ফুলপুরপ্রতিনিধি: ময়মনসিংহেরফুলপুরে ক্রেডিট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) নামে একটি এনজিও গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। বিষয়টি নিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) পৌরসভার সাহাপুর গ্রামের ভুক্তভোগী জোসনা বেগম (৩৫) ফুলপুর থানায় অভিযোগ দায়ের করেন।
জানাযায়, বিগত কিছুদিন পূর্বে ক্রেডিট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিডিএফ`র কার্যক্রম পরিচালনারজন্য ফুলপুর পৌরসভার সাহাপুর বাজার সংলগ্ন একটি ফ্ল্যাট বাসার দ্বিতীয় তলা ভাড়া নেয় এনজিওর কর্মকর্তারা। পরে বিভিন্ন এলাকায় তাদের মাঠকর্মীর মাধ্যমে সমিতি গঠন করে সদস্য সংগ্রহ শুরু করে। সদস্য প্রতি ১ লক্ষ টাকাকরে ঋণ দেওয়ার কথাবলে সদস্যদের কাছ থেকে ১০ দশ হাজার৫শত টাকা করে হাতিয়ে নেয় তারা। বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার গ্রাহকদেরকাছ থেকে ১ কোটি টাকারউপরে হাতিয়ে নিয়ে পালিয়েছে এনজিও`র কর্মকর্তারা।
ফুলপুরপৌরসভার আমুয়াকান্দা গ্রামের ভুক্তভোগী হারুন অর রশিদ বলেন, আমাকে ৪ লক্ষ টাকালোন দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০ হাজার টাকাহাতিয়ে নিয়েছে এনজিওর মাঠকর্মী আজিজ।
পয়ারীইউনিয়নের সোহেল মিয়া বলেন, আমাকে ৩ লক্ষ টাকালোন দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকানিয়েছে এনজিওর মাঠকর্মী ফরিদা।
চরকাজিয়াকান্দা গ্রামের শফিকুল ইসলাম বলেন, আমাকে ৫০ হাজার টাকালোনের কথা বলে আমার কাছ থেকে ৫ হাজার ২শত৫০ টাকা নিয়েছে এনজিওর কর্মকর্তারা।