বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু   * লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ শঙ্কা   * বিদায়ী ভাষণে রাজনৈতিক জীবনের ইতি টানলেন বাইডেন   * পুতুলকে ডব্লিউএইচওর পরিচালক নিয়োগে হাসিনার হস্তক্ষেপের অভিযোগ   * যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৩০   * ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস   * ২০ জানুয়ারির মধ্যে হামাস-ইসরায়েলের যুদ্ধ বিরতির জোর প্রস্তুতি : ইসরায়েলকে যদি পূর্বেই থামানো যেত তাহলে গাজায় এত মানুষ নিহত হতো না : বিশ্লেষক তাজুল ইসলাম   * ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড   * অপরাধে জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা   * সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে মামলা  

   খেলাধুলা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল

এফএ কাপে ট্রাইবেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। এরপরই পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমেছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে গানার্সরা। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠে শুরুটা ভালো করতে পারেনি আর্সেনাল। ২৫ মিনিটেই দক্ষিণ কোরিয়ান তারকা সন মিউং মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পটর। এরপর ৪০তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডোমিনিকা সোলাঙ্কি।


ম্যাচের ৪৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। এই গোলটিই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে কেউ আর কারো জালে বল জড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।


দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় আর্সেনাল। দুবারই কাছ থেকে ব্যর্থ হেড করেন তিন দিন আগে ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে না পারা কাই হাভার্টজ। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম।


ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় নটিংহ্যাম ফরেস্ট। ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল
                                  

এফএ কাপে ট্রাইবেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। এরপরই পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমেছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে গানার্সরা। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠে শুরুটা ভালো করতে পারেনি আর্সেনাল। ২৫ মিনিটেই দক্ষিণ কোরিয়ান তারকা সন মিউং মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পটর। এরপর ৪০তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডোমিনিকা সোলাঙ্কি।


ম্যাচের ৪৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। এই গোলটিই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে কেউ আর কারো জালে বল জড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।


দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় আর্সেনাল। দুবারই কাছ থেকে ব্যর্থ হেড করেন তিন দিন আগে ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে না পারা কাই হাভার্টজ। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম।


ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় নটিংহ্যাম ফরেস্ট। ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

তাসকিন-বিজয়দের পেমেন্টের নিশ্চয়তা দিলো বিসিবি সভাপতি, রাত পোহালেই অনুশীলন
                                  

সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। তার আগে আলোচনায় দুর্বার রাজশাহী। নামে দুর্বার হলে অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবেই পরিচিতি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপ পর্বের খেলা মাঝের দিকে চলে আসলেও এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাননি রাজশাহীর ক্রিকেটাররা।

এ অবস্থায় ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেট স্ট্রাইকার্সের ম্যাচকে সামনে রেখে আজ (বুধবার) অনুশীলনে যোগ দেওয়ার কথা বললেও পেমেন্ট না পাওয়ার অনুশীলন করতে অস্বীকৃতি জানায় বেশ কয়েকজন ক্রিকেটার।


মূলত, বুধবার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পেমেন্ট দেওয়ার ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু বেলা গড়ালেও তার না পাওয়ায় হতাশ হন ক্রিকেটার।


দলের একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক দেড় দিন সময় চাওয়া হলেও অনুশীলনে যোগ দিতে চাননি ক্রিকেটাররা, যা নিয়ে সারা দিন শিরোনামে ছিল দলটি।


তবে দিনের শেষ সময় মিলেছে সুখবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ২৫ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ চেক পেমেন্ট দেওয়ার কথা জানানো হয়েছে তাসকিন-এনামুলদের। আর এটির নিশ্চয়তা দিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার জন্য অনুরোধ করেছেন বিসিবি সভাপতি।


এ দলের বিশ্বস্ত একটি সূত্র আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত, রাজশাহী অধিনায়ক বিজয়কে আগামীকাল ৫০ শতাংশ পেমেন্ট দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বিসিবি সভাপতি। পেমেন্ট জটিলতার জন্য সারাদিন ঢাকাতেই ছিলেন বিজয়।


চট্টগ্রামে আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এখন শেষ পর্যন্ত কাল পেমেন্ট পায় কিনা সেটাই দেখা বিষয়।


এদিন বিপিএল শুরু আগে প্রতিটি দলকে বিসিবিকে ন্যূনতম ১ থেকে ২ কোটি টাকার একটি পেমেন্ট করতে হয়। কিন্তু নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে রাজশাহীর জন্য সময় বাড়িয়ে এবং টাকার অ্যামাউন্টও কমিয়েছিল বিসিবি। তারপরও ক্রিকেটারদের পেমেন্ট দিতে পারেনি দলটি।


উল্লেখ্য, এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে আছে বিজয়-তাসকিনরা।

পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা
                                  

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত। যে কারণে গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। হাইব্রিড মডেলের বিধিতে বলা হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচও হবে আরব আমিরাতে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণীও ম্যাচ হবে সেখানে। কিন্তু ভারতীয়রা আগেভাগে বাদ পড়লে ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই।

এদিকে খবর প্রকাশিত হয়েছে, ভারতীয় দল না গেলেও পাকিস্তান সফরে যাবেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেটভক্তদের মাঝে আলোচনার খোরাক তৈরি করেছে এ সংবাদ। কেন পাকিস্তান যাবেন রোহিত, এমন কৌতুহলী প্রশ্ন এখন ভক্তদের মনে মনে।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তান যাবেন রোহিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত জাঁকজমক এ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে থাকবেন রোহিত।

রোহিতের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’।


নিজস্ব সূত্রের বরাতে সংস্থাটি প্রতিবেদনে লিখেছে, ‘ভারতীয় দলের অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন। কারণ, পিসিবি ২৯ বছর পর পাকিস্তানে একটি মেগা আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের আয়োজনকে স্মরণী করে রাখতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষণ এখনো চূড়ান্ত করেনি পিসিবি। ধারণা করা হচ্ছে, ১৬ বা ১৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান মঞ্চস্থ হতে পারে।

২৯ বছর পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল পিসিবি।

বিপিএলের মাঝই ইংলিশ ব্যাটারকে নিলো খুলনা
                                  

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) একাদশ আসরে ঢাকার প্রথম ও সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। এরই মাঝে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়াল খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তাদের দলে বড় কোনো বিদেশি ক্রিকেটার নেই। এবার নতুন করে দলে ভেড়ানো ডমিনিক পিটার সিবলিও সেভাবে পরিচিত নন, তবে ইংল্যান্ডের জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

ডানহাতি এই ইংলিশ ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনার ফ্র্যাঞ্চাইজিটি। তবে সিবলিকে ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে অভিষেক হওয়ার পর এই ডানহাতি ওপেনার খেলেছেন ২০২১ পর্যন্ত। ওই সময়ে ২২ টেস্টে ১০৪২ রান করেন ডমিনিক পিটার সিবলি।

পরবর্তীতে ২৯ বছর বয়সী এই ব্যাটারকে আর জাতীয় দলে দেখা না গেলেও তিনি দেশটির ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রায় নিয়মিত খেলোয়াড়। ১৪২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন সিবলি। কাউন্টিতে নিজের সর্বশেষ ম্যাচে সেপ্টেম্বরে খেলেছেন ১২৫ রানের ইনিংস। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইলালিটি ব্লাস্টের ২০২৪ আসরে ১৩৩ স্ট্রাইকরেট নিয়ে সিবলি ১১ ম্যাচে ২৬৯ রান করেন।

এদিকে, নামেভারে খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ না হলেও, টানা দুই জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা করে খুলনা টাইগার্স। তবে পরবর্তী তিন ম্যাচে মেহেদি হাসান মিরাজের দলটি টানা পরাজিত হয়েছে। সর্বশেষ ম্যাচে গতকাল রংপুর রাইডার্সের কাছে প্রায় নিশ্চিত জেতা ম্যাচ। বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে খুলনা।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি পর্যন্ত সেখানে হবে ১২টি ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪টি ম্যাচ খেলবে খুলনা। এদিকে, টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এখন পর্যন্ত ৭ ম্যাচে অপরাজেয় রংপুর রাইডার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তিন-চারে আছে যথাক্রমে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল।

অবশেষে জয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস
                                  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ৬ ম্যাচে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড রানের ইতিহাস গড়েছে এবারের আসরের নতুন দলটি।

রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৮তম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়েছে ঢাকা। এর আগে বিপিএল ইতিহাসের নতুন করে রেকর্ড গড়তে গিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।


