বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আমুর আইনজীবীকে মারধর করা হয়নি : ওমর ফারুকী   * ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার   * রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা   * জামাতে শেষ রাকাত পেলে যেভাবে বাকি নামাজ পড়বেন   * নভেম্বরের মাঝামাঝিতে শীত নামতে পারে, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ   * বিএনপি নেতাকর্মীদের ঢল নয়াপল্টনে   * ২৩ যুবক লিবিয়ায় জিম্মি, দালালের খপ্পরে পরিবার   * ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন   * ট্রাম্পের প্রশংসায় পুতিন, প্রস্তুত সংলাপের জন্য   * অভিনেতা নীতিন চৌহান আত্মহত্যা করলেন  

   বিনোদন -
                                                                                                                                                                                                                                                                                                                                 
অভিনেতা নীতিন চৌহান আত্মহত্যা করলেন

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইয়ে টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে আলোচনায় আসা এ অভিনেতা মাত্র ৩৫ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘শুক্রবার (৮ নভেম্বর) সকালেই জানতে পারি সে আত্মহত্যা করেছে। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এ মৃত্যুকে আত্মহত্যা করেছে বলেই উল্লেখ করেন। তবে আমি শুনে অবাক। কারণ আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। তিনি লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিও’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিও, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। যদি তুমি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতে তাহলে ভালো হতো।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তরপ্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে। তবে সর্বশেষ তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন।

অভিনেতা নীতিন চৌহান আত্মহত্যা করলেন
                                  

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইয়ে টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে আলোচনায় আসা এ অভিনেতা মাত্র ৩৫ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘শুক্রবার (৮ নভেম্বর) সকালেই জানতে পারি সে আত্মহত্যা করেছে। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এ মৃত্যুকে আত্মহত্যা করেছে বলেই উল্লেখ করেন। তবে আমি শুনে অবাক। কারণ আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। তিনি লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিও’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিও, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। যদি তুমি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতে তাহলে ভালো হতো।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তরপ্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে। তবে সর্বশেষ তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন।

কিছু বলতে চাই না : মেহজাবীন
                                  

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজ অঙ্গনে আসার পরে নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। এরপর অভিনয় দক্ষতার কারণে নাটকের পাশাপাশি চলচ্চিত্র জগতে পা রেখেছেন।


নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসব দাপিয়ে এসেছেন। এবার দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হতে চলেছে। একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

মিসরে যাওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিশর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিশরে যাওয়ার।’

পৃথিবীর অনেক দেশে যাওয়া হয়েছে মিশরে যাওয়া হয়নি উল্লেখ করে মেহজাবীন বলেন, ‘তাদের ইতিহাস, কালচার সবকিছু ভিন্ন। এ ব্যাপারটা ছোট বেলা থেকে আগ্রহী করে তুলেছে। আমার মনে হতো পিরামিডের ভিতরে কি আছে, মমি কেমন। এদিকে পৃথিবীর এত দেশে যাওয়ার পরও এ দেশে যাওয়া হয়নি ‘

অভিনেত্রীর কথায়, ‘আমি ভেবে রেখেছিলাম আচ্ছা ঠিক আছে একটা সময় যাওয়া হবে। যখন জানতে পারলাম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ ‘প্রিয় মালতী’ প্রিমিয়ার হতে চলেছে। তখন মনে হলো ভালো কিছু সুন্দর ভাবে আমাদের কাছে এসে ধরা দেয়।’

‘আমি শুধু শুধু ঘুরতে যাচ্ছি না আমার একটা উদ্দেশ্য আছে এবং কাজের মাধ্যমে ছোট বেলার ইচ্ছাটুকু পূরণ হয়ে যাবে। আমার এখনও ইচ্ছে আছে, সব মিলে গেলে যাওয়া হবে। ’

৩য় সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘কোনো কিছু বলতে চায় না, সবাই অনেক বকা দিবে। এখন পর্যন্ত দুটো সিনেমা শুধু বাইরের দেশে প্রিমিয়ার হচ্ছে। বাংলাদেশের দর্শকদের দেখাতে পারিনি। আগে এগুলো আমাদের দেশের দর্শকদের দেখুক এরপর তাদের মতামত জানতে চাই। পরবর্তীতে ৩য় সিনেমা নিয়ে কথা বলা যাবে।’

ওটিটিতে কাজ প্রসঙ্গে বলেন, এটা নিয়ে কথা চলছে কাজের যেহেতু কথা চলছে তাই আগে থেকে কিছু বলতে পারবো না। কিন্তু যদি শুটিং হয় সেটা হয়ত ডিসেম্বর নাহলে জানুয়ারীতে করবো।

ঋতুপর্ণারও প্রিয় ছিলেন ফরীদি
                                  

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এপার বাংলায়ও দর্শকপ্রিয়তা ছিল তার। ১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামি’ সিনেমার মাধ্যমে ঋতুপর্ণা এদেশের সিনেমাপ্রেমীদের কাছের মানুষ হয়ে যান। আজ (৭ নভেম্বর) এই অভিনেত্রীর ৫৩তম জন্মদিন।

‘স্বামী কেন আসামি’ সিনেমা দিয়ে ঢাকায় তার যাত্রা শুরু হয়। তবে তাকে আলোচিত-সমালোচিত করেছিল ‘রাঙা বউ’ সিনেমাটি। ১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। সেখানে ঋতুপর্ণা অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির সঙ্গে। দুজনার রসায়ন সেসময় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিল। এক শ্রেণির দর্শক তাদের অভিনয় ভীষণ পছন্দ করেছেন। মুক্তির পরপরই এটি হিট সিনেমার তালিকায় স্থান করে নেয়। হুমায়ুন ফরীদি ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটিকে লুফে নেন দর্শক। ঋতুপর্ণা এখনো বিভিন্ন সাক্ষাৎকারে হুমায়ুন ফরীদির সঙ্গে অভিনয় ও রসায়নের কথা স্মরণ করেন।

এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছিলেন, ‘ক্যারিয়ারে অনেক অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাদের মধ্যে ফরীদি ভাইয়ের সঙ্গে সুখস্মৃতি মনে রাখার মতো। একজন মানুষ কতটা পরিপূর্ণ অভিনেতা হতে পারেন, একই সঙ্গে ভালো মনের মানুষ হতে পারেন, তার উদাহরণ ছিলেন ফরীদি ভাই। তার সঙ্গে অভিনয় করে আমি সমৃদ্ধ হয়েছি।’


হুমায়ন ফরীদির সঙ্গে ‘রাঙা বউ’ সিনেমাটিতে ঋতুর খোলামেলা দৃশ্যে অভিনয় কাঁপিয়ে দিয়েছিল বিনোদন অঙ্গন। একে অনেকেই অশ্লীল সিনেমার তকমা দিয়েছিলেন। এ নিয়েও কথা বলেছিলেন ঋতুপর্ণা। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শেষ পর্যন্ত “রাঙা বউ” সুপারহিট সিনেমা। অনেক সাফল্য পেয়েছে সিনেমাটি। “রাঙা বউ’-এর সবচেয়ে মজার ব্যাপারটা ছিল, খুব গ্ল্যামারাস সিনেমা এবং খুব গ্ল্যামারাস একটা গল্প। ফরীদি ভাই খুবই বিচক্ষণ ব্যক্তি ও অসাধারণ অভিনেতা। আমরা চেষ্টা করেছি, যতটা ইন্টারেস্টিংভাবে দৃশ্যগুলো করা যায়।’

ঋতুপর্ণা আরও বলেন, `সিনেমার চরিত্রের মধ্যে অস্বাভাবিকতা ছিল, যেটা পরিচালক দেখাতে চেয়েছিলেন। তার মধ্যে সাইকোলজিক্যাল ডিজব্যালান্স ছিল, অ্যাবনরমালিটি ছিল। তো সেই অস্বাভাবিকতাগুলো দেখাতে গেলে হয়তো কিছু কিছু জিনিস ক্রুড মনে হয়। শেষ পর্যন্ত আমার মনে হয়, অতটা করা হয়নি। তবে এখানে অবশ্যই কিছুটা সেনসিভিটি আছে। সেই জায়গাগুলোতে হয়তো কিছুটা প্রভোকড হয়েছ।’
ঋতুপর্ণা ‘স্বামী কেন আসামি’, ‘রাঙা বউ’, ‘তোমার আমার প্রেম’, ‘মেয়েরাও মানুষ’, ‘আহারে’সহ ঢাকাই চলচ্চিত্রের অনেক সিনেমায় অভিনয় করেছেন। তার পূর্বপুরুষদের শেকড়ও বাংলাদেশে। মায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জে আর বাবার বাড়ি ছিল বিক্রমপুরে। সব মিলিয়ে এদেশের মানুষ ও সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর অনুরাগ।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যা বললেন কমলাকে সমর্থন দেওয়া তারকারা
                                  

গতকাল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ খবরে মার্কিন নাগরিকের একাংশ যেমন খুশি, অন্য অংশ তেমন নারাজ।

অনেকেই কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলেন। তাই ভোটের ফলাফলে দুই রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সবার মাঝে। হলিউড তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। কেননা কেউ ট্রাম্পের পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছিলেন, আর কেউ ছিলেন কমলা হ্যারিসের সমর্থনে।

অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ড
বিজয়ের পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্টার জো রগান, অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ডসহ অনেকে। তবে ট্রাম্পের জয়ে হতাশা প্রকাশ করা তারকার সংখ্যাই বেশি। হলিউডের বেশিরভাগ তারকাকেই কমলার পক্ষে নিজেদের সমর্থন রাখতে দেখা গেছে। তাই কমলার হার মেনে নিতেও কষ্ট হচ্ছে অনেক তারকার।

কমলার পরাজয়ে আক্ষেপ করছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় র‌্যাপার কার্ডি বি। ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও পোস্ট করে কার্ডি বি বলেন, ‘আমি জানি তিনি (কমলা) এখন মানসিকভাবে কঠিন সময়ে আছেন। তবে ফলাফল যা-ই হোক, কোটি কোটি মানুষ তাকে নিয়ে গর্বিত। সারা বিশ্বের নারীরা তাকে নিয়ে গর্বিত।’

র‌্যাপার কার্ডি বি
ট্রাম্পের সমালোচনা করে অভিনেত্রী লিলি রেইনহার্ট টুইট করেছেন, ‘ট্রাম্পের কাছে যৌন হেনস্থার শিকার হওয়া নারীদের কথা ভুলতে পারছি না। এক হেনস্থাকারীকে লাখ লাখ মানুষ ভোট দিচ্ছে, এটা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’

অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি গর্বিত এবং চিরকাল গর্বিত থাকবো।’


অভিনেত্রী সোফিয়া বুশ
‘ওয়ান ট্রি হিল’ অভিনেত্রী সোফিয়া বুশও আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘ট্রাম্পকে আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য আমেরিকাবাসীকে অভিনন্দন। কিন্তু আপনাদের বাড়ির নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমার হৃদয় ভেঙে গেছে।’

মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।

 

মাধুরীর হাতে আমিরের থুতু, অতঃপর...
                                  

বলিউডের ‘দিল’ ছবিতে প্রথম জুটি বাঁধেন আমির খান ও মাধুরী দিক্ষিত। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সে সময় তাদের বন্ধুত্ব ছিল অন্যরকম। কিন্তু তাদের নিয়ে রয়েছে একটি অদ্ভুত কাণ্ড। আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! শ্যুটিংয়ের ফাঁকেই মজা করে এ কাজ করেছিলেন বলে জানিয়েছেন আমির নিজেই।

কিন্তু আমিরের এমন কাণ্ডে ঠিক কী প্রতিক্রিয়া ছিল অভিনেত্রী মাধুরীর? এক পডকাস্টে উপস্থিত হয়ে আমির এই ঘটনার নেপথ্য কারণ ব্যাখ্যা করেন। পরিচালক ইন্দ্র কুমারের দিল ছবিতেই ঘটে এ কাণ্ড। আমির জানান, শ্যুটিংয়ের সময় মজা করে তিনি মাধুরীর হস্তরেখা বিচার করছিলেন। এক পর্যায়ে মাধুরীর হাতে থুতু দিয়ে বসেন আমির। এরপরেই নায়ককে হকিস্টিক দিয়ে তাড়া করেছিলেন মাধুরী।

২০১৬ সালে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন মাধুরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে সাহসী কোন কাজটি করেছেন। এই প্রসঙ্গে মাধুরীর উত্তর, ‘দিল’ ছবির সেটে হকি স্টিক নিয়ে আমির খানকে তাড়া করেছিলাম! কারণ, ও আমাকে বোকা বানিয়েছিল।’

‘দিল’ ছাড়া আমির ও মাধুরী ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিতে জুটি বাঁধেন। কিন্তু, ছবিটি বক্স অফিসে কোনও সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে দর্শক মাধুরীকে দেখেছেন। অন্যদিকে, আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে আমির প্রযোজিত ছবি ‘সিতারে জামিন পার’। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির খান।

শ্রদ্ধাকে কটাক্ষ!
                                  

সেলিব্রিটিদের লাইফস্টাইল, রূপ-লাবণ্যের রহস্য জানতে কমবেশি সকলেরই একটা আগ্রহ কাজ করে। অতীতে কেমন দেখতে ছিল, তারা কী খেতে পছন্দ করে, কোথায় তারা তাদের ছুটি কাটাতে পছন্দ করে- এসব বিষয় নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। বিশেষ করে সেলেব্রিটিদের চকচকে ত্বকের গোপন রহস্য জানার আগ্রহ বেশি লক্ষ করা যায়; জানতে চান, কীভাবে তারা ত্বকের যত্ন নেন।

অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীরাই সাক্ষাৎকারে সর্বদা যে উত্তরটি দিয়েছেন, তা হল প্রচুর পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখা। কিন্তু এটুকুই কি লাগে? ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বলতে শোনা যায়, তার নাকি কোনো স্কিন কেয়ার রুটিন নেই। শুধু একটি ফেসওয়াশ ও একটি ময়েশ্চারাইজার ব্যবহার করেন বলে জানান।

শ্রদ্ধা কাপুরের এই জবাব মেনে নিতে পারেনি নেটিজেনরা। তাকে পড়তে হল ট্রোলের মুখে! এমনকি, উঠে আসছে অভিনেত্রী ও ফ্যাশনিস্তা সোনম কাপুর আহুজার কথাও। যিনি অভিনেতাদের সবসময় `নিখুঁত` দেখতে লাগা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।

শ্রদ্ধাকে কটাক্ষ করে এক নেটিজেন বোঝাতে চাইলেন যে তিনি `সার্জারি সুন্দরী`। লিখেছেন, `এই ব্যাপারে আমি অন্তত সোনম কাপুরের প্রশংসা করি। তিনি সৎ ছিলেন। কিন্তু আমরা সবাই জানি, তোমার স্কিনকেয়ার রুটিন নয়, তোমার সার্জারির দরকার পড়ে।`

এদিকে, আরেক নেটিজেন সোনমের কথা টেনে লিখেছেন, `যখন আমি এই ধরনের বাজে কথা শুনি, আমার মনে তৎক্ষণাৎ কয়েক বছর আগে সোনম কাপুরের আশ্চর্যজনক পোস্টের কথা চলে আসে, যেখানে তিনি বলেছিলেন যে প্রতিটা তারকার এমন একটা বাহিনী আছে, যাদের কাজ সেই তারকাকে সুন্দর লাগানো। তারা সকলেই দামি দামি পণ্য ব্যবহার করে। একজন অভিনেত্রীকে এভাবে কথা বলতে দেখলে অবাক লাগে। শুধু ময়েশ্চারাইজার, শুধু জল, শুধু গঙ্গাজল ইত্যাদি ইত্যাদি।`

শ্রদ্ধা এমনিতে বেশ প্রিয় নেটিজেনদের। খুব একটা ট্রোলও হন না তিনি। তবে এবার যেন ব্যাপার সম্পূর্ণ আলাদা। কাজের সূত্রে তাকে শেষ দেখা যায় `স্ত্রী টু`-তে। যা ৫০০ কোটির ঘরে ঢুকে পড়েছে। ছবিটি পাঠান, গাদার, অ্যানিম্যাল-এর আয়কেও ছাড়িয়েছে।

এক হচ্ছেন ডেডপুল ও উলভেরিন
                                  

উলভেরিন তারকা হিউ জ্যাকম্যান আবারও ‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ডসের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। নতুন একটি সিনেমায় তারা এক হচ্ছেন। এর নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, সিনেমাটি পরিচালনরা করবেন শন লেভি।

সম্প্রতি `ভ্যারাইটি অ্যাওয়ার্ড সার্কিট পডকাস্ট`-এ একটি সাক্ষাৎকারে, রেনল্ডস জানিয়েছেন তিনি একটি সিনেমার গল্প লেখা শুরু করেছেন। যা এই ত্রয়ীকে একত্রিত করবে এবং এটি সম্পূর্ণভাবে মার্ভেল ইউনিভার্সের বাইরে থাকবে।

প্লটের বিস্তারিত এখনও গোপন রাখা হলেও রেনল্ডস এটি সম্পর্কে বলেন, ‌‘ছবিটি একেবারে নতুন গল্প বলবে। এটি অপ্রত্যাশিত একটি জার্নি হতে যাচ্ছে আমাদের তিনজনের জন্য।’

এটি লেভির সঙ্গে রেনল্ডসের তৃতীয় কাজ। এর আগে লেভির পরিচালনায় ‘ডেডপুল ৩’, ‘ফ্রি গাই’ (২০২১), এবং ‘দ্য অ্যাডাম প্রোজেক্ট’ (২০২২) ছবিগুলোতে কাজ করেছেন তিনি। এই কাজগুলো ইতোমধ্যে বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছে। বিশেষ করে ‘ডেডপুল ৩’ বিশ্বব্যাপী ৬৩৬ মিলিয়ন ডলার আয় করেছে।

রেনল্ডস, জ্যাকম্যান এবং লেভির নতুন সিনেমাটিও বড় সাফল্য নিয়ে আসবে বলে ধারণা করা যায়। তাদের ভক্তরা নামহীন প্রকল্পটির বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই আশা করছেন যে এটি তাদের আগের কাজের ম্যাজিককেও ধরে রাখবে।

নতুন সিনেমায় রুনা খান
                                  

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বহুমাত্রিক চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ওজন কমিয়ে নতুন করে ফিরেছেন নতুন আবেদন জাগিয়ে। কাজ করছেন ছোট ও বড় পর্দা, দুই মাধ্যমেই। ওটিটিতেও সরব আছেন তিনি।

এবার জানা গেল নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। ছবির নাম ‘লীলা মন্থন’।

এ সিনেমাটি তৈরি হচ্ছে শিশু বিক্রির ঘটনা নিয়ে। গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রায়ই শুনি, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছেন। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা হবে এ সিনেমার গল্পে। কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা এর ভুক্তভোগী, কারা এই চক্রের সঙ্গে জড়িত! এগুলোর সঙ্গে মানবিক সম্পর্কের বিষয়টিও উঠে আসবে।’

‘লীলা মন্থনে’ যুক্ত হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি যখনই কোনো কাজে যুক্ত হই সবার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।’

লীলা মন্থন সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ।

নির্মাতা জানান, আগামী সপ্তাহে শুরু হবে শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছর ঈদুল আজহায় লীলা মন্থন মুক্তির কথা জানান তিনি।

এদিকে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন রুনা খান। শিগগির আসবে এর আনুষ্ঠানিক ঘোষণা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’। ছবি দুটির প্রচারণায় সরব থাকবেন রুনা খান।

অপু বিশ্বাসের নামে মামলা
                                  

অভিনেত্রী অপু বিশ্বাসের নামে মামলা করেছেন সিমি ইসলাম কলি নামের একজন প্রযোজক। গত ২৪ আগস্ট ঢাকায় একটি আদালতে মামলাটি করা হয়। মামলা নম্বর ১১৩৬/২০২৪। অপু বিশ্বাস ছাড়াও মামলার দুই আসামি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলাম আপন।

প্রযোজক সিমির দাবি, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। পুলিশকে বিষয়টি অবগত করে ইতিমধ্যে সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।


অভিনেত্রী অপু বিশ্বাসের চ্যানেলগুলো ব্যবস্থাপনা করেন জাহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্ট মাসে বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক (অবৈধভাবে দখল) করেন। তবে চ্যানেল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও সেটা বুঝিয়ে দেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছর জানুয়ারির ২৮ তারিখ লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সিমি।


বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে বাদীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন অপু বিশ্বাস। দর কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন বাদী সিমি ইসলাম। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা। কিন্তু চ্যানেলের পুরোনো ভিডিওগুলো মুছে ফেলা হয়েছিল।

 

বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। তারা ভিডিওগুলোও ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কালক্ষেপণ করতে থাকেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও কথা বলেছে বিবাদী। কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সিমি।
মামলা প্রসঙ্গে সিমি ইসলাম কলি বলেন, ‘এই চ্যানেল নিয়ে বহুদিন ধরেই আমি অপুর কাছে গিয়েছি। চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে বহুবার অনুরোধ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমি খসরু (প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু) ভাইকেও বলেছি। তিনিও আমার হয়ে অপুর সঙ্গে কথা বলেছেন। অপু বিশ্বাস তার কথাও শোনেননি। এর মধ্যে একদিন হিরো আলম আমাকে ফোন করে বলেছেন, তিনি বিষয়টি সমাধান করে দেবেন। তার কথায় আমি রাজি হলে সে অপুর সঙ্গে কথা বলবেন। আমার মনে হয়, অপুর কথা মতোই তিনি আমাকে ফোন করেছেন। এরপর টাকার বিনিময়ে চ্যানেলটি ফিরে পেলেও ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়। বিষয়টি হিরো আলমকে জানালে তিনি বলেন, দেখছি কী করা যায়। এরপর আর তার কোনো খবর নেই।’

কোহলির জন্মদিনে অজানা তথ্য ফাঁস করলেন অনুশকা
                                  

গত (৫ নভেম্বর) ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ৩৬ বছরে পা দিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার স্ত্রী নায়িকা আনুশকা শর্মা এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট ও তার দুই সন্তানদের ছবি পোস্ট করে, বুঝিয়ে দিলেন অকায় এবং ভামিকাকে সামলাতে বিরাটের প্রতিদিন নাজেহাল হতে হয়। এবার তা ফাঁস করে দিলেন এ অভিনেত্রী। এ তথ্য এতদিন তাদের ভক্তরা জানতেন না।

অনুশকা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে দুই সন্তানকে কোলে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। তাদের দুই সন্তান যে মোটেই শান্তশিষ্ট নয়, তা অনুশকার পোস্ট করা এ ছবি দেখে ধারণা করা যায়।

আনুশকা অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে দায়িত্ব পালনে ভীষণ ব্যস্ত। সন্তান হওয়ার পর আর অন্যান্য মায়েদের মতো অনুশকারও জীবন পাল্টে গেছে- তা আর বলার অপেক্ষা রাখে না! সে কারণেই এবার অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা।

আনুশকা সাফ জানিয়ে দিয়েছেন যে, মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। তার পেছনেই বেশিরভাগ সময়টা দিতে চান তিনি। তাই এখন আর আগের মতো সিনেমা করবেন না এ অভিনেত্রী। খুব বেছে বেছে কম সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এখন থেকে বছরে একটির বেশি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন অনুশকা।

হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা
                                  

বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর পাড়ি দিয়েছেন হলিউডে।

সেখানেও গান, টিভি সিরিজ ও সিনেমায় কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী।
‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’- হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার। এই বিষয়ে প্রিয়ঙ্কার বক্তব্য, বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনও সিনেমাতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।

বলিউডের এত সাফল্য পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। এই প্রসঙ্গে তার জবাব, যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ সিনেমা করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।

বলিউডের ‘দেশি গার্ল’ আরও বলেন, অনেকে, যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড সিনেমাতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।

উল্লেখ্য, হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

আবারও বিয়ে করলেন সানি লিওন!
                                  

ফের বিয়ে করলেন প্রাক্তন নীল সিনেমার জগতের তারকা ও অভিনেত্রী সানি লিওন। মালদ্বীপে উড়ে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে ড্যানিয়েলের গলাতেই আবারও মালা দিলেন তিনি। সানির এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

তবে নতুন কোনও পুরুষ সানির জীবনে আসেনি। নতুন কাউকে অভিনেত্রী বিয়ে করেননি। স্বামী ড্য়ানিয়েল ওয়েবারের সঙ্গেই ফের বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী। মূলত পর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না, তা নিয়ে সানির মনের দুঃখ প্রচুর। নানা সাক্ষাৎকারে বার বার এ কথা বলেনছেন তিনি।

তবে এবার প্রথম নিজের পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপেরও পরেও সানিকে নিয়ে নিজের শোতে নানারকম ঠাট্টা করতেন রাসেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ‘আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুখেই ছিলাম আমরা। কিন্তু হঠাৎ বুঝতে পারি, রাসেল আমাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াই।’

সানি আরও বলেন, ‘আমাকে নিয়ে শোতে যে ঠাট্টা করে, তাতে যদি তার উন্নতি হয়, তাহলে ভালো। সবাই যদি হাসে সেটাও ভাল। আমার এসবে কিছু যায় আসে না।’

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্য়েই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘৃণা করেন!

মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে অভিনেত্রী বলেন, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা যায়. আমাকে একপ্রকার ঘৃণা করেন।

নতুন অ্যাভেঞ্জার্সে ফিরছেন থ্যানোস
                                  

জোশ ব্রোলিন থ্যানোসের ফিরতি সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ারস’ বা ‘অ্যাভেঞ্জার্স ৬’ নির্মিত হবে। সেই ছবি দিয়েই আবারও বড় পর্দায় ফিরে আসতে পারেন থ্যানোস।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ৭ মে মুক্তি পাবে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ ৬-এর শেষ ছবি হবে এটি।

নিউ ইয়র্ক কমিক কনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রোলিন বলেন, যদি পরিস্থিতি ঠিক থাকে তবে তিনি থ্যানোসের চরিত্রে আবার অভিনয় করতে চান। তিনি জানান, রুশো ভাইয়েরা যদি তাকে ডাকেন তবে তিনি তাদের সাথে কাজ করতে প্রস্তুত।

ব্রোলিন আরও বলেন, ‘থ্যানোস চরিত্রে অভিনয় করা আমার জন্য গুরুত্বপূর্ণ। তবে ফিরে আসার গল্প ও চরিত্রটি যেন সঠিক হয়। দর্শক যেন আমার ফিরে আসা উপভোগ করেন।’

‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ারস’ নির্মিত হবে ‘অ্যাভেঞ্জার্স : ডোমসডে’ বা ‘অ্যাভেঞ্জার্স ৫’ মুক্তির পর। ২০২৬ সালে এটি মুক্তি পাবে। রুশো ভাইয়েরাই দুটি সিনেমা পরিচালনা করবেন।

এর আগে জুলাই মাসে জানানো হয়েছিল যে রবার্ট ডাউনি জুনিয়রও এমসিইউতে ডাক্তার ডুম হিসাবে ফিরবেন। সে বিষয়ে ডাউনি বলেছিলেন, ‘নতুন মাস্ক, একই কাজ। আমি জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।’

মিশর যাচ্ছে মালতী
                                  

দুর্দশাগ্রস্ত এক তরুণী মালতী। গল্প হয়ে সে যাচ্ছে মিশরে। বড় পর্দায় তার গল্পটা দেখবেন আফ্রিকা ও আরববিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসা অতিথিরা। মালতী হয়ে পর্দায় ধরা দেবেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার নাম ‘হুইসপারস অব এ থার্স্টি রিভার’।

নভেম্বরের ১৩ থেকে ২২ তারিখ মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে চলবে উৎসব। অংশ নেবেন বিশ্বের স্বনামধন্য নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। সেই উৎসবে থাকছে বাংলাদেশের একটি সিনেমা। উৎসবের ৪৫তম এ আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছে ছবিটি। আজ (৪ নভেম্বর) সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে সে তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

মেহজাবীন অভিনীত এ ছবির ঘোষণা জানানো হয়েছিল চলতি বছরের ১৯ এপ্রিল মাসে। চুপিচুপি শুটিং শেষ করে অভিনেত্রীর জন্মদিনে জানানো হলো ‘প্রিয় মালতী’ নামের একটি সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে মেহজাবীনের। তিনিই পর্দার ‘মালতী’। ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এই ছবির মধ্যদিয়ে নির্মাতা হিসেবেও অভিষিক্ত হচ্ছেন এই তরুণ। উচ্ছ্বসিত নির্মাতা জানান, উৎসবের স্বাদ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। শঙ্খ বললেন, ‘আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া আমার জন্য একটা বড় ব্যাপার। ২০২৩ সালের মাঝামাঝি সিনেমাটির কাজ শুরু করেছিলাম। সিনেমাটি এখন দর্শকদের সামনে আনতে পারছি, ভালো লাগছে।’

ছবির অন্যতম গল্পকারও শঙ্খ। তার দর্শনের ছটা থাকবে পর্দায়। সিনেমায় রাজনীতি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন।’

সিনেমায় নাম লিখিয়েই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে মেহজাবীনকে। এরই মধ্যে তার ‘সাবা’ ছবিটিও বুসানের উৎসবে দেখেছেন সেখানকার অতিথিরা। মেহজাবীন বলেন, ‘ইউনিক প্লটের কারণে ছবিটি করেছিলাম। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখবে শুনে ভালো লাগছে। তবে আমি সবচেয়ে বেশি খুশি হবো দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পারলে। আশা করি এই সিনেমা মানুষকে ভাবাবে।’

নির্মাতা জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী হবে ‘প্রিয় মালতী’ বা ‘হুইসপারস অব এ থার্স্টি রিভার’ ছবির। দুটি উৎসবে আসা অতিথিদের জন্য, একটি সাংবাদিকদের জন্য এবং একটি জুরিদের জন্য। প্রদর্শনীর আগে ও পরে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। দেশের দর্শক কবে ছবিটি দেখবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।

শিল্পকলায় নাটক বন্ধ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং
                                  

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিক্ষোভের মুখে শনিবার (২ নভেম্বর) বন্ধ হয়ে যায় দেশনাটক দলের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী। এদিন নাট্যদলটির প্রদর্শনী চলার সময়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

এদিকে নাটক বন্ধ হওয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।


সোমবার (৪ নভেম্বর) প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘দেশ নাটক’ প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চায়নের সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের নির্বৃত্ত করার লক্ষ্যে ফ্যাসিস্ট সরকার যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিত, সে প্রক্রিয়ায় না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য শিল্পকলা একাডেমি একাধিকবার উদ্যোগ নেয়। কিন্তু বিক্ষোভকারীরা ক্ষান্ত হয়নি। বরং তাদের সংখ্যা বেড়ে গেলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার উপক্রম হয়। তখন অভিনয়শিল্পী ও দর্শকদের নিরাপত্তার কথা ভেবে ‘দেশ’ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে দর্শকের কাছে দুঃখপ্রকাশ করে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


বিবৃতিতে বলা হয়, কিন্তু গত ৩ নভেম্বর ২০২৪ তারিখে দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় ‘শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধের ঘটনা সমর্থন করে না সরকার’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মূল বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে তিনি বিক্ষুব্ধকারীদের নাটক বন্ধ করে দেওয়ার ঘটনাকে অর্থাৎ শিল্পচর্চার বিরুদ্ধে অবস্থান নেওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সরকার সমর্থন করে না মর্মে বুঝিয়েছেন। তিনি মনে করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

তাছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বাবস্থায় জনগণের, শিল্পচর্চার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিশ্বাস করে। এ জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ করছে।


প্রেস উইং থেকে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি চায় না শিল্পকলার কণ্ঠ কেউ রোধ করুক। কেননা, বাংলাদেশের হাজার বছরের নাটকের ইতিহাস আছে। নাটকের মাধ্যমেই সমাজের ত্রুটি বিচ্যুতি ও বিকল্প ধারণা তুলে ধরা সম্ভব। তাই যারা নাটক করতে চায় তাদের নাটক করতে দিতে হবে। নাটক দেখেই দর্শক বিবেচনা করবে তাদের নাটক তারা গ্রহণ করবে কি না।


বাংলাদেশে সকল দলের নাটক করার বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতা রয়েছে। শিল্পকলা একাডেমি মনে করে, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে কোনো ব্যক্তির কারণে নাটকের দল যেন ক্ষতিগ্রস্ত না হয় সে প্রচেষ্টা সাংস্কৃতিক সংগঠন বা নাটকের দলের থাকা উচিত। কোনো দলের ভেতরে বিতর্কিত কেউ যদি থাকে, যারা জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে এবং স্বৈরাচারীর দোসর হয়ে ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমকে এখনও সমর্থন করে তাহলে দলের পক্ষ থেকেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।


বিবৃতিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এসব গণহত্যার দোসর বা সমর্থনকারীদের তিরস্কার করে, নিন্দা জানায়। সুস্থ, উৎসবমুখর, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব শিল্পচর্চায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশে থেকে দেশের শিল্প সংস্কৃতিকে সমুন্নত রাখতে দেশের সাংবাদিক, সংস্কৃতিসেবীসহ দেশের জনসাধারণ এগিয়ে আসবে এটাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রত্যাশা।

মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না: শবনম ফারিয়া
                                  

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন এ অভিনেত্রী। ফেসবুকে দেওয়া নানা স্ট্যাটাসের কারণে প্রায়ই শিরোনাম হয়ে থাকেন সংবামাধ্যমের।


সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ লিখেন, আপনারা যে শুধু খুনি/চোরদের দোসর না, মানসিকভাবেও কত নোংরা সেইটা কমেন্টগুলো পড়ার পরেই বোঝা গেল।


শবনম ফারিয়া বলেন, রাজনীতিবিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না, কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব। গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগমাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তা ঘাটে আর মারামারি না করতে পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙুল দিয়ে মারামারি করে সেইটা কমানোর চেষ্টা করছে আজকাল!


আক্রমণকারীদের উদ্দেশে বলেন, ভাই এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন, আপনারা যে শুধু খুনি বা চোরদের দোসর না, মানসিকভাবেও কত নোংরা সেইটা কমেন্ট গুলো পড়ার পরেই বুঝা গেলো। খারাপ সময়ে মানুষ আরও ডাউন টু আর্থ হন আর আপনারা দল বেঁধে আরো অ্যারোগেন্সি দেখাচ্ছেন! এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা! মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না।


   Page 1 of 101
     বিনোদন
অভিনেতা নীতিন চৌহান আত্মহত্যা করলেন
.............................................................................................
কিছু বলতে চাই না : মেহজাবীন
.............................................................................................
ঋতুপর্ণারও প্রিয় ছিলেন ফরীদি
.............................................................................................
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যা বললেন কমলাকে সমর্থন দেওয়া তারকারা
.............................................................................................
মাধুরীর হাতে আমিরের থুতু, অতঃপর...
.............................................................................................
শ্রদ্ধাকে কটাক্ষ!
.............................................................................................
এক হচ্ছেন ডেডপুল ও উলভেরিন
.............................................................................................
নতুন সিনেমায় রুনা খান
.............................................................................................
অপু বিশ্বাসের নামে মামলা
.............................................................................................
কোহলির জন্মদিনে অজানা তথ্য ফাঁস করলেন অনুশকা
.............................................................................................
হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা
.............................................................................................
আবারও বিয়ে করলেন সানি লিওন!
.............................................................................................
নতুন অ্যাভেঞ্জার্সে ফিরছেন থ্যানোস
.............................................................................................
মিশর যাচ্ছে মালতী
.............................................................................................
শিল্পকলায় নাটক বন্ধ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং
.............................................................................................
মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না: শবনম ফারিয়া
.............................................................................................
ধূমপান বন্ধ শাহরুখের
.............................................................................................
কবে দেশে ফিরবেন মৌসুমী
.............................................................................................
কবে দেশে ফিরবেন মৌসুমী
.............................................................................................
বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
.............................................................................................
চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন
.............................................................................................
ভক্তদের ডাকে সাড়া দিয়ে যা বললেন মেহজাবীন
.............................................................................................
কটাক্ষের মুখে কৌশানী
.............................................................................................
এবার নেতার ছেলের সঙ্গে সাইফকন্যার প্রেম
.............................................................................................
বিদেশি সিনেমা মুক্তি পেল ‘স্ত্রী টু’
.............................................................................................
প্রেমিককে পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী
.............................................................................................
‘নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই আটকাতে পারে না’
.............................................................................................
শুভশ্রীর ভিডিও ভাইরাল
.............................................................................................
এবার রান্নাঘরে শাকিবের নায়িকা
.............................................................................................
৫১ বছরেও যেভাবে সৌন্দর্য ধরে রেখেছেন ঐশ্বরিয়া
.............................................................................................
প্রকাশ পাচ্ছে আবুল হায়াতের আত্মজীবনী
.............................................................................................
বারান্দায় চাষ করা ১৪ শাক দিয়েই ভূত চতুর্দশীর রীতি পালন মিমির
.............................................................................................
মুখ বন্ধ সোনাক্ষীর, ভাইরাল হলো গুঞ্জন!
.............................................................................................
অনন্যাকে যে নামে ডাকেন প্রেমিক
.............................................................................................
মনীষার কাছে ব্রিটিশ রাজবধূর বার্তা
.............................................................................................
সারা আলি খানকে ভয় পেতেন অনন্যা
.............................................................................................
নতুন ছবিতে জুটিবদ্ধ জনি-পেনেলোপে
.............................................................................................
পাকিস্তানি টিকটক তারকার গোপন ভিডিও ফাঁস
.............................................................................................
লাল শাড়িতে নজর কাড়লেন তৃপ্তি
.............................................................................................
বিচারকের আসনে শবনম ফারিয়া
.............................................................................................
বিয়ে করলেন অভিনেত্রী সুজানা
.............................................................................................
রাকুলের পরামর্শ
.............................................................................................
অভিনয় ছেড়ে নতুন পেশায় প্রভা!
.............................................................................................
রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন সাদিয়া আয়মান!
.............................................................................................
ফেসবুকে ফিরলেন সাদিয়া
.............................................................................................
জেসিয়ার গাউনে কোটা আন্দোলন
.............................................................................................
কেয়ার ‘ম্যাজিক মোমেন্ট’
.............................................................................................
সেন্সরে প্রশংসিত ‘নয়া মানুষ’, মুক্তি এ বছরই
.............................................................................................
ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান
.............................................................................................
কাশবনে ধরা দিলেন তিশা
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD