যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ
দেশের তিন জেলায় আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
|
দেশের তিন জেলায় আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
|
|
|
|
ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়ার বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া এ সময়ের জন্য ১০টি পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেগুলো হলো-
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। ২. জানালা ও দরজা বন্ধ রাখুন। ৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। ৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন। ৫. গাছের নিচে আশ্রয় নেবেন না। ৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না। ৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন। ৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন। ৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। ১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।
|
|
|
|
দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
|
|
|
|
আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যেই দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শুক্রবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়ার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন—সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তরের জেলা যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোরে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সঙ্গে থাকবে তীব্র বজ্রপাতও।
তিনি কৃষক ও কৃষিশ্রমিকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসব জেলার খোলা মাঠে দুপুর ১২টার মধ্যে কোনো কাজ না করাই ভালো।
একই অনুরোধ করা হয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক ও শ্রমিকদের প্রতিও। ওইসব এলাকায়ও দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এই গবেষক।
আবহাওয়ার এমন পূর্বাভাসে জনসাধারণ, বিশেষ করে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাঠে কাজ করার সময় পরিস্থিতির দিকে খেয়াল রাখতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
|
|
|
|
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
দেশের ১২ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়োবৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্ধ্যায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বৃষ্টি হয়েছে।
|
|
|
|
রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলা ও দুই অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলা ও অঞ্চলের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজকের আবহাওয়া লাইভ (Ajker Weather Live) আপডেটসহ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?
আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
|
|
|
|
বিগত বেশ কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে সারাদেশেই ছিল গরমের ভোগান্তি। তবে চলতি সপ্তাহজুড়ে দেশে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। এসময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ফলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা অনেকটা কমে গেছে। এতে গরম কমে জনমনে স্বস্তি আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আগামী ১৩ থেকে ২০ এপ্রিল তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এসময় তাপমাত্রা বাড়লেও সেটা খুবই সামান্য। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমতে পারে।
তিনি বলেন, গত বছর এপ্রিলে বৃষ্টি অনেক কম ছিল। তাই গরমের তীব্রতা বেশি ছিল। এবার একই সময়ে সে অবস্থা নেই।
আজ শনিবার রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
|
|
|
|
দেশের আবহাওয়া পরিস্থিতি মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় প্রবেশ করায় বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এ ছাড়া দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় আগামী কিছুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও বিডব্লিউওটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডব্লিউওটি জানায়, চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয় এটি। যা আজ (১০ এপ্রিল) এবং আগামীকাল চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় হতে পারে। এ ছাড়া ১৪ এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এবং কম সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে।
আজ ১০ এপ্রিল থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে এই বৃষ্টিবলয়। এই ১৩ দিনের বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। বৃষ্টিবলয়টি আজ উত্তরবঙ্গ, রংপুর বিভাগ ও কক্সবাজার হয়ে দেশে প্রবেশ করতে পারে এবং ২২ এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে। এ বলয় চলাকালে দেশের প্রায় ৫০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বৃষ্টিবলয় চলাকালে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকতে পারে। এই সময়ে অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে আকস্মিকভাবে ও স্বল্পস্থায়ীভাবে। হঠাৎ উত্তর-পশ্চিমে কালো মেঘ প্রচণ্ড দমকা হাওয়া, তারপর বজ্রসহ বৃষ্টি। এরপর আবহাওয়া পরিষ্কার হতে পারে।
বৃষ্টিবলয়ের এই সময়ে ঢাকায় ৫০ থেকে ৭০ মিলিমিটার, খুলনা বিভাগে ২০ থেকে ৩০ মিলিমিটার, বরিশাল বিভাগে ২০ থেকে ৩৫ মিলিমিটার, সিলেটে ৯০ থেকে ১৩০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৫০ থেকে ৭০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ৩০ থেকে ৪৫ মিলিমিটার, রংপুরে ৬০ থেকে ৯০ মিলিমিটার ও চট্টগ্রাম বিভাগে ১৫ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ চলতে পারে। একই সঙ্গে বৃষ্টিবলয়ের কারণে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে।
|
|
|
|
দেশের সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, আজ দেশের রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, যশোর, সীতাকুণ্ড, বাঘেরহাট ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এসব জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। তাপপ্রবাহের আওতাও বাড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
|
|
|
|
রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে গরমের অনুভূতি বাড়তে পারে। যদিও আবহাওয়া আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সোমবার (২৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা পূর্বের তুলনায় সামান্য বাড়তে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আংশিক মেঘলা থাকতে পারে।
|
|
|
|
তিনদিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শনিবার দেশে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ (রোববার) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।
আজ আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এ মাসে আরও একটি তাপপ্রবাহ হতে পারে। দুদিন পর থেকে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায়, ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
|
|
|
|
শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসে এসব তথ্য জানান।
তিনি বলেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
এছাড়াও শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
শনিবার সারাদিনই দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে গতকাল শুক্রবারের মতো। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিপাতের আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।
কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলা-ফেরা কিংবা কোন কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। গরম বাড়বে।
|
|
|
|
বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪ শহরের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৭৩। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়।
তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এদিকে ২১২ পয়েন্ট নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ২০৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি। ১৯৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়। আর ১৮৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল নেপালের কাঠমান্ডু।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১৮ গুণ বেশি।
|
|
|
|
গত কয়েকদিন থেকে অনিয়মিত ও বিচ্ছিন্নভাবে দেশে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বর্ষা পূর্ববর্তী সময়ে এটাকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষার আগ মুহূর্তে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বজ্র ও কালবৈশাখী ঝড় এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্য। তবে আগামী তিনদিন বৈশিষ্ট্যগুলো প্রবল আকারে হতে পারে।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী তিনদিন অর্থাৎ শুক্র থেকে রোববার দেশের সব বিভাগেই দু-এক জায়গায় (২৫ শতাংশ এলাকা) ঝড় বৃষ্টি হতে পারে। তবে এটি দীর্ঘক্ষণ হবে না। বিক্ষিপ্তভাবে হবে।
তিনি বলেন, আগামী রোববারের পর থেকে ঝড় কমে যাবে। তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। গরমের অনুভূতি বেড়ে যাবে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে বলেন, আগামী ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
তিনি জানান, আগামী শনি ও রোববার পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
এছাড়া ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
তিনি কৃষকদের জন্য নির্দেশনা দিয়ে বলেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলুভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ডস্টোরেজের সামনে অপেক্ষারত সেই আলুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এই আলুগুলো পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ডস্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারেন।
|
|
|
|
চৈত্র মাসের ভ্যাপসা গরমের অনুভূতি এখনও বিদ্যমান। এই অবস্থার মধ্যে আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর এই সময়ে রাজশাহী ও সিরাজগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
এদিকে শনিবার (২২ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
অন্যদিকে আগামী রোববার (২৩ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরদিন শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রোববার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
|
|
|
|
রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজও দিনভর সেটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শুধু ঢাকা নয়, আশপাশের এলাকাগুলোতেও দিনভর এই পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে রোদের দাপট এবং বেশি তাপমাত্রায় আজও গরমের কষ্ট করতে হবে রাজধানীর মানুষকে।
সোমবার (১৭ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর এ সময়ের মধ্যে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আর গতকাল (রোববার) ঢাকা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে। একইসঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
|
|
|
|
|
|
যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ |
............................................................................................. |
২০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির আভাস |
............................................................................................. |
সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে দেশের ৯ অঞ্চলে |
............................................................................................. |
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় |
............................................................................................. |
ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস |
............................................................................................. |
ঢাকাসহ ১২ জেলা ও দুই অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ |
............................................................................................. |
গরমের ভোগান্তি কমতে পারে, স্বস্তি দেবে বৃষ্টি |
............................................................................................. |
বৃষ্টিবলয়ের আওতায় দেশ, হতে পারে কালবৈশাখী-বজ্রপাত |
............................................................................................. |
সাত জেলায় তাপপ্রবাহ, বাড়বে গরম |
............................................................................................. |
ঢাকায় আজ বাড়বে তাপমাত্রা, বাড়তে পারে গরমের অনুভূতি |
............................................................................................. |
বাড়বে দিনের তাপমাত্রা |
............................................................................................. |
দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে যেসব এলাকায় |
............................................................................................. |
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ |
............................................................................................. |
দেশে ৩ দিন কালবৈশাখীর আভাস, ঢাকায় হতে পারে তীব্র বজ্রপাত |
............................................................................................. |
টানা ৩ দিন ঢাকাসহ ৬ জেলায় বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস |
............................................................................................. |
মৃদু তাপপ্রবাহে আজও গরম থাকবে ঢাকার আবহাওয়া |
............................................................................................. |
যেসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে |
............................................................................................. |
বজ্রসহ বৃষ্টির আভাস |
............................................................................................. |
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে |
............................................................................................. |
বুধবার থেকে বৃষ্টির আভাস |
............................................................................................. |
শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় |
............................................................................................. |
উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস |
............................................................................................. |
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস |
............................................................................................. |
দিনে কমে রাতে বাড়তে পারে তাপমাত্রা |
............................................................................................. |
টানা ৩ দিন বৃষ্টির আভাস |
............................................................................................. |
দুই বিভাগে বৃষ্টির আভাস |
............................................................................................. |
তাপমাত্রা আরও বাড়বে |
............................................................................................. |
চার বিভাগে বৃষ্টির আভাস |
............................................................................................. |
আজ ঢাকা ও দিল্লির বাতাস ‘অস্বাস্থ্যকর’ |
............................................................................................. |
বৃহস্পতিবার চার বিভাগে বৃষ্টির আভাস |
............................................................................................. |
৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ |
............................................................................................. |
মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা |
............................................................................................. |
শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস |
............................................................................................. |
তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীতের প্রকোপ |
............................................................................................. |
ঢাকার তাপমাত্রা ১৪ ডিগ্রি |
............................................................................................. |
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন বার্তা |
............................................................................................. |
‘দুর্যোগপূর্ণ’ লাহোরের বাতাস, ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ |
............................................................................................. |
শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস |
............................................................................................. |
ঢাকায় যেমন থাকবে আজকের আবহাওয়া |
............................................................................................. |
কাল থেকে বাড়তে পারে শীত |
............................................................................................. |
মাসের শেষে আরেকটি শৈত্যপ্রবাহ |
............................................................................................. |
আসছে ঘন কুয়াশার সঙ্গে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ |
............................................................................................. |
২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা |
............................................................................................. |
ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস |
............................................................................................. |
এই মাসেই দফায় দফায় শৈত্যপ্রবাহ |
............................................................................................. |
নতুন বছরের শুরুতেই আসছে শৈত্যপ্রবাহ |
............................................................................................. |
সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু |
............................................................................................. |
মোংলা থেকে ১১৯৫ কিমি দূরে নিম্নচাপ |
............................................................................................. |
ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি নিয়ে বার্তা |
............................................................................................. |
চলতি সপ্তাহের শেষে রেকর্ড বৃষ্টির আভাস |
............................................................................................. |
|
|