সৌদি আরবের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘অনেক বিখ্যাত সৌদি কোম্পানি ও বিনিয়োগকারী বিভিন্ন খাতে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে।’
সৌদি আরবের জাতীয় দিবস পালিত হয় গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর)। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় দিবসটি পালন করবে সৌদি দূতাবাস।
রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য বাড়ি, স্কুল, মসজিদ, এতিমখানা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি হাসপাতাল, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মতো বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।’ তিনি আরও বলেন, ‘২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকজন সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের পর সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হয়।’
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের একটি শক্তিশালী ভিত্তির ওপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক গভীর ও অসামান্য।’ তিনি বলেন, ‘বিশেষ করে দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো ও সহায়তা করে থাকে সৌদি আরব। বাংলাদেশ ইসলাম ও সৌদি আরবকে আন্তরিকভাবে ভালোবাসে, যা সৌদি আরবকে অত্যন্ত গুরুত্ব দেয়।’
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বিশ্বের বৃহত্তম শ্রমবাজার হিসেবে স্বীকৃত সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। তিনি বলেন, ‘এই দেশের জীবনযাত্রার মান উন্নয়নে সৌদি আরব একটি দুর্দান্ত অবদান রেখেছে, কারণ অভিবাসী শ্রমিকরা ক্রমাগত তাদের প্রিয় পরিবারের সদস্যদের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখনই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, তখন সৌদি আরব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বাংলাদেশকে সহায়তা করে।’
|
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘অনেক বিখ্যাত সৌদি কোম্পানি ও বিনিয়োগকারী বিভিন্ন খাতে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে।’
সৌদি আরবের জাতীয় দিবস পালিত হয় গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর)। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় দিবসটি পালন করবে সৌদি দূতাবাস।
রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য বাড়ি, স্কুল, মসজিদ, এতিমখানা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি হাসপাতাল, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মতো বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।’ তিনি আরও বলেন, ‘২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকজন সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের পর সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হয়।’
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের একটি শক্তিশালী ভিত্তির ওপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক গভীর ও অসামান্য।’ তিনি বলেন, ‘বিশেষ করে দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো ও সহায়তা করে থাকে সৌদি আরব। বাংলাদেশ ইসলাম ও সৌদি আরবকে আন্তরিকভাবে ভালোবাসে, যা সৌদি আরবকে অত্যন্ত গুরুত্ব দেয়।’
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বিশ্বের বৃহত্তম শ্রমবাজার হিসেবে স্বীকৃত সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। তিনি বলেন, ‘এই দেশের জীবনযাত্রার মান উন্নয়নে সৌদি আরব একটি দুর্দান্ত অবদান রেখেছে, কারণ অভিবাসী শ্রমিকরা ক্রমাগত তাদের প্রিয় পরিবারের সদস্যদের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখনই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, তখন সৌদি আরব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বাংলাদেশকে সহায়তা করে।’
|
|
|
|
বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা স্থাপনে ম্যাংগো টেলিসার্ভিসেস এর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ ১ হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ করছে। চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগর অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এই কারখানাটি আগামী বছরের মার্চ নাগাদ বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে।
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূলত ম্যাঙ্গো টেলিসার্ভিসেসের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রযুক্তি খাতের ব্যবসায়ী এ মান্নান খান। হঠাৎ করে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের ব্যবসায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি ৩০ বছর ধরে প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত। সারা বিশ্বে প্রযুক্তি কোম্পানিগুলো বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে এগিয়ে আছে। এ জন্য আমরাও এই ব্যবসায় যুক্ত হয়েছি। দেশেই দূষণমুক্ত গাড়ি উৎপাদন এখন সময়ের দাবি। পুরোনো অটোমোবাইল খাত ধীরে ধীরে ছোট হয়ে আসছে। পরিবেশের কথা বিবেচনায় এর জায়গা নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি।
