বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই কৃষককে   * বিশ্বজুড়ে সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ   * ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়   * পারভেজ হত্যায় ‘সম্পৃক্ত’ সেই ২ ছাত্রী সাময়িক বহিষ্কার   * দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড   * নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক   * নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট জব্দের আদেশ   * বিশ্ববাসীকে থ্রি জিরো ভিশনে জোর দিতে আহ্বান ড. ইউনূসের   * প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩   * বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা  

   সারা দেশ -
                                                                                                                                                                                                                                                                                                                                 
পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি

জেলা প্রতিনিধি : কয়েকদিন আগেও যেখানে সোমেশ্বরী নদীর বুক ফেটে যাচ্ছিল খরায়, সেখানে পাহাড়ি ঢলে বাড়ছে পানি। সুনামগঞ্জের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়ায় হঠাৎ পাহাড়ি ঢলে টইটম্বুর হয়ে উঠেছে সোমেশ্বরী নদী।

সোমবার (২১ এপ্রিল) বিকেলের দিকে ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি নেমে আসতে শুরু করে নদীটিতে। যা কয়েক ঘণ্টার মধ্যেই বদলে দেয় নদীর চেহারা। তবে হঠাৎ পানি বাড়ায় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতি হওয়ারও কোনো শঙ্কা নেই।

পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি
                                  

জেলা প্রতিনিধি : কয়েকদিন আগেও যেখানে সোমেশ্বরী নদীর বুক ফেটে যাচ্ছিল খরায়, সেখানে পাহাড়ি ঢলে বাড়ছে পানি। সুনামগঞ্জের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়ায় হঠাৎ পাহাড়ি ঢলে টইটম্বুর হয়ে উঠেছে সোমেশ্বরী নদী।

সোমবার (২১ এপ্রিল) বিকেলের দিকে ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি নেমে আসতে শুরু করে নদীটিতে। যা কয়েক ঘণ্টার মধ্যেই বদলে দেয় নদীর চেহারা। তবে হঠাৎ পানি বাড়ায় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতি হওয়ারও কোনো শঙ্কা নেই।

দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই কৃষককে
                                  

বাংলাদেশি দুই কৃষককে ভারতে ধরে নিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে ওইদিন বিকেলেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে হস্তান্তর করা হয়।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

ভারতে নির্যাতনের শিকার দুই কৃষক হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।

ভারতীয় সীমান্তরক্ষীদের অভিযোগ, বাংলাদেশি দুই নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এজন্য তাদেরকে আটক করা হয়। পরে রোববার বিকেলে সীমান্তের মেইন পিলার ১৯৮৮ জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর করেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

টিকটকে পরিচয় থেকে বিয়ে, ৯ দিন পর উধাও স্বামী
                                  

টিকটকে পরিচয়ের সূত্র ধরে মৌলভীবাজারের এক তরুণের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আদালতে গিয়ে বিয়ে করেন তারা। একপর্যায়ে নববধূর কাছ থেকে পালিয়ে যান ওই তরুণ। পরে স্বামীর খোঁজে তার গ্রামের বাড়িতে এসে উপস্থিত হন ভুক্তভোগী। কিন্তু সেখানেও স্বামীকে পাননি।

সোমবার (২১ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করেন। টিকটকে গত জানুয়ারিতে মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের আপ্তাব আলীর ছেলে ওয়াকিব আলীর (২১) সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ এপ্রিল ওয়াকিব চট্টগ্রামে যান। ৬ এপ্রিল চট্টগ্রামে আদালতে কাজীর মাধ্যমে বিয়ের পর সদরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে হলফনামায় স্বাক্ষর করেন। বিয়ের পর তার পরিবারের সঙ্গেই অবস্থান করছিলেন ওয়াকিব। গত ১৫ এপ্রিল নামাজে যাচ্ছেন বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় সোমবার স্বামীর সন্ধানে কাটারাই গ্রামে চলে আসেন ওই তরুণী। স্থানীয় লোকজনের মাধ্যমে ওয়াকিবের বাড়ির সন্ধান পেলেও স্বামীকে পাননি। পরে তিনি স্থানীয় খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যানের শরণাপন্ন হন।

