বাংলাদেশে আনকাট সেন্সর পেল ‘অ্যানিমেল’, বৃহস্পতিবার মুক্তি
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। গত ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমাটি দেখতে বাংলাদেশের দর্শকরাও অপেক্ষায় রয়েছেন। এবার এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার থেকে হলে গিয়ে দেখা যাবে ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।
আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ। ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে।
তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে আনকাট ছাড়পত্র পেয়েছেন তারা। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। ফলে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’ সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৪২৫ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬২ কোটি।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিমেল’ সিনেমাটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। সিনেমাতে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
|
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। গত ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমাটি দেখতে বাংলাদেশের দর্শকরাও অপেক্ষায় রয়েছেন। এবার এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার থেকে হলে গিয়ে দেখা যাবে ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।
আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ। ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে।
তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে আনকাট ছাড়পত্র পেয়েছেন তারা। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। ফলে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’ সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৪২৫ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬২ কোটি।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিমেল’ সিনেমাটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। সিনেমাতে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
|
|
|
|
শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে আলোচোনা যেনো থামছেই না। কিছুদিন পরপর নতুন নতুন ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন এই দুই তারকা। তাদের সম্পর্কের সমীকরণ কেবলই জটিল হচ্ছে। সমাধানের পথ এখনও অজানা।
সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে দিনি জানিয়েছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।
শাকিবের এসব কথা বুবলী তার প্রতিক্রিয়ায় ফেসবুকে শাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেন , ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। এরপর চলতি বছর তাদের বিয়ে ও ছেলের কথা প্রকাশ্যে আনেন বুবলী।
|
|
|
|
বিনোদন ডেস্ক : বিজয়ের মাস ডিসেম্বর। প্রতি বছরই মহান এ বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নতুন আয়োজন করে। প্রতিবারের মতো এবারো বিটিভি সেজেছে বর্ণাঢ্য আয়োজনে।
বিজয়ের মাসকে কেন্দ্র করে এ আয়োজন, তবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষেও বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। সব মিলিয়ে বিটিভিতে থাকছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। বিটিভির এক মেইল বার্তায় এমনটাই জানানো হয়েছে।
জানা যায়, ডিসেম্বরে প্রতিদিনই প্রচার হবে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে থাকছে বিজয়গাথা-৭১, আমাদের বঙ্গবন্ধু, জেলায় জেলায় বধ্যভ‚মি, মুক্তিযুদ্ধের নয় মাস, বিশিষ্টজনদের আলোচনা অনুষ্ঠান, বীরাঙ্গনাদের নিয়ে অনুষ্ঠান, একাত্তরের চিঠি, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুদ্ধিজীবী দিবসের নাটক, কবিতা পাঠের অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান ও বিজয় দিবসের বিশেষ নাটক।
|
|
|
|
অনলাইন ডেস্ক : শোবিজের জনপ্রিয় মুখ কুসুম শিকদার। গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নিজেকে অভিনয়শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আগের মতো খুব একটা পর্দায় দেখা না গেলেও এবার নতুন পরিচয়ে ফিরছেন এই তারকা।
‘শরতের জবা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন কুসুম। ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে দৃশ্যধারণের কাজও শেষ করেছেন। বর্তমানে ‘শরতের জবা’ সিনেমাটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন কুসুম।
জানা গেছে, অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’র চিত্রনাট্য লিখেছেন কুসুম নিজেই। তার দাদাবাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে দৃশ্যধারণের কাজ হয়েছে সিনেমাটির।
‘শরতের জবা’ সিনেমায় কুসুমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।
প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কুসুম।
|
|
|
|
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রতর পরিস্থিতিতে পড়েছেন শচিনকন্যা সারা টেন্ডুলকার। তার নামে একাধিক ফেক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন টুইট করা হচ্ছে। আর সেগুলো ইন্টারনেট দুনিয়ায় বেশ ঝড় তুলছে।
এমন ঘটনায় বেশ বিরক্ত শচীনকন্যা। নিজের অনুরাগীদের সতর্ক করে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সারা লিখেছেন, সোশ্যাল মিডিয়া অসাধারণ একটা জায়গা। এখানে আমরা নিজের আনন্দ, দুঃখ এবং প্রতিদিনের বিভিন্ন বিষয় ভাগ করে নেই। কিন্তু এখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্য পাল্টে ফেলা হচ্ছে। ফলে ইন্টারনেটের বিভিন্ন পোস্ট নিয়ে সত্য-মিথ্যার প্রশ্ন সৃষ্টি হচ্ছে।
এরপর সারা লিখেছেন, আমি এমন কিছু ‘ডিপফেক’ ছবি দেখেছি যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এমনকি এক্সে (সাবেক টুইটার) আমার নাম, ছবি ব্যবহার করে কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যা মানুষের কাছে ভুল তথ্য দিচ্ছে।
নিজের টুইটারে কোনও অ্যাকাউন্ট নেই জানিয়ে সারা লেখেন, এক্সে আমার কোনও অ্যাকাউন্ট নেই। আশা করছি এক্সের সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হবে। বিনোদন ভালো, কিন্তু সেটা মিথ্যা কোনো তথ্য দিয়ে নয়। আসুন, আমরা সত্যকে উৎসাহিত করি।
প্রসঙ্গত, সারা টেন্ডুলকারের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এক্সে। সেসব অ্যাকাউন্ট থেকে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে জড়িয়ে নানা মুখরোচক টুইটও পোস্ট করা হয়। যা বেশ বিব্রতকর পরিস্থিতিতেই ফেলেছে শচীনকন্যাকে।
|
|
|
|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল। সোমবার (২০ নভেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন ও মঙ্গলবার সেটি জমা দেন।
জানা গেছে, আওয়ামী লীগের হয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এসডি রুবেল। ‘লাল বেনারশী’ খ্যাত এই গায়ক গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, সেগুন বাগিচা, পল্টন, রমনার আশপাশ এলাকা মিলে ঢাকা-৮ আসন। এই আসনেই আমার বাসা, তাই এখানেই মনোনয়ন চেয়েছি।
নব্বই দশকে গানের জগতে পা রাখেন এস ডি রুবেল। তার প্রথম একক অ্যালবামের নাম ‘অশ্রু’। তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’, ‘লাল বেনরশী’সহ বেশকিছু গান।
গায়কের পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ২০১৮ সালে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল।
|
|
|
|
‘রেহানা মরিয়াম নূর’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন আজমেরী হক বাঁধন। এরপরে ‘গুটি’, আর গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এ অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।
এর রেশ কাটতে না কাটতেই ফের নতুন সিনেমা নিয়ে আসছেন বাঁধন। এবার আর ওটিটিতে নয়, বড় পর্দায় ফিরছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন সানী সানোয়ার।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সিনেমার বিষয়ে বিস্তারিত জানানো হয়। একটি খুন এবং সেই রহস্য উদ্ঘাটনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘প্রজেক্ট ৬’ সিনেমাটি। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাঁধনকে। তাকে ঘিরে সাজানো হয়েছে গল্প।
এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত প্রমুখ। এটি নির্মাণ হচ্ছে কপ ক্রিয়েশন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। আগামী মাসেই শুটিং শুরু হবে সিনেমাটির।
|
|
|
|
অনলাইন ডেস্ক : ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। নতুন করে রটনা রটেছে, এবার নাকি শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি গিয়ে উঠেছেন ঐশ্বরিয়া রাই। এতে প্রশ্ন উঠেছে, তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন অভিষেক-অ্যাশ?
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাতে মেয়ে আরাধ্যাকে নিয়ে অমিতাভের বাসভবন ছেড়েছেন অভিষেক ঘরণী। তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়।
শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছেন ঐশ্বর্য ও আরাধ্যা। তবে অভিষেক, জয়া, অমিতাভ এ নিয়ে মুখ খুলতে নারাজ।
বেশ কয়েকদিন ধরেই বাবার বাড়ি রয়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যাকে নিয়ে সময় কাটাচ্ছেন মায়ের সঙ্গে। হুট করে কেন বাবার বাড়ি এসেছেন, তা কিন্তু খোলসা করেননি সাবেক বিশ্বসুন্দরী। সূত্র বলছে, আপাতত নাকি বেশ কয়েকদিন মায়ের কাছে থাকবেন তিনি।
এদিকে কয়েকদিন আগে নাতনি আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা জানাননি অমিতাভ বচ্চন। অন্যদিকে স্ত্রী ঐশ্বরিয়ার জন্মদিনেও অভিষেকের তেমন কোনো নড়চড় দেখা যায়নি।
প্রসঙ্গত, দেড় দশকের বেশি সময় ধরে এক ছাদের নিচে আছেন অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যসন্তান আরাধ্যও এখন বেশ বড়। লম্বা সময় পর এ তারকাদ্বয়ের বিচ্ছেদের গুঞ্জন শুনে অনুরাগীরা হতাশ।
|
|
|
|
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ‘চুপিসারে’ বিয়ে করেছেন-এমন তথ্য আজ (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি অনেক গণমাধ্যম ‘লিজা গোপনে বিয়ে করেছেন’ এমন শিরোনামেও সংবাদ প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা খ্যাত লিজার সঙ্গে সন্ধ্যা ৬টার দিকে কথা হয়। আলাপকালে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনারাই বলুন আমি কি গোপনে কিংবা চুপিসারে বিয়ে করার মতো মেয়ে? আমার বিয়ের বিষয়ে আমার কাছের মানুষরা সবাই জানেন। আমি অপেক্ষা করতে ছিলাম একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বিষয়টি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবো। আমি মোটেই গোপনে বিয়ে করিনি। আমাদের উভয়ের পরিবারের সম্মতিতে এবং উপস্থিতিতে বিয়ে করেছি।’ লিজার বরের নাম সবুজ খন্দকার।
লিজা আরও বলেন, ‘বছর খানেক আগে আমাদের বিয়ে হয়েছে। আমার ব্যস্ততা ও আমার বরের ব্যস্ততায় সময় মিলাতে পারছিলাম না বিয়ে পরবর্তী অনুষ্ঠান করার জন্য। অন্যদিকে দেশের সার্কিক পরিস্থিতও অনুকূলে ছিল না। বিবাহ পরবর্তী অনুষ্ঠানের জন্য একটি ভালো সময়ের অপেক্ষা করছিলাম। কিন্তু এর আগেই এমন একটি অপ্রত্যাশিত খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
লিজা তার বরের প্রসঙ্গে বলেন, ‘আমার বর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুজায়গাতেই ব্যবসা করেন। তিনি এখন দেশে অবস্থান করছেন। তিনি বিবাহিত ছিলেন। অনেক বছর আগে তার সেই সংসারের ইতি ঘটেছে। আগের সংসারে তার দুটি বাচ্চাও রয়েছে।’
লিজা ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এর বছরচারেক পর ইকবাল মাহমুদ লাভলু নামের একজনের সঙ্গে লিজার আক্দ হয় বলে আলোচনায় এসেছিল। এ বিষয়ে লিজা গণমাধ্যমকে জানিয়েছিলেন, লাভলুর সঙ্গে তার বাগদান হয়েছিল। বিভিন্ন কারণে সে বাগদান বিয়েতে গড়ায়নি।
২০১৫ সালে লিজার বাগদান ভেঙে যায়। যার সঙ্গে লিজার বাগদান হয়েছিল, তারও এতদিনে বিয়ে হয়েছে। তার পরিবারে সন্তানও রয়েছে।
লিজা বর্তামানে দেশে-বিদেশে সংগীত পরিবেশ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি নতুন নতুন গান শ্রোতাদের উপহার দিচ্ছেন। অন্যদিকে তিনি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
|
|
|
|
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার খ্যাতিমান নায়িকা রাশমিকা মান্দানা। সম্প্রতি তার সোশ্যাল ডিপ ফেক ভিডিও মিডিয়ায় কে ছড়িয়েছিল- সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ১৯ বছরের এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। রাশমিকার ওই ‘ডিপ ফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিল।
সুনিপুণভাবে অন্য এক নারীর দেহে রাশমিকার মাথা বসিয়ে দেওয়া হয়েছিল। তাতেই তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এতে প্রতিবাদে ফেটে পড়েন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনও।
দিল্লি পুলিশ মনে করছে ওই যুবকই প্রথম সোশ্যাল মিডিয়ায় রাশমিকার ডিপ ফেক ভিডিও আপলোড করেছেল। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, খবর বিহারের ওই যুবককে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই যুবক রাশমিকা ছবিটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করেছিল। কোন অ্যাকাউন্ট থেকে সে ওই ছবিটি পেয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের আইএফএসও ইউনিটের পক্ষ থেকে ওই যুবককে দেখা করতে বলা হয়েছে। সঙ্গে আনতে বলা হয়েছে তার মোবাইল ফোনটিও।
রাশমিকার ডিপ ফেক ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এনিয়ে একটি এফআইআর হয়। তার পরই দিল্লি পুলিশের আইএফএসও ইউনিট ফেসবুককে চিঠি লিখে ওই ছবি ও অ্যাকাউন্ট ব্যবহারকারীর সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। সম্প্রতি ‘ডিপ ফেক’ ভিডিওর শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফও। ‘টাইগার-৩’ সিনেমায় তার টাওয়েল ফাইট সিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আর্টিফিসিয়াল টেকনোলজি কাজে লাগিয়ে একেবারে আসলের মতো কিছু কনটেন্ট তৈরি করা হয়। এক্ষেত্রে সেটি ভিডিও বা স্টিল ছবিও হতে পারে। তার ওই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রাশমিকা।
তিনি বলেন, গোটা ঘটনাটাই আমার কাছে ভয়ের। যারা সারাক্ষণ ক্যামেরার সামনে থাকেন তাদের কথা বলতে ভয় লাগে। কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে! এমনটি করা মোটেই উচিত নয়।
|
|
|
|
বিনোদন ডেস্ক : বলিউডে অনেক তারকা আছেন যারা আলোকচিত্রীদের দেখলে খুব একটা ভালো ব্যবহার করেন না। তাদের দেখলে মেজাজ হারান অনেক তারকা।
সেই তালিকার বেশ এগিয়ে আছেন জয়া বচ্চন, রণবীর কপুর, সালমান খানরা। তবে মুদ্রার উল্টো পিঠের মতো সেখানে ব্যতিক্রম রানি মুখার্জি।
সম্প্রতি দীপাবলির অনুষ্ঠানে যাচ্ছিলেন রানি। সেখানে তার গাড়ি দেখা মাত্রই ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে রীতিমতো চোট পেয়ে বসেন এক আলোকচিত্রী।
এ ঘটনায় সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন এ অভিনেত্রী। তিনি আহত ব্যক্তিতে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেন। রানির এমন ব্যবহারে মুগ্ধ হয়েছেন আলোকচিত্রীরা। রীতিমত প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি।
এদিকে বেশ কয়েক বছর আগে একইভাবেই এক আলোকচিত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
রানি মুখার্জি দীর্ঘ সময় বলিউডে বেশ দাপটের সঙ্গে কাজ করেছেন। পরে বিয়ে করেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দেন তিনি।
সম্প্রতি রানির ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। শোনা গেছে, রানি তার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’-এর নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
|
|
|
|
টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। রোববার (১২ নভেম্বর) সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায়। মূলত ঈদেই বলিউড ভাইজানের সিনামে মুক্তি পেতে দেখা গেছে।
তবে এবার সিনেমা মুক্তি দেওয়া হয়েছে ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। মাত্র ৩ দিনেই ছবিটি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ইতোমধ্যে এটি সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার-এর খেতাব জিতে নিয়েছে।
মুক্তির প্রথম দিন ৪৪ কোটি রুপি আয় করেছে ‘টাইগার থ্রি’। জানা গেছে, এরপর ৩ দিনে শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি।
প্রসঙ্গত, স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
|
|
|
|
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরিকে নিজের ছোট বোন বলে মন্তব্য করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে পূজাকে পাশে নিয়ে এ কথা বলেন তিনি।
শুধু পূজাই নয়, আরও দুই নায়িকাকে নিজের বোন বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। এই নায়িকা বলেন, পরীমণি আমার মেজো বোন, তমা মির্জা সেজো ও পূজা আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।
এই নায়িকাদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা জানিয়ে অপু আরও বলেন, ‘আমরা একে অপরের সাথে সর্বদা যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়, যার কারণে সম্পর্কটাও সুন্দর।’
তাপস-বুবলী প্রসঙ্গে অপু বললেন, সত্যি এমনিই প্রকাশ্যে আসবে এসময় পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপুদি’র ছোট বোন। আমরা প্রথমবারের মতো একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আজ। আমি মনে করি, ঢালিউড কুইন একজনই। আর তিনি হলেন অপু বিশ্বাস।
পূজার কথা শেষ হতেই তাকেও প্রশংসায় ভাসান অপু। তিনি বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। এই নায়কের সঙ্গে চিত্রনায়িকা পূজার নাম জড়িয়েও সম্পর্কের খবর রটেছিল। যার কোনো বাস্তব সত্যতা মেলেনি। এসব নিয়ে নানা আলোচনার পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল পূজা ও অপুকে।
|
|
|
|
ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন তারা। কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়— লিভ-ইন সম্পর্কে রয়েছেন এই জুটি। এবার একসঙ্গে দীপাবলি উদযাপন করে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তারা।
রোববার (১২ নভেম্বর) বিজয় দেবরকোন্ডা তার এক্সে (টুইটার) বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, বাবা-মা ও ভাইয়ের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, হ্যাপি দীপাবলি আমার ভালোবাসা। অন্যদিকে রাশমিকা মান্দানাও তার এক্সে (টুইটার) নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, হ্যাপি দীপাবলি আমার ভালোবাসা।
সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিজয় ও রাশমিকার ছবির ব্যাকগ্রাউন্ডের দেয়াল একই। মজার বিষয় হলো, যে চেয়ারে বসে আলাদা আলাদাভাবে ছবি তুলেছেন রাশমিকা-বিজয়, সে চেয়ারও একই। ছবিগুলোর বিশ্লেষণ করে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা। তাদের মতে— বিজয়ের বাড়িতে একসঙ্গে দীপাবলি উদযাপন করেছেন রাশমিকা। আন-অফিশিয়ালি নিশ্চিত করলেন যে, তারা সম্পর্কে রয়েছেন। তারপর থেকে এ জুটির প্রেম নতুন করে চর্চায় পরিণত হয়েছে।
২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
প্রসঙ্গত, ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।
|
|
|
|
বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমায় নাম লেখাচ্ছেন জয়া আহসান— খবরটি গত বছর সামনে এসেছিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় অভিনয় করবেন জয়া। সঙ্গে থাকবেন পঙ্কজ ত্রিপাঠি।
নতুন খবর হচ্ছে, এবার মুক্তি পেতে যাচ্ছে জয়ার এই সিনেমাটি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি আপবে ওটিটি মাধ্যমে। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি।
পঙ্কজ এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’
একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প। জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি।
|
|
|
|
বিনোদন ডেস্ক : আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন সর্বত্র। করনের চ্যাট শোয়ে এসে আদিত্য ও অনন্যার প্রেমে সিলমোহর দিয়েছেন বান্ধবী সারা আলি খান।
অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তার প্রেম ভাঙার পর অনন্যার মন জয় করছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। দেশ-বিদেশের রাস্তায় দেখা গেছে তাদের প্রেমের ঝলকও। সদ্য অনন্যার জন্মদিন উদ্যাপন করতে জুটি পাড়ি দিয়েছিলেন মালদ্বীপ। প্রকাশ্যে ঘোষণা না করলেও আদিত্য-অনন্যা যে সম্পর্কে রয়েছেন তা ‘ওপেন সিক্রেট’। এর মাঝেই সুখবর দিলেন অনন্যা। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন সতীর্থরা।
মুম্বাইয়ে নতুন বাড়ি কিনলেন অভিনেত্রী। নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর ছবি দিয়ে অনন্যা লেখেন, নতুন পথচলা শুরু… শুভ ধনতেরস।
ইনস্টাগ্রামের পাতায় গৃহপ্রবেশের ছবি দেন অভিনেত্রী। এই মুহূর্তে সিনেমার পাশপাশি বেশ কিছু নামী ব্র্যান্ডের প্রচার মুখ অনন্যা।
|
|
|
|
|
|
|