আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দিচ্ছে বিএনপি : কামরুল ইসলাম
মিয়া আবদুল হান্নান : বিএনপি অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদেরকে আন্দোলনে নামানোর চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। ৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে সাভারের ভাকুর্তায় সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম একথা বলেন। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দিচ্ছে বিএনপি। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং সুষ্ঠু হবে। বাংলাদেশে আর কখনও অনির্বাচিত সরকার আসবে না বলেও জানান আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম এমপি। ‘নির্বাচনে না আসলে বিএনপির কর্মীরাই তাদেরকে গণধোলাই দেবে’-এমন কথা জানিয়ে কামরুল ইসলাম এমপি তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, ‘পাকিস্তানের প্রতি তাদের দরদ বেশি। এদেরকে প্রতিহত করতে হবে। এই অপশক্তিকে দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। অপকর্ম করতে গেলে সাধারণ মানুষ বিএনপিকে কোনো ছাড় দেবে না। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে সব সংকট থেকে উত্তরণের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করে তারা ইসলামের শত্রু বলেও মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ।
কামরুল ইসলাম এমপি আরও বলেন, মানুষের কল্যাণে কোনো কাজ করেনি বিএনপি। তারা লুটপাটের রাজনীতি করেছিল। আর বর্তমান সরকার মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন দেখছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সব ক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।দেশে শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যু হার কমেছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে যায়। তথ্য প্রযুক্তির সব ধরনের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা।বিকেলে সাভারের ভাকুর্তায় এ সুধী সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারাও। এর আগে ভাকুর্তা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
|
মিয়া আবদুল হান্নান : বিএনপি অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদেরকে আন্দোলনে নামানোর চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। ৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে সাভারের ভাকুর্তায় সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম একথা বলেন। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দিচ্ছে বিএনপি। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং সুষ্ঠু হবে। বাংলাদেশে আর কখনও অনির্বাচিত সরকার আসবে না বলেও জানান আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম এমপি। ‘নির্বাচনে না আসলে বিএনপির কর্মীরাই তাদেরকে গণধোলাই দেবে’-এমন কথা জানিয়ে কামরুল ইসলাম এমপি তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, ‘পাকিস্তানের প্রতি তাদের দরদ বেশি। এদেরকে প্রতিহত করতে হবে। এই অপশক্তিকে দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। অপকর্ম করতে গেলে সাধারণ মানুষ বিএনপিকে কোনো ছাড় দেবে না। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে সব সংকট থেকে উত্তরণের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করে তারা ইসলামের শত্রু বলেও মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ।
কামরুল ইসলাম এমপি আরও বলেন, মানুষের কল্যাণে কোনো কাজ করেনি বিএনপি। তারা লুটপাটের রাজনীতি করেছিল। আর বর্তমান সরকার মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন দেখছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সব ক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।দেশে শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যু হার কমেছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে যায়। তথ্য প্রযুক্তির সব ধরনের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা।বিকেলে সাভারের ভাকুর্তায় এ সুধী সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারাও। এর আগে ভাকুর্তা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
|
|
|
|
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার সুনামধন্য মুশির্দহাট মালীপাড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের উপস্থিত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
গতকাল ৬ ফেব্রয়ারী সোমবার সকাল ১০ টায় মুশির্দহাট মালীপাড়ায় নিজস্ব স্কুলমাঠে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নওয়াজ। এসময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক ফরিদ আহমেদ, মালীপাড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের জমিদাতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জুর হাবীব তুষার, স্কুল প্রতিষ্ঠিাতা সুজন মহন্ত, প্রধান শিক্ষক দেবেন্দ্র নাথ দেব শর্ম্মা, সহকারী শিক্ষক দিলরুবা জান্নাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজ সেবক মোঃ মঞ্জুর হাবীব তুষার এর সহযোগীতায় গড়ে তোলা হয় বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়। জমিদাতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জুর হাবীব তুষার এবং স্কুল প্রতিষ্ঠিাতা সুজন মহন্ত এর অর্থায়নে উক্ত ব্যাগ বিতরণ করা হয়। বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুদের ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়েই স্কুল শিক্ষক সুজন মহন্ত ও মঞ্জুর হাবীব তুষার নিজের মত করে গড়ে তুলতে চায় সকল বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুদের। তারা বলেন, শুধু বোচাগঞ্জ উপজেলা নয়, গোটা দেশের সমাজে পিছিয়ে পড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুদের নিয়ে আমরা কাজ করতে চাই। বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুরা সমাজের বোঝা নয়, বরং তাদের প্রতি একটু যতœশীল হলেই ওই মানুষ গুলো দেশের সম্পদ রুপে প্রতিষ্ঠিত করা সম্ভব।
ক্যাপশনঃ বোচাগঞ্জে মুশির্দহাট মালপিাড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করছেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নওয়াজ। ছবি-প্রতিনিধি
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক : দেশে চলতি বছর এ পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে সাতজনই মারা গেছেন। গত চার বছরের মধ্যে এবারই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া গত আট বছরের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্তও হয়েছে এ বছর।
রোববার (৫ ফেব্রুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ‘সারাদেশে নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সের কাজে জোর দেওয়া হচ্ছে। যেখানেই নতুন কেস পাওয়া যাচ্ছে, আমরা সেটা আপডেট করে নিচ্ছি। একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকেও অবহিত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘নিপাহ ভাইরাসে সংক্রমিতদের জন্য এখনও কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই। আক্রান্ত হওয়ার পর যদি কেউ বেঁচেও যান, তবুও তার শরীরে নানান ধরনের জটিলতা দেখা দেয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার শুধু একটাই উপায়, তা হলো খেজুরের কাঁচা রস খাওয়া বন্ধ করতে হবে। এটা করতে পারলেই কেবল আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।’
ডা. তাহমিনা শিরিন আরও বলেন, ‘অনেকেই বলেন, সতর্কতা অবলম্বন করে খেঁজুরের রস সংগ্রহ করছেন তারা। এটা কিন্তু ভুল কথা। কারণ বাদুড়ের মুখ দিয়েই শুধু নয়, এর ইউরিন থেকেও এটা (নিপাহ ভাইরাস) ছড়াতে থাকে। অনেকে জাল দিয়ে ঢেকে রাখেন, যাতে বাদুড় মুখ না দিতে পারে। কিন্তু ইউরিন তো আর তাতে আটকাচ্ছে না। তাই খেজুরের কাঁচা রস পানে আক্রান্তের আশঙ্কা সব সময়ই থেকে যাচ্ছে।’
|
|
|
|
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে মোছলেম উদ্দিন আহমদ স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মিজানুর রহমান রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হন। পরে তিনি ওই কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন মোছলেম উদ্দিন আহমদ। ১৯৭১ সালে তিনি স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন।
২০০৫ সালের ২৩ জুলাই সম্মেলনের মাধ্যমে মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে মোছলেম উদ্দিন আহমদকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়। তিনি আমৃত্যু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচন করে হেরে যান তিনি। বোয়ালখালী আসনের সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ২০২০ সালের ১৩ জানুয়ারি এমপি নির্বাচিত হন মোছলেম উদ্দীন আহমদ।
|
|
|
|
জহিরুল আলম সাগর, চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় মানব পাচার প্রতিরোধে পটগাণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী (রবিবার) বিকাল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু হাসনাত সরকার। উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের প্রতিনিধি মোহাম্মদ জাহেদ, চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল।
মানব পাচার প্রদর্শনীতে গীত রচনা করেন- কবি মোঃ ইলিয়াস ফকির, পট অংকন করেন- কালীকিংকর অয়ন, পরিকল্পনায় ছিলেন- রফিকুল ইসলাম খোকা। পটগান প্রদর্শনী করেন রূপান্তর।
|
|
|
|
জেলা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু বলেন, রোববার সকাল ১০টার দিকে একটি স্পিডবোট দোহারের মৈনটঘাট থেকে যাত্রী নিয়ে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আসছিল। পথে অপরদিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন।
আহতরা হলেন, চরভদ্রাসন উপজেলার বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার (৩৬) ও বারেক শিকদার (৬২)। তাদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
|
|
|
|
অনলাইন ডেস্ক : তাপমাত্রা ফের বাড়ছে, কমছে শীত। যদিও আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে দু-এক জায়গায় তাপমাত্রা কমেছেও কিছুটা। ঢাকায় শীত কিছুটা বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গা ও রাজারহাটে (কুড়িগ্রাম)। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
|
|
|
|
জেলা প্রতিনিধি : মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত দেলোয়ার হোসেন জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে পিকনিকের জন্য নাটোরের উদ্দেশ্যে বাসে করে রওনা দেন ৩৭ যাত্রী। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
|
|
|
|
মিয়া আবদুল হান্নান : গতকাল সমাবেশ উপলক্ষে গ্রেফতার হওয়া সিরাজদিখান উপজেলার ও বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৭ জন এবং শ্রীনগর উপজেলার ১০ জন দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে রাতে মুক্ত হয়ে যার যার বাড়ীতে ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতা অহিদুল ইসলাম ফেসবুক আইডি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভাগীয় সম্মেলনে যোগ দিতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা থেকে মাইক্রোবাস যোগে নয়াপল্টনে বিএনপি ঢাকা বিভাগীয় সম্মেলনের উদ্দেশ্যে যাওয়ার সময় ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ৪ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা—মাওয়া মহাসড়কের হাসনাবাদ এলাকা থেকে তাদেরকে গাড়ী থামিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী ৪টি মাইক্রোবাসও জব্দ করা হয়।আটকৃতরা হল, আব্দুল মোতালেব(৫৩), আব্দুল আজিজ(৫০), বাদশা মিয়া (৩০), শাহ আলম(৪০), মোহাম্মদ মিলু (৪০), বাবু(২২), মতিউর রহমান ভূইয়া(৪০), রিগান(৪৫), আব্দুল মান্নান(৫৫),শামীম(৪৩), নুরুল ইসলাম(৫৫), সিরাজুল ইসলাম (৫২), মোহাম্মদুল্লাহ( ৩৮), বদিউল আলম(৫৩), ইলিয়াস চৌধুরী ( ৩৫), রিয়াদ(৩৬), ফরহাদ হোসেন (৩৬), আবুল হাসেম( ৫৪), রমজান (৩৮), লিমন (২০), আরমান (৩২), রিপন (২০), আরাফাত(২৮), হাফিজুল ইসলাম(৩০), নয়ন(২৬), নাঈম(৪৫)সহ মোট ৩৫জন।
আটককৃত সকলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ রাজপথে নেমে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার না দেয়া হলে এবং জনগণের দাবি মেনে না নিলে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ১০ দফা দাবি আদায় করা হবে। এই সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছেন দলটির নেতারা।
একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে বিরোধী মত দমনে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবিও করেন। নেতাকর্মীরা চলার পথে ও পুলিশি গ্রেফতারে ও রেহাই পাচ্ছেনা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান সাংবাদিকদের জানান, ঢাকা মাওয়া হাইওয়ের উপর দিয়ে মাইক্রোবাস যোগে রাজধানীতে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে থামিয়ে প্রাথমিকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়ায় থানা হেফাজতে আনা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
|
|
|
অনলাইন ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ।
পুলিশের এ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় নিহত দু`জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স ২৪ বছর (নারী) ও আরেকজনের বয়স ২৩ বছর (পুরুষ)। তাদের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রাখা আছে।
এছাড়া নিহতদের সঙ্গে থাকা হুমায়ন (২৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশালের হিজলা উপজেলার হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলেন। মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
|
|
|
|
জেলা প্রতিনিধি : বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দলের নেতারা সাজাপ্রাপ্ত। বিদেশে পালিয়ে আছে। তাদের কোনো ভবিষ্যৎ নেই। সেই দল বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারবে না। তাদের কাছে দেশ নিরাপদ নয়।
তিনি বলেন, শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে বেছে নেবে।
জাহিদ মালেক বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা গুজব ছড়িয়েছিল। গঙ্গার পানি ভরে মানুষকে টিকা দেওয়া হচ্ছে বলে অপ্রচার চালিয়েছে। এসব গুজব ছড়িয়ে কোনো লাভ হয়নি। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ ভ্যাকসিনে পঞ্চম হলেও জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
মন্ত্রী বলেন, নিপাহ ভাইরাস একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে। বাঁদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপাহ ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে এবার আটজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন মৃত্যুবরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপাহ ভাইরাসের জন্য দুটি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।
|
|
|
|
টাঙ্গাইল প্রতিনিধি: শনিবার বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা বিভাগীয় বিএনপি`র সমাবেশে উপস্থিত ছিলেন টাংগাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের জনপ্রিয় নেতা, ধনবাড়ী উপজেলার রুপকার আলহাজ্ব মাহাবুব আনাম স্বপন ফকিরসহ টাংগাইল জেলা বিএনপির সকল অঙ্গও সংগঠনের নেতা কর্মীরা।
|
|
|
|
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখণ্ড ও সংবিধান উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্য সেবা খাতে উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এসব কমিউনিটি ক্লিনিকগুলো উচ্চ গতির ইন্টারনেট সংযোগের আওতায় আনতে পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।
শনিবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন ব্যাংক রুমের উদ্বোধন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে চলছেন। আধুনিক বাংলাদেশের স্থপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা স্মার্ট হবে। এ লক্ষ্য পূরণে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এনামুল হক শামীম বলেন, অপরিসীম মমত্ববোধ নিয়ে শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্যখাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এই সেবা বিস্তৃত হয়েছে। এর ফলে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হয়েছে। ফলে জনগণের প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর হয়েছে।
তিনি বলেন, গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা ও সর্বস্তরের জনগণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, মাঠপর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনা সেবা প্রদান, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন এবং সকল স্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
উপমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহু দূর। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।
|
|
|
|
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে এ শীত সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসাইন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আজকের এই কর্মসূচির জন্য আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাই। অতীতে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিল। আজকের এই কর্মসূচি ছাত্রলীগের সেবামূলক কার্যক্রমের বহিঃপ্রকাশ। আমি আশা করি বাংলাদেশ ছাত্রলীগ এভাবে সব সময় মানুষের পাশে থাকবে। এ সময় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|
|
|
|
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের, ঈদগড় সদর বিটের ক্লাবের ঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে ৭০ ঘনফুট অবৈধ গর্জন কাঠভর্তি ডাম্পার আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল আহসানের নেতৃত্বে ঈদগড় রেঞ্জের সদর বিটে ক্লাবের ঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে গর্জন কাঠ ভর্তি ডাম্পার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল আহসান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঈদগড় রেঞ্জের ঈদগড় সদর বিটের অধীনে ক্লাবের ঘোনা ডাম্পারটি সামাজিক বনায়নের গর্জন গাছ চুরি করে রাতের অন্ধকারে পাচার করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গর্জন গাছসহ ডাম্পারটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পাচারকারীদের চিহ্নিত পূর্বক বন আইনে মামলা দায়ের করা হবে। অভিযানে ঈদগড় রেঞ্জের স্টাফ, ভিলেজারাসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে পাহাড়ি মাটি ও কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
|
|
|
|
অনলাইন ডেস্ক : পৃথক পৃথক কর্মসূচি নিয়ে প্রায় পাঁচ বছর পর সিলেট নগরীতে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি রাজপথে নেমেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) এই দুই দলের সমাবেশকে কেন্দ্র করে নগরীতে উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করছে পুলিশ। তাই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এ শঙ্কা উড়িয়ে দিয়েছেন দুই দলের নেতাকর্মীরা। তাদের দাবি, সিলেটের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু কোনো প্রতিহিংসা নেই।
জানা গেছে, ১০ দফা দাবিতে দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশকে ঘিরে ইতোমধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে সফল করতে বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।
অন্যদিকে বিএনপির নৈরাজ্য ও সহিংসতা বন্ধে একই দিনে আওয়ামী লীগ সিলেটে ‘শান্তি সমাবেশ’ করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা ৩টায় শুরু হবে এই সমাবেশ।
এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা শান্তিতে বিশ্বাসী বন্দুকের নলের ওপর বিশ্বাসী নই। আমরা রাজনৈতিক সহাবস্থানের পক্ষে। তাই আমরা উদারতা দেখিয়ে নিজেদের কর্মসূচির স্থান পরিবর্তন করেছি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। অহিংস আন্দোলন চালিয়ে যেতে চাই। নেতাকর্মীদেরও বলেছি, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়ায়। অতীতে সমাবেশ ঘিরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো সংঘাত হয়নি, এবারও হবে না। কেননা সিলেট শান্তির নগরী।
এদিকে উভয় দলের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে তিন শতাধিক পুলিশ সাজোয়া যানসহ মাঠে অবস্থান করছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এ জন্য নগরীর সবগুলো মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদা তৎপর রয়েছে।
|
|
|
|
|
|
|