তরুণীর দাবি, তার স্বামীকে পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রেখেছেন ও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। স্বামীর সন্ধান পেতে বর্তমানে তিনি চেয়ারম্যানের বাড়িতে রয়েছেন।
ওয়াকিবের বাবা আপ্তাব আলী জানান, ব্যবসার টাকা নয়ছয় করে তার ছেলে গত ঈদের আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বর্তমানে ছেলের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কাটারাই গ্রামের কয়েকজন জানান, গত রোববার বিকেলেও ওয়াকিবকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে দেখা গেছে।

এ বিষয়ে খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী জানান, স্বামীকে খুঁজতে আসা এক তরুণী তার বাড়িতে রয়েছেন। বিষয়টি সুরাহার চেষ্টা করছেন তিনি।

বিশুদ্ধ পানির কষ্টে রায়পুর পৌরবাসী
                                  

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একমাস ধরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গরমে পানির স্তর নেমে যাওয়া, বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে পানির পাম্প চালাতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে পৌর শহরে বসবাসকারী কয়েক হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে মিনারেল ওয়াটার কিনে পানির চাহিদা মেটাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। এখানে পানির গ্রাহক প্রায় ২৫ হাজার। এর জন্য প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে বিদ্যুতের ৪২০ ভোল্টেজ প্রয়োজন। কিন্তু এক মাস ধরে ৩৬০-৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন ৭-৮ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি উত্তোলন করা যাচ্ছে না।

দক্ষিণ দেনায়েতপুর এলাকার রানী বেগম বলেন, সময়মতো পানির বিল পরিশোধ করলেও আমরা চাহিদামতো পানি পাচ্ছি না। এজন্য আমাদের রান্নাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কাঞ্চনপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল আলী স্বপন বলেন, বাসায় খাওয়ার পানিও নেই। পৌরবাসীর পানির কষ্ট লাঘবে কারো মাথাব্যথাও নেই। পানি সংকটে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

রায়পুর পৌরসভার ওয়াটার সুপারের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি উত্তোলন করা যাচ্ছে না। বিষয়টি পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

রায়পুর পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোশারেফ হোসেন বলেন, লো ভোল্টেজের কারণে পানি উত্তোলনে সমস্যা হচ্ছে বিষয়টি আমার জানা নেই। তবে লোক পাঠিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।

দাবি আদায়ে অনড় কুয়েট শিক্ষার্থীরা, চলছে অনশন
                                  

 

উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন ছাত্র।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনকারীরা রাতভর সেখানে অবস্থান করেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ৩২ জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় রয়েছেন।

অনশনরত শিক্ষার্থী রাহাত, তৌফিক, গালিব ও ওবায়দুল্লাহ জানান, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। প্রয়োজনে জীবন দেবেন।

তারা দাবি করেন, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়সারা একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

তারা বলেন, অন্যদিকে কিছুদিন আগে বহিরাগত একজন বাদী হয়ে ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন। কুয়েট কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীও রয়েছে। উপাচার্যের কাছে বারবার দাবি জানালেও তিনি শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করেননি।

শিক্ষার্থীরা জানান, তারা গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের আহ্বানে সাড়া দেয়নি। তারপর দুই রাত খোলা আকাশের নিচে থাকার পর ১৫ এপ্রিল তালা ভেঙে হলে ঢোকেন তারা। কিন্তু হলে খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কেউ তাদের দাবি পূরণের উদ্যোগ নেয়নি। তাই তারা আমরণ অনশন কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন।

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছেন। আবারও শিক্ষার্থীদের কাছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করার ব্যাপারে কথা বলব।