জবাবে দুর্বার রাজশাহী মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গেছে। ১৪৯ রানের বিশাল ব্যবধানে এবারের বিপিএলে প্রথম জয়ের স্বাদ নিলো ঢাকা ক্যাপিটালস। বিপিএলের ১১ আসরের মধ্যে এটিই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।


পরে ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দুর্বার রাজশাহী। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে আউট হন প্রথম বলেই। সাব্বির হোসাইন ১১ রান করে আউট হয়ে যান। ১৭ রান করে আউট হন ইয়াসির আলী রাব্বি। আকবর আলি বিদায় নেন ১ রান। এসএম মেহেরব আউট হয়ে যান ৪ রান করে। সর্বোচ্চ ৪৭ রান করেন রায়ান বার্ল। ৩২ বলে ৯ বাউন্ডারিতে এই ইনিংস সাজান তিনি।


সোহাগ গাজী আউট হয়ে যান শূন্য রানে। ১১ রানে আউট হন সানজামুল ইসলাম। তাসকিন আহমেদ ৯ রান করে আউ হন। শূন্য রানআউট হন শফিউল ইসলাম। ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের বিস্ফোরক ইনিংসে ভর করে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ঢাকা ক্যাপিটালস। ১০৮ রান করে আউট হন তানজিদ হাসান তামিম, ১২৫ রানে লিটন দাস অপরাজিত থাকেন। ২৪১ রানের জুটি গড়েন তানজিদ তামিম এবং লিটন দাস।


ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস আর তানজিদ তামিম মিলে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড জন্ম দিয়েছেন। দূর্বার রাজশাহীর বোলারদের বেদড়ক পিটিয়ে প্রায় পুরোটা ইনিংস খেলে দেন তারা দুজন। এই দুজনের জোড়া সেঞ্চুরিতে ওপেনিং জুটিতে ওঠে ২৪১ রান।


এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়া লিটন দাস লিটন দাস মাত্র ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েছেন। তিনি ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।


লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। তামিম ৬২ বলে সেঞ্চুরি করেন, ইনিংসের মাত্র ৩ বল বাকি থাকতে ৬৪ বলে ১০৮ রানে আউট হন। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।


বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। তাদের জুটিতে ঢাকা ক্যাপিটালস ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। বিপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের সংগ্রহের রেকর্ড। এরপর লিটন দাসের সঙ্গে উইকেটে এসে ২ বলে ৭ রান করেন সাব্বির রহমান।


এর আগে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে। ২০১৯ আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছেলি রংপুর। যা এতোদিন বিপিএলে সর্বোচ্চ সংগ্রহ ছিল। আর বিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক পাকিস্তানের আহমেদ শেহজাদ। ২০১২ সালে রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। তার পরেই জায়গা করে নিলেন আজ লিটন। দ্বিতীয় অবস্থানে অবশ্য লিটনের সঙ্গেই আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ২০১২ সালের আসরে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের
                                  

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না লিটন দাসের। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমক হতে পারতো তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি। তাই নিয়মিতদের রেখেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের। লিটনের বাদ পড়ার মূল কারণ ফর্মহীনতা। ডানহাতি এই ব্যাটারের সবশেষ ফিফটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস আর ১৩ ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব
                                  

বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর বল করতে পারবেন না তিনি। তবে আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সবধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে এক মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।


আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।


এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

বার্সা সমর্থকদের জন্য বড় সুখবর
                                  

স্প্যানিশ সুপার কাপের আগে বার্সেলোনাকে সুখবর দিয়েছেন লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই তারকা স্ট্রাইকার। নির্ধারিত সময়ের চেয়ে আরো দ্রুত চোট কাটিয়ে উঠলেন তিনি।

গত ১৬ ডিসেম্বর চোট পেয়েছিলেন ইয়ামাল। লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান তিনি। তখন ধারণা করা হয়েছিল, সেই চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

তাই স্প্যানিশ সুপার কাপে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত চোট কাটিয়ে উঠেছেন তিনি। ফলে গতকাল বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এই তরুণ স্ট্রাইকার।

আগামী শনিবার কোপা দেল রের শেষ বত্রিশে বার্বাস্ত্রোর বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচে ইয়ামালের খেলার সম্ভাবনা নেই। এরপর বুধবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ইয়ামাল।

গত গ্রীষ্মে স্পেনের ইউরো জয়ে বড় অবদান রাখা ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার জার্সিতেও সমান উজ্জ্বল। দুইবার চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেন ৬টি, অবদান রাখেন সতীর্থদের ১১টি গোলে।

মিরপুরে বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ বিক্ষুব্ধদের
                                  

অনলাইন ডেস্ক : বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। মাঠে লড়াই শুরুর ৫ দিন পার হলেও এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি। যার ফলে পঞ্চম ম্যাচের আগে টিকিট না পাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিয়েছে দর্শকরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহী-ঢাকার ম্যাচে দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে সামনে জড় হতে থাকে তারা।


বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা।


এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তার পর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে ৭দিন সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।


কিন্তু টিকিট নিয়ে এখনও দর্শকদের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি। যা কারণে ক্ষুদ্ধ দর্শকরা।

টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা দল আর্জেন্টিনা
                                  

স্পোটর্স ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আলবিসেলেস্তারা। সদ্য শেষ হওয়া ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জয়সহ বিশ্বকাপ বাছাইয়েও চমক দেখিয়েছে মেসি-আলভারেজরা।

ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল। টানা তৃতীয়বারের মতো এই খেতাব অর্জন করল বিশ্ব চ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর থেকেই টানা দু’বছর দুর্দান্ত ছন্দে রয়েছে স্কালোনির শিষ্যরা। সবশেষ কোপা আমেরিকার শিরোপা জয়সহ বিশ্বকাপ বাছাইয়েও চমক দেখিয়েছে মেসি-আলভারেজরা।

শীর্ষস্থানে পৌঁছাতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপজয়ী রিয়াল মাদ্রিদকে টপকাতে হয়েছে আর্জেন্টিনার।

প্রথম হওয়া আর্জেন্টিনার ভোটিং পয়েন্ট ৫৭৯। ৫৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো জয়ী স্পেন। এ ছাড়াও ৫৩২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এআইপিএস নির্বাচিত ২০২৪ সালের সেরা ১০ দল :

১. আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)।
২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।
৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)।
৪. যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)।
৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)।
৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)।
৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)।
৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)।
৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)।
১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।

এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।

উল্লেখ্য, ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশের ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মনজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা।

৬ ছক্কায় ১৮ বলে ফিফটি মাহিদুলের, খুলনার রানপাহাড়
                                  

ইনিংসে হাঁকালেন ৬ ছক্কা। এর মধ্যে ১৭তম ওভারে পেসার শরিফুল ইসলামকেই তিনটি। ১৮ বলে ফিফটি তুলে নিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

উইকেটরক্ষক এই ব্যাটারের ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়েছে খুলনা টাইগার্স। জিততে হলে চিটাগং কিংসকে করতে হবে ২০৪।

মিরপুর শেরে বাংলায় টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং কিংস অধিনায়ক। এক পর্যায়ে ৪ উইকেটে ১১৭ রান ছিল খুলনার।

১৭ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৬ রান করে আউট হন নাইম শেখ। ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ১৮ করে সাজঘরে ফেরেন খুলনা অধিনায়ক।

এরপর ইব্রাহিম জাদরান ৭ বলে ৬ আর আফিফ হোসেন ৭ বলে ৮ করে ফিরলে চাপে পড়ে খুলনা। সেখান থেকে উইলিয়াম বসিস্তু আর মাহিদুল অঙ্কনের ৩৫ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি।

বসিস্তু ৫০ বলে ৮ চার আর ৩ ছক্কায় করেন হার না মানা ৭৫ রান। ২২ বলে ১ চার, ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন মাহিদুল।

আলিস আল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন দুটি উইকেট। খালেদ আহমেদ ২ উইকেট শিকার করতে খরচ করেন ৪৫। আর শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

খেলা শুরুর আগে গেট ভাঙলেন দর্শকরা, পুলিশের লাঠি চার্জ
                                  

অনলাইন ডেস্ক : খেলা শুরুর আগেই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় বিপিএল প্রথম আসরের মূল ভেন্যু শেরে বাংলা স্টেডিয়াম ও আশেপাশের এলাকায়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গেট ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করে দর্শকরা, পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আজ সোমবার খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে।

টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা চালায় দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনি ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে তারা।

উত্তেজক দর্শকদের থামাতে পুলিশ প্রথমে বাধা প্রদান করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিশৃঙ্খল জনতা।

উদ্বোধনী মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দর্শকদের বিশৃঙ্খলার মধ্যে পড়েছিল দুই দলের টিম বাসও। কেননা যে গেট দিয়ে প্রতিযোগী দল মাঠে প্রবেশ করে, সেখানেই ঘটেছে এমন অপ্রত্যাশিত ঘটনা। হয়তো গেট ভাঙার ঘটনার আরও আধ ঘণ্টা আগে ঘটতে পারতো। তাতে ক্রিকেটারদের নিরাপত্তাও হতে পারতো বিঘ্নিত।

খেলার মাঠে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ নতুন নয়। বরং নিত্য দিনের ঘটনা। তবে টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে স্টেডিয়ামের প্রধান প্রবেশদ্বার ভেঙে ঢোকার চেষ্টা আগে কখনো চোখে পড়েনি।

বিপিএলে দুটি ম্যাচ শুরুর সময় বদল
                                  

স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। এর মধ্যেই এবার বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসর শুরুর পরদিন তথা ৩১ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।


জানা গেছে, বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকেই ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।


সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।


এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় বিপিএলের টিকিটের জন্য পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে সংগ্রহ করা যাবে না। বিকল্প হিসেবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে পাওয়া যাবে।


৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে খেলা চলবে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ৭ দলের আসরে বরাবরের মতই কয়েক ধাপে দেশের তিন ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।


এদিকে বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।


এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।


পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।


মোট খেলা হবে ৪৬টি। ডাবাল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলাগুলো। তাতে প্রথম পর্বে প্রত্যেক দল দুবার মুখোমুখি হবে প্রতিটি দলের বিপক্ষে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার-২। টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।


আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার কোয়ালিফায়ার-২ এ লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার- ১ এ হেরে যাওয়া দলের বিপক্ষে। দল দুটির মধ্যকার যে জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিপিএলের টিকেট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে তোলপাড়
                                  

অনলাইন ডেস্ক : টিকেট বুথের সামনে থেকে দর্শকের লাইন চলে গেছে এক নম্বর ফটক ছাড়িয়ে আরও দূরে। কিন্তু বুথ বন্ধ। লাইনে থাকা দর্শকেরা জানেন না, বুথ কখন খুলবে বা আদৌ খুলবে কি না। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে তখন উত্তেজনা তুঙ্গে। সেখানে স্লোগান, চিৎকার, গালিগালাজ চলছে সমানে। তাদের কথা, টিকেট না নিয়ে যাবেন না কেউ।
টুর্নামেন্ট শুরুর আগের দিন টিকেট না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামের মূল ফটকে হামলা চালিয়ে এক পর্যায়ে ভেতরে ঢুকে পড়ে, তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ।

সোমবার শুরু বিপিএলের এবারের আসর। কিন্তু টিকেট নিয়ে কোনো তথ্য বিসিবি জানায়নি রোববার সকাল পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগের দিন অন্তত টিকেট ছাড়া হবে, এই আশায় বুথের সামনে সকাল থেকেই দাঁড়িয়ে যান অরনক দর্শক। তাদের কারও কারও দাবি, ভোর চারটা-পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন না। কিন্তু কারও কাছ থেকে টিকেট সংক্রান্ত কিছু তারা জানতে পারেননি।

এক পর্যায়ে দর্শকদের বড় অংশ ভিড় জমায় মূল ফটকের (দুই নম্বর) সামনে। নিরাপত্তাকর্মীরা ফটকবন্ধ করে দেন আগেই। বিসিবির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সেখানে ছিলেন পুলিশ সদস্যরাও। ফটকের সামনে জড়ো হয়ে বিসিবির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন দর্শকেরা। ফটক খুলে ফেলার চেষ্টা করেন তারা অনেকটা সময় ধরে। তাদের প্রবল ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে ফটক খুলে যায়। স্রোতের মতো ভেতরে ঢুকতে থাকেন দর্শকেরা। তাদের ধাওয়া দিয়ে তখন সরিয়ে দেন পুলিশ সদস্যরা। দৌড়ানোর সময় পড়ে গিয়ে আঘাত পান দর্শকদের বেশ কয়েকজন।

পরমুহূর্তেই দর্শকেরা আবার সংগঠিত হয়ে জড়ো হন ফটকের সামনে। ততক্ষণের লোহার ফটক তালাবদ্ধ করে লোহার বড় খিল এঁটে দেওয়া হয়। এরপর অনেক ধাক্কাধাক্কি করেওআর ফটক খুলতে পারেননি দর্শকেরা। তবে বিসিবির বিরুদ্ধে গালিগালাজ ও স্লোগান চলতে থাকে লম্বা সময় ধরে।

ক্ষুব্ধ দর্শকদের একজন বলেন, “নতুন দেশে এবার বিপিএল নতুনভাবে করা হবে বলে ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু কিছু কনসার্ট করা ছাড়া নতুন কিছু আর দেখি না। সবকিছু আগের মতোই। টুর্নামেন্ট শুরুর আগের দিনও টিকেটের কিছু জানানো হয়নি। দর্শকদের কোনো গুরুত্বই দেয় না বিসিবি।” পাশ থেকে আরেক দর্শক যোগ করেন, “এটা কি পাড়া-মহল্লার টুর্নামেন্ট? বিশ্বের আর কোন দেশের লিগে শুরুর আগের দিনও টিকেট পাওয়া যায় না? এটা কেবল বিপিএলেই সম্ভব।”

প্রবল ক্ষোভ ও হতাশার কথা জানান ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা এক দর্শক।

 

“চার-পাঁচ ঘণ্টা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু কাউন্টার খোলেই না। পরে আমরা এই গেইটে আসি। এখানে আমাদেরকে বারবার বলা হয়েছে যে ‘১০ মিনিট পর জানাবে’, ‘১৫ মিনিট পর জানাবে’, কিন্তু জানানো আর হয়নি। সকাল থেকে আমরা না খেয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের কোনো মূল্য কি বিসিবির কাছে নেই? তারা কালোবাজারি করে, সিন্ডিকেটবাজির জন্য টিকেট ছাড়ছে না।” দর্শকদের কেউ কেউ তখন উত্তেজিত হয়ে বলেন, “কালকেই বিসিবির আনসারদের কাছে ২০০-৪০০ টাকায় টিকেট পাওয়া যাবে।”

দর্শকদের এমন হট্টগোলের পর অবশেষে পৌনে ১২টায় টিকেট সংক্রান্ত তথ্য বিস্তারিত জানানো হয়। অনলাইনে ওয়েব ঠিকানায় টিকেট পাওয়া যাবে। তবে সেখানে টিকেট করার পর আবার বুথ থেকে তা সংগ্রহ করতে হবে কি না, এসব বিস্তারিত জানানো হয়নি। এছাড়াও মধুমতি ব্যাংকের সাতটি শাখায় টিকেট পাওয়া যাবে- মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গির চর ও পল্টন।

দেশের রাজনৈতিক পালাবদলের পর ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে বর্তমান সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, যতটা সম্ভব গোছানোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা এবং প্রায় শতভাগ টিকেট অনলাইনে পাওয়া যাবে। কিন্তু টিকেট নিয়ে টানাপোড়েন শেষ পর্যন্ত আগের বিপিএলগুলোর মতোই রয়ে গেল।

ব্যালন ডি’অর আয়োজকদের এক হাত নিলেন রোনালদো
                                  

স্পোর্টস ডেস্ক : ২০২৪ ব্যালেন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই সঙ্গে ফুটবল বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না তিনি। পুরস্কারটি জিতেছিলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি।

যার ফলে গত ২৮ অক্টোবর রাতে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে যোগ দেননি রিয়াল মাদ্রিদের কেউই। সেখানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। লম্বা সময় পর এই বিতর্কে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানে রোনালদো পুরস্কার পান মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের। ওই অনুষ্ঠানে ব্যালন ডি’অরের সমালোচনা করে পর্তুগিজ তারকা। জানান ভিনিসিয়ুসের সঙ্গে হয়েছে অন্যায়। পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাই।

রোনালদোর ভাষ্য, ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। রদ্রিও এটি পেতে পারতেন, তবে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ফাইনালে গোল করেছেন। অন্য কোনো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যখন কেউ যোগ্য, তখন তাকে পুরস্কৃত করা উচিত। আমার মতে, এটি অন্যায় হয়েছে।

এ ছাড়াও ব্যালন ডি’অরের আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনাও করেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে প্রশংসা করেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের।


আল নাসর তারকা বলেন, এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।

গ্লোব সকার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন যারা
                                  

আরেকটি বছর শেষের পথে। এরই মাঝে দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর বা দ্য বেস্টের মতো এ আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। পুরস্কার তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।

বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফিফা ব্যালন ডি’অর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতে।

রিয়ালের আরও এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। নারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে, উদীয়মান তারকা হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল। প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া এবং রিও ফার্দিনান্দ।

ক্লাব বিভাগেও সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। সেরা এজেন্টের সম্মান পেয়েছেন জর্জ মেন্ডিস।

ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা।


   Page 1 of 170
     খেলাধুলা
টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল
.............................................................................................
তাসকিন-বিজয়দের পেমেন্টের নিশ্চয়তা দিলো বিসিবি সভাপতি, রাত পোহালেই অনুশীলন
.............................................................................................
পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা
.............................................................................................
বিপিএলের মাঝই ইংলিশ ব্যাটারকে নিলো খুলনা
.............................................................................................
অবশেষে জয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস
.............................................................................................
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের
.............................................................................................
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব
.............................................................................................
বার্সা সমর্থকদের জন্য বড় সুখবর
.............................................................................................
মিরপুরে বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ বিক্ষুব্ধদের
.............................................................................................
টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা দল আর্জেন্টিনা
.............................................................................................
৬ ছক্কায় ১৮ বলে ফিফটি মাহিদুলের, খুলনার রানপাহাড়
.............................................................................................
খেলা শুরুর আগে গেট ভাঙলেন দর্শকরা, পুলিশের লাঠি চার্জ
.............................................................................................
বিপিএলে দুটি ম্যাচ শুরুর সময় বদল
.............................................................................................
বিপিএলের টিকেট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে তোলপাড়
.............................................................................................
ব্যালন ডি’অর আয়োজকদের এক হাত নিলেন রোনালদো
.............................................................................................
গ্লোব সকার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন যারা
.............................................................................................
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
.............................................................................................
অভিষেকেই জাত চেনালেন ১৯ বছরের কনস্টাস
.............................................................................................
বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিলো ভারত
.............................................................................................
অস্ট্রেলিয়ার টেস্ট দলে ১৯ বছরের স্যাম
.............................................................................................
নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
.............................................................................................
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ টাইগারদের
.............................................................................................
মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
.............................................................................................
সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ডে
.............................................................................................
শপথগ্রহণ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
.............................................................................................
পাকিস্তানের টেস্ট কোচ গিলেস্পির পদত্যাগ
.............................................................................................
সৌদি আরবে হবে ২০৩৪ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ
.............................................................................................
জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
.............................................................................................
এমবাপের হাফসেঞ্চুরিতে ‘প্লে-অফ’ জিতলো রিয়াল
.............................................................................................
১৫৫ বলই ডট, তাতেও সন্তুষ্ট মিরাজ
.............................................................................................
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
.............................................................................................
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
.............................................................................................
আমোরিমের ইউনাইটেডকে হারের তিক্ততা চেনালো আর্সেনাল
.............................................................................................
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
.............................................................................................
বোলিংয়ে অনন্য রেকর্ড সিলসের
.............................................................................................
১৬৪ রানে প্রথম ইনিংস শেষ টাইগারদের
.............................................................................................
বর্তমান চ্যাম্পিয়নকে হারাল লিভারপুল
.............................................................................................
আবারও জেতা ম্যাচ হারল রংপুর রাইডার্স
.............................................................................................
চ্যাম্পিয়নস ট্রফি : কঠিন শর্তে হাইব্রিড মডেলে রাজি হচ্ছে পাকিস্তান
.............................................................................................
দেশের হয়ে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব : বিসিবি সভাপতি
.............................................................................................
এক ম্যাচ আগেই নিগারদের সিরিজ জয়
.............................................................................................
ভারতকে হারালো পাকিস্তান
.............................................................................................
দুর্নীতির মামলায় তিন প্রোটিয়া ক্রিকেটার গ্রেফতার
.............................................................................................
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, উন্নতি নেই ব্রাজিলের
.............................................................................................
ফিফা বর্ষসেরার তালিকায় ভিনিসিয়ুস-রদ্রিদের সঙ্গে মেসিও
.............................................................................................
চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ আজ
.............................................................................................
তারকা অলরাউন্ডারকে শাস্তি দিলো আইসিসি
.............................................................................................
১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল
.............................................................................................
নার্ভাস নাইনটিজে সুপ্তার সেঞ্চুরি মিস, বাংলাদেশের সংগ্রহ ২৫২
.............................................................................................
৬১ বছর পর এমন দিন দেখল ম্যানচেস্টার সিটি
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD