কামরুল হাসান: জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি নেতা ও মানিকগঞ্জ- ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাজহারুল ইসলাম পায়েল বলেছেন,উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বাস্তবায়ন আবশ্যকীয়।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা বাজার,ভূম- দক্ষিণ বাজারসহ বিভিন্ন এলাকায় ৩১ দফা প্রচারণায় লিফটের বিতরণ,গণসংযোগ এবং পথসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটার এবং এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ইউনিয়ন বিএনপি`র সভাপতি মোঃ আবু তাহেরসহ বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পায়েল বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শিতার কারণে বিএনপি-ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরশাসক সরকারের পতন ঘটে এবং সূচনা হয় ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের। ঐক্যবদ্ধ জনবল সকল কর্ম বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন, মানুষের দীর্ঘ ১৭ বছরের প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তী সরকার ২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী মহল নির্বাচন বানচালে দেশব্যাপী নানাবিধ তাণ্ডব অব্যাহত রেখেছে । এ ধরনের অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানান পায়েল।
মাজহারুল ইসলাম পায়েল সমর্থক ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। তিনি নারীদেরও অগ্রণী ভূমিকা পালন করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন।