পরিস্থিতিতেই। এ সিনেমার নির্মাতা, প্রযোজক প্রত্যেকেই আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করছেন। আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই শুটিংয়ের প্ল্যান করছে সিনেমার নির্মাতা ও প্রযোজক। আমি যথাসম্ভব আমার চোখের যত্ন নেওয়ার পাশাপাশি সঠিকভাবে শুটিং চালিয়ে যাওয়ারও চেষ্টা করছি।’
এবার উইন্ডোজের প্রথম হরর কমেডি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এ সিনেমায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, শ্রুতি দাস প্রমুখ। অরিত্র মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ করছেন।
|