বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু   * লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ শঙ্কা   * বিদায়ী ভাষণে রাজনৈতিক জীবনের ইতি টানলেন বাইডেন   * পুতুলকে ডব্লিউএইচওর পরিচালক নিয়োগে হাসিনার হস্তক্ষেপের অভিযোগ   * যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৩০   * ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস   * ২০ জানুয়ারির মধ্যে হামাস-ইসরায়েলের যুদ্ধ বিরতির জোর প্রস্তুতি : ইসরায়েলকে যদি পূর্বেই থামানো যেত তাহলে গাজায় এত মানুষ নিহত হতো না : বিশ্লেষক তাজুল ইসলাম   * ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড   * অপরাধে জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা   * সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে মামলা  

   সোশ্যাল মিডিয়া -
                                                                                                                                                                                                                                                                                                                                 
জিপিএ-৫ পেলেন সেই মুশতাকের স্ত্রী তিশা

অসম বয়সে বিয়ের কারণে বহুল আলোচিত-সমালোচিত খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। এবারের এইচএসসি পরীক্ষায় জি

পিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিশা। এতে খুশি হয়ে মুশতাক বললেন ‘অভিনন্দন হুররাম’।


মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশিত হলে তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে মুশতাককে অভিনন্দন জানাতে দেখা যায়।

মুশতাক বলেন, ‘আমার হুররামকে অভিনন্দন। আপনারা জানেন আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে এবং আমাদের জীবনের অনেক চড়াই উতরাইয়ের পরেও তিশা বরাবরই ভালো শিক্ষার্থী হওয়ায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন।’

তিশা বলেন, ‘রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করিনি। পরীক্ষার আগে শেষ দুই মাস অনেক বেশি পরিশ্রম করেছি। এটা যদিও নতুন কিছু নয়; আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ আমিতো এটাই পাই। সবাই আমার জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ।’


রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

জিপিএ-৫ পেলেন সেই মুশতাকের স্ত্রী তিশা
                                  

অসম বয়সে বিয়ের কারণে বহুল আলোচিত-সমালোচিত খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। এবারের এইচএসসি পরীক্ষায় জি

পিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিশা। এতে খুশি হয়ে মুশতাক বললেন ‘অভিনন্দন হুররাম’।


মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশিত হলে তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে মুশতাককে অভিনন্দন জানাতে দেখা যায়।

মুশতাক বলেন, ‘আমার হুররামকে অভিনন্দন। আপনারা জানেন আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে এবং আমাদের জীবনের অনেক চড়াই উতরাইয়ের পরেও তিশা বরাবরই ভালো শিক্ষার্থী হওয়ায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন।’

তিশা বলেন, ‘রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করিনি। পরীক্ষার আগে শেষ দুই মাস অনেক বেশি পরিশ্রম করেছি। এটা যদিও নতুন কিছু নয়; আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ আমিতো এটাই পাই। সবাই আমার জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ।’


রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আবারও ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
                                  

আবারও মঞ্চ মাতাতে ঢাকা আসছেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে আতিফের গাওয়া ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের কথা জানায়। পরে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ঢাকায় আতিফের গাওয়ার বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি।

এর আগেও কয়েকবার ঢাকা এসেছেন আতিফ। গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মঞ্চ মাতিয়ে যান তিনি। ৭ মাসের মধ্যে আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন এই গায়ক।

আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টার দিকে। কবে থেকে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে, তা এখনও জানায়নি আয়োজক প্রতিষ্ঠান।


‘আদাত’, ‘ও লামহে ও বাতে’, ‘তেরে বিন’- এর মতো জনপ্রিয় কিছু গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন আতিফ আসলাম।

২০০২ সালে পাকিস্তানে বন্ধুদের নিয়ে ‘জাল’ নামে একটি ব্যান্ড করেছিলেন আতিফ, সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘মাহি ভে’, ‘আখন সে’ ও ‘জাল পরি’ গানগুলো পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচিত হয়।

তবে ক্যারিয়ারের বেশির ভাগ গানই বলিউডের করেছেন তিনি, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সঙ্কটের মধ্যে তাকেসহ একাধিক পাকিস্তানি শিল্পীকে কয়েকবার বলিউড থেকে বহিষ্কারও করা হয়েছে।

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে বললেন মেহজাবীন
                                  

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ মঙ্গলবার। এ বছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরামর্শ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যারা খারাপ ফল করেছে তাদের হতাশ না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রী লিখেছেন, ‌‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের জন্য শুভকামনা জানিয়ে মেহজাবীন বলেন, ‘যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।’

প্রসঙ্গত, গত ৩০ জুন শুরু হয়ে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে পরীক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

আন্তর্জাতিক জুরি বোর্ডে অভিনেতা এনায়েত উল্ল্যাহ সৈয়দ
                                  

অভিনেতা, নাট্যকার ও পরিচালক এনায়েত উল্ল্যাহ সৈয়দ। যিনি শিপুল সৈয়দ নামে শোবিজে পরিচিত। সময়ের ব্যস্ততম অভিনেতা শিপুল সৈয়দ বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ এর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন। এরই মধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। জুরি বোর্ডের প্রাথমিক পর্যবেক্ষণে ১৫৩ থেকে ৫০টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ৫০টি চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

এ প্রসঙ্গে শিপুল সৈয়দ বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ সবগুলো রাউন্ডেই বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। একজন পরিচালক হিসাবে বিষয়টি আমার কাছে গর্বেরও বটে।

শিপুল সৈয়দ আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ট চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। কর্মের যোগ্যতা অনুযায়ি নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি।

এই প্রত্যয়ে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎস প্রতিবছর আয়োজন করে আসছে। ৭ বছর পেরিয়ে ৮ বছরে পর্দাপণ করলো বাভাসি, সত্যি একটি মাইলফলক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাভাসি। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।

হলিউড নিয়ে এখনই ভাবছেন না আলিয়া
                                  

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনের পাশাপাশি হলিউডেও নাম লিখিয়েছেন তিনি। পেয়েছেন প্রশংসাও। তবে এখন আর চাইলেও তিনি হলিউডে কাজ করতে পারবেন না। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের শোতে এসে এমনটাই জানান আলিয়া। খবর : মিরচি প্লাস

২০২৩ সালে মুক্তি পায় আলিয়া অভিনীত সিনোমা ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার শুটিং যখন চলছিল তখনই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকা। এরপর ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহার। সন্তান জন্মের পর তেমন একটা বিরতি নেননি আলিয়া। এর মধ্যেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জিগরা’।

সেই সিনেমার প্রচারে এসে তিনি জানালেন, যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে সম্ভব নয়।

আলিয়া বলেন, ‘হলিউডে কাজ করার বিষয়ে আমি সবসময়ই আগ্রহী। তবে এখন আগের মতো চাইলেই আমি চলে যেতে পারব না। কারণ এখন রাহা আছে। তাই চাইলেও এ মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন-চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর এভাবে দীর্ঘদিন বাইরে থাকতেও পারব না।’

এরপর হলিউড প্রসঙ্গে আলিয়া আরও বলেন, হলিউডের প্রোজেক্টগুলোতে অনেক সময় লাগে, তারা হুটহাট কোনো কাজ করে না। তাই আপাতত হলিউডের কাজ করা নিয়ে ভাবা হচ্ছে না।

যদিও এর আগে মেয়েকে দেখাশোনার বিষয়ে রণবীর কাপুর কতটা পারদর্শী সে কথা জানিয়েছিলেন আলিয়া। এমনকি রণবীর নিজেও জানিয়েছিলেন, তারা দুজনে একসঙ্গে কাজে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন। তাই মেয়ের জন্যই আপাতত হলিউড নিয়ে ভাবছেন না এই নায়িকা।

এদিকে আলিয়া অভিনীত ‘জিগরা’ মুক্তি পেয়েছে ১১ অক্টোবর। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না। ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ প্রথম দিনে ভারতে ৪.২৫ কোটি আয় করে।

তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না: অপু বিশ্বাস
                                  

সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি নানানভাবে উদযাপন করেছে দেশের তারকারা। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তবে দুর্গোৎসব এলে একাকীত্ব ভর করে ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর ওপর। মাকে মনে পড়ে তার। কেননা মা-ই তার সব ছিল।

অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।


পূজা কীভাবে কাটালেন জানতে চাইলে তিনি বলেন, অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছি। পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। তাই সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি ছিল। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটিয়েছি। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করার চেষ্টা করেছি। ওকে নিয়েই ছিল এবারের সব পরিকল্পনা। এ ছাড়া পূজায় পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর উপহার দিচ্ছি। নিজেও পূজার উপহার পাচ্ছি।


এদিকে সম্প্রতি উপস্থাপনায় নাম লিখিয়েছেন অপু। প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করেছেন অনুষ্ঠানে। অপুর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সেসব অনুষ্ঠান।

বের হলেই সবাই ঘিরে ধরে: মিম
                                  

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। ব্যতিক্রম নন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার দুর্গাপূজা ঘিরে ভিন্ন সাজে ধরা দিচ্ছেন এই নায়িকা। এর আগে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন। এবার তার পরিকল্পনা কী, কীভাবে কাটাবেন, তা জানালেন তিনি।

পূজা আসলেই নিজের মতো করে সাজতে পছন্দ করেন মিম। ষষ্ঠী থেকে দশমী, পূজার একেক দিনে একেক রকম পোশাক পরেন। এবারের পূজার পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে মিম জানালেন, পরিবার নিয়ে ঢাকার মন্দিরে মন্দিরেই ঘুরবেন তিনি। মিমের কথায়, ‘ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দেখার। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’


বাইরে না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও বর্তমানের যানজটকে দুষলেন মিম। বললেন, ‘আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।’


ছোট বেলার পূজার স্মৃতি নিয়ে মিম বলেন, ‘ছোট বেলায় অনেক আনন্দ করতাম, ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আর সেই আনন্দটা নেই। এখন গ্রামে গেলে বাসা থেকে বের হতে পারি না, কারণ বের হলেই সবাই ঘিরে ধরে। হয়তো আত্মীয়-স্বজনদের বাসায় যাই, সেখানেও লোকজন ভিড় করে থাকে। এতে খারাপ লাগে না আমার। কারণ আমাদের গ্রামেরই তো মানুষ। কিন্তু ওই যে বললাম, শৈশবের মতো ঘুরে বেড়াতে পারি না।’

প্রসঙ্গত, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এখনকার পূজা নিয়ে আক্ষেপ অপু বিশ্বাসের
                                  

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এ বছরের পূজা কেমন কাটছে, তা জানিয়েছেন নায়িকা।

তবে নায়িকা মনে করেন, এখনকার সময়ে চেয়ে আগের সময়ের পূজা-ই বেশি আনন্দের ছিল। সেই স্মৃতি তুলে ধরে সম্প্রতি একটি গণমাধ্যমে নায়িকা বলেন, ‘ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে।’

এবার পূজায় ঢাকাতেই থাকবেন অপু বিশ্বাস। তার সাজ-পোশাকেও রাখবেন ঐতিহ্যের ছোঁয়া। বললেন, ‘পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে, কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা।’

বছর কয়েক আগে মা হারান অপু বিশ্বাস। এরপর থেকে নায়িকার পূজা কেটেছে কোনো আমোদ-আনন্দ ছাড়াই। এদিকে ছেলে আব্রাম খান জয়ও বড় হচ্ছে। ছেলের স্কুল ছুটি থাকায় জয়কে নিয়েই পূজা কাটাবেন অপু।

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন এই নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এর পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

শিলার বিয়ে
                                  

বিয়ে করছেন ঢালিউড নায়িকা শিরিন শিলা। আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার রাতে প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিল ও শিলার বিয়ের অনুষ্ঠান। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন শিলা।

শিলা ও সাজিলের পরিচয় ছয় বছর আগে, ২০১৮ সালের ৫ অক্টোবর। পরিচয়ের মাসেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব খানের ‘হিটম্যান’ সিনেমার এই অভিনেত্রী। তার প্রেমিক সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট।


অভিনন্দন জানাতে ফোন করলে শিলা বলেন, ‘এখন বিউটি পার্লারে। এতদিন পর্দার জন্য বউ সেজেছি। আজ সত্যি সত্যি বউ সাজাবো। ভেবেছিলাম, “কবুল” বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু কীভাবে যেন আপনি জেনে গেছেন!’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিলার হবু বর সাজিল। তার কথা জানতে চাইলে শিলা বলেন, ‘আমাদের অনেকদিনের পরিচয় ও বোঝাপড়া। দুই পরিবারের উপস্থিতিতে আজ আকদ হচ্ছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে বিবাহত্তোর সংবর্ধনা।’

ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। মূল নায়িকা না হলেও ওই ছবিতে দর্শকের নজর কেড়েছিলেন শিলা। পরে তাকে পাওয়া যায় শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’, মেহেদি হাসানের ‘শেষ বাজি’ সিনেমায়। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে শিলা অভিনীত ছবি ‘জিম্মি’।

নাম ঘোষণা হতেই মিঠুনের চোখে পানি!
                                  

বছরের শুরুতেই পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন মিঠুন চক্রবর্তী। আর এবার বর্ষীয়ান অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নয়াদিল্লিতে মিঠুনের নাম ঘোষণা হতেই বর্ষীয়ান এ অভিনেতার চোখ ছলছল হয়ে গেছে।


দাদা সাহেব ফালকে পুরস্কার হাতে মঞ্চে দাঁড়িয়ে মিঠুন বলেন, ‘এই মঞ্চে আমি আগেও তিনবার এসেছিলাম, প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর মাথাটা একটু খারাপ হয়েছিল। ভেবেছিলাম বড় কিছু করে ফেলেছি নিজেকে অ্যালপাচিনো ভাবছিলাম।’


এ অভিনেতার ভাষ্য, ‘লোকে বলত ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো রং চলবে না। এখানে কী করছো? ফিরে যাও, রাস্তা দিয়ে যেতে যেতে লোকে কালিয়া বলতো। আমি ভাবতাম কী করব? ভগবানকে বলতাম কী করব এই রং তো পালটাতে পারব না? ভাবতাম যে আমি নাচতে জানি, পা দিয়ে এমন নাচব যাতে লোকে আমার গায়ের রং না দেখে, আমার পায়ের দিকে দেখে, পা থামতে দেয়নি। লোকে তখন আমার রং ভুলে গেল আমি হয়ে গেলাম সেক্সি, ডাস্কি বাঙালি বাবু।’


এদিকে ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার গ্রহণ করবেন কৌশিক। কেমন অনুভূতি এ বিষয়ে পরিচালক বললেন, ‘মিঠুন চক্রবর্তী পাবে না তো কে পাবে! তার এই সুবিশাল সিনেম্যাটিক সফর।’

শেষে তিনি বলেন, ‘আগে ধরা হতো দাদাসাহেব ফালকে প্রায় রিটায়ারমেন্টের সম্মানের মতো সেটা কিন্তু নয়। ভালো লাগে যখন এমন সময় এই সম্মান দেওয়া হচ্ছে যখন তার পরেও মানুষ কাজ করবে। আর মিঠুনদার ক্ষেত্রে খুব আনন্দের কারণ তার ছবিও রিলিজ হয়েছে। সব একসাথে হচ্ছে।’

পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন
                                  

 

ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রত চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘মহিষাসুরমর্দ্দিনী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আবারও দুই তারকাকে নিয়ে গুঞ্জন চাউর হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, প্রযোজক প্রদীপ চুড়িওয়াল ও পবন কানোরিয়ার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা-পরমব্রত। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।

প্রযোজক পবন কানোরিয়া জানান, পরিচালক প্রদীপ চুড়িওয়ার একটি ছবির প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করবেন পরমব্রত। তবে এই সিনেমায় ঋতুপর্ণা থাকবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমার কাহিনিতে সম্পর্কের কোনো একটি বিশেষ স্তর দেখানো হতে পারে চলচ্চিত্রটিতে। তবে ঋতুপর্ণার অভিনয়ের বিষয়ে চুপ প্রযোজক।

মাঝে পরমব্রত তার জনপ্রিয় সিরিজ ‘পর্ণশবরীর শাপ’-এর দ্বিতীয় সিজন ‘নিকষছায়া’-এর শুটিং শেষ করেছেন। এতে চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সিরিজটি ওয়েব প্ল্যাটফরমে দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন পরমব্রত। তিনি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন।

আমার খুব হুটহাট প্রেম হয়ে যায় : স্বস্তিকা
                                  

পূজা উপলক্ষে ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নির্মিত নতুন সিনেমা ‘টেক্কা’। যেখানে একসঙ্গে অভিনয় করেছেন দেব-স্বস্তিকা। বহুদিন বাদে প্রাক্তন প্রেমিক সৃজিতের ছবিতে কাজ করেছেন স্বস্তিকা।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সৃজিতের সঙ্গে যোগাযোগটা যেহেতু রয়েছে, তাই আলাদা করে কিছু ফিল করতে পারছি না। কাজের বাইরে আমাদের দেখা হতোই। খেতে গিয়েছি। একসঙ্গে বেরও হয়েছি। বন্ধু হিসেবে দুজনের সম্পর্কটা আছে। সৃজিত খুব খেতে ভালোবাসে। আমিও তাই। যে কারণে দীর্ঘদিন পর কাজ করলেও নতুন করে কিছু ফিল হয়নি।

নিজের প্রাক্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সৃজিত অনেক শান্ত হয়েছে। আজকাল কাজের সময় ফোন কম চেক করে। সোশ্যাল মিডিয়ার এডিকশন ছিল। দেখলাম সেটাও অনেকটাই কমেছে। আর একটা বিষয় দেখে ভালো লাগল, আমাদের ডিওপি থাকা সত্ত্বেও বেশ কিছু শট সৃজিত নিজে নিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি খুব ইয়ার্কি মেরেছি। বলেছি. যে শর্টগুলো সৃজিত নিয়েছে, সেগুলো অন্যদের থেকে বেশি ভালো হয়েছে।
দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, প্রশ্নে স্বস্তিকা বলেন- দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিতে দেব যে অভিনয়টা করেছে, অন্য কোনও ছবিতেই করেনি। আমি নিশ্চিত, এরপরে হয়তো করবে। এই ধরনের অভিনয়গুলো শিখে গেছে ছেলেটা। আগামী দিনে আমি ওর সঙ্গে আরও কাজ করতে চাই। `টেক্কা`-তে আমাদের স্ক্রিন টাইম কম ছিল।

এ বছর পুজার প্ল্যান জানিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকে দেখেছি মা ঘাটে দুর্গাপুজা করতেন। আমি এখনও সেটা করি। সেজন্য পুজার সময় কলকাতায় থাকাটা আমার কাছে খুব জরুরি। মায়ের ওই একটা জিনিস আমি রেখে দিয়েছি। ছোট থেকে দেখেছি বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজা হতো। এবার পুজায় কলকাতাতেই থাকতে চাই।’

ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন স্বস্তিকা। পূজায় প্রেম হয়েছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন- ‘(হাসি) সারাবছর প্রেম করায় আমি বিশ্বাসী। পুজা কিংবা ভ্যালেন্টাইনস ডে- ওরকম দিনক্ষণ দেখে প্রেমটা হয় না। আমার প্রেম হয় হুটহাট। এখন তো কাজের ঠেলায় সময়ও পাচ্ছি না। তার মধ্যে আমার যে প্রতিবাদী সত্ত্বা মানুষের সামনে এসেছে, তাতে আর কখনও প্রেম হবে কি না জানি না।’

কে এই হানিয়া আমির
                                  

সামাজিক মাধ্যমে কদিন ধরে বাংলাদেশের নেটিজেনরা যে নারীকে নিয়ে চর্চায় মেতেছে, তিনি হানিয়া আমির। তার ছবি, তার ভিডিও এবং ‌`তার মতো দেখতে` শিশুশিল্পী লুবাবাকে নিয়ে হাস্যরস ও উপহাসও করছেন তারা। কে এই হানিয়া আমির!