এই কারখানা স্থাপনে খরচ হবে ৭৯০ কোটি টাকা। দুইটি আর্থিক জোট গঠনের মাধ্যমে ১০টি ব্যাংক এই অর্থের বড় একটি অংশের যোগান দিচ্ছে। বাকি মূলধন দেবেন উদ্যোক্তারা। ইতোমধ্যে এর অবকাঠামো স্থাপন সম্পন্ন হয়েছে। ১০০ একরের জমিতে এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ বসানো হচ্ছে।
মোট বিনিয়োগের প্রায় ৭৫ শতাংশ গাড়ির বডি, ব্যাটারি, মোটর ও চার্জার উৎপাদন কাঠামো তৈরিতে বিনিয়োগ করা হবে। বাকি ২৫ শতাংশ খরচ হবে ইন্টেরিয়র ডিজাইনের উপকরণ বাইরে থেকে আমদানি করার জন্য। সেডান, এসইউভি ও বাস সহ বিভিন্ন যানবাহনের বডি এই কারখানাতেই তৈরি করা হবে।
বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড নামে আরেকটি আলাদা কারখানাও তৈরি করা হবে। এই কারখানায় উৎপাদিত ব্যাটারি শুধু ইলেকট্রিক যানবাহনেই ব্যবহার করা হবে না বরং সৌরশক্তি, ডেটা সেন্টার ও ইউপিএসেও ব্যবহার করা হবে। ম্যাংগো টেকনোলজিস লিমিটেড নামে আরেকটি কারখানায় মোটর কন্ট্রোল ও চার্জিং সিস্টেম নির্মাণ করা হবে।
এই উৎপাদন কারখানাগুলো প্রাথমিকভাবে দেড় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। পরবর্তীতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ৫ হাজার পর্যন্ত জনবল বাড়ানো হতে পারে। এই কারখানায় বর্তমানে পরিকল্পনা অনুযায়ী বছরে ৬০ হাজার টু হুইলার, ৪০ হাজার থ্রি হুইলার ও ৩০ হাজার ফোর হুইলার নির্মাণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।
এ প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তারা মতামত জানান, এই বাহনগুলো বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা হবে। পরিকল্পনার মধ্যে দেশজুড়ে বিভিন্ন জায়গায় পেট্রোল স্টেশনে চার্জিং সুবিধার প্রচলনও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই যানবাহনগুলো ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দেবার মতো করে নির্মাণ করা হবে।
প্রাথমিকভাবে বিদেশ থেকে ইন্টেরিয়র ডিজাইনের পণ্য আমদানি করা হবে এবং এই উপকরণগুলোর নির্ভুল সমন্বয় ঘটানোর মাধ্যমে কোম্পানিটি বিশ্বসেরা গাড়ি তৈরি করবে।
|
|
|
|
দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ডেঙ্গুর বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। বাইরের কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়।
তিনি বলেন, ঢাকার তুলনায় ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে ডা. আহমেদুল কবীর বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এ সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি, কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, কিছু ক্লিনিক এবং হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে এবং আইসিইউতে নিচ্ছে। এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এবং যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ সেসব হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে।
ডা. আহমেদুল আরও বলেন, আমরা রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেব না। যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক না।
তিনি আরও বলেন, আমাদের স্যালাইনের সংকট হয়নি। বাংলাদেশে পেঁয়াজের মজুত থাকলেও সংকট দেখা দেয়। কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।
|
|
|
|
বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপন করা হয়েছে।
রোবাবার (১৭ সেপ্টেম্বর) স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএম-এর ভাইস প্রেসিডেন্ট মনিরুল আলম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
মানব কল্যাণে অনুজীব বিজ্ঞানের তাৎপর্য অনুধাবনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে অণুজীব এবং অণুজীব বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক আকাশ আহমেদ অণুজীব বিজ্ঞান বিষয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীব বিজ্ঞান গবেষণাগার প্রদর্শন করানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে কুইজ প্রতিযোগিতা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের তিন মিনিট থিসিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশিষ্ট অণুজীব বিজ্ঞানীদের অংশগ্রহণে এক প্রশ্নোত্তর পর্বে মতামত বিনিময় করেন।
চতুর্থ আন্তর্জাতিক অনুজীব দিবসে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং সনদ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানটির আহবায়ক মো. আফতাব উদ্দিন বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই দিবসটি নিয়মিত উদযাপনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আশাবাদ জানান।
|
|
|
|
মক্কায় ওমরাহ পালনে মুসলিম নারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তারা তিনটি বিধির কথা বলেছে। এই তিন নিদের্শনা মেনে নারীরা যে কোনো পোশাকই উমরার সময় পরিধান করতে পারবেন।
সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নারী পূণ্যার্থীরা ওমরাহ পালনের সময় তাদের পছন্দমতো পোশাক পরতে পারবেন। তবে কিছু নীতি মেনে চলতে হবে।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে মুসলিম নারীদের পছন্দসই পোশাক পরার অধিকার রয়েছে। নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।
২০২২ সালে নারীদের ক্ষেত্রে হজ বা ওমরাহ করতে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় সঙ্গে থাকার বাধ্যবাধকতা তুলে নেয় সৌদি আরব। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরা পালন করছেন। যদিও এ সিদ্ধান্ত নিয়ে ইসলামী স্কলাররা ভিন্নমত প্রকাশ করেছেন।
প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে। সৌদির কর্তৃপক্ষের ধারণা, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদির কর্তৃপক্ষ।
|
|
|
|
নতুন আইফোনে লাইটনিং চার্জিং পোর্ট ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করেছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়ন বাধ্য করার পর এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার বার্ষিক এক অনুষ্ঠানে আইফোন ১৫ উন্মোচন করার পরে এই টেক জায়ান্ট জানিয়েছে, ‘বিশ্বজুড়ে গ্রহণযোগ্য মান’ হিসেবে তারা ইউএসবি-সি কেবল ব্যবহার করবে।
অনুষ্ঠানে আরো বেশি উন্নত চিপ সমৃদ্ধ নতুন একটি অ্যাপল ওয়াচ (ঘড়ি) উন্মোচন করা হয়েছে।
কিন্তু এক প্রযুক্তি বিশ্লেষক বলেছেন, ‘সংবাদ শিরোনাম হতে পারে’ এমন চমক দেয়ার মতো কোনো তথ্য অ্যাপলের কাছ থেকে এবার না আসায় অনেকেই হতাশ হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের বেন উড বলেছেন, ‘আইফোন এবং ওয়াচ যে পর্যায়ে পৌঁছে গেছে সেখান থেকে নতুন আইফোনটি খুব বেশি চমক জাগানোর মতো নয়। এ থেকে বুঝা যায় যে আইফোন এবং ওয়াচ ডিভাইসগুলো কতটা পরিমার্জিত হচ্ছে এবং প্রতিবছর সত্যিকার অর্থে বড় কোনো আপডেট নিয়ে আসাটা কতটা কষ্টকর।’
অ্যাপল একটি ইউএসবি-সি-টু-লাইটনিং পোর্ট অ্যাডাপ্টর বাজারে এনেছে যার দাম পড়বে ২৯ পাউন্ড বা ৩৬ মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় চার হাজার টাকার মতো।
নতুন আইফোন হ্যান্ডসেট আগামী সপ্তাহে বাজারে আসবে। এতে ২০১২ সালের পর প্রথমবারের মতো বিকল্প একটি চার্জিং পোর্টের ফিচার যোগ করা হলো।
অ্যাপল জানিয়েছে, বর্তমানে যেসব ইউএসবি-সি কেবল অনেক অ্যাপল ল্যাপটপ ও আইপ্যাডে কাজ করে, সেগুলো নতুন ভার্সনের এয়ারপড প্রো এয়ারফোন এবং তারযুক্ত এয়ারপড হেডফোনের ক্ষেত্রেও কাজ করবে।
এর আগে ইউরোপিয় ইউনিয়ন অ্যাপলকে তাদের মালিকানাধীন চার্জিং পোর্ট বাতিল করতে বলেছে, যেন ভোক্তাদের জীবন সহজ হয়, অর্থ সাশ্রয় হয় এবং একই চার্জার ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যবহারের মাধ্যমে ই-বর্জ্য উৎপাদন কমানো যায়।
অনেকে অবশ্য সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপের কারণে সামনের বছরগুলোতে বাতিলকৃত কেবলের পরিমাণ বেড়ে যেতে পারে।
এর প্রতিক্রিয়ায় অ্যাপল মঙ্গলবারের উন্মোচন অনুষ্ঠানে তাদের নতুন ডিভাইসগুলোর বিষয়ে পরিবেশগত কিছু প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ রেঞ্জকে প্রথমবারের মতো কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ করা।
নতুন ওয়াচ এবং আইফোনের ব্যাটারি ও অন্য যন্ত্রাংশে রিসাইকেল করা উপাদান আরো বেশি পরিমাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি নিশ্চিত করেছে, তারা তাদের আনুষঙ্গিক কোনো পণ্যে চামড়া আর ব্যবহার করবে না এবং ২০৩০ সালের মধ্যে তারা তাদের ব্যবসাকে কার্বন নিরপেক্ষ করে তুলবে।
অ্যাপলের প্রধান টিম কুক বলেছেন, ‘নতুন আইফোন ১৫ রেঞ্জটি এ পর্যন্ত তৈরি করা আইফোনগুলোর মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন।’
আইফোন ১৫ এবং ১৫ প্লাস-এ স্ক্রিন আরো বেশি উজ্জ্বল করা হয়েছে, ক্যামেরা সিস্টেমও আগের চেয়ে উন্নত।
এছাড়া আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে টাইটানিয়াম ফ্রেম যুক্ত করা হয়েছে, এর মানে হচ্ছে এটির শক্তি আগের তুলনায় বেড়েছে।
প্রো এবং ম্যাক্সে আগের মিউট সুইচের জায়গায় এখন একটি ‘অ্যাকশন বাটন’ রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশন ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে।
নতুন অ্যাপল ওয়াচে জেশ্চার কন্ট্রোল ফিচার রয়েছে। অর্থাৎ যে হাতে ডিভাইসটি পরা হবে, ওই হাতে দুই আঙ্গুল দিয়ে এক সাথে আলতো করে দুটি চাপ দিয়েই পরিধানকারী ব্যক্তি কোনো ফোনকলের জবাব দিতে বা সেটি বিচ্ছিন্ন করতে পারবেন।
নতুন আইফোনগুলো আগের আইফোনগুলোর তুলনায় খুব বেশি আলাদা নয় বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তারা অবশ্য প্রশ্ন তুলছেন, ভোক্তারা কি অতিরিক্ত দাম দিয়ে এগুলো কিনতে রাজি হবে?
সূত্র : বিবিসি
|
|
|
|
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাবেন। ওইদিন বিকেলে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসশিট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। দীর্ঘ প্রায় তিন বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
এরপর চলতি বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফলে ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হয়।
|
|
|
|
২০২৪ সালে কবে থেকে রমজান শুরু ও ঈদুল ফিতর উদযাপিত হবে, তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।
এ বছর অর্থাৎ ২০২৩ সালে- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ মার্চ রোজা ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।
সেই হিসেবে আগামী বছরের (২০২৪) রমজান মাস শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি আছে। আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সংস্থাটি জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস ‘রবিউল আউয়াল’ শুরু হতে পার ১৬ সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।
তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।
সূত্র: খালিজ টাইমস
|
|
|
|
সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে স্থানীয় বাংলাদেশের নতুন প্রজন্ম, বাংলাদেশের শিক্ষার্থীসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে।
এই ইউনিভার্সিটির কেন্দ্রবিন্দু লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা ও ড. মার্টিন লুথার কিং জুনিয়রের ভাস্কর্য স্থাপিত হয়েছে। প্রতিটি ভাস্কর্যের পাশে খোদাই করে তাদের সংক্ষিপ্ত পরিচয় ও গৌরব গাঁথা লেখা রয়েছে। দিনের বেশির ভাগ সময় এই লাইব্রেরি বিল্ডিংয়ের খোলা চত্বরে বসে শিক্ষার্থীরা পড়াশোনা করে।
অতি গুরুত্বপূর্ণ এই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও জাতীয় নেতাদের ভাস্কর্য স্থাপন করা গেলে সারা বিশ্বের শিক্ষার্থীসহ ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালকরা বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা ও গৌরব গাঁথার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশন, সিডনি কন্সুলার অফিসসহ সিডনি তথা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এলে এই মহতী উদ্যোগের বাস্তবায়ন সম্ভব। সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কাল বিলম্ব হলে এই সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে।
|
|
|
|
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও সাতজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৪২৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৬৩ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
|
|
|
|
ডেঙ্গুতে মৌসুমের দুই মাস বাকি থাকতেই মৃত্যু ছাড়িয়েছে ৭০০। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম আট দিনেই প্রাণ গেছে ১১৩ জনের। এমন অবস্থায় পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় বিপদের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।
বিশেষজ্ঞরা বলছেন, জরুরি অবস্থা জারি করে এডিসের লাগাম টানতে না পারলে ডেঙ্গু হবে সারা বছরের অসুখ।
তিন বছরের আবরারের কাশি গেল ৭ দিনে যেন আরও বেড়েছে। কিছু মুখে নিলে মুহূর্তেই বমি। খেতে না পারায় দুর্বল হয়ে পড়েছে শরীর। দেখা দিয়েছে পানিশূন্যতা। তাইতো তার ঠাই হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে।
আবরারের মা জানায়, কয়েক দিন ধরে কাশি বেড়েই চলছে। এখন কিছুটা সুস্থ। পাশের বিছানায় চিকিৎসা নিচ্ছেন ১০ বছর বয়সী এক শিশু। এক মাস ধরে থেমে থেমে জ্বর হলেও ডেঙ্গু নেগেটিভ। এক এক রোগীর ক্ষেত্রে এমন পরিবর্তন যেন বাড়িয়ে দিচ্ছে ভয়।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু একাধিকবার আক্রান্ত হওয়ার ফলেই মৃত্যুর ঝুঁকি বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হলে তাদের অনেক ক্ষেত্রে হিট স্ট্রোক, লিভারের সমস্যা, কিডনি বিকল, এমনকি ব্রেন স্ট্রোকও হতে পারে বলে জানান, সোহরায়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
ডেঙ্গুর লাগাম টানতে জরুরি অবস্থা জারি করে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজির আহমেদের। তিনি জানান, জরিপের মাধ্যমে প্রতিটি এলাকা ভিত্তিক এডিস মশার বিস্তার ঠেকাতে পদক্ষেপ নিতে হবে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস গত বুধবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, রেকর্ড ডেঙ্গু সংক্রমণ দেখছে বাংলাদেশ। শুধু আগস্টেই তিন শতাধিক মানুষ মৃত্যু বরণ করেছেন। ডেঙ্গুর ভয়াবহতা দেশটির স্বাস্থ্যখাতের ওপর অতিরিক্ত চাপ ফেলেছে। সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের কবলে বাংলাদেশ।
|
|
|
|
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাহিন আনাম আঁচল নামে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মারা গেছেন। সে ওই স্কুলের বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়।
ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, জাহিন আনাম আঁচল মেধাবী ছাত্রী ছিলেন। কয়েক দিন আগে জ্বর হওয়ায় তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এলেও শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকায় সে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
জাহিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
|
|
|
|
দ্রুত কাউন্সিল বাস্তবায়ন করে পেশাজীবী ফিজিওথেরাপিস্টদের নিবন্ধন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে নজরদারির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। আজ ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র্যালিটি করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
এ সময় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার সৈয়দ মেহদী হাসান বলেন, ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অপচিকিৎসা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহমেদ বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটিশন খাতে চিকিৎসা প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম শুরু ও সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, অতি দ্রুত কাউন্সিল পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন কার্যক্রম শুরু করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন খাতে অভূতপূর্ব উন্নয়নের সূচনা করা হবে।
কর্মসূচিতে বিপিএ সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেনসহ ফিজিওথেরাপির শিক্ষার্থী ও ফিজিওথেরাপিস্টরা উপস্থিত ছিলেন।
|
|
|
|
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৬৩৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৪৪৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৭০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
|
|
|
|
বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে যাত্রা শুরু করেছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান টার্কিশডক। বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ আয়োজনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য-পর্যটনের নতুন দ্বার উন্মোচনে ‘টার্কিশডক বাংলাদেশ’ নামের এ প্রতিষ্ঠানটির ঢাকা অফিস রাজধানীর গুলশানে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন টার্কিশডকের গ্লোবাল সিইও মেহমেত ফাইক গোকসু, বাংলাদেশের কান্ট্রি হেড নূর করিম রবিন, ম্যানেজিং পার্টনার আরিফ আহমেদ, হেড অব অপারেশনস মি. আইহান সেন প্রমুখ।
এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্যসেবার সর্বাধুনিক প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের উন্নততর, আধুনিক সেবার মান নিশ্চিত করায় বিশ্বে এখন তুরস্কের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।নূর করিম বলেন, টার্কিশডক সাশ্রয়ী মূল্যে উন্নত এবং বিশ্বমানের গুণগত চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এটি মানুষের আর্থিক সঙ্গতির কথা বিবেচনায় রেখে সে অনুযায়ী সেবাদানের সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত, থাইল্যন্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমাদের দেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য যান। আজ একটি বিকল্প ডেস্টিনেশন হিসেবে আমরা তুরস্কের সঙ্গে যাত্রা শুরু করছি।
এখন প্রতিযোগিতাপূর্ণ বাজার, তাই যারা সেবায়, গুণগত মানে এবং ব্যয় সাশ্রয়ে এগিয়ে থাকবে তারাই টিকে থাকবে।
|
|
|
|
প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এস. ওয়াজেদ আলির ১৩৩তম জন্মবার্ষিকী আজ। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৫১ সালের ১০ জুন ৬০ বছর বয়সে পরলোকগমন করেন।
তার পিতার নাম শেখ বেলায়েত আলী। ১৮৯৫ সালে বড় তাজপুর গ্রামের পাঠশালায় ওয়াজেদ আলীর শিক্ষাজীবন শুরু হয়। পরে তিনি শিলং মোখার হাইস্কুলে ভর্তি হন এবং ১৯০৬ সালে স্বর্ণপদক লাভ করে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি আলীগড় কলেজ থেকে ১৯০৮ সালে আইএ এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯১০ সালে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯১২ সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় বিএ ডিগ্রি ও বার-অ্যাট-ল’ সম্পন্ন করেন। ১৯১৫ সালে কলকাতা হাইকোর্টে আইনব্যবসার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯২৩ সালে তিনি কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং ১৯৪৫ সালে ওই পদ থেকে অবসর গ্রহণ করেন।
লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনি রচনায় এস. ওয়াজেদ আলি বেশ খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন একজন উদার ও প্রগতিশীল ব্যক্তিত্ব। মননশীল চেতনা, ইতিহাস ও নীতিজ্ঞান এবং সত্য ও সুন্দরের মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। বাংলাদেশ জন্মের বহু আগেই ব্রিটিশ আমলে বাংলাভাষী মানুষকে নিয়ে জাতি গঠন করার স্বপ্ন দেখেন। তার স্বপ্ন ছিল বাঙালি জাতীয়তাবাদ ও ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তার বই ‘ভবিষ্যতের বাঙালি’-তে এমন স্বপ্নের প্রতিফলন দেখা যায়। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এস. ওয়াজেদ আলি তার নিরলস সাহিত্য সাধনার ভেতর দিয়ে মুসলিম ঐতিহ্য ও গৌরবকে সাবলীল প্রবন্ধ ও গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন। ১৯১৯ সালে তার প্রথম প্রবন্ধ ‘অতীতের বোঝা’ প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। তার সাহিত্যে উদার ও প্রগতিশীলতা এই দুই গুণের বহিঃপ্রকাশ ঘটেছে। সত্য ও সুন্দরের সাধনায় নীতিজ্ঞান ও প্রেমের শাশ্বত মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। এস. ওয়াজেদ আলির লেখায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধের পরিচয় পাওয়া যায়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে, প্রবন্ধ— জীবনের শিল্প (১৯৪১), প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩), ভবিষ্যতের বাঙালি (১৯৪৩), আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯), মুসলিম সংস্কৃতির আদর্শ। গল্প— গুলদাস্তা (১৯২৭), মাশুকের দরবার (১৯৩০), বাদশাহী গল্প (১৯৪৪), গল্পের মজলিশ (১৯৪৪)। উপন্যাস— গ্রানাডার শেষ বীর (১৯৪০)। ভ্রমণকাহিনি— পশ্চিম ভারত (১৯৪৮), মোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) প্রভৃতি।
|
|
|
|
|
|
সৌদি আরবের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত |
............................................................................................. |
আগামী বছর বাজারে আসছে দেশে নির্মিত প্রথম ইলেকট্রিক গাড়ি |
............................................................................................. |
ডেঙ্গু আক্রান্ত কাউকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ |
............................................................................................. |
চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপন |
............................................................................................. |
ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি |
............................................................................................. |
ইউএসবি-সি চার্জিং পোর্টসহ নতুন যা রয়েছে আইফোন ১৫-তে |
............................................................................................. |
শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা |
............................................................................................. |
২০২৪ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ |
............................................................................................. |
সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের আহ্বান |
............................................................................................. |
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৭ |
............................................................................................. |
ডেঙ্গু হতে পারে সারা বছরের অসুখ |
............................................................................................. |
ডেঙ্গুতে ভিকারুননিসার ছাত্রীর মৃত্যু |
............................................................................................. |
ফিজিওথেরাপিস্টদের নিবন্ধন ও প্রতিষ্ঠানগুলোকে নজরদারির দাবি |
............................................................................................. |
আরও ১৬ জনের করোনা শনাক্ত |
............................................................................................. |
সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে টার্কিশডকের যাত্রা শুরু |
............................................................................................. |
প্রখ্যাত সাহিত্যিক এস. ওয়াজেদ আলির জন্মবার্ষিকী আজ |
............................................................................................. |
সুন্দরবনের নদীতে তিন বাঘ! |
............................................................................................. |
দাবি মানতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম |
............................................................................................. |
তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস |
............................................................................................. |
ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থী সৃজনী মারা গেছেন |
............................................................................................. |
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৮ |
............................................................................................. |
সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন ঢাবি কর্তৃপক্ষ |
............................................................................................. |
এইচএসসির ষষ্ঠ দিনে অনুপস্থিত ১০৪০২, বহিষ্কার ৫২ |
............................................................................................. |
কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা |
............................................................................................. |
‘অ্যান্টিবায়োটিকের কারণে বেশি মানুষ মরবে’ |
............................................................................................. |
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, ঢাকারই ৫ জন |
............................................................................................. |
তোপের মুখে ডেনমার্কে কোরআন অবমাননা নিয়ে নতুন সিদ্ধান্ত |
............................................................................................. |
৪৩তম বিসিএসের ফল প্রকাশ |
............................................................................................. |
চাঁদ দেখা গেছে, আখেরি চাহার সোম্বা ১৩ সেপ্টেম্বর |
............................................................................................. |
দেশে প্রথম মায়ের কিডনি মেয়ের দেহে প্রতিস্থাপন |
............................................................................................. |
সাময়িক বন্ধের পর এনআইডি সেবা চালু হয়েছে : ডিজি |
............................................................................................. |
নিউইয়র্কের ‘ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফিস্ট’-এ গুণীজনদের সম্মাননা প্রদান |
............................................................................................. |
৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল |
............................................................................................. |
এইচএসসিতে আইসিটির নম্বর কমলো, বাড়ল প্রশ্নের অপশন |
............................................................................................. |
এইচএসসি পরীক্ষা পেছাবে কি না, জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান |
............................................................................................. |
করোনায় দেশে মৃত্যুর দুঃসংবাদ |
............................................................................................. |
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৭৬৪ |
............................................................................................. |
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৫৭ |
............................................................................................. |
প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর |
............................................................................................. |
এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মাহবুব আলম |
............................................................................................. |
একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ২৭৩১ |
............................................................................................. |
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস |
............................................................................................. |
ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু |
............................................................................................. |
জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি : স্বাস্থ্যমন্ত্রী |
............................................................................................. |
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩২ |
............................................................................................. |
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০৯ |
............................................................................................. |
সর্বোচ্চ শ্রম দিয়ে ঢেলে সাজিয়েছি বিএসএমএমইউ : ভিসি শারফুদ্দিন আহমেদ |
............................................................................................. |
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ |
............................................................................................. |
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৬ |
............................................................................................. |
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৬৬ |
............................................................................................. |
|