এবার ইংরেজি গান গাইলেন ফারিণ
অভিনয় ও নাচের পাশাপাশি গানেও বেশ পারদর্শী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে সেই দক্ষতা প্রমাণ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে নেটিজেনেদের মাঝে ঝড় তুলেছেন ফারিণ।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন ফারিণ। সেখানে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’গানটি শোনা যায় তার কণ্ঠে।
সাধারণত বাংলায় গান করেন অভিনেত্রী। এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। ফারিণের কণ্ঠে ইংরেজি গান পছন্দ করেছেন ভক্তরাও। তার গায়কীর প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।
কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।
এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট গান গেয়ে শ্রোতা-দর্শক মাতিয়েছিলেন ফারিণ। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে পারফর্ম করেছেন দুজন। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে অভিনেত্রীকে।
|
অভিনয় ও নাচের পাশাপাশি গানেও বেশ পারদর্শী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে সেই দক্ষতা প্রমাণ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে নেটিজেনেদের মাঝে ঝড় তুলেছেন ফারিণ।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন ফারিণ। সেখানে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’গানটি শোনা যায় তার কণ্ঠে।
সাধারণত বাংলায় গান করেন অভিনেত্রী। এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। ফারিণের কণ্ঠে ইংরেজি গান পছন্দ করেছেন ভক্তরাও। তার গায়কীর প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।
কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।
এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট গান গেয়ে শ্রোতা-দর্শক মাতিয়েছিলেন ফারিণ। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে পারফর্ম করেছেন দুজন। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে অভিনেত্রীকে।
|
|
|
|
দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিস কাঁপিয়েছিল। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেলো ‘জেলার ২’ সিনেমার টিজার। চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে।
‘জেলার ২’ পুরো টিজারেও রজনী তার ম্যাজিক দেখিয়েছেন। শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়ুল গেঁথে মৃত্যু হয়। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়জুড়েও তার রাজত্বের দেখা মেলে।
স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে। ভক্তদের দাবি, সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ। অনেক নেটিজেন লিখেছেন, এমন কারিশমা কেবল রজনীকেই মানায়। তারা আরও দাবি করছেন এটি প্রথম তামিল সিনেমা হিসেবে বোধহয় হাজার কোটির ক্লাব অতিক্রম করবে।
নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’র প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমা ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন সিনেমায় কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে, মোহনলাল ও শিবরাজ কুমার এ সিনেমায় ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে শক্তিমান পুলিশ অফিসার রূপে। এখন থেকেই যেন শুরু হয়েছে সিনেমাটি মুক্তির ক্ষণ গগনা। যদিও এটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালে।
এখন চলছে ‘জেলার ২’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।
|
|
|
|
বলিউড তারকা সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিনগত রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ডাকাতির উদ্দেশেই এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সাইফকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। মারাত্মক আহত অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।
মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি বাড়িতে থাকেন সাইফ। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার দুই শিশুসন্তান আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা যখন ওই বাড়িতে ঢোকে, সেসময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়ির ভেতরে শব্দ পেয়ে সবাই উঠে পড়লে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার আগে মারাত্মকভাবে আহত করে যায় সাইফ আলি খানকে।
ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
অভিনেতার সহকারীর পক্ষে একটি বিবৃতি দিয়ে সংবাদমাধ্যম এবং অনুরাগীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার তথ্য সম্ভবত সবাইকে জানানো হবে।
লীলাবতী হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টা নাগাদ সাইফকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, আজ বৃহস্পতিবার অভিনেতার অস্ত্রোপচার করা হবে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউরো সার্জন নিতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জেইন ও অবেদনবিদ নিশা গান্ধী সাইফের অস্ত্রোপচার করবেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কতটা গভীর।
গত বছরের জানুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন সাইফ। সে সময় তাকে মুম্বাইয়ের কোকিলাবন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুটিং করতে গিয়ে হাঁটু এবং কনুইয়ের পুরোনো আঘাতের জায়গায় নতুন করে আঘাত পেয়েছিলেন তিনি। তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সে সময় তার শরীরে অস্ত্রোপচারও করা হয়েছিল।
|
|
|
|
অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি।
বুধবার (১৫ জানিুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’
শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে তনি লেখেন, ‘আমাদেরকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাচিঁয়ে রাখতে।’
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী। যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি।
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।
|
|
|
|
দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেত্রী সাই পল্লবী। অসাধারণ অভিনয়ের জন্য তিনি পরিচিত। বর্তমান প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষ অভিনেত্রী তিনি। সাধারণত চরিত্র এবং গল্প নিয়ে অত্যন্ত সচেতন তিনি। বেছে বেছে কাজ করেন। সেজন্য কাজের সংখ্যা কম হলেও প্রশংসিত চরিত্রে তাকে দেখা যায়।
সেই সাই পল্লবী প্রথমবারের মতো একটি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে পিঙ্কভিলা জানিয়েছে, সাই পল্লবী একটি আকর্ষণীয় গল্প পছন্দ করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন লেখক কার্তিক থিদা। বর্তমানে ছবিটি নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, এটি হবে সাই পল্লবীর প্রথম নারীকেন্দ্রিক সিনেমা।
সূত্র আরও জানায়, সাই পল্লবী গল্পটি পছন্দ করেছেন। এতে কাজ করতে উন্মুখ হয়ে আছেন অভিনেত্রী।
ছবিটি পরিচালনা করবেন চন্দু মন্দেতি। এর শুটিং শিগগিরই শুরু হবে।
সম্প্রতি সাই পল্লবী তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন ‘অমরণ’ ছবিতে। এখানে তিনি ইন্দু রেবেকা ভার্গিসের চরিত্রে অভিনয় করেছেন। ভারতীয় সেনাবাহিনীর অফিসার মুকুন্দানের স্ত্রীর চরিত্র এটি। এই সিনেমাটি দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
|
|
|
|
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন। এদিকে বছরের শুরুতেই বড় উপহার পেলেন এ অভিনেত্রী। যে গাড়ির দাম ৬ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে অভিনেত্রীর গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি। একটি লাল রঙের ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন তিনি।
স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে।
সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। তিনি পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি। ইনস্টাগ্রামে ইতোমধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির ।
অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।
প্রসঙ্গত, বর্তমানে সিনেমা কমই করেন মাধুরী। গত বছর ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন তিনি। ব্যবসায়িক সফল ছিল সেই ছবি। তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। পাশাপাশি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন।
|
|
|
|
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর থাকেন। এদিকে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কৃতি। যদিও তারা কেউই তাদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তাদের খ্রিষ্ট্রিয় নববর্ষ বরণের ছবি প্রকাশ্যে আসতেই তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কবীরের দিকে হেঁলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। কৃতির মাথা রাখা কবীরের কাঁধে। যদিও ছবিটা ভীষণই ব্লার তবুও তাদের এই রসায়ন যে নেটপাড়ার নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এদিকে কৃতি এবং কবীর অভিনেতা বরুণ শর্মার সঙ্গে উস্তাদ রাহাত ফাতেহ আলি খান এবিজ মেহউইশ হায়াতের একটি কনসার্টে গেছেন। সেখানে আরও অনেক তারকারাই এসেছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে কবীর কৃতির ফোন দেখছেন। আর এটা দেখেই তবে ঘনিষ্ঠতা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন।
তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে চর্চা সবথেকে বেশি উসকে দিয়েছে অন্য একটি ছবি। যেখানে দেখা যায়, একটি পুলে তাদের জলকেলিতে মেতেছে। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেখুন তো কারা?’
আর সেখানেই কবীর এবং কৃতিকে ট্যাগ করা হয়েছে। সে ছবির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন ওরা নাকি একেবারে পারফেক্ট জুটি। তবে এই ছবিতে থাকা দুই ব্যক্তি যে কৃতি শ্যানন এবং কবীর বাহিয়াই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ছ’বির দুজন পিছন ফিরে দাঁড়িয়ে আছেন।
|
|
|
|
বলিউড সেনসেশন নার্গিস ফাখরি। আইটেম গানে পারফর্ম করে সুখ্যাতি রয়েছে যার। এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি পান তিনি।
তবে বর্তমানে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। নার্গিস কেন বলিউড ত্যাগ করেছেন তা নিয়ে অনুরাগীরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে দূরে সরে আসার কারও ও ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছেন। নার্গিস জানিয়েছেন, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, ‘খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। সকলের সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়। আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে।’
বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন নার্গিস। অভিনেত্রী বলেন, ‘আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তারপর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল। তারপর সেটে কত কিছু চলে, যেটা হয়ত বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।’
|
|
|
|
কাজের পাশাপাশি পোশাক-আশাকেও বেশ সৌখিন জয়া আহসান। ফ্যাশন সচেতনও বলা যায় তাকে। শুধু নিজের অভিনয় দিয়ে নয়, নজরকাড়া পোশাকে আকষর্ণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগযোগমাধ্যমে প্রায়ই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া।
জয়ার ফ্যাশন সেন্সে বরাবরই মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া!’
ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, ম্যাট রেড টপস পড়েছেন জয়া। কানে ছোট একটা টপ। হালকা মেকআপে মোহনীয় লুকে ধরা দিলেন জয়া। খুবই ছিমছাম লুকে সকাল বেলাতেই ভক্তদের চমকে দিলেন তিনি।
মাঝে মাঝেই সাহসী লুকে নেটমাধ্যমে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। ৪০ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন জয়া। নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত ভক্তমহলে।
|
|
|
|
বিনোদন ডেস্ক : অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি এনা সাহার। টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার বোল্ড অবতারের ছবি চোখে পড়বে।
সেই ছবি ও ভিডিও রীতিমতো পুরুষ হৃদয়ে ঝড় তোলে। সম্প্রতি সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে নেটিজনেরাও বিভিন্ন মন্তব্যে মেতেছেন।
এনা যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে লাল রঙের ব্রা প্যান্টিতে দেখা যাচ্ছে। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন যার অর্ধেক বোতামই খোলা। এনার আবেদনময়ী সেই লুক দেখে চোখ ফেরানো মুশকিল ভক্তদের।
কেউ লিখেছেন, শীতেও খোলামেলা পোষাক থেকে বিরত থাকছেন না এনা। কারো মন্তব্য, অভিনেত্রীর কি শীত লাগছে না? কেউ আবার তার উত্তাপ ছড়ানো পোশাকেরও সমালোচনায় মেতেছেন।
বরাবরই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছপা হননি এনা। কখনও বিকিনি আবার কখনও খোলামেলা পোশাকে ঘায়েল করছেন সকলকে। এর জন্য একাধিকবার ট্রোলও হতে হয়েছে নায়িকাকে। যদিও সেসবে পাত্তা দেন না অভিনেত্রী।
দর্শকমহলে এনার অভিনয়ও বেশ প্রশংসিত। অভিনেত্রীর পাশাপাশি এনা খুব অল্প বয়সেই প্রযোজকের আসনে বসেছেন। তার প্রযোজিত দুটি ছবি ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা।
এছাড়াও ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা।
ওজন বেড়ে যাওয়ার কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় এনাকে। তাই ওজন কমাতে কঠিন পরিশ্রমও করছেন অভিনেত্রী। আপাতত বেশ কিছুদিন হলো অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন। তবে এখন তিনি আবার অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। নিজের ওজন সে কারণেই কমিয়েছেন।
|
|
|
|
বলিউডের অতি পরিচিত মুখ সারা আলি খান। ২০১৮ সালে বলিউডে পা রেখেছিলেন তিনি। সাইফ কন্যার রূপে মোহিত হয়েছেন নেটিজেনরা। তবে নায়িকা হওয়ার জার্নিটা মোটেই সহজ ছিল না সারার কাছে।
ক্যারিয়ারের শুরুর মাস কয়েক আগেও গোলুমোলু সারার ওজন ছিল ৯৬ কেজি। হ্যাঁ, খাওয়াদাওয়ায় চরম অনিয়ম, তার উপর পলিসিস্টিক ওভারির সমস্যা—সব মিলিয়ে সারা আলি খান ওজন অনেক বেশি ছিল। ছোট থেকেই অবশ্য গোলগালই ছিলেন তিনি। মোটা, মুটকি, হাতি—নানান কটাক্ষ একটা সময় শুনেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দৃঢ় সংকল্প, সঠিক ডায়েট এবং কার্ডিও এবং ওয়েট ট্রেনিং— অনুশীলন, সংযম নিয়মানুবর্তিতা মেনেই ৪৫ কেজি ওজন হ্রাস করতে সক্ষম হন অভিনেত্রী।
একটি পুরানো সাক্ষাত্কারে সারা জানান, সারা তার ওজন হ্রাসের যাত্রা, কেন ওজন ঝরাতে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি, তার লড়াই এবং কীভাবে তিনি সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠেছিলেন সে সম্পর্কে কথা বলেছেন।
সারা সাক্ষাৎকারে বলেন, ‘আমার ওজন শুধু বেশি ছিল বললে ভুল হবে; আমি ওজন মাপার স্কেলটাই ভেঙেছি। অনেক সময় আপনার জীবন নিম্নমুখী হয়ে যায়। সুতরাং, যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং দেখেন আপনার ওজন ৮৫ কেজি এবং কোনও জামাই আপনার শরীরে ফিট করে না, আপনার মনে হয় ৮৫ আর ৯৬-এর মধ্যে বিশেষ ফারাক নেই - এটাই আমার সাথে ঘটতে শুরু করেছিল।’
অনুপ্রেরণা সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি বিশাল মোটা ছিলাম। এটা কোনও পর্যায়েই স্বাস্থ্যকর ছিল না। এটা আমাকে হরমোনগতভাবে প্রভাবিত করছিল, যা এখনও ঘটে। যখনই আমি অতিরিক্ত খেয়ে ফেলি বা ৬০ কেজি ওজন হয়, আমি আর স্বাস্থ্যকর থাকি না।’
‘আপনি কী খাচ্ছেন তার উপর আপনার অবশ্যই নজর রাখা উচিত কারণ এটি আপনার শরীরিক গঠনের পাশাপাশি আপনার হরমোনের ভারসাম্যকেও প্রভাবিত করে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ`। অবিসিটি বা স্থূলতা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।’
|
|
|
|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যু নিয়ে বেঁধেছে রহস্যের জাল।
গত ৪ জানুয়ারি সকালে হাসপাতাল থেকে মরদেহ নেয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে। মরদেহ গোসলের সময় এসব চিহ্ন স্পষ্ট হওয়ায় বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে নেয়া হলে, এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।
একে একে বেরিয়ে আসে অঞ্জনার কথিত ছেলে নিশাত মনিকে নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য। একাধিক শিল্পীর অভিযোগ, অঞ্জনার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে কথিত সন্তান নিশাত মনি!
বিষয়টি উদ্বেগ জানিয়ে অঞ্জনার বোন রঞ্জনা। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসেব চেয়ে বিচার জানিয়েছেন তিনি।
অভিযোগ নিয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর, কার্যনির্বাহী পরিষদ এবং বরেণ্য অভিনেতা আলমগীরের উপস্থিতিতে তাৎক্ষনিক মিটিং করে কথিত ছেলে, জামাই ও ড্রাইবারকে সম্পদের হিসেব এবং অবহেলা নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহ-সভাপতি ডি এ তায়েব।
তায়েব বলেন, অভিযোগ আমলে নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। ৩ দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তখন আইনি ভাবে বিষয়টি দেখা হবে।
অভিযোগ প্রসঙ্গে নিশাত মনি বলেন, আমি ৩ দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব। আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব।
এদিকে, কথিত সন্তান মনির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন কথিত মেয়ে জামাই রিপন।
প্রসঙ্গত, টানা ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনা। শুরুতে তার জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
|
|
|
|
বিনোদন ডেস্ক : শাহরুখ খান এবং আলিয়া ভাট— এই দুই নাম যখন একফ্রেমে আসে, তখন স্বাভাবিকভাবেই দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি হয়।
সম্প্রতি বলিউডে খবর ছড়িয়েছিল যে, আলিয়া ভাটের সঙ্গে একটি বিগ বাজেট হরর-কমেডি ছবি `চামুণ্ডা`-তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। কিন্তু বলিউড বাদশা এই প্রস্তাব সোজাসুজি ফিরিয়ে দিয়েছেন।
সূত্রের খবর, `চামুণ্ডা` ছবির প্রযোজক দীনেশ বিজান এবং পরিচালক অমর কৌশিক চেয়েছিলেন শাহরুখ খান ছবির মুখ্য চরিত্রে অভিনয় করুন। তাদের হরর-কমেডি ঘরানার এই সিনেমায় কিং খানের থাকার খবর বেশ হইচই ফেলে দিয়েছিল।
তবে শাহরুখ নাকি এই ধরনের ফ্র্যাঞ্চাইজে নতুন কিছু যোগ করার মতো স্পেস না থাকায় আগ্রহী হননি।
শাহরুখের বক্তব্য, তিনি নতুন এবং চ্যালেঞ্জিং চিত্রনাট্যে কাজ করতে চান। তার মতে, এমন ছবিতে যুক্ত হওয়ার থেকে নতুন ঘরানার প্রোজেক্টে কাজ করাই বেশি আকর্ষণীয়। এই কারণে ম্যাডক ফিল্মসের `চামুণ্ডা`র প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।
অন্যদিকে, আলিয়া ভাট এই ছবিতে কাজ করার বিষয়ে বেশ উৎসাহী। ম্যাডক ফিল্মসের সঙ্গে তার একাধিক প্রজেক্টের আলোচনা চলছে। তিনি এর আগে থ্রিলার এবং হরর-কমেডি ঘরানার ছবিতে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তাই আলিয়ার জন্য `চামুণ্ডা` একটি নতুন অভিজ্ঞতা হতে পারে।
শাহরুখের সিদ্ধান্তে `চামুণ্ডা`র নির্মাতারা এখন নতুন অভিনেতার খোঁজ করছেন। তবে বাদশা ভক্তদের আশা, ভবিষ্যতে এমনই কোনও নতুন ধরনের ছবিতে আবার তিনি চমক দেবেন।
শাহরুখের সাফল্যের ঝুলিতে যেমন ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি রয়েছে, তেমনই তার বেছে নেওয়ার ধরণও দেখিয়ে দেয় কেন তিনি বলিউডের চিরকালীন `কিং`।
|
|
|
|
বিনোদন ডেস্ক : বর্তমানে বিশ্বজুড়ে চলছে ‘পুষ্পা টু’র ঝড়। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। প্রথম কিস্তির মতো এই সিনেমায় দর্শকদের নজর কেড়েছেন রাশমিকা মান্দানা। চারদিকে আল্লু অর্জুনের পাশাপাশি তারও জয়জয়কার।
অন্যদিকে সালমানের খানের বহু প্রত্যাশিত সিনেমা ‘সিকান্দার’ নিয়েও জোরকদমে প্রস্তুতি চলছে রাশমিকার। এ সিনেমায় রয়েছেন অভিনেত্রী। বর্তমানে ‘সিকান্দার’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু এসবের মাঝেই ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন রাশমিকা।
জানা গেছে, জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী। যে কারণে সাময়িকভাবে শুটিংও স্থগিত করা হয়েছে তার। যদিও সালমান-রাশমিকার ‘সিকান্দার’ সিনেমার শেষ শিডিউলের শুটিং মুম্বাইতেই করবেন বলে জানা গেছে।
‘সিকান্দার’ সিনেমায় সালমান-রাশমিকা ছাড়াও আরও রয়েছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ ও অঞ্জিনি ধাওয়ান প্রমুখ। চলতি বছরের মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
প্রসঙ্গত, এ মুহূর্তে ‘সিকান্দার’ ছাড়াও রাশমিকার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ও ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ সিনেমায় দেখা যাবে তাকে।
|
|
|
|
দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসে ব্যাপক আলোচনায় আসেন গায়ক-অভিনেতা তাহসান খান। গত ৬ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। আগে-পরে কোনো রকম ঢাক-ঢোল না পেটানোয় তাহসানের বিয়ের খবরে বেশ চমকে যায় তার অনুরাগীরা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক আলাপনিতে তাহসান তার বিয়ে ও স্ত্রী প্রসঙ্গে কথা বলেন। গায়ক জানান, দুই পরিবারের সম্মতিতেই ছিল তাদের বিয়ের আয়োজন। সম্পর্কের মাঝে তাহসান-রোজার একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মানের জায়গাটাও প্রবল। তাই তো বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন।
বিয়ে প্রসঙ্গে তাহসান বলেন, ‘বিয়ে জীবনেরই একটি অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোলাগার মতোই একটি কাজ।’ এরপর স্ত্রী রোজার প্রসঙ্গ টেনে তাহসানের বক্তব্য, ‘রোজার সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই। সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন, এটাই স্বাভাবিক।’
কিন্তু তাদের এই বিয়ে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি; কিছু বিষয় নিয়ে সমালোচনায় মেতে ওঠে একদল নিন্দুকেরা। সমালোচনা প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতেই রসবোধটা আনতে পারি না। আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত, সেভাবে হয়তো দিতে পারছি না।’
তাহসান বলেন, ‘আমার কাছে মনে হয়, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত নয়। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। তাই খুব বেশি ভাবছি না।’
|
|
|
|
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ছাড়া পেয়েই দেশের বিষয়টি নিয়ে মুখ খোলেন নিপুণ।
পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।
এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ শুক্রবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি না জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে দেশে ছেড়েছেন নিপুণ। তবে, সিলেট বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার খবর প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেল, তিনি দেশেই ছিলেন।
|
|
|
|
|
|
|
|