লুবাবার কারণে এই আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এক সাক্ষাৎকারে লুবাবাকে বলতে দেখা গেছে, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমার এবং হানিয়া আমিরের ছবি যুক্ত করে প্রকাশ করছেন। কেউ কেউ লিখেছেন, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলে হানিয়া আমির আমার চেয়ে দেখতে অনেক সুন্দর।’ লুবাবার সেই সাক্ষাৎকার ভাইরাল হয়ে যায়।

হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০১৬ সালের উর্দু সিনেমা ‘জানান’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ সহশিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

২০১৭ সালে কমেডি সিনেমা ‘না মালুম আফরাদ-২’, ২০১৮ সালে যুদ্ধের সিনেমা ‘পরওয়াজ হ্যায় জুনুন’ এবং ২০২০ সালে রোমান্টিক সিনেমা ‘ইশকিয়াত’-এ অভিনয় করেছেন হানিয়া আমির। এ ছাড়া ২০২২ সালে টেলিভিশন সিরিজ ‘মেরে হামসাফার’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

সম্প্রতি লন্ডনে একটি কনসার্টে অংশ নিয়েছেন হানিয়া আমির। সেখানকার কয়েকটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলোতে জনপ্রিয় র‌্যাপার ও শিল্পী বাদশাহর সঙ্গে দেখা গেছে তাকে। তবে তাদের একজন ছিলেন দর্শকসারিতে, অন্যজন মঞ্চে। সেই কনসার্টে আরও ‍উপস্থিত ছিলেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তিনিও বাদশার এবং হানিয়ার ছবি সামাজিক মিডিয়ায় প্রকাশ করেছেন। পাশাপাশি ওই কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, মঞ্চে ওঠার আগে দিলজিতকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছেন বাদশা। এরপর দুজন মঞ্চে উঠতেই অনুরাগীদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

দিলজিতের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, কনসার্টে একদম প্রথম সারিতে বসে আছেন হানিয়া। তিনি সবার সঙ্গে উল্লাস করছেন। বাদশাহকে মঞ্চে দেখে তার চোখেমুখে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এ ছবি দেখে দিলজিতের এক অনুরাগী লিখেছেন, ‘বাদশাহ-হানিয়ার প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা সত্য বলে প্রমাণিত হলো।’


কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বাদশাহর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে হানিয়া আমির খোলামেলা কথা বলেছিলেন। সে সময় বাদশাহর গানের কথা উঠলে হানিয়া জানান, তিনি বাদশার গানে মুগ্ধ। এ সময় হানিয়া বাদশার গাওয়া তার প্রিয় কিছু গানের কথাও উল্লেখ করেন।

কীভাবে শাড়ি পরেছেন— শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনদের
                                  

নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ইতিবাচক ইমেজ তৈরি করেছিলেন, তা যেন তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গিয়েছে। একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল— এসব কর্মকাণ্ড তাকে বারবার বিতর্কের মুখে ফেলছে। সেকারণে সামাজিক মাধ্যমে তিনি ছবি বা ভিডিও প্রকাশ করলেই একের পর এক নেতিবাচক মন্তব্য করন নেটিজেনরা। এবার এ নায়িকা ট্রল শিকার হলেন পূজায় ঢাক বাজিয়ে।

মহালয়ার দিন থেকেই টলিউডে পূজার আমেজ। অভিনেত্রীরা ঢুঁ মারছেন বিভিন্ন মন্ডপে। শ্রাবন্তীও আছেন এ তালিকায়। একটি মন্ডপ উদ্বোধনে সেজেগুজে দেখা যায় শ্রাবন্তীকে। মুখে একগাল হাসি। বেশ জমিয়ে ঢাক বাজান নায়িকা।

‘সিংহাম এগেইন’ দিয়ে বলিউডে অভিষেক দীপিকার মেয়ের!
তবে শ্রাবন্তীর এই ঢাক বাজানো ভালোভাবে নেননি নেটাগরিকরা। মন্তব্যের ঘরেই ধুয়ে দিয়েছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, “তুমি বলেছিলে না প্রতিবাদ করবে, পূজা করবে না। কী হলো ম্যাডাম!”

কেউ মন্তব্য করেছেন, “আপনার লজ্জা করল না একটা বড় ছেলে আছে এভাবে শাড়ি পরেছেন।” আবার কেউ লেখেন, “কীভাবে শাড়ি পরেছেন আপনার লজ্জা লাগছে না” কারও আবার মন্তব্য আছে, “আপনি এত সুন্দর কেন? আমাদের তো কষ্ট হয়।”তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী।

রাফীর প্রস্তাবে আপত্তি নেই দীঘির
                                  

সময় কখনো একতালে চলে না। সম্পর্কও তেমন। আজ যাকে ভালো লাগছে না অন্যদিন সেই হয়ে উঠতে পারে হৃদয়ে দোলা দেয়া মানুষ। বিশেষ করে শোবিজে সম্পর্কের মারপ্যাচ সবসময়ই জটিল ও রহস্যময়। তারই যেন প্রমাণ দিলেন ঢাকাই সিনেমার হিট নির্মাতা রায়হান রাফী ও এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

বছর দুই আগের ঘটনা। দীঘি অনৈতিক অভিযোগ আনেন রায়হান রাফীর বিরুদ্ধে। রাফীও বসে থাকেননি। নায়িকার ফিটনেস নিয়ে আঙুল তুলেছিলেন তিনি। তখন রাফীর বিরুদ্ধে দীঘির একাধিক অভিযোগের মধ্যে প্রধানটি ছিল, পরিচালক তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও তাকে বাদ দিয়েছিলেন। নিজের প্রেমিকাকে নায়িকা করতেই এমন কাজ করেছিলেন তিনি। এ অভিযোগের পরই, দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন রাফী। সেসব নিয়ে সোরগোল পড়ে যায় চারদিকে।

অনেকেই মনে করছিলেন রাফী যতোই হিট নির্মাতা হোক তার সঙ্গে দীঘি কাজ করবেন না কখনো। তবে সে ভাবনায় জল ঢেলে দিয়ে জুটি হয়ে আসছেন নায়িকা ও নির্মাতা। চরকির নাম চূড়ান্ত না হওয়া একটি সিরিজে রায়হান রাফীর পরিচালনায় কাজ করতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে এই প্রসঙ্গে এখনই কথা বলতে নারাজ দুজনই।

তবে রাফীর সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই জানিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন দীঘি। তার ভাষ্য, ‘ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।’

বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, সিরিজটিতে আরও অভিনয় করবেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানও। থাকবে আরও অনেক চমক। এরইমধ্যে দীঘি ও জাহিদ হাসানের সঙ্গে কাজের প্রস্তাবসহ প্রাথমিক আলোচনা শেষ করেছেন রাফী। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

হিনার জন্মদিন উপলক্ষ্যে যা করলেন ভক্তরা
                                  

ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তবুও আশাবাদী।

এদিকে এ অভিনেত্রীর জন্মদিনে তার কাছের মানুষ ও অনুরাগীরা নায়িকার জন্মদিন উদযাপনকে আরও বিশেষ করে তুলেছিল। সেই ঝলকই অভিনেত্রী শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। হিনা খান তার ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন।

যেখানে দেখা যায়, তার ৩৭ তম জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। বন্ধু এবং ভক্তদের ভালবাসায় অভিনেত্রীর এই বিশেষ দিন আরও বিশেষ হয়ে উঠেছিল। সকলের ভালোবাসায় আল্পুত অভিনেত্রী এই ভিডিওটি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভিডিও পোস্ট করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘কী আশ্চর্য! এত বছর ধরে নিরন্তর ভালোবাসা দিয়ে আসছেন আপনারা আমাকে। আমি প্রতি বছর আপনাদের এত প্রশংসা, আশীর্বাদ পেয়ে আপ্লুত। আপনারা প্রতিটি কঠিন সময় আমার পাশে ছিলেন।’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার ‘হিনাহোলিক’রা আমার শক্তি, আমার আশ্রয়, আমার অভিভাবক। আমি জানি আপনারা আমার পিছনে আছেন এবং আপনারা তা বারবার প্রমাণ করেছেন। এমনকি আমার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়েও।’

প্রসঙ্গত, চলতি বছরে জুন মাসের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্যানসারে আক্রান্তের কথা প্রকাশ করেছিলেন। সে পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যারা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে।’


   Page 1 of 117
     সোশ্যাল মিডিয়া
জিপিএ-৫ পেলেন সেই মুশতাকের স্ত্রী তিশা
.............................................................................................
আবারও ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
.............................................................................................
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে বললেন মেহজাবীন
.............................................................................................
আন্তর্জাতিক জুরি বোর্ডে অভিনেতা এনায়েত উল্ল্যাহ সৈয়দ
.............................................................................................
হলিউড নিয়ে এখনই ভাবছেন না আলিয়া
.............................................................................................
তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না: অপু বিশ্বাস
.............................................................................................
বের হলেই সবাই ঘিরে ধরে: মিম
.............................................................................................
এখনকার পূজা নিয়ে আক্ষেপ অপু বিশ্বাসের
.............................................................................................
শিলার বিয়ে
.............................................................................................
নাম ঘোষণা হতেই মিঠুনের চোখে পানি!
.............................................................................................
পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন
.............................................................................................
আমার খুব হুটহাট প্রেম হয়ে যায় : স্বস্তিকা
.............................................................................................
কে এই হানিয়া আমির
.............................................................................................
কীভাবে শাড়ি পরেছেন— শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনদের
.............................................................................................
রাফীর প্রস্তাবে আপত্তি নেই দীঘির
.............................................................................................
হিনার জন্মদিন উপলক্ষ্যে যা করলেন ভক্তরা
.............................................................................................
উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন অপু বিশ্বাস
.............................................................................................
নিজেকে ‘ছাগল’ বললেন মাহিয়া মাহি
.............................................................................................
তৃপ্তির পারিশ্রমিক বেড়েছে আড়াই গুণ
.............................................................................................
প্রিয়াঙ্কার ভিডিও ভাইরাল
.............................................................................................
পূজার সাজে লাস্যময়ী রূপে মিম
.............................................................................................
অতৃপ্ত প্রেমের গল্প কুসুমের, নির্মাতা-নায়িকাও তিনি
.............................................................................................
প্রথম দিনের আয় ৭৭ কোটি, কী আছে দেভারায়
.............................................................................................
ঢাকায় যে কারণে বাতিল হলো ‘জাল’ এর কনসার্ট
.............................................................................................
এত বড় প্রযোজক, মুখ খুললে আমাকেই শেষ করে দেবে : ঋতাভরী
.............................................................................................
ডাবল উত্তেজনা কাজ করছে: মেহজাবীন
.............................................................................................
শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে : তিশা
.............................................................................................
‘পুষ্পা-২’ থেকে বাদ তৃপ্তি দিমরি
.............................................................................................
মাঝে মধ্যেই ট্রলের শিকার হতেন প্রিয়াঙ্কা
.............................................................................................
দাম্পত্য অভিমান নাকি বিচ্ছেদসূচনা
.............................................................................................
নির্মাতা রিংকু আটক
.............................................................................................
৭ বছর ধরে ফেসবুক ব্যবহার করেন না সারিকা
.............................................................................................
রায়হান রাফীর সঙ্গে প্রেম ছিল কী না, জানালেন তমা মির্জা
.............................................................................................
প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন পূজা চেরি
.............................................................................................
হলিউডে বড় চমক জ্যাকুলিন ফার্নান্দেজের
.............................................................................................
ঢাবিতে গণপিটুনিতে নিহত তোফাজ্জল প্রসঙ্গে মুখ খুললেন আশফাক নিপুন
.............................................................................................
ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান
.............................................................................................
নতুন সম্পর্কে নুসরাত ফারিয়ার!
.............................................................................................
এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে
.............................................................................................
তিশার রাখঢাক তানজিন !
.............................................................................................
মা হতে ভয় পান তামান্না
.............................................................................................
ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব শিল্পী ছিলেন
.............................................................................................
শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ
.............................................................................................
এবার ডিপজলের নামে হত্যা মামলা
.............................................................................................
যে কারণে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন দীপ্তি
.............................................................................................
বাঁচার ইচ্ছা নেই শ্রীলেখার
.............................................................................................
‘ছিলাম নায়িকা, হয়ে গেলাম নাইট গার্ড’
.............................................................................................
প্রতিবাদী কণ্ঠ রোধ করলে আমিও পারতাম : শ্রীলেখা
.............................................................................................
ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন ইলিয়াস কাঞ্চন
.............................................................................................
নীরবতার কারণ জানালেন ফারিণ
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD