সাইফুল ইসলাম, নেত্রকোনা : নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণার পর তিনজন নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করায় সমিতিতে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, নির্বাচন না করার দাবিতে একজন আইনজীবীর দরখাস্তের পরিপ্রেক্ষিতে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে একটি সাধারণ সভা আহ্বান করেন। তবে সভা আহ্বান করা হলেও যথাযথভাবে সভার নোটিশ আইনজীবীদের মধ্যে সার্ভ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সমিতির অধিকাংশ আইনজীবী (প্রায় ৯৫ শতাংশ) ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছেন। সাধারণ সভা অনুষ্ঠিত হলে নির্বাচন করার পক্ষেই সিদ্ধান্ত আসতে পারে—এমন আশঙ্কা থেকে নির্বাচন না করার পক্ষে থাকা কয়েকজন আইনজীবী দুইজন নির্বাচন কমিশনারকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে তিনজন নির্বাচন কমিশনারই পদত্যাগ করেন।
নির্বাচন কমিশনারদের পদত্যাগের ফলে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতিতে এক অনিশ্চয়তা ও সংকটের সৃষ্টি হয়েছে। সমিতির সংবিধান ও ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় অনেক আইনজীবী হতাশা প্রকাশ করেছেন।
আইনজীবীরা জানান, এই নির্বাচন আদায়ের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করা হয়েছে। এখন নির্বাচন বন্ধ করার মাধ্যমে সমিতির আর্থিক অনিয়ম ও তসরুপের পরিকল্পনা করা হচ্ছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা।