নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান জ্বর আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় মিরপুরের শাহ আলী মাজারে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শনিবার মধ্যরাতে, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাজহারুল ইসলাম পায়েল বিষয়টি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর তাৎক্ষনিক ভাবে এ আয়োজন করা হয়। তিনি উল্লেখ করেন, বিএনপির সকল নেতাকর্মীর হৃদয়কাঁপানো কামনা তাঁর দ্রুত সুস্থতা।
উল্লেখযোগ্য, শুক্রবার (১০ অক্টোবর) লন্ডনে এক সাক্ষাৎকারের সময় মাস্ক পরা অবস্থায় দেখা যায় তারেক রহমানকে। জানা গেছে, তিনি জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গে ভুগছেন। তবে এটি সাধারণ জ্বর নাকি কোভিডজনিত, তা এখনও নিশ্চিত নয়। সতর্কতার অংশ হিসেবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।
দলীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২০ তারিখে সপরিবারে লন্ডন থেকে ওমরাহ পালনের পরিকল্পনা ছিল তারেক রহমানের। সব প্রস্তুতি—ভিসা ও টিকিটসহ—সম্পন্ন ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে এই পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হন তিনি।
বর্তমানে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার কথা ছিল, তবে তিনি দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে দলের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিতে চান। দেশে ফেরার পথে ওমরাহ পালন করবেন কিনা, তা এখনো চূড়ান্ত হয়নি।
শাহ আলী মাজারে অনুষ্ঠিত এই মোনাজাত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অভিনব দৃষ্টান্ত হয়ে রইল, যেখানে নেতাকর্মীরা নেতার সুস্থতা কামনায় একযোগে প্রার্থনা করেন।