বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক   * ঢাকা সিউলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * চীনে কয়লা খনিতে ভয়াবহ আগুন, নিহত ১৬   * গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন   * পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা   * দেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান   * রাষ্ট্রদূত সরিয়ে নাইজারে সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা ম্যাক্রোঁর   * নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসহ নিহত ১৪   * তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত   * অতিভারী বর্ষণের পূর্বাভাস  

   খেলাধুলা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
বিশ্বকাপ দল নিয়ে যা বললেন শান্ত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বেশ ফর্মে আছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত। ইনফর্ম এই ব্যাটারকে ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন ভূমিকাতেও বাজিয়েও দেখতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই বাংলাদেশের অধিনায়কত্বের ভার চাপিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটারের অধীনেই খেলতে নামবে টাইগাররা। আর সবকিছু ঠিকঠাক থাকলে শান্তই হতে যাচ্ছেন দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক।

নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক। এ সময় সংবাদ সম্মেলনে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার প্রসঙ্গও ওঠে এলো। যদিও সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।

বিশ্বকাপের দল প্রসঙ্গে শান্তর দাবি, অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে।

তিনি আরও যোগ করেন, দুই একজন খেলোয়াড় এদিক-ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না। কারণ, আমরা মোটামুটি জানি কারা যাব, কারা খেলব এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।

এই সময় বিশ্বমঞ্চে নিজেদের স্বপ্নের কথাও জানালেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর ভাষ্য, আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনও সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। এখনও আমাদের ওই একই স্বপ্নটাই আছে।

লাল-সবুজের টপ-অর্ডার এই ব্যাটারের মন্তব্য, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার (অধিনায়কত্ব করা)। পাশাপাশি আমার পরিবারের সদস্যদের জন্য অনেক গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগ তৈরি করে দিয়েছেন খুবই রোমাঞ্চিত এবং কালকে উপভোগ করব ইনশাল্লাহ।

বিশ্বকাপ দল নিয়ে যা বললেন শান্ত
                                  

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বেশ ফর্মে আছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত। ইনফর্ম এই ব্যাটারকে ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন ভূমিকাতেও বাজিয়েও দেখতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই বাংলাদেশের অধিনায়কত্বের ভার চাপিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটারের অধীনেই খেলতে নামবে টাইগাররা। আর সবকিছু ঠিকঠাক থাকলে শান্তই হতে যাচ্ছেন দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক।

নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক। এ সময় সংবাদ সম্মেলনে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার প্রসঙ্গও ওঠে এলো। যদিও সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।

বিশ্বকাপের দল প্রসঙ্গে শান্তর দাবি, অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে।

তিনি আরও যোগ করেন, দুই একজন খেলোয়াড় এদিক-ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না। কারণ, আমরা মোটামুটি জানি কারা যাব, কারা খেলব এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।

এই সময় বিশ্বমঞ্চে নিজেদের স্বপ্নের কথাও জানালেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর ভাষ্য, আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনও সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। এখনও আমাদের ওই একই স্বপ্নটাই আছে।

লাল-সবুজের টপ-অর্ডার এই ব্যাটারের মন্তব্য, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার (অধিনায়কত্ব করা)। পাশাপাশি আমার পরিবারের সদস্যদের জন্য অনেক গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগ তৈরি করে দিয়েছেন খুবই রোমাঞ্চিত এবং কালকে উপভোগ করব ইনশাল্লাহ।

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
                                  

গেমসের তৃতীয় দিনে পদক পেল বাংলাদেশ। নারী ক্রিকেট দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল। হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের উল্লাস। এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ কোনো পদক পায়নি। গত গেমসে অবশ্য ক্রিকেট ছিল না।


২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। বাংলাদেশ থেকে আগত কর্মকর্তারা প্রায় সবাই ব্রোঞ্জ জয়ের মুহূর্ত উদযাপন করতে এসেছেন।

ব্রোঞ্জ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬৫ রান। হাংজুর উইকেটে এই রান তোলাও রীতিমত কষ্টকর। রান তাড়া করতে বাংলাদেশকে ১৮ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে। ৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ স্বাভাবিক সূচনাই করেছে। শামীমা সুলতানা ও সাথী রাণী ওপেনিং জুটিতে ২৭ রান করায় ভালো ভিত পায় বাংলাদেশ। ৩৪ রানের মধ্যে তিন উইকেট পড়লে বাংলাদেশ একটু চাপে পড়লেও। পরবর্তী ব্যাটসম্যানরা ধারাবাহিক রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছান।


পাকিস্তান স্পিনার নাশা সান্ধুর তিন উইকেট বাংলাদেশকে খানিকটা চাপে রাখে। পাকিস্তান বাজে ফিল্ডিং ও ক্যাচ ড্রপ না করলে বাংলাদেশকে জয় পেতে আরো বেগ পেতে হতো। বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য চাপে ভেঙে পড়েনি।

এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

 

সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিলেও আজ অবশ্য বোলিং নিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত বেশ কার্যকর হয়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ২০ ওভারে ৬৪ রানের বেশি করতে পারেনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার তিনটি,সানজিদা মেঘলা দুইটি,মারুফা, নাহিদা একটি করে উইকেট নেন। পাকিস্তানের আরেকটি উইকেটের পতন হয় রান আউটে। পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে আলীয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ রান করেন।

সিপিএলের নতুন রাজা গায়ানা
                                  

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের সবচেয়ে দামী ম্যাচটাই কিনা হল সবচেয়ে একপেশে! এশিয়া কাপে ভারত-শ্রীলংকা ম্যাচ যেমন শেষ হয়েছিল সিরাজের বোলিং তাণ্ডবে। সেই একই অবস্থা হল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্দান্ত বোলিংয়ে টিকতেই পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্স। ১০০ এর নিচেই থেমেছে তাদের ইনিংস। আর সেটা টপকাতে গায়ানাকে খুব একটা কষ্ট করতে হয়নি।

টস জিতে বোলিং করারব সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ানা অধিনায়ক ইমরান তাহির। তবে চ্যাডউইক ওয়ালটন এবং মার্ক দেয়ালের সূচনা ছিল উড়ন্ত। দুজন মিলে রান উঠিয়েছেন ওভারপ্রতি ৮ করে। তবে এই সুখের সময় টিকেছিল কেবল ৩ ওভার। ২৫ রানেই প্রথম উইকেটের পতন। ডোয়াইন প্রিটোরিয়াসের প্রথম আঘাত।

২৯ থেকে ৪৯ এই ২০ রানে ত্রিনবাগো হারিয়েছে ৫ উইকেট। ৫০ পেরুনোর আগেই নেই ৬ উইকেট। ক্রিজে এসে ব্যর্থতার তালিকায় নাম লিখিয়েছেন নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের মত বড় তারকারা।

ক্রিজের একপ্রান্ত আগলে ছিলেন কেসি কার্টি। ডোয়াইন ব্রাভোকে নিয়ে তার ৩২ রানের জুটি ত্রিনবাগোকে দেখাচ্ছিল ১০০ পেরুনোর স্বপ্ন। তবে ৮১ রানে ব্রাভোকে হারিয়ে আরও বেশি চাপে পড়ে যায় গায়ানা। সেই চাপ আর সামলানো হয়নি তাদের। অলআউট হতে হয়েছে মাত্র ৯৪ রানে। গায়ানার হয়ে ৪ উইকেট পান প্রিটোরিয়াস।

ব্যাট হাতে গায়ানার ইনিংস ছিল অনেকটাই পিকচার পারফেক্ট। আকিল হোসাইনের বলে কিমো পল উইকেট না খুইয়ে আসলে পুরো মার্কসই পেতেন গায়ানার ব্যাটাররা। উইকেট তারা হারিয়েছে ওই একটিই। সামি আইয়ুবের ৫২ আর শাই হোপের ৩২ গায়ানাকে এনে দেয় ৯ উইকেটের সহজ জয়।

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ২৬ রানে ৪ উইকেট নেওয়া প্রিটোরিয়াস। ম্যান অব দ্য সিরিজ গায়ানার শাই হোপ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার (৪৮১ রান) ছিলেন তিনি।

মৌসুমে প্রথম হার, তিন হেডেই অ্যাটলেটিকোর মাঠে উড়ে গেলো রিয়াল
                                  

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদ সব সময়ই রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় পরীক্ষার নাম। বিশেষ করে স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকোরা মুখোমুখি হলে যেন পা হড়কাবেই তাদের। এটা যেন অনেকটা নির্ধারিত।

রোববার রাতেও এই ভাগ্যের পরিবর্তন করতে পারেনি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠ সিভিটাস মেট্রোপোলিটানোয় গিয়ে রীতিমত বিধ্বস্ত হয়ে এসেছে রিয়াল। হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। চলতি মৌসুমে এই প্রথম হারের স্বাদ নিতে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।

মূলত তিনটি হেডেই বিধ্বস্ত হতে হলো রিয়াল মাদ্রিদকে। পায়ের ফুটবলে অ্যাটলেটিকোকে আটকে ফেলেছিলো রিয়াল। কিন্তু মাথার ফুটবলে পিছিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। তারা হয়তো ভাবতেও পারেনি, হেডেই আসল কাজটা করে ফেলবে অ্যাটলেটিকো। কারণ, তাদের তিনটি গোলই হলো হেড থেকে।

এই পরাজয়ের ফলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে পারলো না লজ ব্লাঙ্কোজরা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা রয়ে গেলো তৃতীয় স্থানেই। সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। তারা শীর্ষে। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইনজুরি থেকে ফিরে মাদ্রিদ ডার্বিতে খেলার কথা ছিল রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে শুরুর একাদশে নয় শুধু, স্কোয়াডেই তাকে রাখেননি কোচ আনচেলত্তি।

অ্যাটেলেটিকোর এই বীরত্বপূর্ণ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারে মোরাতা। জোড়া গোল করেছেন তিনি। বাকি গোলটি করেন ফরাসী তারকা আন্তোনিও গ্রিজম্যান।

ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালকে স্তব্ধ করে দেন আলভারো মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে ভেসে আসা বলটিকে বুলেটের গতিতে হেড করে রিয়ালের জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচের ১৮তম মিনিটে লিড ডাবল করেন আন্তোনিও গ্রিজম্যান। এবারও গোল আসে হেড থেকে। সাউল নিগুয়েজের ক্রস থেকে ভেসে আসা বলে হেড করেন ফরাসী তারকা গ্রিজম্যান।

ম্যাচের ৩৫তম মিনিটে রিয়ালকে একটি গোলের স্বস্তি এনে দেন জার্মান মিডফিল্ডার টনি ক্রস। বক্সের একেবারে কোনা থেকে দুর্দান্ত এক শটে অ্যাটলেটিকোর জালে বল জড়ান তিনি।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে বসলেন আলভারো মোরাতা। ৪৬তম মিনিটে গোলটিও তিনি করেন হেড থেকে। সাউল নিগুয়েজের আরও একটি ক্রস থেকে ভেসে আসা বলটিকে মাথা ছুঁইয়ে রিয়ালের জালে জমা করেন মোরাতা।

হেডে আরও একটি দারুণ গোল মিস করে অ্যাটলেটিকো। ম্যাচের ১০ম মিনিটে গ্রিজম্যানের কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড নেন হোসে মারিয়া জিমেনেজ। কিন্তু বলটি অল্পের জন্য মিস হয়ে যায়।

রিয়ালের মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা ৩০তম মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করে অ্যাটলেটিকো।

ম্যাচের পর জোড়া গোলদাতা আলভারো মোরাতা বলেন, ‘খুবই খুশি লাগছে যে, আমাদের সমর্থকরা এসেছিলো জয় দেখার জন্য। তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি। তারা আমাদেরকে অসাধারণ সাপোর্ট দিয়েছে।’

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের
                                  

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জিতে শুরুটা দারুণভাবে করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল পরের দুই ম্যাচ খেলবে অক্টোবরের ১৩ ও ১৮ তারিখ, যেখানে ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেওয়ার পর নেইমাররা পরের ম্যাচটি খেলতে যাবেন উরুগুয়েতে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের সেই দুই ম্যাচের জন্য চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। দলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজের ঘোষিত ২৩ সদস্যের এই দলে ফিরেছেন ইনজুরির কারণে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ মিস করা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গত ২৫ আগস্ট ইনজুরিতে পড়ায় বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি।

ঘোষিত দলে রয়েছেন সৌদি লিগে পাড়ি জমানো পোস্টারবয় নেইমার জুনিয়র। রয়েছেন প্রথম দুই ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ রিচার্লিসন। বান্ধবীর করা নির্যাতনের মামলার কারণে জায়াগা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনির। এই উইঙ্গার প্রথম পর্বের স্কোয়াডে জায়গা পেলেও পরবর্তীতে তাকে বাদ দেয়া হয়। এ ছাড়া বাদ পড়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।

মিডফিল্ডে কাসেমিরো, ব্রুনো গিমারেজের সঙ্গে আছেন ফ্ল্যামেঙ্গোতে খেলা গারসন এবং ফ্লুমিনেন্সের আন্দ্রে। এসিএলের ইনজুরি থেকে সেরা না ওঠায় এবারও দলে ডাক পাননি রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক এদার মিলিতাও। রক্ষণে দানিলো, রেনান লোদি, মার্কিনিওসের সঙ্গে আছেন ভান্দারসন, কাইয়ো হেনরিক, গ্যাব্রিয়েল মাগালাইস।

আর গোলরক্ষক হিসেবে আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে রাখা হয়েছে বোতোফোগোর লুকাস পেরিকেও।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: এডারসন (ম্যানসিটি), অ্যালিসন (লিভারপুল), লুকাস পেরি (বোতাফাগো)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), রেনান লদি (মার্শেই), গ্যাব্রিয়েল ম্যাগালহাস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ভেন্দারসন (মোনাকো), কাইও হেনরিক (মোনাকো)।

মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়েলিনটন (নিউক্যাসল), রাফায়েল ভেইগা (পালমেইরাস), গারসন (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), মাথিয়াস কুনহা (উলভারহ্যাম্পটন), নেইমার জুনিয়র (আল-হিলাল), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

 

বিপিএল ড্রাফটে যে ৩ তারকা ক্রিকেটার দল পাননি
                                  

আগামী বছরের শুরুর দিকে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে। এজন্য বেশ আগে থেকেই দল গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী ৭ দল। তবে আসন্ন বিপিএলের প্লেয়ার ড্রাফটে দলই পেলেন না ৩ তারকা টাইগার ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও মুমিনুল হক।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিপিএলের দশম আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে সাতটি ক্যাটাগরিতে দেশি ক্রিকেটার ছিলেন ২০৩ জন। প্লেয়ার ড্রাফটে এদিন মোট চারটি রাউন্ডের আট ডাকে নাম ঘোষণা করা হয় দেশি ক্রিকেটারদের। নিলামে দেশের প্রায় অধিকাংশ তারকা ক্রিকেটার দল পেলেও দল পাননি তারা।

মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা হয়। ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় হয়ে গেছে তার। কিন্তু আগেই জানিয়েছিলেন এবারের বিপিএলে খেলতে চান তিনি। প্রাথমিক ড্রাফটে তার সেই আশা পূরণ হয়নি।

অন্যদিকে ফর্মহীনতায় জাতীয় দল থেকে ছিটকে গেছেন এক সময়ের হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা এই ক্রিকেটার ব্যাটে আলো ছড়াতে পারেননি। সেই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলের জন্য কোনো দল পাননি তিনি।

আশরাফুল-সাব্বিরের মতো একই পরিণতি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুলেরও। গত আসরে কোনো দল না পাওয়া বাঁহাতি এই ব্যাটারের এবারও কোনো দলে সুযোগ মেলেনি। অবশ্য পরবর্তীতে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদের দলে ঢোকার সুযোগ রয়েছে।

বিপিএলের দশম আসরের পাঁচ ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে। প্লেয়ার ড্রাফটে অংশ নেন রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।

আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল
                                  

এবারের নারী বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জাপান। তবে আন্তর্জাতিক ফুটবলে জাপানের মেয়েরা কতটা শক্তিশালী, তা প্রমাণ করেছে শনিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে।

একদিন আগে চীনের হাংজুতে জাপানের এশিয়ান গেমসের দলটিও প্রথম ম্যাচে একই ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশকে। এবার ঘরের মাঠে জাপানের জাতীয় নারী দল মেসি-ম্যারাডোনার দেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে।


নারী ফুটবলে আর্জেন্টিনা তেমন শক্তিশালী নয়। এশিয়া সফরে এসে তারা জাপানের কাছে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়েই ঘরে ফিরছে।


দাপট দেখিয়ে খেলা ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জাপান। গোল করেন তানাকা। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া।

২৫ মিনিটে তাকাহাশি গোল করলে জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।

৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানি মেয়েরা।

 

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে আজ
                                  

মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়িয়েও পরিত্যক্ত হয়। আজ শনিবার একই ভেন্যুতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টির শঙ্কা আছে এই ম্যাচেও।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে আনা হয় ৪২ ওভারে। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত কিউইদের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬। তখনও কিউই ইনিংসের ৮.২ ওভার বাকি ছিল।


আজ সকাল থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক খেলা শুরুর আগে, শুরুর সময় এবং এক ঘণ্টা পর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৯০ থেকে ৮০ শতাংশ।

বেলা ১টা ও দুপুর ২টায় বৃষ্টির সম্ভাবনা আছে ৯০ শতাংশ, আর বিকেল ৩টা নাগদ বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বিকেল ৪টা ও ৫ টায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে রাত পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশ কম, মাত্র ২০ %।

কাজেই আবহাওয়ার পূর্বাভাস সত্য হলে আগামীকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু খেলা শুরুর সময় ৮০ থেকে ৯০% বৃষ্টি পড়ার সম্ভাবনার কথা বলা আছে, তাই দুপুর ২টায় মানে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা ক্ষীণ।

সেক্ষেত্রে খেলা শুরু হতে হতে দুপুর গড়িয়ে বিকেল নামতে পারে। বিকেলেও বৃষ্টির হানায় ক্ষতিগ্রস্ত হতে পারে ম্যাচ। ৫০ ওভারের ম্যাচের সম্ভাবনা বেশ কম। দুপুরের পর বিকেল থেকে বৃষ্টির তোড় কমে গেলে খেলা শুরু হতে পারে দেরি করে। তাই ৫০ ওভারের ম্যাচ না হলেও ৩৫-৪০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা আছে বেশ।

জাপানের কাছে ৮-০ গোলে হারলো সাবিনারা
                                  

আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশের অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো জাপান। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলেও এ অঞ্চলের বাইরে লড়াই করার পর্যায়ে যেতে যে আরও কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশকে, সেই পাঠ জাপানি মেয়েরা দিয়ে দিলো এশিয়ান গেমসের অভিষেক ম্যাচে।

এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে প্রথম অংশগ্রহণ, তাও আবার শুরুটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও এশিয়ান গেমস নারী ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরাজয় অনুমিতই ছিল। দেখার ছিল কত গোলে জাপানকে আটকিয়ে রাখা যায়। দুই অর্ধে চারটি করে গোল খেয়ে ৮-০ ব্যবধানে হেরে এশিয়ান গেমস শুরু করলো সাইফুল বারী টিটুর দল।

শুক্রবার চীনের হাংজুতে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলে জিতেছে জাপান। সাবিনারাও বাস্তবতা বুঝতে পেরেছেন। তাদের সামনে পরিষ্কার হয়েছে দুই দেশের ফুটবলের আকাশ-পাতাল পার্থক্য।

জাপানের কাছে হারানোর কিছুই নেই বাংলাদেশের। চীন যাওয়ার আগে দলের কোচ সাইফুল বারী টিটু ও অধিনায়ক সাবিনা খাতুনও তা বলেছিলেন। বাংলাদেশের লক্ষ্য ছিল জাপানের কাছে যত কম গোল খাওয়া যায়। সেই কম গোলের সংখ্যাটা শেষ পর্যন্ত হয়েছে ৮। দুই হালি গোল খেলেও হতাশার কিছু নেই। জাপান যে বিশ্বের ৮ নম্বর দল। বাংলাদেশের অবস্থান সেখানে ১৪২ নম্বরে।

ষষ্ঠ মিনিটে রেমিনা চিবাকে দিয়ে গোলের যে সূচনা করে জাপান, প্রথমার্ধের ইনজুরি সময়ে সেটিকে ৪-০ তে নিয়ে যান ইয়ুঝু শিকোওশি। মাঝের দুই গোলের একটি রেমিনার, অন্যটি মমোকো তানিকাওয়ার।

দ্বিতীয়ার্ধে জাপান গোল করেছে ৪৯, ৫৮, ৮০ ও ৮৫ মিনিটে। জাপানের জোড়া গোল করেছেন রেমিনা চিবা, মমোকো তানিকাওয়া ও কোতোনো সাকাকিবারা। একটি করে গোল তানিকাবা ও শিওকোশির।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে এবং শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর।

মেসির যে স্বপ্ন এখনো পূরণ হয়নি
                                  

ফুটবল ক্যারিয়ারে এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির শোকেসে পাওয়া যাবে না। যেই শিরোপা নিয়ে আক্ষেপ ছিল সেই বিশ্বকাপ শিরোপাও স্থান পেয়েছে শোকেসে। তাই ফুটবল থেকে আর চাওয়ার কিছু নেই মেসির। বিশ্বকাপ জয়ের পর এমন কথা বেশ কয়েকবার বলেছেন এ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এবার নিজের এক সুপ্ত বাসনার কথা জানালেন আর্জেন্টাইন অধিনায়ক। ওলগাকে দেয়া এক সাক্ষাতকারে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন মেসি। আর এ বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার খেলা-ধূলা বিষয়ক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির সম্পর্কটা অনেকদিনের। ২০১৭ সালে বিয়ের পিড়িতে বসেন তারা। বিয়ের আগে দুটি ও বিয়ের পরে একটি সন্তান আসে এই দম্পতির ঘরে। এবার চতুর্থ সন্তানের অপেক্ষায় আছেন তারা।

সাক্ষাতকারে মেসি বলেন, `আমরা আরও একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কি না। আন্তোনেল্লা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।`

অবসর ও ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, `আমি এখন আগামী বিশ্বকাপ নিয়ে ভাবছি না, এটা অনেক দূরে। হ্যাঁ, আসন্ন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। দারুণ এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এরপর দেখা যাবে। এটা (খেলা চালিয়ে যাওয়া) নির্ভর করছে আমার শরীরের ওপর। (বিশ্বকাপ জয়ের) বছর কেটে গেছে এবং আমাদের দেখতে হবে দিনকে দিন আমি কেমন অনুভব করি। আমি দূরের কথা ভাবতে চাই না। যতটা পারি খেলা উপভোগ করতে চাই।`

বিশ্বকাপেও অনিশ্চিত টিম সাউদি
                                  

আজ তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লুকি ফার্গুসনের দল।

এই সিরিজের জন্য বিশ্বকাপের দলে থাকা ৫ ক্রিকেটারকে বাংলাদেশে পাঠিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ফার্গুসন ছাড়াও বাংলাদেশে আসা অন্য ৪ জন হলেন- ট্রেন্ট বোল্ট, রাচিন রবিন্দ্রা, ইশ সোধি ও উইল ইয়াং।


চোটের কারণে সিরিজের বাইরে রয়েছেন কিউই পেসার টিম সাউদি। আজ (বৃহস্পতিবার) তার ডান হাতের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।বাংলাদেশের বিপক্ষে সিরিজে তো নেইই, বিশ্বকাপেও তাই অনিশ্চিত টিম সাউদি।

যদিও কিউই টিম ম্যানেজম্যান্ট আশা করছে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন দলের অন্যতম সেরা এই পেস অস্ত্র।


গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট লাগে টিম সাউদির। লর্ডসে জো রুটের দেওয়া ক্যাচ স্লিপ থেকে মুষ্ঠিবদ্ধ করতে গিয়ে আঙুলে শক্ত আঘাত পান এই পেসার।

বিশ্বকাপের দলে সাউদিকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

মিরপুরে প্রথম ওয়ানডে : চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি
                                  

মিরপুর শেরে বাংলায় আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের দিন আকাশের আচরণ ঠিক ঠাউরে ওঠা যাচ্ছে না।

মিরপুরে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আকাশ মোটামুটি ভালোই ছিল। কিন্তু ঘড়ির কাঁটা ১২টা পার করার পর থেকেই শুরু হলো ইলশেগুঁড়ি বৃষ্টি। সঙ্গে সঙ্গে পিচ ও ৩০ গজের আশপাশ ঢেকে ফেলা হলো কভারে।

প্রায় কুড়ি-পঁচিশ মিনিট পর বৃষ্টি থামলো। আবার কভার সরিয়ে ফেলা হলো। এখন চলছে পিচের শেষ মুহূর্তের পরিচর্যার কাজ। দুই দল মাঠে নেমে নিজেদের শরীর গরম করার পাশাপাশি খেলা শুরুর আগের হালকা প্রস্তুতিও সেরে নিচ্ছে।

দুপুর দেড়টার আগে নতুন করে বৃষ্টি শুরু না হলে টস যথাসময়েই হবে। তাহলে খেলাও নির্ধারিত সময় মানে দুপুর ২টায় শুরু করা যাবে। কিন্তু বৃষ্টির উপদ্রব শুরু হলেই বিপদ। তখন আর যথাসময়ে খেলা শুরু সম্ভব হবে না।

বড় জয়ের দিনে মায়ামির দুশ্চিন্তার নাম মেসি
                                  

ক্যারিয়ারে লিওনেল মেসি খেলেছেন ৯০০ এর বেশি ম্যাচ। এর মাঝে কেবল ৮ বার প্রথমার্ধের আগেই মাঠ ছেড়ে উঠে গিয়েছেন তিনি। ২০১৮ সালের অক্টোবরের পর এমন ঘটনা আর ঘটেনি। তবে টরোন্টো এফসির বিপক্ষে সেটাই হলো। অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন লিও। পরে সাইডবেঞ্চ থেকে উঠে একেবারে ড্রেসিংরুমেই চলে গেলেন। ফুটবল প্রতিভার জন্য ভিনগ্রহের খেলোয়াড় বললেও মেসি যে রক্তে মাংসের মানুষ তারই যেন নমুনা ছিল আজকের ম্যাচ।

তবে, মেসির থাকাটাই যে দলের জন্য বড় কিছু সেটা আরও একবার প্রমাণিত হল আজ। আগের ম্যাচেই আটালান্টা এফসির বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মায়ামি। সেদিনও মাঠে ছিলেন না মেসি। আজ ফিরলেন। খেললেন মোটে ৩৭ মিনিট। তবে অতটুকেই যেন জয়ের প্রেরণা দিয়ে গিয়েছেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। টরোন্টোর বিপক্ষে মায়ামির জয় এসেছে ৪-০ গোলে।


মায়ামির ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামের ম্যাচটা অবশ্য বিশেষ কিছু ছিল দুজনের জন্য। টরোন্টোর ভিক্টর ভাস্কেজ আর মায়ামির লিওনেল মেসি ছিলেন শৈশবের বন্ধু। বার্সেলোনা একাডেমি থেকে ফুটবল দীক্ষা নিয়েছিলেন দুজনে। ২০১১ সালের পর থেকে একসাথে মাঠ ভাগাভাগি করা হয়নি দুই বন্ধুর। আজ আবার এক হবার কথা ছিল দুজনের। তবে ম্যাচের ১২ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ভাস্কেজ। আর ৩৭ মিনিটে মেসিও ছেড়েছেন মাঠ।

তবে এসবের বাইরে মায়ামির সময় কেটেছে ভালই। আর্জেন্টিনা থেকে উড়িয়ে আনা ফাকুন্দো ফারিয়াস আরও একবার ত্রাতা হয়েছেন প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান প্রান্ত থেকে ক্রস বল গ্রিপে আনতে ব্যর্থ হয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক। ভেসে আসা সেই বলে জোরালো ভলিতে গোলের খাতা খোলেন ফারিয়াস।


অবশ্য তারও আগে ম্যাচে এগিয়ে যাবার প্রথম সুযোগ পেয়েছিল টরোন্টো। স্ট্রাইকার ডিআন্দ্রে কারের প্রথম প্রচেষ্টা ফিরিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ফিরতি প্রচেষ্টা ফেরত আসে গোলবার থেকে। পুরো ম্যাচে এটাই একমাত্র না তাদের জন্য। ম্যাচের ৮২ মিনিটে আরও একবার বল ফিরে আসে গোলবার থেকে।

তবে তার আগেই টরোন্টোকে ধ্বংসস্তুপে পরিণত করেছিলেন রবার্ট টেইলর। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই করলেন দারুণ এক গোল। সেই গোলে মেসিকেই যেন স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বল পেয়ে ডিবক্সের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়েছেন। ডিফেন্ডারদের মাঝে ফাঁকা জায়গা দিয়ে বল পাঠিয়েছেন জালে। দারুণ সেই গোলটা নিশ্চয়ই পরে বহুবার দেখতে চাইবেন এই তরুণ।

ম্যাচের তৃতীয় গোল পেয়েছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। সেটাও ওই টেইলরের বাড়ানো বলে। আর খেলা শেষের ঠিক আগে চতুর্থ গোলটাও করেছেন সেই টেইলরই। চিপ করা বল দখলে নিয়ে জোরালো শটে টরোন্টোর গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। মায়ামি ম্যাচ শেষ করে ৪-০ গোলের বড় জয় দিয়ে।

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন সিরাজ
                                  

কয়েক দিন আগেই তাসের ঘরের চেয়েও দ্রুত গতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এর মাধ্যমে তিনি ভারতকে রেকর্ড সর্বোচ্চ অষ্টম এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেয়েছেন পুরো টুর্নামেন্টজুড়ে গতি ও সুইংয়ের মিশ্রণে প্রতিপক্ষকে বোকা বানানো এই পেসার। ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে সিরাজ শীর্ষস্থান দখল করেছেন।

এশিয়ানদের শ্রেষ্ঠত্বের আসরের পর্দা নেমেছে গত রোববার (১৭ সেপ্টেম্বর)। যেখানে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচকে উইকেট-স্বর্গ বানিয়ে ফেলেন দারিদ্র্যতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ। মাত্র ২১ রান দিয়েই তিনি তুলে নিয়েছিলেন ৬ উইকেট। ফলে স্বাগতিক লঙ্কানরা মাত্র ৫০ রানেই গুটিয়ে যায়। এরপর মাত্র ৬.১ ওভারেই অনায়াসে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।

এর আগে ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ। পুরো এশিয়া কাপে তিনি ১২.২ গড় নিয়ে ১০ উইকেট শিকার করেছেন। যার মাধ্যমে তিনি বড় লাফ-ই দিয়েছেন বলা চলে, এর আগে র‌্যাংকিংয়ে সিরাজের অবস্থান ছিল আটে। তার এমন কীর্তির ফলে হ্যাজলউড ছাড়াও অবনতি হয়েছে ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কদের।

হাথুরুর অনুপস্থিতিতে প্রধান কোচ নিক পোথাস
                                  

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই সিরিজের ম্যাচগুলো। তবে এই সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ে দলের দায়িত্বে থাকবেন সহকারি কোচ নিক পোথাস।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দাবি, পারিবারিক কারণে কয়েকদিন ছুটিতে আছেন হাথুরুসিংহে।

জালাল ইউনুসের ভাষ্যমতে, তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।

এদিকে ভারতে বসতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের বদলে নেতৃত্বে থাকছেন লকি ফার্গুসন। ব্ল্যাক-ক্যাপস দলে রয়েছেন অনেকদিন পর ফেরা ট্রেন্ট বোল্ট। অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে বিশ্বকাপের পর কিউইরা আবার আসবে বাংলাদেশ সফরে।

অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।

বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

এর আগে, শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে। তবে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার সৌম্য সরকার ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

সাকিবকে সম্মান জানাল ক্রিকইনফো
                                  

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল ভালো কিছুর প্রত্যাশা নিয়ে গেলেও সেটি পূরণে ব্যর্থ হয় সাকিব-লিটনরা। মোট ৬টি ম্যাচে অংশ নিয়ে কেবল দুইটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। দলগত পারফরম্যান্স আশানুরূপ না হলেও একাধিক ক্রিকেটার উজ্জ্বল ছিলেন ব্যক্তিগত পারফরম্যান্সে।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেরা একাদশ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এশিয়া কাপে বাংলাদেশের যে ক`জন ক্রিকেটার ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন সাকিব।

পুরো আসর জুড়েই ব্যাটে-বলে স্বপ্রতিভ ছিলেন সাকিব। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন টাইগার অধিনায়ক। সদ্য সমাপ্ত আসরে ব্যাট হাতে সাকিব সর্বমোট ১৭৩ রান করেছেন, এছাড়া বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ক্রিকইনফোর ঘোষিত এশিয়া কাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব।

ক্রিকইনফোর একাদশে সবচেয়ে বেশি ৬ ক্রিকেটার সুযোগ পেয়েছে ভারত থেকে। শ্রীলঙ্কা থেকে সেরা একাদশে এসেছে ৩ ক্রিকেটার। আর পাকিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে একাদশে।

ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ওয়াল্লালাগে, শাহিন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।


   Page 1 of 132
     খেলাধুলা
বিশ্বকাপ দল নিয়ে যা বললেন শান্ত
.............................................................................................
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
.............................................................................................
সিপিএলের নতুন রাজা গায়ানা
.............................................................................................
মৌসুমে প্রথম হার, তিন হেডেই অ্যাটলেটিকোর মাঠে উড়ে গেলো রিয়াল
.............................................................................................
চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের
.............................................................................................
বিপিএল ড্রাফটে যে ৩ তারকা ক্রিকেটার দল পাননি
.............................................................................................
আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল
.............................................................................................
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে আজ
.............................................................................................
জাপানের কাছে ৮-০ গোলে হারলো সাবিনারা
.............................................................................................
মেসির যে স্বপ্ন এখনো পূরণ হয়নি
.............................................................................................
বিশ্বকাপেও অনিশ্চিত টিম সাউদি
.............................................................................................
মিরপুরে প্রথম ওয়ানডে : চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি
.............................................................................................
বড় জয়ের দিনে মায়ামির দুশ্চিন্তার নাম মেসি
.............................................................................................
বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন সিরাজ
.............................................................................................
হাথুরুর অনুপস্থিতিতে প্রধান কোচ নিক পোথাস
.............................................................................................
সাকিবকে সম্মান জানাল ক্রিকইনফো
.............................................................................................
জাতীয় দলে ডাক পেয়েই ‘গোল্ডেন ডাক’ মারলেন সৌম্য
.............................................................................................
সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা
.............................................................................................
বাবাকে হারালেন পেসার রুবেল
.............................................................................................
‘ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে’
.............................................................................................
সাকিবের ৫৫তম ফিফটি, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
.............................................................................................
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
.............................................................................................
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে নামছে না বাংলাদেশ
.............................................................................................
কে হচ্ছেন মুশফিকের বিকল্প
.............................................................................................
স্টোকসের ১৮২, ইংল্যান্ডের জয় ১৮১ রানে
.............................................................................................
দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
.............................................................................................
পেরুর বিপক্ষে ব্রাজিলের কষ্টসাধ্য জয়
.............................................................................................
জমজমাট এশিয়া কাপের ফাইনালের সমীকরণ
.............................................................................................
যেদিন শ্রীলঙ্কায় ফিরে যাবেন মুশফিক-সাকিব
.............................................................................................
শ্রীলঙ্কার স্পিন বিষে অল্পতেই গুঁটিয়ে গেল ভারত
.............................................................................................
মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন সময়সূচি
.............................................................................................
ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির আশঙ্কা
.............................................................................................
এশিয়া কাপে সেরার দৌড়ে শীর্ষে শান্ত-তাসকিন
.............................................................................................
ভারতের কাছে লজ্জার হার নিয়ে যা বললেন শোয়েব
.............................................................................................
লুক্সেমবার্গের জালে রোনালদোহীন পর্তুগালের ৯ গোল
.............................................................................................
ফের পরিবর্তন আসছে বিশ্বকাপের সূচিতে!
.............................................................................................
মেসির হাতে ব্যালন ডি’অর চান হলান্ডের কোচ
.............................................................................................
কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক
.............................................................................................
পাকিস্তানকে সরিয়ে ফের ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া
.............................................................................................
মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও
.............................................................................................
পেলের রেকর্ড ভেঙে যা বললেন নেইমার
.............................................................................................
বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যানে এগিয়ে যারা
.............................................................................................
ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের, শ্রীলঙ্কার লক্ষ্য রেকর্ড
.............................................................................................
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে এক পরিবর্তন!
.............................................................................................
নিউজিল্যান্ড সিরিজে ফিরতে আশাবাদী তামিম
.............................................................................................
ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত এসিসির
.............................................................................................
আর্জেন্টিনার জার্সিতে শেষের ঘোষণা ডি মারিয়ার
.............................................................................................
রাত পোহালেই মাঠে নামবে মেসির আর্জেন্টিনা
.............................................................................................
শরিফুলের পর ব্রেক থ্রু তাসকিনের
.............................................................................................
পাকিস্তানের বিপক্ষে হারার ভয়েই ভেন্যু পরিবর্তনে ভারতের না!
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD