বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অপহরণের পর ধর্ষণ, পলাতক আসামি গ্রেফতার   * ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল   * ঢামেকের ইনজেকশন বিক্রি করে দিচ্ছিলেন ২ নার্স, হাতেনাতে ধরা   * দেশে ৩৪ লাখ শিশু রাস্তায় জীবনযাপন করছে : গবেষণা   * অপরিপক্ক তরমুজে সয়লাব বাজার, বিক্রি হচ্ছে চড়া দামে   * হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫০ টাকা   * ঢাকায় কমেছে বেগুন-লেবু-শসার দাম   * গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০   * রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক   * সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী  

   বিনোদন -
                                                                                                                                                                                                                                                                                                                                 
চলতি মাসেই ‘অভাগী’ হয়ে আসছেন মিথিলা

বিনোদন ডেস্ক : রাফিয়াত রশীদ মিথিলা অভিনয়গুণে দুই বাংলার দর্শককের মন জয় করেছেন। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমায় তাকে দেখা যাবে।

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় এ সিনেমার নাম ‘ও অভাগী’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিথিলাকে।

এরই মধ্যে ‘ও অভাগী’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে আসতেই সাড়া ফেলে দিয়েছেন মিথিলা। এ সিনেমায় নাম ভূমিকায় মিথিলাকে দেখা যাবে। চলতি মাসের শেষেই অর্থাৎ, ২৯ মার্চ ‘ও অভাগী’ সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েই নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মিথিলা। সিনেমায় অভাগীর লুকে নিজেকে নিয়ে অনেক পরীক্ষা চালিয়েছেন মিথিলা। সিনেমায় রসিকের ভূমিকায় দেখা যাবে আরজে সায়নকে।

‘ও অভাগী’ সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর, লগ্নাজিতার মতো শিল্পীরা। প্রবীর ভৌমিকের প্রযোজনায় ‘ও অভাগী’ সিনেমায় দেখা যাবে ষাট-সত্তরের দশকের গ্রামীণ বাংলার পটভূমি। যেখানে ষোলো আর তিরিশ বছরের দুই লুকে অভাগীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

আর নারী যদি হয় দলিত শ্রেণির, তাহলে তাদের উপর যে শোষণ হয়, ‘ও অভাগী’ সিনেমায় তারই প্রতিচ্ছবি দেখা যাবে। তাই অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এ পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।’

চলতি মাসেই ‘অভাগী’ হয়ে আসছেন মিথিলা
                                  

বিনোদন ডেস্ক : রাফিয়াত রশীদ মিথিলা অভিনয়গুণে দুই বাংলার দর্শককের মন জয় করেছেন। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমায় তাকে দেখা যাবে।

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় এ সিনেমার নাম ‘ও অভাগী’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিথিলাকে।

এরই মধ্যে ‘ও অভাগী’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে আসতেই সাড়া ফেলে দিয়েছেন মিথিলা। এ সিনেমায় নাম ভূমিকায় মিথিলাকে দেখা যাবে। চলতি মাসের শেষেই অর্থাৎ, ২৯ মার্চ ‘ও অভাগী’ সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েই নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মিথিলা। সিনেমায় অভাগীর লুকে নিজেকে নিয়ে অনেক পরীক্ষা চালিয়েছেন মিথিলা। সিনেমায় রসিকের ভূমিকায় দেখা যাবে আরজে সায়নকে।

‘ও অভাগী’ সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর, লগ্নাজিতার মতো শিল্পীরা। প্রবীর ভৌমিকের প্রযোজনায় ‘ও অভাগী’ সিনেমায় দেখা যাবে ষাট-সত্তরের দশকের গ্রামীণ বাংলার পটভূমি। যেখানে ষোলো আর তিরিশ বছরের দুই লুকে অভাগীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

আর নারী যদি হয় দলিত শ্রেণির, তাহলে তাদের উপর যে শোষণ হয়, ‘ও অভাগী’ সিনেমায় তারই প্রতিচ্ছবি দেখা যাবে। তাই অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এ পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।’