প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয় এই বাজারে
                                  

জেলা প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার সবচেয়ে বড় টমেটোর বাজার গাবুড়া বাজার। গর্ভেশ্বরী নদীর তীরে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের পাশে নিয়মিত বসে এই বাজার। প্রতিদিন এখানে প্রায় ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার ঘুরে দেখা যায়, নদী তীর থেকে মাস্তান বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উভয় পাশে এমনকি মানুষের বাড়ির আঙিনাতেও অস্থায়ী আড়ৎ বানানো হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকার এসেছেন টমেটো কিনতে। ভোরের আলো ফুটবার আগে থেকে টমেটো চাষিরা বড় বড় খাঁচায় করে টমেটো বিক্রি করতে আসছেন। টমেটো জাতভেদে পাইকার ও কৃষদের মধ্যে চলে দর কষাকষি। বিপুল প্লাস, প্রভেনসিভ, রোমা ভিএফ, মিন্টু সুপার, আনসাল, রানী এবং শক্তি প্লাস নানা জাতের টমেটো। কোনটি গোলাকার কোনটি লম্বাকৃতির। দামে মিললে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পাইকারের আড়তঘরে। সেখানে ক্যারেট ভরানো হচ্ছে। পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকে ক্যারেটগুলো তুলছেন ট্রাক শ্রমিকরা। দৈনিক শতাধিক ট্রাকে গড়ে দেড় থেকে দুই কোটি টাকার টমেটো কেনাবেচা হয় দিনাজপুরের গাবুড়া বাজারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দিনাজপুরে গত অর্থ বছরে টমেটোর আবাদ হয়েছিল ৯২৫ হেক্টর জমিতে এবার সেখানে ১ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে। তবে সবচেয়ে বেশি টমেটোর আবাদ হয় জেলার চিরিরবন্দর ও সদর উপজেলায়।

চিরিরবন্দর উপজেলার কাউগা এলাকার কৃষক জহিরুল ইসলাম বলেন, গত বছর ফলন কম ছিল। কিন্তু দাম পাইছি ভালো। এবার ফলন ভালো হয়েছে দাম টা কম। শুরুতেই ৪০০-৫০০ টাকা মণ পাচ্ছি। দুই বিঘা মাটি বিপুল প্লাস জাতের টমেটো লাগাইছি। দুই বিঘা জমিতে লাখ টাকা খরচ হয়েছে। টমেটোর কেজি ১০ টাকা থেকে ১২ টাকা। এটা যদি ২০ টাকা থাকত তাহলে বেশ লাভবান হওয়া যেত।

ঢাকা থেকে টমেটো কিনতে আসা পাইকার সজিব আহমেদ বলেন, এবার ঈদের দুই দিন পরেই আসছি। দৈনিক ৫-৭টি ট্রাক লোড হচ্ছে। এখানকার টমেটোর একটা সুনাম আছে। চাষিদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে আমাদের। ৪০০ টাকা থেকে ৫০০ টাকা মণ কিনেছি। চাষিরাও দাম কম পাচ্ছে আমরাও লাভবান হতে পারছি না। আগের তুলনায় খরচ অনেক বেড়ে গেছে। লাভ কম হচ্ছে আবার কোনটাতে হচ্ছেই না।

রাজবাড়ী থেকে টমেটো কিনতে আসা শফিকুল ইসলাম বলেন, এক যুগের বেশি সময় ধরে এই বাজার থেকে টমেটো কিনে বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। মৌসুমে টানা দুই মাস এই অঞ্চলে থাকি। চাষিদের সঙ্গে সুসম্পর্ক হয়েছে। দিনাজপুরের টমেটো চাষিদের সঙ্গে পাইকারদের সম্পর্ক বেশ গভীর। প্রতিদিন গাবুর বাজার থেকে প্রায় শতাধিক ট্রাকে টমেটো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যায়। একটি ট্রাকে প্রায় ২ দুই লাখ ৫০ হাজার টমেটো যায়। এতে প্রতিদিন ২ কোটি টাকার বেশি টমেটো বিক্রি হয় গাবুড়া হাটে।

টমেটো ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, দিনাজপুর গাবুড়া বাজারে টমেটো দেশের সব মার্কেট চলে যায়। এখন একটু বাজারটা কম কারণ টমেটোর প্রচুর আমদানি হচ্ছে। দুই তিন সপ্তাহ পর টমেটোর আমদানি কমতে শুরু করলে বাজারও বাড়তে শুরু করবে। তখন ইন্ডিয়ান টমেটো আমদানি করে এতে কৃষক ও আমরা ব্যবসায়িরাও লস করি। ইন্ডিয়ান টমেটো দেশে না আনলে দেশের কৃষক ভালো লাভবান হবে। আমরা ব্যবসায়ীরাও লাভবান হব।

গাবুরা টমেটো বাজারের ইজারাদার আরিফুল ইসলাম বলেন, এই বাজারে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার টমেটো বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে বাজারের আশপাশের বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করছেন। হাট ইজারা বাবদ প্রতি মণ টমেটোর জন্য ১৫ টাকা নেওয়া হয়। এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না। এ কারণে হাটের পরিসর দিন দিন বাড়ছে।

শুরু হচ্ছে মণিপুরীদের বিলুপ্তপ্রায় ‘লাই হরাওবা’
                                  

শুরু হচ্ছে বাংলাদেশে মণিপুরী সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় উৎসব ‘লাই হরাওবা’। এ বছর জাতীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহায়তায় উৎসবটির আয়োজন করা হচ্ছে। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে উৎসব অনুষ্ঠিত হবে।

‘লাই হরাওবা’ মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ একটি উৎসব। এর আক্ষরিক অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্যসত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্রপাঠ এবং মাইবি জাগোইয়ের মতো স্বতন্ত্র নৃত্যশৈলী উপস্থাপনের মধ্যদিয়ে। এই উৎসব মণিপুরী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়ে আসছে।

উৎসবের বিস্তারিত তুলে ধরে সম্প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ‘লাই হরাওবা’ আয়োজক কমিটি। উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

বাংলাদেশি মনিপুরীদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হরাওবা’ সংরক্ষণ, লালন ও বিকাশে এগিয়ে এসেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পৌরৈ অপোকপা মরুপ বাংলাদেশ, সাধনা, কনসোটিয়াম অব আইসিএইচ বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের ৮ বিভাগের ৮ জাতিগোষ্ঠী তাদের ৮টি সাংস্কৃতিক উৎসব উদযাপন করছে।

‘লাই হারাওবা’ মণিপুরী সম্প্রদায় এবং সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী সাংস্কৃতিক উৎসব। সহনশীলতা ও বহুত্ববাদের চেতনায় লালিত বাংলাদেশের বর্ণাঢ্য সাংস্কৃতিক বৈচিত্র্যে মণিপুরীদের এ উৎসবটি বিশেষ অবদান রাখছে।

মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ, হঠাৎ হাজির পুলিশ
                                  

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম।

আটককৃতরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন এবং রাসেল।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, শিবু মার্কেট থেকে ৭ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সঙ্গে আরও কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ কেউ ভয়ে রাজমিস্ত্রি কেউবা অন্য পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, তবে তাদের একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন। আমরা সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
                                  

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 

একটি চিঠির মাধ্যমে তাদের এনআইডি লক করা হয় বলে সোমবার (২১ এপ্রিল) নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।  

নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে, নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

 

ডিবির হাতে গ্রেপ্তার ছাত্রলীগসহ আ.লীগের ৯ সদস্য
                                  

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ছাত্রলীগের বংশাল থানা ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২), ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল, আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫) এবং কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন (৪৮)।

ডিবি সূত্রে জানায়, রোববার সকাল থেকে রাত ৩টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। নানাভাবে তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ড. ইউনূস
                                  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক এক সেমিানারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা সংকটের বিষয়টি ওঠার আগে এই সেমিনারকে তার প্রস্তুতিপর্ব হিসেবে দেখা হচ্ছে। চারদিনের সফরে আজ (সোমবার) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও জানান, সফরকালে প্রধান উপদেষ্টা কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিশেষ সাক্ষাৎকার দেবেন । সেখানে ড. ইউনূস রোহিঙ্গা বিষয়ক আড়াই ঘণ্টাব্যাপী এক সেমিনারে নেতৃত্ব দেবেন। এছাড়াও এলএনজি আমদানি, ভিসা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা হবে। কাতারের আমিরের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব।

বরিশালে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম
                                  

বরিশালে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। তবে গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। সোমবার (২১ এপ্রিল) সকালে বরিশালের পাইকারি সবজির বাজার, আড়ত ও মাছ-মাংসের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি কেজি ২৫ থেকে ৩০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা করে। এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে কেজি ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা করে, পটোল গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় ৩ থেকে ১০ টাকা বেড়ে বেগুন আকার ভেদে ৪৫-৫০ টাকা, সজনে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬৫ টাকা, কুমড়া ৪০ টাকা, করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৪০-৫০ টাকা ও লেবুর হালি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মিষ্টি আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। সোনালি মুরগি ৩৩০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হওয়ায় দাম কমে সাধারণের নাগালের মধ্যে চলে এসেছে। গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজি ৩ থেকে ১০ টাকা বাড়লেও সরবরাহ বাড়লে আবার দাম কমে যাবে।

বরিশালে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। তবে গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম

বরিশালে সবজির একমাত্র পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী মেসার্স শাহারিয়া বাণিজ্যালয়ের মালিক মো. আলী হোসেন খান জানান, বেশ কিছুদিন ধরেই সবজির দাম কম। এর মূল কারণ হচ্ছে এবার দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হয়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও সবজি কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বিভিন্ন খরচের দোহাই দিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে দ্বিগুণ মূল্যে খুচরা বাজারে বিক্রি করে।

নগরীর বাংলাবাজার এলাকার খুচরা সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, পাইকারি বাজারের দাম খুচরা বাজারে হিসাব করলে হবে না। কারণ পাইকারি বাজার থেকে পণ্য কেনার পর তা পরিবহন ব্যয় ও শ্রমিক দিয়ে আনতে হয়। এরপর বাজারে নিয়ে বসলে সেখানে আলাদা খরচ দিতে হয়। পাশাপাশি বিদ্যুৎ বিলের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় পণ্য নষ্ট হলে লোকসান আমাদেরই গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারের তুলনা করে লাভ নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে প্রায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫
                                  

 

অনলাইন ডেস্ক : খুলনার জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, মিছিল করার অভিযোগে বিকেলে বয়রা কলেজ মোড় এলাকা থেকে মো. ওয়ালিদ হাসান ইমন নামে একজনকে আটক করা তিনি আফজালের মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার ছেলে।

রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল করা হয়।

এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগ তুলে বিকেলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপি। খুলনায় এনসিপির কোনো কমিটি না থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা সংবাদ সম্মেলনে অংশ নেন।

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে আহমেদ হামীম ও আবদুল্লাহ চৌধুরী নামে দুই নেতা বলেন, গত ৫ আগস্টের পর ছাত্র-জনতা রাজপথে থাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তায় নামার সাহস পায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্র-জনতা নিজেদের কাজে ফিরে যাওয়ার পর যে জিরো পয়েন্টে ছাত্ররা রক্ত দিয়েছে, সেখানে পরাজিত শক্তির এমন আস্ফালন আমাদের পীড়া দেয়। প্রশাসনের এ নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ ও নিন্দনীয়। এটি শুধু প্রশাসনের ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন।

সংবাদ সম্মেলন থেকে আহমেদ হামীম ও আবদুল্লাহ চৌধুরী প্রশাসনের নীরবতার যথাযথ ব্যাখ্যা দাবি করেন। পাশাপাশি দেশের সব গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তিকে মতপার্থক্য ভুলে জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গড়ে তোলার আহ্বান জানান। আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

অপরদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা বিএনপি। রোববার খুলনা বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন, হঠাৎ করে নগরের একাধিক জায়গায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের নেপথ্যে কারা মদদ দিচ্ছে এবং কাদের আশ্রয়-প্রশ্রয়ে তারা মাঠে নামছেন মোটা দাগে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আবার ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ।

বিবৃতিতে নেতারা পুলিশ ও সিভিল প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে এবং মিছিলকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, তথ্য সম্পাদক আজিজুল বারী, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন প্রমুখ।

এছাড়া খুলনার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ইসলামী আন্দোলনের নেতারা। একইসঙ্গে তারা প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানান।

বিবৃতিদাতারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা দ্বীন ইসলাম, মো. ইমরান হোসেন মিয়া, মাওলানা সাইফুল ইসলাম ভূইয়া, মো. তরিকুল ইসলাম কাবির, মেহেদী হাসান সৈকত, মো. হুমায়ুন কবির, মুফতি ইসহাক ফরীদি, গাজী ফেরদাউস সুমন, মো. মঈন উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট কামাল হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার, কারী মো. জামাল উদ্দিন, মাওলানা নাসিম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া প্রমুখ।

পটুয়াখালীতে চাষ হচ্ছে সৌদির সাম্মাম
                                  

সোনালী রোদে ঝলমল করছে মাঠজুড়ে হলুদ রঙের এক ফল। প্রথম দেখায় মনে হয় যেন আরব দেশের কোনো মরুভূমির দৃশ্য। অথচ এটি বাংলাদেশেই পটুয়াখালীর বল্লভপুর গ্রামের। যেখানে সৌদি আরবের জনপ্রিয় ও সুস্বাদু সাম্মাম ফলের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কামরুজ্জামান জুয়েল নামে এক কৃষি উদ্যোক্তা।

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান জুয়েল রুপালী ব্যাংকের জেলা শাখায় সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি কৃষিকাজকে বেছে নিয়েছেন স্বপ্নপূরণের হাতিয়ার হিসেবে। গত সাত বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে তিনি ‘হাওলাদার এগ্রো’ খামারে চাষ করছেন আরব দেশের তিন ধরনের সাম্মাম ফল। এর মধ্যে রয়েছে মাস্ক মেলন, রক মেলন ও হানি ডিউ মেলন।

৫টি প্লটে ৪৬ শতক জমিতে প্রায় দুই লাখ টাকা বিনিয়োগ করে গড়ে তোলা এই বাগানে বর্তমানে চলছে বাণিজ্যিকভাবে ফল বিক্রি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এই ফল। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা দরে।

এখানে সাম্মাম চাষে ব্যবহার করা হয়েছে নানা আধুনিক পদ্ধতি। পোকামাকড় থেকে ফসল রক্ষায় ব্যবহার করা হয়েছে সেক্স ফেরামোন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ। আর অতিবৃষ্টি থেকে গাছের গোড়া রক্ষায় ব্যবহার করা হয়েছে মালচিং পেপার। আধুনিক কৃষি প্রযুক্তির সুফলে ফলনও এসেছে চমৎকার।

স্বাদে, ঘ্রাণে ও রঙে আকর্ষণীয় হওয়ায় শহরের মানুষও ছুটে যাচ্ছেন তার খামার দেখতে ও ফল কিনতে। খামার পরিদর্শনে আসা ভবানী শংকর সিংহ বলেন,‘এমন ফল বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে, ভাবতেই অবাক লাগছে। স্বাদে ও ঘ্রাণে দুর্দান্ত, দেখতে যেন সোনালি মুকুট।’

খুচরা ক্রেতা মোজাম্মেল হোসেন বলেন,‘ফলের কথা শুনে অতি আগ্রহ থেকেই এখানে এসেছিলাম। এখন তো প্রতি বছর আসব ইনশাআল্লাহ। এত সুন্দর স্বাদ খুব কম ফলে পাওয়া যায়, এছাড়া ফলের দাম তুলনামূলকভাবে অনেক কম।’

কামরুজ্জামান জুয়েলের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন,‘ছোট থেকেই আমার মাটির কাছাকাছি থাকাতে কৃষির প্রতি ভালোবাসা ছোট থেকেই। আর ভালোবাসার জায়গা থেকেই ব্যাংকিং পেশার পাশাপাশি শুরু করি কৃষিকাজ। তবে শুরুটা সহজ ছিল না দুই-তিনবার বড় ক্ষতির মুখে পড়েছিলাম কিন্তু হাল ছাড়িনি। প্রতিটি ভুল থেকে শিখেছি, নিজেকে প্রস্তুত করেছি নতুনভাবে। ধৈর্য, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা এই তিনটাই আমাকে আজকের জায়গায় এনেছে।’

তিনি আরও বলেন,‘অনেকেই মনে করেন বিদেশি ফল আমাদের দেশে চাষ সম্ভব নয়। আমি সেই ধারণা ভাঙতে চেয়েছি। প্রযুক্তি আর সাহস কাজে লাগাতে পারলে সবই সম্ভব। এখন মানুষ আমার খামারে আসছে, ফল কিনছে, আগ্রহ দেখাচ্ছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। যদি কেউ সাম্মাম চাষে আগ্রহ দেখায়, আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

হাওলাদার এগ্রোতে সাম্মাম ছাড়াও ছাগল, গরু, বিভিন্ন প্রজাতির মাছ, আম ও ড্রাগন ফলের আবাদ হচ্ছে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ৪-৫ জনের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, “সাম্মাম ফল চাষ আমাদের দেশে নতুন হলেও এটি সম্ভব। সেটি প্রমাণ করেছেন জুয়েল সাহেব। তার খামার আধুনিক কৃষিপদ্ধতির দারুণ একটি উদাহরণ। আমরা কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তা দিচ্ছি এবং চাই আরও উদ্যোক্তা এমন কাজে এগিয়ে আসুক।

কামরুজ্জামান জুয়েলের এ সাফল্য গোটা পটুয়াখালীকে গর্বিত করছে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে এক অনুপ্রেরণার গল্প।

ফরিদপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগ
                                  

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সদরপুর উপজেলায় ধর্ষণের পর এক নারীকে (৪৯) হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত তিনটার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেমানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোমরেজ খালাসী (সাবেক ইউপি সদস্য) ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মোমরেজ ও তার দুই সহযোগী গভীর রাত পর্যন্ত ওই নারীর বাড়িতে গিয়ে একটি দোচালা টিনের ঘরে আড্ডা দেন এবং তাকে ওই ঘরে ডেকে নেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে মোমরেজ তাকে অন্য ঘরে রেখে পালিয়ে যান।

ওই নারীর নাতনি বলেন, ‘নানির অসুস্থতা দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোমরেজ খালাসী পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, নিহতের স্বামীর তিনজন স্ত্রী ছিলেন। ওই নারী তার তৃতীয় স্ত্রী। মোমরেজ খালাসীর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানিয়েছে প্রতিবেশীরা। সেই সূত্রে মোমরেজ মাঝে মধ্যে ওই বাড়িতে যেতেন এবং রাতেও অবস্থান করতেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের পরই আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত
                                  

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি দেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২০ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের শুনানি শেষে এ রায় স্থগিত আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন রাখা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে ক্যাডারবহির্ভূত গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর দুটি সিরিয়াল (২৭ ও ২৮) চ্যালেঞ্জ করে গত বছর ক্রাফট ইন্সট্রাক্টর মো. আশিক মিয়াসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ১৮ মার্চ হাইকোর্ট রায় দেন। রায়ে কিছু সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদে রিট আবেদনকারীদের (ক্রাফট ইন্সট্রাক্টর) জন্য কিছু পদ রাখতে বা সন্নিবেশিত করতে নির্দেশ দেওয়া হয়। যদি পদ না থাকে তাহলে যোগ্যতাসাপেক্ষে যে কোনোভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি দিতে বলা হয়।

এই রায়ের বিরুদ্ধে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত ১৫ এপ্রিল লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।

 


   Page 1 of 782
     সারা দেশ
পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি
.............................................................................................
দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই কৃষককে
.............................................................................................
টিকটকে পরিচয় থেকে বিয়ে, ৯ দিন পর উধাও স্বামী
.............................................................................................
বিশুদ্ধ পানির কষ্টে রায়পুর পৌরবাসী
.............................................................................................
দাবি আদায়ে অনড় কুয়েট শিক্ষার্থীরা, চলছে অনশন
.............................................................................................
প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয় এই বাজারে
.............................................................................................
শুরু হচ্ছে মণিপুরীদের বিলুপ্তপ্রায় ‘লাই হরাওবা’
.............................................................................................
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ, হঠাৎ হাজির পুলিশ
.............................................................................................
শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
.............................................................................................
ডিবির হাতে গ্রেপ্তার ছাত্রলীগসহ আ.লীগের ৯ সদস্য
.............................................................................................
কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ড. ইউনূস
.............................................................................................
বরিশালে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম
.............................................................................................
খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫
.............................................................................................
পটুয়াখালীতে চাষ হচ্ছে সৌদির সাম্মাম
.............................................................................................
ফরিদপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগ
.............................................................................................
ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত
.............................................................................................
আইএমএফের ঋণের কিস্তিছাড় ইস্যু সমাধানে আশাবাদী গভর্নর
.............................................................................................
সংস্কার ছাড়া কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না: তোফায়েল আহমেদ
.............................................................................................
নতুন দল নিবন্ধনের সময়সীমা বাড়ল দুই মাস
.............................................................................................
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন: আটজনকে আসামি করে মামলা
.............................................................................................
শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
.............................................................................................
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
.............................................................................................
হিলিতে রসুন কেজিতে ৫০ টাকা বাড়ল
.............................................................................................
মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার
.............................................................................................
বিশ্বের দামি ‘সূর্যডিম’ আম ঝুলছে যশোরের খামারে
.............................................................................................
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে ছাত্র খুন
.............................................................................................
১৪ ঘণ্টা পর খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
.............................................................................................
ঋতাভরীর বাগদান
.............................................................................................
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
.............................................................................................
টঙ্গীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যা
.............................................................................................
মেহেরপুরে সকাল থেকেই ঝরছে বৃষ্টি, দুশ্চিন্তায় চাষিরা
.............................................................................................
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
.............................................................................................
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক
.............................................................................................
সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস চালিয়ে গেলেন চালক, ভিডিও ভাইরাল
.............................................................................................
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
.............................................................................................
দিনাজপুরে ২ হাজার কোটি টাকার লিচু উৎপাদনের আশা
.............................................................................................
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে ফয়জুল করীমের মামলা
.............................................................................................
জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচন চায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম
.............................................................................................
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা, আটক ১
.............................................................................................
২৭ জেলায় বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা
.............................................................................................
হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামি
.............................................................................................
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীরসহ দিনাজপুরে গ্রেফতার ৭১
.............................................................................................
গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
.............................................................................................
ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে নামাজ আদায়
.............................................................................................
নবীনগরে বজ্রপাতে কৃষক নিহত
.............................................................................................
অকাল বন্যার শঙ্কা, হাওরের পাকা ধান কাটার পরামর্শ
.............................................................................................
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেপ্তার
.............................................................................................
সুনামগঞ্জে বজ্রপাতে খামারির মৃত্যু
.............................................................................................
এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের ছড়াছড়ি, কারিগরিতে বেশি
.............................................................................................
নেত্রকোনায় বজ্রপাতে তিনজন নিহত
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD