‘কৌশানীর খারাপ সময়ে পাশে ছিলাম’
টলিউডের পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রির খবর, ফের সানাই বাজতে চলেছে টিনসেল টাউনে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় এই তারকা জুটি। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন তারা।
সত্যি কি দীর্ঘ ১১ বছরের প্রেম এবার পরিণতি পেতে চলেছে? বনি জানালেন, ‘এখনও এরকম কিছু কনফার্ম হয়নি। আমাকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, কবে বিয়ের প্ল্যান করছি। আমি বলেছিলাম, এই বছরে সম্ভব না। আমাদের দু`জনেরই অনেক কাজের চাপ আছে। এছাড়া আমি সবেমাত্র নতুন ফ্ল্যাট বুক করেছি। সেটা পুরোটা তৈরি হওয়ার পর বিয়ে করতে করতে পরের বছর হবেই। এটুকুই বলেছিলাম, কিন্তু নিশ্চিতভাবে বিয়ে করছি, এটা কীভাবে রটে গেল জানি না।’
অভিনেতা যোগ করলেন, ‘আমাদের এখনও বিয়ে নিয়ে কোনও আলোচনাই হয়নি। তবুও বিয়ের খবর রটেছে।’
`আবার প্রলয়`, `বহুরূপী` এবং `কিলবিল সোসাইটি`-তে কাজ করার পরে কৌশানীর ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । অন্যদিকে ক্যারিয়ারে বনি প্রায় তার সমসাময়িক সময়ের। তবুও সাফল্যর নিরিখে বনি একটু পিছিয়েই আছেন।
এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসে করেন কৌশানীকে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছু বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। ও (কৌশানী) যে এই সুযোগটা পেয়েছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকে পারে না। ওর যখন খারাপ সময় পাশে ছিলাম, ভালো সময় থাকব না কেন এটাই বুঝতে পারছি না। কারা এসব ভাবছে আমি জানি না। যারা ভুলভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটায় তাদের পেট চলে, তাহলে চলুক।’
বাংলার পাশাপাশি এই মুহূর্ত ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি `আজিরা রেবতি`। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে অভিনেতার বাংলা ছবি `হাঙ্গামা ডট কম`। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।
তাহলে কি কিছুটা অভিমান করেই বাংলা থেকে ওরিশ্যা ইন্ডাস্ট্রিতে পাড়ি দিলেন অভিনেতা? উত্তরে তিনি বলেন, ‘আকৌজিরা রেবতি-র দ্বিতীয় সপ্তাহ চলছে এবং এখনও হাউসফুল যাচ্ছে ওখানে। আমি খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সেখানে আরও দু`জন খুব জনপ্রিয় পরিচালক ইতোমধ্যেই যোগাযোগ করেছেন পরের ছবিতে কাজের জন্য। ভালো কাজ হলে আমি সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি।’
বনির কথায়, সিনেমা যে ভাষাতেই হোক না কেন সেটা সিনেমাই। আমি কোনও ভেদাভেদ করতে চাই না। এখানে শেষ শ্যুট করেছি `বানসারা` ছবিটার। সবাই দেখলে বুঝতে পারবে, এই কাজটা একেবারে অন্যভাবে করার চেষ্টা করেছি। টলিউডে ভালো কাজ হচ্ছে না বলে ওড়িশ্যাতে কাজ করছি, সেটা একেবারেই না। কৌশানী যেমন একটা দ্বিতীয় সুযোগ পেয়েছে, আমিও যেদিন পাবো, তখন হয়তো নিজের নামটা পরিবর্তন করাতে পারব। তবে সেই সুযোগটা যতদিন না আসছে, আমাকে তো কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যেতে হবে।
|
টলিউডের পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রির খবর, ফের সানাই বাজতে চলেছে টিনসেল টাউনে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় এই তারকা জুটি। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন তারা।
সত্যি কি দীর্ঘ ১১ বছরের প্রেম এবার পরিণতি পেতে চলেছে? বনি জানালেন, ‘এখনও এরকম কিছু কনফার্ম হয়নি। আমাকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, কবে বিয়ের প্ল্যান করছি। আমি বলেছিলাম, এই বছরে সম্ভব না। আমাদের দু`জনেরই অনেক কাজের চাপ আছে। এছাড়া আমি সবেমাত্র নতুন ফ্ল্যাট বুক করেছি। সেটা পুরোটা তৈরি হওয়ার পর বিয়ে করতে করতে পরের বছর হবেই। এটুকুই বলেছিলাম, কিন্তু নিশ্চিতভাবে বিয়ে করছি, এটা কীভাবে রটে গেল জানি না।’
অভিনেতা যোগ করলেন, ‘আমাদের এখনও বিয়ে নিয়ে কোনও আলোচনাই হয়নি। তবুও বিয়ের খবর রটেছে।’
`আবার প্রলয়`, `বহুরূপী` এবং `কিলবিল সোসাইটি`-তে কাজ করার পরে কৌশানীর ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । অন্যদিকে ক্যারিয়ারে বনি প্রায় তার সমসাময়িক সময়ের। তবুও সাফল্যর নিরিখে বনি একটু পিছিয়েই আছেন।
এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসে করেন কৌশানীকে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছু বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। ও (কৌশানী) যে এই সুযোগটা পেয়েছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকে পারে না। ওর যখন খারাপ সময় পাশে ছিলাম, ভালো সময় থাকব না কেন এটাই বুঝতে পারছি না। কারা এসব ভাবছে আমি জানি না। যারা ভুলভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটায় তাদের পেট চলে, তাহলে চলুক।’
বাংলার পাশাপাশি এই মুহূর্ত ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি `আজিরা রেবতি`। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে অভিনেতার বাংলা ছবি `হাঙ্গামা ডট কম`। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।
তাহলে কি কিছুটা অভিমান করেই বাংলা থেকে ওরিশ্যা ইন্ডাস্ট্রিতে পাড়ি দিলেন অভিনেতা? উত্তরে তিনি বলেন, ‘আকৌজিরা রেবতি-র দ্বিতীয় সপ্তাহ চলছে এবং এখনও হাউসফুল যাচ্ছে ওখানে। আমি খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সেখানে আরও দু`জন খুব জনপ্রিয় পরিচালক ইতোমধ্যেই যোগাযোগ করেছেন পরের ছবিতে কাজের জন্য। ভালো কাজ হলে আমি সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি।’
বনির কথায়, সিনেমা যে ভাষাতেই হোক না কেন সেটা সিনেমাই। আমি কোনও ভেদাভেদ করতে চাই না। এখানে শেষ শ্যুট করেছি `বানসারা` ছবিটার। সবাই দেখলে বুঝতে পারবে, এই কাজটা একেবারে অন্যভাবে করার চেষ্টা করেছি। টলিউডে ভালো কাজ হচ্ছে না বলে ওড়িশ্যাতে কাজ করছি, সেটা একেবারেই না। কৌশানী যেমন একটা দ্বিতীয় সুযোগ পেয়েছে, আমিও যেদিন পাবো, তখন হয়তো নিজের নামটা পরিবর্তন করাতে পারব। তবে সেই সুযোগটা যতদিন না আসছে, আমাকে তো কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যেতে হবে।
|
|
|
|
মার্কিন গায়ক জাস্টিন বিবার ফের আলোচনায় উঠে এলেন। কোচেল্লা উৎসবে তার ধূমপান ও নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলো দেখে ভক্তদের অনেকে তার শারীরিক ও মানসিক অবস্থার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি বিবার নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যজনক পোস্ট দিয়েছিলেন, যা তার ও স্ত্রী হেইলি বিবারের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়। তার ওপর কোচেল্লায় তাকে ঘনঘন ধূমপান করতে দেখে অনেকেই ভাবছেন বিচ্ছেদের প্রভাব। জাস্টিনকে দেখতেও অনেক দুর্বল দেখাচ্ছে।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘হলিউড এই ছেলেটার (জাস্টিন বিবার) সঙ্গে কী করল? কোনো যত্ন নেয় না কেউ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কেউ কি একটু জাস্টিন বিবারকে দেখবে? ওর সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।’
একটি ভিডিওতে হেইলি বিবার এবং সম্ভবত জাস্টিনের সৎভাই জ্যাকসনকেও দেখা যায়। ওই ভিডিওতে দাবি করা হয়, হেইলি তার সৎভাইকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। জাস্টিন পাশে বসেই মাদক গ্রহণ করছিলেন। ভিডিওর এক ক্যাপশনে লেখা হয়, ‘ওর জন্য কেমন যেন খারাপ লাগছে... ভাইয়ের এমন অবস্থার পাশে দাঁড়িয়ে ওকে ছোট ভাইকে সরিয়ে নিতে হচ্ছে।’
অন্যদিকে জাস্টিন ও হেইলির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। একটি সূত্র রাডারকে জানিয়েছে, তারা তাদের সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছেন। তারা নানা রকম থেরাপিও নিচ্ছেন যেন সম্পর্কটিকে ভেঙে পড়ার আগেই সামলে নেওয়া যায়।
ভক্তরা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রার্থনা করছেন- জাস্টিন যেন সুস্থ ও মানসিকভাবে ভালো থাকেন।
|
|
|
|
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বর্তমান সময়ে সিনেমার বাইরে তাকে বেশি ব্যস্ত দেখা যায় ফটোশুট, বিজ্ঞাপন ও পণ্যের প্রচারে। কিছুদিন আগেই থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন মিম।
গত রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে মিমকে দেখা গেছে সুইমিং পুলের জলে। বেশ খোশমেজাজে। ছবিতে মিমের সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দার। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য লেখেননি মিম। লিখেছেন, ‘পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি।’
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। বেশ কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে তার। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।
|
|
|
|
বলিউড তারকাদের পাপারাজ্জিরা যেভাবে ফলো করেন, তাতে এক প্রকার দিনের পুরোটা সময় নিজেদেরকে ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়েই। জিম লুক, এয়ারপোর্ট লুক ছাড়াও আরও কত কী।
ক্যারিয়ারের শুরুতে সকলেই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে বেশি। যার জেরে রীতিমত নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে।
অভিনেত্রী জানান, তিনি রীতিমত ভয়ে-ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে। ঠাকুরকে ডাকতেন, যেন কোনও ফটোগ্রাফার না আসেন।
ভয়ে লুকিয়ে থাকতেন বিদ্যা। যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। পাপারাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা।
ইন্ডাস্ট্রির তথাকথিত ‘সাইজ কনসেপ্ট’কে গুঁড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাড়িতেই খুশি। কিন্তু জীবনের কোনও না কোনও সময় বডিকাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয়। পরেছেন, চেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে। কিন্তু বিদ্যার মনে হয়েছে, তাকে নাকি অদ্ভুত দেখাচ্ছে ।
রেড কার্পেটে বেশিরভাগ সময়ই শাড়িতে দাপানো, নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে? বিদ্যার উত্তর, ‘আমার কাছে তো কোনও চয়েজই ছিল না। ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি, হয় সারাজীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারব।”
বিদ্যা আরও বলেন, “যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম, দর্শকও আমাকে আরও কাছ থেকে পেতে চাইল।”
কোনওদিন অন্য কোনও অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তার? বিদ্যার সাফ জবাব, “আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে। তবে আমাকে অদ্ভুত দেখাত। নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারেই। আমি খুশি, যা ভালোবাসি তাই পরতে পারি। যা ইচ্ছে তাই করতে পারি। আমি মুক্ত, আমি স্বাধীন। মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনও উপায় নেই। কারণ তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই।”
|
|
|
|
ছোট পর্দার অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক।
এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বান্টির বিয়ে’। নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। তবে এই নাটকের শুটিং সেট থেকে খোশগল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল। এ সময় নাটকের কনে চরিত্রে থাকা কস্টিউমে দেখা যায় তাকে, মজার ছলে ছলে বলেন নানা কথা।
তারই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল। এ সময় কেয়াকে বলতে শোনা যায়, ‘আমাকে অনেকেই বল, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপ এ, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।’
বয়স ও বয়সের ছাপ প্রসঙ্গে অভিনেত্রী মজা করে বলেন, ‘আমার বয়স ১২ তেই ঠেকে আছে। এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে বয়স যতোই বাড়ুক, মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনও ১২, ওই ছোটবেলার পায়েলই আছি।’
বিয়ে প্রসঙ্গে পায়েল বলেন, ‘ওই স্বপ্ন তো দেখাই হয়। বউ সাজব, আমার বিয়েতে নাচব, আমি কি কাঁদব নাকি কাঁদব না, নানান কিছু ভাবা হয় আসলে। এটা প্রতিটা মেয়ের জন্যই স্বপ্ন, এটি নিয়ে সবাই ভাবে- ওই জিনিসটাই হয় মাঝে মাঝে।’
|
|
|
|
সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই অভিনেত্রীর কোনো না কোনো ছবি ভাইরাল হয়। তার অভিনীত গান এলেই ভিউয়ের বন্যা বয়ে যায়। গেল কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। ওটিটিতেও পেয়েছেন সাফল্য। সেই তামান্না ভাটিয়াকে দেখতে হচ্ছে মুদ্রার উল্টোপিঠ।
যেখানে আছে কেবল হতাশা ও ব্যর্থতা। তার অভিনীত ‘ওডেলা ২’ ছবটি বক্স অফিসে লজ্জাজনক পারফর্ম করছে। মুক্তির তৃতীয় দিন শেষে মোট বাজেটের মাত্র ৮.৪% অর্থ তুলতে পেরেছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, বক্স অফিসে তামান্না ভাটিয়ার সিনেমা মুখ থুবড়ে পড়ছে!
অশোক তেজা পরিচালিত ‘ওডেলা ২’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে না। আর বক্স অফিসে তিন দিনের রিপোর্ট বলছে, সিনেমাটি ব্যর্থতার অতলে হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন?
কইমই দাবি করছে, ট্রেলার প্রকাশের পরই ছবিটির মান নিয়ে প্রশ্ন উঠেছিল। সিনেমার বিপ্লবের এই সময়ে এসে এমন গল্প ও আমেজের সিনেমা যে ব্যবসা করবে না সেই আভাসও মিলেছিল। মুক্তির পর সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
ছবিটি তিন দিনে মোট আয় করেছে মাত্র ২.১ কোটি টাকা। যা সিনেমাটির বাজেটের মাত্র ৮.৪%।
১৭ এপ্রিল মুক্তি পাওয়া এই সিনেমা ১৯ এপ্রিল তৃতীয় দিনে আয় করেছে মাত্র ৫৪ লাখ টাকা। এটি তিন দিনের মধ্যে সর্বনিম্ন আয়। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও আয়ের পরিমাণ বাড়বে বলে মনে করছেন না বাণিজ্য বিশ্লেষকরা।
সব মিলিয়ে ‘ওডেলা ২’ চরম ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ছবিটি তামান্না ভাটিয়ার ক্যারিয়ারের জন্যও একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
|
|
|
|
মিয়া আবদুল হান্নান : অভিনয়শিল্প সংঘ বাংলাদেশ" এর নির্বাচন ২০২৫" এর তিন বছর মেয়াদী কমিটির বিজয়ী সভাপতি: আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক: রাশেদ মামুন অপু, অন্যান্যরা হলেন: আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু (সহসভাপতি), রাজীব সালেহীন ও সুজাত শিমুল (যুগ্ম সাধারণ সম্পাদক), মাসুদ রানা মিঠু (সাংগঠনিক সম্পাদক), এম এ সালাম সুমন (অনুষ্ঠান সম্পাদক), সুচনা শিকদার (আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক), মুকুল সিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আর এ রাহুল (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম (অর্থ সম্পাদক), মাসুদ আলম তানভীর (দপ্তর সম্পাদক)। কার্য নির্বাহী সদস্যরা হলেন:আবু রাফা মো: নাঈম, এনায়েত উল্লাহ সৈয়দ (শিমুল),এমরান হোসেন, জুলফিকার চঞ্চল,মোঃ তুহিন চৌধুরী, রেজাউল রাজু,শিউলি আক্তার প্রমুখ। সুষম নাট্য সম্প্রদায়ের সভাপতি: আহসান উল্লাহ্ চৌধুরী , প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যকার খন্দকার আনোয়ারুল ইসলাম - অভিনয়শিল্প সংঘ বাংলাদেশ ২০২৫-২৮ এর ৩ বছর মেয়াদী নির্বাচনে নির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, নব আনন্দে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এগিয় চলুক গৌরবের সাথে। বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ ২০২৫ - ২০২৮ নির্বাচনে দায়িত্ব পালনকালে প্রধান নির্বাচন কমিশনার নাট্যজন খায়রুল আলম সবুজ, নরেশ ভূইয়া, ফারুক আহমেদ ও এইচ এম আমীনসহ আমরা একসাথে ভোটারদের সহযোগীতা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন বলে আশাবাদী সকল বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
|
|
|
|
প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়ে যায়! অগচরে রচনা করেন প্রেমের গান ও কবিতা। প্রেমে পড়ে কতজন ঘর ছেড়েছেন। হারিয়েছেন স্মৃতিশক্তি। তবুও কখনও প্রেমের দিকে আঙুল ওঠাতে পারেনি কোনো ব্যার্থ জুটি। একজনকে হারিয়া নতুন কাউকে খুঁজেছেন।
ভালোবাসার মানুষকে খুশি করতে মানুষের কতশত পাগলামী। সম্প্রতি রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমে মজেছেন! ঘবড়ানোর কিছু নেই। বাস্তবে প্রেমে পড়েননি অভিনেত্রী। বলছি শ্রাবন্তীর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আমার বস্’-এর কথা।
আগামী ৯ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘আমার বস’। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার এবং ‘মালাচন্দন’ গানটি অন্তর্জালে মুক্তি পেয়েছে। এ গানে শ্রাবন্তীর সঙ্গে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন শিবপ্রসাদ। এবার তিনি আরও বেশি রোমান্টিক।
গানের দৃশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গেছে শিবপ্রসাদ এবং শ্রাবন্তীকে। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি শ্রাবন্তীর খোলা পিঠে লিখে নিজের প্রেম নিবেদন করছেন অভিনেতা। গানের দৃশ্যের মধ্যে স্বামী-স্ত্রীর ভালোবাসা, ঘনিষ্ঠতার এক অন্য মাত্রা পেয়েছে। গানটি মুক্তির পর সরগরম নেটদুনিয়া।
এর আগে অভিনেত্রীকে এমন অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আবেগাপ্লুত। শুধু তাই নয়, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় কোনো অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়। এভাবে প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলার আসল কারিগার শিবু দাদা। তাকে প্রণাম জানায়। জয় গোস্বামীর কবিতা, তা নিয়ে কী বলব আর।’
শ্রাবন্তীর চরিত্র নিয়ে কটাক্ষ বিজেপি নেতার এদিকে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকরা বেশ ভালোবাসা দিচ্ছেন যা দেখে আনন্দিত শ্রাবন্তী। যশ-নুসরতের প্রযোজনায় ‘আড়ি’ ছবিতে এমন একটা গানের সঙ্গে নিজেকে জড়াতে পেরে ক্যারিয়ারের মধ্যগগনে খুশিতে ভাসছেন নায়িকা।
|
|
|
|
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেলকে নিয়ে প্রায় সময়ই নানা আলোচনা থাকে নেটিজেনদের মাঝে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। ৪৯ বছর বয়সেও নিজের স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। কিন্তু এবার দুবাইতে ছুটি কাটাতে গিয়ে কিছু নতুন ছবি সামনে আনেন আমিশা। আর সে থেকেই এবার সৃষ্টি হলো নানা জল্পনা।
সামাজিক মাধ্যমে বেশ সরব আমিশা প্যাটেল। মাঝে মধ্যেই নানা পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার সেখানেই একটি ছবি পোস্ট করলেন আমিশা। যেখানে সবুজ মনোকিনিতে নজর কাড়েন তিনি। আর ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’ কারণ, সেই ছবিতে দেখা যাচ্ছে, আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম, খোলা চুলে, মাথায় টুপি ও চোখে সানগ্লাসে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। তবে বিশেষভাবে চোখে পড়েছে তার পেট, যা দেখে কেউ কেউ ‘বেবি বাম্প’ বলে দাবি করেছেন। কেউ লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল?’ আবার অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা?’- এদ ধরনের নানা মন্তব্যে এখন আমিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে।
যদিও এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আমিশা। তবে মাঝে কিছুদিন জল্পনা ওঠে, নির্বাণ নামের ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী। এর আগে তাদের যুগলবন্দি এক ছবিতে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।
|
|
|
|
তামিল ও তেলুগু চলচ্চিত্রের রেজিনা ক্যাসান্দ্রা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন প্যান-ইন্ডিয়ান অভিনেত্রীদের তালিকায়। দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডেও নিজেকে প্রমাণ করছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে সানি দেওলের ‘জাত’ ও অক্ষয় কুমারের ‘কেসরি ২’ ছবিতে।
এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাওয়া দুই সিনেমার নায়িকা হিসেবে বলিউডে বেশ আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে। রুপে-অভিনয়ে অনন্যা তারকাকে নিয়ে কৌতুহলী দর্শক। কে এই রেজিনা? চলুন, জেনে নেওয়া যাক। ১৯৯০ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন রেজিনা ক্যাসান্দ্রা। চেন্নাইয়ের এক সাধারণ পরিবারের মেয়ে রেজিনা খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে কাজ শুরু করেন। মাত্র ৯ বছর বয়সে একটি কিডস চ্যানেল ‘স্প্ল্যাশ’-এর উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেন।
শিক্ষা জীবনে রেজিনা চেন্নাইয়ের উইমেন’স ক্রিশ্চিয়ান কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করেছেন। এরপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রেজিনার সিনেমায় যাত্রা শুরু করেন ২০০৫ সালে তামিল ছবি ‘কান্ডা নাল মুধল’ দিয়ে। এরপর বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয়ের পর তিনি তেলুগু সিনেমায় অভিষেক করেন সুধীর বাবুর বিপরীতে ‘শিব মনসুলো শ্রুতি’ ছবিতে। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী (তেলুগু) বিভাগে সিমা অ্যাওয়ার্ড জিতেছিলেন। পরবর্তীতে তিনি সুন্দীপ কিষাণ ও শিবকার্তিকেয়ান-এর সঙ্গে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের পর ২০১৯ সালে রেজিনা বলিউডে পা রাখেন ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির মাধ্যমে। এরপর তিনি আবার দক্ষিণে ফিরে গিয়ে কাজ করেন। তাকে দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে ‘ফারজি’, রানা দাগ্গুবতীর সঙ্গে ‘১৯৪৫’ ও সম্প্রতি তিনি অজিথ কুমারের সঙ্গে ‘বিদামুয়ারচি’ ছবিতে হাজির হয়েছেন।
২০২৫ সালে আবারও বলিউডে হাজির রেজিনা। পরপর দুই বলিউড মেগা-প্রজেক্টে তিনি রোশনাই ছড়াচ্ছেন। এরমধ্যে ‘জাত’ মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। সানি দেওল ও রণদীপ হুদার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। ছবিতে রেজিনাকে দেখা গেছে রণদীপের স্ত্রীর ভূমিকায়।
অন্যদিকে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে তিনি দারুণভাবে নজর কেড়েছেন ‘কেসারি ২’ ছবিতে। এটি ১৮ এপ্রিল মুক্তি পেয়ে বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে।
আশ্চর্যের বিষয় হলো ছবিতে অভিনয় করলেও রেজিনা নিজে এই ছবির প্রচারে অংশ নেননি। এমনকি অনলাইন স্টার কাস্ট লিস্টেও তার নাম উল্লেখ নেই। এ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
আগামীতে রেজিনার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তারমধ্যে ‘মুকুতি অম্মান ২’, সেকশন ১০৮’, ‘ফ্ল্যাশব্যাক’ উল্লেখযোগ্য।
|
|
|
|
সম্প্রতি সময়ে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জনে মুখর নেটদুনিয়া। প্রতিনিয়ত একে অন্যেকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। এবার ঈদের সময় অভিনেত্রীর হাতে ইংরেজি অক্ষর ‘এস’ লেখা দেখে প্রেমের গুঞ্জন তীব্র হয়েছিল।
সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাখঢাক করেন না পরীমণি। যখনই প্রেমে পড়েন কিংবা কারও সঙ্গে সম্পর্কে জড়ান তখন তার স্বভাবসুলভ আচরণেই সেটি প্রকাশ পায়। সেসময় বেশ হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন নায়িকা।
গত কয়েক মাস ধরেই তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। সম্প্রতি পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠলে অভিনেত্রীর পাশে দাঁড়ান শেখ সাদী।
কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দুজনের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই, সেটা ভেঙে গেছে। সম্প্রতি ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন। ফেসবুকের এক পোস্টে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে পরীমনি লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন।
সংগীতশিল্পীর পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ অন্য একজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই। এ বিষয়ে একজন লিখেছেন, সম্পর্কটা এবার যে পর্যায়ে, তা ঠিক হওয়ার নয়! নগরিকদের একঅংশ মনে করছেন এখন মান-অভিমান চললেও দুজনের এই সম্পর্ক কিছুদিন পর আবার ঠিক হয়ে যেতে পারে। অন্যদিকে পরীমনি তার ব্ল্যাকমেলার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’ তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
|
|
|
|
এবারের জন্মদিনটা একেবারেই আলাদা। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজন ঘিরে থাকবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে কেন্দ্র করে। কারণ বিয়ের পর প্রথম জন্মদিন পালন করবেন এবার। সম্প্রতি ভালোবেসে বিয়ে করেছেন তিনি নির্মাতা আদনান আল রাজীবকে। বেশ সুখে-উপভোগে কাটছে দুজনের দিনগুলো।
তার ভিড়ে রঙিন হয়ে উঠবে মেহজাবীনের আজকের দিনটা। ১৯ এপ্রিল এই লাস্যময়ী তারকার জন্মদিন। কেমন আয়োজন হচ্ছে বা বিশেষ প্ল্যান কি? ঘটা করে তেমন কিছু জানাননি অভিনেত্রী। চেয়েছেন দোয়া ও আশির্বাদ। কাজ ও সংসার নিয়ে যেন সময়গুলো কেটে যায়।
মেহজাবীন বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। জন্মদিন স্বামীর বাড়িতে কাটবে। তবে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করার ইচ্ছে আছে। সবাই আমাদের জন্য দোয় করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’
মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। রাত বারোটার পরে দেখেই ভক্ত শোভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করা মেহজাবীন এক যুগের ক্যারিয়ার নিয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী। ২০২৪ সালটা ছিল তার জন্য স্পেশাল। সে বছরই তিনি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন। ব্যবসায়িক সাফল্য আসেনি, তবে অভিনেত্রী হিসেবে শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করেছেন।
গেল ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি। এতে তার বিপরীতে ছিলেন জোভান। খুব প্রশংসা পেয়েছে নাটকটি দর্শকের কাছে। ১৫দিনে ৪৪ লক্ষেরও বেশি ভিউয়ার্সও পেয়েছেন।
মেহজাবীন জানান, আগামী সপ্তাহে একটি বড় কাজের ঘোষনা দিতে যাচ্ছেন তিনি।
|
|
|
|
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। ক্যারিয়ারে তিনি যোগ করেছেন বেশ কিছু হিট সিনেমা। পেয়েছেন প্রশংসাও। সম্প্রতি তিনি সামাজিক মিডিয়ার খ্যাতি নিয়ে কথা বলে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমানে ২৬-২৭ মিলিয়ন ফলোয়ারের মালিক।
তবে তিনি পরিষ্কারভাবে বলেছেন, এই সংখ্যাগুলো ক্যারিয়ারে বা জীবনে তেমন কোনো মূল্য বা সাফল্য ধারণ করে না।
পূজা হেগড়ে তার বক্তব্যে বলেন, ‘আমার কাছে ২৬, ২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। কিন্তু সেটা আসলে কোনো অর্থের সঙ্গে সম্পর্কিত নয়। এটা খুব একটা জরুরিও নয়।’
এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। অনেকেই মনে করেন অধিক ফলোয়ার মানেই প্রভাবশালী বা সেলিব্রিটি হয়ে যাওয়া। কিন্তু পূজার ভাবনা ভিন্ন। তিনি বলেন, ‘অনেক অভিনেতার ইনস্টাগ্রামে মাত্র ৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবুও তারা সুপারস্টার হিসেবে পরিচিত। দিনশেষে কাজটাই পরিচয়।’
তার মতে, খ্যাতির কোনও সুনির্দিষ্ট পরিমাপ বা সূত্র নেই। পূজা হেগড়ে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কাজ সঠিকভাবে করেন। এখানে সোশ্যাল মিডিয়া কোনো বিষয় নয়।’
তিনি আরও যোগ করেন, তাকে যারা বাস্তব জীবনে দেখেন এবং যাদের থেকে তিনি সৎ প্রতিক্রিয়া পান তাদের মতামত অনেক বেশি মূল্যবান তার কাছে। সামাজিক মিডিয়ার এলোমেলো মন্তব্যের তুলনায় ব্যক্তিগত সম্পর্ক এবং সত্যিকারের প্রতিক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
|
|
|
|
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামানকে স্মারক সম্মাননা প্রদান করেছে বৈশাখী টেলিভিশন। অভিনেত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
এ সম্মানপ্রাপ্তিতে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দিলারা জামান।
পহেলা বৈশাখ সকাল সাড়ে ১১টায় বর্ষবরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের বিভাগীয় প্রধানগণ। বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে উত্তরীয় পরিয়ে সম্মানীত করা হয়।
সকাল থেকে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নানা আয়োজনে মুড়ি আর পান্তার সঙ্গে উৎসবমুখর ছিল বৈশাখী টেলিভিশন কার্যালয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন, লামিয়া ঐশ্বর্য, পাখি বাউলিয়ানা, নুসরাত সাথী, ইসফাত আরা রনি, বাউল গরীব মোক্তার, এম আর মানিক, রনি আহমেদ ও বৈশাখী’র গানের দল।
পহেলা বৈশাখেই আত্মপ্রকাশ ঘটে বৈশাখী’র গানের দলের। এ গানের দলের মূল ভোকাল বৈশাখী টেলিভিশনের ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান গান গেয়ে উপস্থিত সকলকে মাতোয়ারা করে রাখেন।
ফান শো তে অংশ নেন নাট্য পরিচালক রোমান রুনি, পাপেট শো-ভেন্ট্রিলোকুইজাম প্রদর্শন করেন স্বপ্নীল সোহেল। সবশেষে ছিল পালা গান ‘অরবলা সুন্দরী’।
বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠান বিভাগে কর্মরত আনু মোহাম্মদের পরিবেশনায় এ পালা গানে অংশ নেন সৌজন্য অধিকারী, রজব আলী, রিফাত বিন কাউসার, শাহীনূর রহমান ও বাউল গরীব মোক্তার।
|
|
|
|
সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’ দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়াটা ছিল দেখার মতোই। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই হাউজফুল। শো বাড়িয়েও লাভ হয়নি, মেলেনি টিকিট!
এ তো দেশের প্রেক্ষাগৃহের গল্প! বিদেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি এমনই কিছু ঘটাতে যাচ্ছে তা বলাই যায়। শোনা যাচ্ছে, আমেরিকায় ‘বরবাদ’-এর টিকিট মিলছে না; বিক্রি শুরুর একদিনের মধ্যেই দেশটির দুই শহরের টিকিট শেষ।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ‘বরবাদ’-এর পরিবেশনা করতে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে তাদের হাত ধরেই মুক্তি পাচ্ছে ছবিটি। এসকে ফিল্মস জানিয়েছে, আমেরিকায় বেশ ভালো সাড়া পাচ্ছে ‘বরবাদ’।
এসকে ফিল্মস ইউএসএ’র কর্মকর্তা বদরুদ্দোজা সাগর বলেন, ‘বরবাদ-এর টিকিট ঘোষণার দিনেই সোল্ড আউট হয়ে গেছে। নর্থ আমেরিকার কানেকটিকাট ও বোস্টনে প্রথম দিনেই বরবাদ-এর টিকিট শেষ। মিশিগানেও প্রায় সব টিকিট সোল্ড আউট।’ আগামী ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে ‘বরবাদ’ প্রদর্শিত হবে। ১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টো—এই তিন শহরে সিনেমাটি চলবে।
|
|
|
|
বৈশাখের তাপদাহে বাড়তি উষ্ণতা যোগ করলেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। লঙলাইন আইরিস লেস ব্রালেটে তাকে দেখা গেল পুলের জলে। ছবি পোস্ট করে ক্যাপশনে দিলেন অন্য রকম ইঙ্গিত।
পবিত্র ঈদুল ফিতরে কেবল স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। ছবিতে আরও অভিনয় করেছিলেন আবদুন নূর সজল। দর্শক না থাকায় মাত্র ১২ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয় ছবিটি। এর আগে সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে তরুণ হাসিনা চরিত্রে দেখা গিয়েছিল ফারিয়াকে। এক বছর বিরতির পর পর্দায় ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর।
আজ (১৬ এপ্রিল) বুধবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সাদা ব্রালেট পরা ছবিগুলোর মন্তব্যে আগুনের ইমোজি দিচ্ছেন অনুরাগীরা। ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ফ্যাশন করা, নজর কাড়ার মাধ্যমে এমন ভাব ধরেছি, যেন ইচ্ছা করেই চুল ভিজাইনি।’ এই ক্যাপশন থেকে কি অন্য কোনো ইঙ্গিত করেছেন ফারিয়া?
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরই কি তার ক্যারিয়ারে অন্ধকারের ছায়া পড়েছে? ছবিমুক্তির আগে এমন প্রশ্ন করা হয়েছিল ফারিয়াকে। জবাবে ফারিয়া বলেছিলেন, ‘আমি সেটা মনে করি না। আর্টিস্টের কোনো জাত নেই, দল নেই, সে এসবের কোনো কিছুই বিলং করে না। আর্টিস্ট শুধুই চরিত্রের ভূমিকায় অভিনয় করে, এটাই তার কাজ। আমি তো পর্দায় নুসরাত ফারিয়ার ভূমিকায় অভিনয় করছি না, করছি অন্য কারও ভূমিকা।’
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন ৩’ সেভাবে আলোচিত না হলেও আলোচনায় ছিল ছবির গান ‘কন্যা’। গানটির জন্য প্রশংসিত হয়েছেন ফারিয়া। তবে ‘জ্বীন-৩’-এর এই ভরাডুবি কেন? ক্ষতির মুখে পড়বেন কি না জানতে চাইলে ছবির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, হাতে গোনা কয়েকটি একপর্দার হলে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন তারা। বরং ঈদের পর বড় পরিসরে ছবি পরিবেশন করবেন, আবার নাও করতে পারেন। যাই করুন না কেন, এতে তাদের ব্যবসায়িক কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। ‘মুজিব’-এর আগে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা গেছে তাকে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই ঢালিউড তারকা। শিগগিরই সেসবের খবর জানাবেন এই তিনি।
|
|
|
|
|
|
|
|