বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পঞ্চগড়ে টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা   * জাপানে ১৭০ ভবনে আগুন   * চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ   * লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদে‌শি   * ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা   * বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস   * শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে   * রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড   * সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড   * মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড  

   সারা দেশ
দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই জাতির অগ্রগতির চাবিকাঠি — এস.এ. জিন্নাহ কবির
  Date : 13-10-2025

 

কামরুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলাবিএনপি`র  আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য ও মানিকগঞ্জ- ১ আসনের ধানের শীষের কান্ডারী  এস.এ. জিন্নাহ কবির বলেছেন, “উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।”

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারে ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকের আগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিন্নাহ কবির বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনের ফসলকে টেকসই উন্নয়নে রূপান্তর করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের দীর্ঘ ১৭ বছরের প্রত্যাশা পূরণের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটি মহল ‘পি আর পদ্ধতি’র নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের কল্যাণে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”

দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশে তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং নারীদেরও রাজনৈতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দেন।

শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া চান।



  
  সর্বশেষ
পঞ্চগড়ে টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা
হাসিনার মৃত্যুদণ্ডের রায় রাজনীতিতে কী প্রভাব ফেলবে?
অমিতাভের টিফিন বক্সে চিঠি পাঠাতেন জয়া
আলিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]