ওমরাহ পালন করতে সৌদি গেলেন ফেরদৌস
                                  

চিত্রনায়ক ফেরদৌস ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) তার সোশ্যাল মিডিয়ায় মক্কা শরিফে তোলা একটি ছবি প্রকাশ করেছেন।

তার পুরো নাম ‘ফেরদৌস আহমেদ’। তিনি বর্তমানে সংসদ সদস্য। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ফেরদৌস অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে। এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে।

এছাড়া ফেরদৌস অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘নন্দিত নরকে’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মত বউ’ ইত্যাদি।

‘ডন-৩’ সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন কিয়ারা
                                  

বলিউডের আলোচিত নির্মাতা ফারহান আখতারের পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘ডন-৩’সিনেমা। ‘ডন’ এ ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি।

‘ডন’ সিনেমাটি ২০০৬ সালে পরিচালক ফারহান শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করেন ‘ডন’। এরপর ২০১১ সালে ‘ডন-২’ নির্মাণ করা হয়। দুটি সিনেমাই ব্যাপক ব্যবসা সফল হয়।


‘ডন’ সিনেমার তৃতীয় পর্বটিতেও ফারহান শাহরুখ খানকে চেয়েছিলেন। কিন্তু শাহরুখ রাজি হননি। শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দিয়ে ‘ডন-৩’সিনেমার জন্য রণবীরকে নির্বাচিত করেন ফারহান।

জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোমা। ‘ডন’ ও ‘ডন-২’ সিনেমায় রোমার চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। ২০০৬ সালে ফারহানের ‘ডন’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ ও প্রিয়াঙ্কা।

তারপরে ২০১১ সালে ‘ডন-২’ সিনেমায়ও নিজেদের চরিত্রে ফেরেন তারা। সেই সময়েই গুঞ্জন শোনা যায়, পর্দার বাইরে দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে।

এবার শাহরুখের স্থানে রণবীর। রোমের চরিত্রে চূড়ান্ত করা হয়েছে কিয়ারা আদবাণীকে। তাও নাকি রণবীরের সুপারিশেই। এবার এই চরিত্রের জন্যই নিজের জীবনের এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন কিয়ারা।


‘ডন-৩’ সিনেমার জন্য সিনেমার প্রযোজকরা কোমর বেঁধে নামছেন। বলিউডে বেশি বাজেটের সিনেমা তৈরি হয়েছে এর আগেও। কিন্তু পুরনো ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের জন্য যে বাজেট ধরা হয়েছে, তা নাকি সত্যিই অনেকটাই বেশি।

সাধারণত শুটিং শুরুর আগে সিনেমা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে শোনা যাচ্ছে, ‘ডন-৩’ তৈরি করতে প্রায় ২৭৫ কোটি রুপির একটা বাজেট তৈরি করা হয়েছে। এ সিনেমার জন্য কিয়ারা পাচ্ছেন প্রায় ১৩ কোটি রুপি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।


খুব শিগগির ‘ওয়ার-২’ সিনেমায় কিয়ারাকে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা যাবে। সেখানেও এমন পারিশ্রমিক পাচ্ছেন না, যা ‘ডন-৩’-এর জন্য দেওয়া হচ্ছে তাকে। ২০১৬ সালে ক্যারিয়ারের শুরু কিয়ারার। ১০ বছর পার করার আগেই কিয়ারার ক্যারিয়ারে নতুন করে যাত্রা শুরু করেছে।

নতুন করে রাজনীতি শুরু করবেন মাহি
                                  

গেল জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে নির্বাচনে জয়ের দেখা পাননি তিনি।

নির্বাচনের পরপরই সংসার জীবনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। ফলে মাহির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্নের। কারণ স্বামী রাকিব সরকারের হাত ধরেই নির্বাচনের মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।

যেহেতু রাকিবের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না মাহি, ফলে আগামীতে রাজনীতির মাঠে তার উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে প্রশ্নের। সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও নতুন করে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করবেন তিনি। রাজনীতি থেকে এখনই অবসরে যাচ্ছেন না।

মাহি বলেন, ‘অভিনয় ও রাজনীতি সমান্তরাল চলবে। আমি প্রথমে কেন্দ্র থেকে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সিদ্ধান্ত বদলেছি। আমার শৈশব-কৈশোরের তানোর থেকে রাজনীতিতে সক্রিয় হব। শুধু অভিনয়ই নয়, রাজনীতির ক্যারিয়ারেও আবার শূন্য থেকে শুরু করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। তবে সেই সংসারও ভাঙতে চলেছে বিয়ের তিন বছরের মাথায়।

এ কোন সাবিলা নূর!
                                  

 

অভিনেত্রী সাবিলা নূরকে দেখে চেনার উপায় নেই! গায়ের রং খুব কালো। মুখটা ফ্যাকাশে। ‘বিদিশা’ নামের একটি নাটকে কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নারী দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে এটি।

‘বিদিশা’র চিত্রনাট্য সাজিয়েছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শকরা চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।’

সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাতসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে।

‘বিদিশা’ গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আগামী ৮ মার্চ নারী দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

একদশকের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে তাপসী
                                  

ভারতীয় শোবিজজুড়ে শোনা যাচ্ছে একের পর এক বিয়ের খবর। রাকুলপ্রীত ও জ্যাকির বিয়ের রেশ কাটতে না কাটতেই আবারও বলিউডে বিয়ের সানাই বাজতে যাচ্ছে। জানা গেছে, মার্চেই বিয়ে করছেন অভিনেত্রী তাপসী পান্নু।

শোনা যাচ্ছে আগামী মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন তাপসী। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ও ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এ অভিনেত্রী।

শিখ ও খ্রিস্টান দুই মতেই তারা বিয়ে করবেন। এ থেকে অনুমান করা যাচ্ছে, বেশ কয়েকদিন চলবে বিয়ের পর্ব। মুম্বাইয়ের বাইরে বিয়ে করবেন তাপসী- এমনটাই জানা যাচ্ছে।

পরিণীতির মতোই উদয়পুর তাপসীর পছন্দের শহর। সেখানেই বিয়ের আসর বসতে যাচ্ছে। এটি একটি সম্পূর্ণ পারিবারিক আয়োজনের বিয়ে। শুধুমাত্র পরিবারই উপস্থিত থাকবে। আমন্ত্রিতের তালিকায় থাকছেন না বলিউডের প্রথম সারির তারকারা। বিয়ের সঠিক তারিখ না জানা গেলেও আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

একদশকেরও বেশি সময় ধরে তাপসী ও ম্যাথিয়াসের প্রেমের সম্পর্ক। তারা সম্পর্ক গোপন না রাখলেও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তাপসী। বরাবরই তিনি তার জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।

বলিউডে স্পষ্টভাষী হিসেবেই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। কোনো বিতর্ক হোক বা ব্যক্তিগত প্রশ্ন, যেকোনো বিষয়েই কোনো রাখঢাক নয়, সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি। যদিও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে।

কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গে তাপসী বলেন বিয়ে নিয়ে তাদের কোনো তাড়াহুড়ো নেই। তবে সন্তান নেওয়ার পরিকল্পনার কারণে আগেই তারা বিয়েটা সারতে চাইছেন।

বাবা হারালেন চিত্রনায়িকা পপি
                                  

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পপির পারিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ দিন ধরেই পর্দার অন্তরালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ঢালিউডের এই চিত্রনায়িকা।

বিয়ে করেছেন অভিনেতা তামিম মৃধা
                                  

ছোটপর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা বিয়ে করেছেন। আজ (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন এ অভিনেতা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম।

বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।

এসময় নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম লিখেছেন, ‘রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে ২০১৯ সালের ২৫ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। আট বছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই বিয়ের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন এ অভিনেতা।

অভিনেতা তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
                                  

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতোমধ্যেই তিনি নিজের অভিনয় দক্ষতায় দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডেও। এবার ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাঁধন। শুধু তা-ই নয়, তিনি হতে যাচ্ছেন জুরি প্রধান।

খবরটি জানিয়ে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। একটু অবাক হলেও, ভীষণ সম্মানিত বোধ করছি। এমনিতে আমি আমার কাজ নিয়ে বিভিন্ন দেশের উৎসবে ভ্রমণ করেছি ‘রেহানা’, ‘খুফিয়া’ নিয়ে। ওটা একধরনের অভিজ্ঞতা। আর জুরি হওয়া আরেক অভিজ্ঞতা। এটা আমাকে সমৃদ্ধ করবে।

ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি আগামী ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৭ মার্চ পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতে প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম।

বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মেঘনা কন্যা’
                                  

পরিচালক ফুয়াদ চৌধুরী নির্মাণ করছেন ‌‘মেঘনা কন্যা’ নামে একটি সিনেমা। নারীপাচারের ঘটনা কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে।

দেশের বাইরে প্রর্দশীত হলেও এবার জানা গেল, ‘মেঘনা কন্যা’ সিনমোটি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী নিজেই।

নির্মাতা ফুয়াদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, আগে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে মুক্তি দেওয়া হয়নি। যারা সিনেমাটি দেখেছে তারা সবাই বলেছে ‘মেঘনা কন্যা’ ঈদে মুক্তি দিতে। তাই আমরা সবাই সিনেমাটির কলাকুশলীদের কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি।

নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় বিভিন্ন রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।

আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স’ প্রযোজিত সিনেমাটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসাইন, সেমন্তি সৌমি, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমা আরও অনেকে।

সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

নতুন জীবনে কাঞ্চন-শ্রীময়ী
                                  

সব ধরনের আলোচনা-সমালোচনার পাশ কাটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এরই মধ্যে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভারতীয় গণমাধ্যমকে শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

এদিকে বিয়ের অনুভূতি প্রকাশ করে শ্রীময়ী বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।”

শ্রীময়ী আরও জানান, ‘আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সেসব এখনো নির্ধারণ করা হয়নি। আমন্ত্রিতদের একটি তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।’

শ্রীময়ী একসঙ্গে থাকার প্রসঙ্গে বলেন, ‘আপাতত এখন মায়ের কাছে রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করব।’

কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন, সেই কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। দুজনের সম্পর্কেও কোনো রাখঢাক ছিল না। বাধা ছিল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ।

গত ১০ জানুয়ারি তাদের বিয়ের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তারপরেই আর কোনো বাধা ছিল না দুজনের সামনে। অবশেষে একে অপরের হলেন দুজনে।

বলিউডে ৫৫ বসন্ত পার অমিতাভের, চমকে দিলেন এআই দিয়ে
                                  

বলিউড ও অমিতাভ বচ্চন দুটোই যেন সমার্থক। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি দাপটের সঙ্গে হিন্দি সিনেমায় কাজ করছেন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে পর্দায় অভিষিক্ত হন অমিতাভ বচ্চন। সে হিসেবে রুপালি পর্দায় তার ৫৫ বসন্ত পার হলো।

তিনি বলিউড সাম্রাজ্যের শাহেনশা। খান-কাপুরদেরও ‘বিগ বি’। মুম্বাই ইন্ডাস্ট্রির মোস্ট সিনিয়র সিটিজেন। শাহরুখ-সালমানদের গুরুজন তিনি। অভিনয়ে জীবনের ৫৫টি বসন্ত কাটিয়ে ফেলছেন। সে উপলক্ষ্যে আধুনিকতম প্রযুক্তির সহযোগিতা নিলেন ‘বিগ বি’।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নিজের তিনটি ছবি বানিয়ে পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায়, তার মাথায় সিনেমা নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশের ভিড়। এর মাধ্যমে যেন তিনি বোঝালেন, গোটা জীবন ধরে সিনেমাই তার ধ্যানজ্ঞান। তাই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও ছাড়লেন না তিনি। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেমা ইন্ডাস্ট্রির অনুজরাও।

১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেন বিগ বি। তারপর কেটে গেছে ৫৫টি বছর। এই পাঁচ দশকে অন্তত ২০০টির উপর সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। তার সঙ্গে বিজ্ঞাপনী জগৎটাও বিশাল। শনিবার সেই ৫৫ বছরের ফিল্মি ক্যারিয়ারের উদযাপন করতেই এআই-এর শরণাপন্ন হয়েছেন অভিনেতা।

জীবনের শেষ সিনেমা সম্পর্কে ইঙ্গিত দিলেন শাহরুখ
                                  

শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালের শেষে মুক্তি পায়। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই থেকে পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হয়। এর উপরে মহামারি ও লকডাউনের প্রভাব শাহরুখকে পিছিয়ে দিয়েছে।

এসব কারণে প্রায় সব মিলিয়ে প্রায় চার বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। ২০২৩ সালের জানুয়ারি মাসে বলিউড বাদশা যে স্বরূপে প্রত্যাবর্তন করেছেন। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’।

গত বছরের প্রথম সিনেমাই সুপারহিট হয়। ভারতসহ দুনিয়াজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল এ সিনেমা। ‘পাঠান’ ঝড় থামতে না থামতেই ‘জওয়ান’সিনেমায় মজেছিলেন ভক্ত-অনুরাগীরা। সেপ্টেম্বরে ‘জওয়ান’আলোড়ন তোলার পর বছরের শেষ বড়দিনের মৌসুমে ‘ডাঙ্কি’র মুক্তি পায়। একই বছরে পরপর তিনটি হিট সিনেমা- ভাবা যায়!

কিন্তু নতুন বছরে কী পরিকল্পনা বাদশার? এ বছর কি একটিও সিনেমা মুক্তি পাবে না শাহরুখের? না কি হিটের হ্যাটট্রিক করেই নেবেন অবসর তিনি! এখন এ আলোচনাই চলছে শাহরুখ ভক্তদের মাঝে।

সম্প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তার চলচ্চিত্র ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে কথা বলেছেন। তার জীবনদর্শন নিয়ে কথা বলেছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, গত বছরের তার হিট সিনেমা হ্যাটট্রিকের পর এবার কি পুরোপুরি অবসর নেবেন তিনি?

এমন প্রশ্ন ওঠার অবশ্য সঙ্গত কারণও রয়েছে। কেননা নতুন বছরে এখনো তার কোনো সিনেমার কথা শোনা যাচ্ছে না। দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখ খান জানান, আরও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি।

শাহরুখ আরও জানিয়েছেন, জীবনের শেষ যে সিনেমাটি করবেন, সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হবে। সেটি তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা হবে। এ সিনেমা নির্মাণের শুরু আগে জন্য তিনি দর্শকদের কাছে অনুরোধ করবেন উর্দু ও আরবি ভাষা শেখার জন্য। তিনি চান তার শেষ সিনেমাটি যাতে বিশ্বজুড়ে দর্শকরা উপভোগ করতে পারেন।

ভালোবাসা দিবসে সুখবর দিলেন স্পর্শিয়া
                                  

চারদিকে যেন আনন্দের ঝরনাধারা বইছে। কারণ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একইদিনে। তাই সবাই খুশিতে মেতেছেন। এরই মাঝে ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

সুখবরটি হচ্ছে- স্পর্শিয়া ভালোবাসা এবং বসন্তের দিনে বিয়ে করেছেন। পাত্র চট্টগ্রামের সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। আজ (১৪ ফেব্রুয়ারি) ইনানি বিচে আকদ অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এক বন্ধুর মাধ্যমে রিফাতের সঙ্গে পরিচয় হয় স্পর্শিয়ার। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব ও প্রেম।

স্পর্শিয়া পাত্র প্রসঙ্গে বলেন, ‘আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’স্পর্শিয়ার বিয়ের কথা জেনে তার ভক্ত-অনুরাগীরা শুভ কামনা জানাচ্ছে।

ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেলেন ফারিণ
                                  

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছেন। ‘ফাতিমা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। ফারিণ নিজেরই এ সংবাদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন।

তবে পুরস্কার প্রদানের সময় ফারিণ উপস্থিত ছিলেন না। তার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার পরিচালক ধ্রুব হাসান। এ কথা বর্ণনা করে ফারিণ লেখেন, ‘আমার ফিল্ম ফাতিমার জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। ইচ্ছে ছিল আরও একদিন থেকে নিজের হাতে পুরস্কার গ্রহণের, কিন্তু থাকতে পারলাম না।’

ফারিণ আরও লেখেন, ‘তবে আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন পরিচালক ধ্রুব হাসান ভাইয়া। এর চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’

৮ ফেব্রুয়ারি বিকালে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ফারিণের সিনেমাটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের সিনেমাগুলো।

এবারের ফজর চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘সিচুয়েশন অব মাহদি’। এটি নির্মাণ করেছেন হাদি হেজাজি ফার। এছাড়া ‘নাইট গার্ড’সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রেজা মীর কারিমি।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তান্নাজ তাবাতাবায়ি। ‘উইদাউট হার’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমিন হাইয়ায়ি। ‘লাস্ট স্নো’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার লাভ করেছেন।

ক্যারিয়ারের শুরুতে ফাতিমা নামের পূর্ণদৈর্ঘ্য সিনেমাতে অভিনয় করেছিলেন ফারিণ। ধ্রুব হাসান নির্মিত এ সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, পান্থ কানাই, ইয়াশ রোহান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, শাহেদ আলী, আয়েশা মনিকাসহ আরও অনেকে।

ভালোবাসা দিবসে শান্তর ২ নাটক
                                  

মাত্র বছর তিনেক হলো শোবিজে পা রেখেছেন। শুরুটা ছিল ফ্যাশন হাউজের মডেল হিসেবে। এ দুই বছরে তার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হয়েছে। বলা হচ্ছে- মারিয়া চৌধুরী শান্তর কথা।

এরই মধ্যে শান্ত প্রায় ২০টির মতো ওভিসি-টিভিসিতে কাজ করেছেন। প্রথমবার নাটকে অভিনয় করেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে। নাটকের শিরোনাম ছিল ‘লাফাঙ্গা’। প্রথম কাজেই ভিউয়ের দৌড়ে বাজিমাত করেছেন টিভি পর্দায়। এরপর বেশ কিছু একক নাটকে অভিনয় করেছেন।


এরই ধারাবাহিকতায় ‘বুক পকেটের গল্প’ ও ‘দেয়ালে ঠেকলে পিঠ’ শিরোনামের দুটি নাটক ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন মারিয়া শান্ত। নাটকের গল্প প্রসঙ্গে এ অভিনেত্রী বললেন, আপাতত দুইটি কাজ আসছে ভালোবাসা দিবসে। ভালোবাসার গল্প। ফিকশনের গল্পগুলো একটু ভিন্ন হবে। এর মধ্যে জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্পে’ ৬ জন শিল্পীর তিনটি গল্প রয়েছে। এতে আমি ‘অচেনা অতিথি’র গল্পটায় আমি করেছি।

তিনি আরও বলেন, তবে সবশেষে দেখা যাবে প্রত্যেকটি গল্পের সাথে সংযোগ আছে। এখানে আমারসহ শিল্পী শাশ্বত দত্ত। আর ‘দেয়ালে ঠেকলে পিঠ’ নাটকে আমার সঙ্গে রয়েছেন মুশফিক আর ফারহান।

আলাপকালে মারিয়া জানালেন, তিনি ক্লাসিক গল্পে কাজ করতে চান। অভিনেত্রীর ভাষ্য, আমি চাচ্ছি অনেক ডেডিকেট নিয়ে কাজ করতে। করে ফেললাম, বানায় ফেললাম, এমন কাজ করতে চাচ্ছি না। এজন্য আমি পছন্দ করে কাজ করার চেষ্টা করছি। আমার মনে হয় চরিত্র আর গল্প খুব গুরুত্বপূর্ণ জিনিস।


মারিয়া শান্ত অভিনীত উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে প্রাণ, ইমামি, বার্জার পেইন্ট ইত্যাদি। তিনি বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হয়েছেন। এর মধ্যে রয়েছে– ইয়েলো, রেড অরিজিন, টুয়েলভ, সেইলর ইত্যাদি। এছাড়াও ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে একটি ফ্যাশন হাউজের মডেল হয়েছেন মারিয়া।


   Page 1 of 111
     বিনোদন
চলতি মাসেই ‘অভাগী’ হয়ে আসছেন মিথিলা
.............................................................................................
ওমরাহ পালন করতে সৌদি গেলেন ফেরদৌস
.............................................................................................
‘ডন-৩’ সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন কিয়ারা
.............................................................................................
নতুন করে রাজনীতি শুরু করবেন মাহি
.............................................................................................
এ কোন সাবিলা নূর!
.............................................................................................
একদশকের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে তাপসী
.............................................................................................
বাবা হারালেন চিত্রনায়িকা পপি
.............................................................................................
বিয়ে করেছেন অভিনেতা তামিম মৃধা
.............................................................................................
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
.............................................................................................
এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মেঘনা কন্যা’
.............................................................................................
নতুন জীবনে কাঞ্চন-শ্রীময়ী
.............................................................................................
বলিউডে ৫৫ বসন্ত পার অমিতাভের, চমকে দিলেন এআই দিয়ে
.............................................................................................
জীবনের শেষ সিনেমা সম্পর্কে ইঙ্গিত দিলেন শাহরুখ
.............................................................................................
ভালোবাসা দিবসে সুখবর দিলেন স্পর্শিয়া
.............................................................................................
ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেলেন ফারিণ
.............................................................................................
ভালোবাসা দিবসে শান্তর ২ নাটক
.............................................................................................
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া
.............................................................................................
সিনেমা ছাড়া ক্যাটরিনা আরও যেসব উৎস থেকে আয় করেন
.............................................................................................
শিল্পকলায় শেষ শ্রদ্ধা আহমেদ রুবেলকে, দাফন গাজীপুরে
.............................................................................................
নিলয়-মাহির ‘স্বপ্নের বাসর’
.............................................................................................
তেহরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া
.............................................................................................
মন ভালো নেই ঋতুপর্ণার
.............................................................................................
আসছে তৌসিফ-পায়েলের ‘বউ বোঝে না-২’
.............................................................................................
আইসিইউতে ফারুকী
.............................................................................................
রাশমিকার ডিপফেক ভিডিও বানানোয় অভিযুক্ত গ্রেপ্তার
.............................................................................................
বিতর্কিত সেই সিনেমার জন্য ক্ষমা চাইলেন নয়নতারা
.............................................................................................
এক গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল
.............................................................................................
নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে নয়নতারার সিনেমা
.............................................................................................
শাহরুখের নতুন রেকর্ড
.............................................................................................
সবাই বিয়ে করছে, আর আমি!
.............................................................................................
২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার
.............................................................................................
ভোট দিলেন ফেরদৌস
.............................................................................................
হাতির সঙ্গে ছবি তুলে খুশি সাফা কবির
.............................................................................................
জাহ্নবীর শরীরের বিউটি স্পট দেখতে চেয়ে ক্ষুদেবার্তা
.............................................................................................
শাহরুখের সঙ্গে রোম্যান্স, শুটিংয়ে কেঁদে ফেলতেন রানি
.............................................................................................
২০২৪ সালে বিয়ের কোনো পরিকল্পনা নেই : নুসরাত ফারিয়া
.............................................................................................
অভিষেকেই সেরার তালিকায় জয়া
.............................................................................................
চারপাশে সব ফেরেশতা: অপু বিশ্বাস
.............................................................................................
অন্যের কথায় বুবলীকে সন্দেহ করেছিলাম: মুন্নি
.............................................................................................
প্রকাশ পেল নির্বাচনী গান ‘নৌকার পালে জয়ের বাতাস’
.............................................................................................
অভিনয়ের প্রাধান্যটাই আমার কাছে আগে : জয়া
.............................................................................................
নতুন গান নিয়ে এলেন আঁখি আলমগীর
.............................................................................................
নতুন নাটকে মেহজাবীন
.............................................................................................
সেন্সর পেল ‘অ্যানিমেল’, মুক্তি পাচ্ছে বাংলাদেশে
.............................................................................................
‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী
.............................................................................................
হাসপাতালে শুভশ্রী
.............................................................................................
দুই বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নায়িকা আঁচল
.............................................................................................
নায়িকা হয়ে আসছেন সারিকা
.............................................................................................
জিমে কাকে মিস করছেন মিমি?
.............................................................................................
ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD