ষ্টাফ রিপোর্টার : সাভার সহ সারাদেশে অস্ত্র চালানকারী মাদক ব্যবসায়ী নারী পাঁচারকারী কুখ্যাত খুনী সন্ত্রাসী শামীম রেজা প্রকাশ্যে তার ব্যবসা পরিচালনা করে আসছেন।
সাভার পলান পাড়ায় অবস্থিত তার মাদক এবং অস্ত্রের ঘাটি যেখানে সকাল থেকেই শুরু হয় হিরোইন এবং মাদক সেবীদের লাইন,সাভার এর অন্যান্য মাদক ব্যবসায়ীদের আনাগোনা ,শামীম রেজা এদের কাছে পাইকারি হিসেবে মাদক বিক্রি করে আসছেন দীর্ঘদিন থেকে,আর এসব করে তিনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক ।
হিরোইন ফেনসিডিল ইয়াবা সহ দেশি বিদেশি মদের চালান রয়েছে তার কাছে ।
শামীম রেজার কাছ থেকে অস্ত্র এবং ভারা করা খুনী সহ বিভিন্ন অপকর্মের সদস্যদের ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে খুন অপহরণ নারী পাচার এমন জঘন্যতম অপরাধ সংঘটিত হয় ।
সাভার ব্যাসট্যান্ড এ যত ছিনতাইকারী আছে সবাই শামীম রেজার আওতায় রয়েছে ।পুলিশের পোশাক ধারী একটা সংবন্ধ চক্র সে পরিচালনা করে আসছেন বছরের পর বছর ধরে ।
এ বিষয়ে কেউ মুখ খুললে তাঁকে জীবিত রাখেন না এই শামীম রেজা । তার ঘাঁটিতে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে,সন্দেহ জনক কেউ সেখান থেকে জীবিত ফিরে আসতে পারেন নাই। ভয়ে আতংকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী বলেন এই শামীম রেজা দ্বিতীয় এরশাদ শিকদার ।একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে কিন্তু কয়েক বার গ্রেফতার হলেও তাঁকে জেলে রাখা সম্ভব হয়নি ।জানা যায়নি কে রয়েছে নেপথ্যে ।
বিভিন্ন ধরনের চুড়াইকৃত গাড়ি কেনাবেচা করেন তিনি রিক্সা মোটর সাইকেল ছোট বড় গাড়ি সব ই রয়েছে তার নিজস্ব গ্যারেজে ।
অনেক সম্পদের পাহাড় গড়েছেন এই কুখ্যাত সন্ত্রাসী বাড়ি ও রয়েছে অনেক গুলো । এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এবং ডিবি পুলিশের ওসি সাক্ষাৎকারে জানান শামীম রেজা সহ তার দলের সদস্যদের প্রশাসন খুঁজছেন কিন্তু জানা যায় শামীম রেজা সাভারেই রয়েছেন ।
এমন সন্ত্রাসীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসি নয়তো যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন কি হবে পরিশেষে নারীদের নিরাপত্তা নেই বললেই চলে ।
প্রশাসনের উপর মহলের হস্তক্ষেপ কামনা করছি ।
|