তৃপ্তির পারিশ্রমিক বেড়েছে আড়াই গুণ
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকে একের পর এক কাজের সুযোগ পাচ্ছেন তৃপ্তি দিমরি। এই সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বৃদ্ধি করেছেন অভিনেত্রী। বর্তমানে তার পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন। গত এক বছরের খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি।
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর আর তাকে পিছনে তাকাতে হয়নি। একের পর এক কাজের সুযোগ এসেছে। তার অভিনীত ব্যান নিউজ ছবিটি বক্স অফিসে সাড়া না ফেললেও তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের রসায়ন নজর কেড়েছে।
বর্তমানে ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবি নিয়ে ব্যস্ত নায়িকা। তারই মাঝে হাতে আসছে একের পর এক কাজ। তবে কাজ থেকে মুখ ফেরাচ্ছেন নায়িকা। একদিকে যেমন অভিনীত চরিত্রের বিষয় বিস্তারিত ভাবনা চিন্তা করার পর তাতে অভিনয় করবেন কি না, তা স্থির করছেন। তেমনই নজর দিচ্ছেন নিজের পারিশ্রমিকে।
২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তৃপ্তি । এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ নয় বরং আড়াই গুন বেশি পারিশ্রমিক নিচ্ছেন নায়িকা। বর্তমানে নিজের পারিশ্রমিক ১ কোটি করেছেন তৃপ্তি দিমরি। এমনই খবর শোনা যাচ্ছে বলিপাড়ায় । বর্তমানে তার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।
অ্যানিম্যাল ছবিতে বেশ বোল্ড চরিত্রে দেখা দিয়েছিলেন। এমন চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন নায়িকা। উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি দিমরি, দিল্লিতে যদিও বড় হয়েছেন। বুলবুল ও কালা-র মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, খ্যাতি দিয়েছে অ্যানিম্যাল।
রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তৃপ্তি দিমরি। হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া ৩-র কাজ।
|
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকে একের পর এক কাজের সুযোগ পাচ্ছেন তৃপ্তি দিমরি। এই সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বৃদ্ধি করেছেন অভিনেত্রী। বর্তমানে তার পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন। গত এক বছরের খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি।
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর আর তাকে পিছনে তাকাতে হয়নি। একের পর এক কাজের সুযোগ এসেছে। তার অভিনীত ব্যান নিউজ ছবিটি বক্স অফিসে সাড়া না ফেললেও তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের রসায়ন নজর কেড়েছে।
বর্তমানে ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবি নিয়ে ব্যস্ত নায়িকা। তারই মাঝে হাতে আসছে একের পর এক কাজ। তবে কাজ থেকে মুখ ফেরাচ্ছেন নায়িকা। একদিকে যেমন অভিনীত চরিত্রের বিষয় বিস্তারিত ভাবনা চিন্তা করার পর তাতে অভিনয় করবেন কি না, তা স্থির করছেন। তেমনই নজর দিচ্ছেন নিজের পারিশ্রমিকে।
২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তৃপ্তি । এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ নয় বরং আড়াই গুন বেশি পারিশ্রমিক নিচ্ছেন নায়িকা। বর্তমানে নিজের পারিশ্রমিক ১ কোটি করেছেন তৃপ্তি দিমরি। এমনই খবর শোনা যাচ্ছে বলিপাড়ায় । বর্তমানে তার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।
অ্যানিম্যাল ছবিতে বেশ বোল্ড চরিত্রে দেখা দিয়েছিলেন। এমন চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন নায়িকা। উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি দিমরি, দিল্লিতে যদিও বড় হয়েছেন। বুলবুল ও কালা-র মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, খ্যাতি দিয়েছে অ্যানিম্যাল।
রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তৃপ্তি দিমরি। হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া ৩-র কাজ।
|
|
|
|
তেলেঙ্গানায় সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সামান্য আঘাতও লেগেছে। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছেন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল।’
এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।
প্রিয়াঙ্কা মোহনকে শিগগিরই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’-এ দেখা যাবে। যে ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ভক্তেরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যিই বোধহয় বিয়ে করছেন। যদিও ভাইরাল ছবিটি ‘ব্রাদার’-এর শুটিংয়ের সময় তোলা।
|
|
|
|
আর কয়েক দিন পড়েই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। ইতোমধ্যে মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে পূজার আমেজ। সেই ছোঁয়া লেগেছে বিদ্যা সিনহা মিমেরও। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তাই পূজার সাজে লাস্যময়ী রূপে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন মিম।
ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েছে সাদা শাড়ি। যার পাড় ও আঁচলজুড়ে লালের ছোঁয়া। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপিস্টিক সঙ্গে নাকে একটি বড় নথও পরেছেন তিনি।
শুধু তাই নয়, গলায় লম্বা চেইন, হাতে শাখা-পলা ও সোনালি বালাও পরনে রয়েছে তার। খোলা চুল, মিষ্টি হাসি আর পদ্মফুল হাতে একেবারে দেবীর রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন মিম।
এদিকে পূজার সাজে অভিনেত্রীর ছবিগুলো দেখে তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে যেন কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে তাদের।
|
|
|
|
চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করছেন অভিনয়শিল্পী কুসুম শিকদার। তার নিজের লেখা গল্পের বই ‘অজাগতিক ছায়া’ থেকে বানিয়েছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘শরতের জবা’। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেখানে দেখা যাবে অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, অপ্রত্যাশিত মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়ছে মূল চরিত্র। এই সিনেমার গল্প যেমন কুসুমের, নির্মাতা ও কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পীও তিনি।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২টায় চ্যানেল আইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘শরতের জবা’ ছবির মুক্তির ঘোষণা দেন কুসুম। ছবিটির অন্যতম প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয় কুসুম সিকদারের গল্পের বই ‘অজাগতিক ছায়া’। এই বইয়ের গল্প থেকেই নির্মিত হয়েছে ‘শরতের জবা’। সেখানে দেখা যাবে একজন একা নারীর রহস্যময় জীবন, অতৃপ্ত প্রেম, আঘাত পরম্পরা, অপমৃত্যুর ঘটনায় জড়িয়ে যাওয়া। প্রশ্ন উঠবে, জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার পেছনে?
কুসুম সিকদার ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। ১১ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস-এ ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ছবির প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র বলে আসলে কিছু নেই। এখানে প্রতিটি চরিত্রই কেন্দ্রীয় চরিত্র। প্যারালালি সবাইকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।’
প্রায় ৮ বছর পর সিনেমায় ফিরলেন কুসুম সিকদার। তার অভিনীত শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে, গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। এতকাল পর ক্যামেরার সামনে ফিরে কেমন লেগেছিল? জানতে চাইলে তিনি বলেন, ‘আনন্দ লেগেছে। কিন্তু এবার যেহেতু আমি নির্মাতা, তাই একটা চাপ ছিল, শেষ করতে পারব কি না, ঠিক মতো করতে পারব কি না। ভয় ছিল, এটা একটা ফিল্ম, অনেক মানুষ জড়িয়ে আছে এর সঙ্গে, অনেক বিষয় জড়িয়ে আছে। মনে পড়ে, শুটিং হয়েছিল আমার দাদাবাড়ি নড়াইলে। আমাদের নিজেদের বাড়িতে। এত বড় ইউনিট নিয়ে সেখানে থাকা, সেটাও একটা টেনশন ছিল। শুধু অভিনয়শিল্পী হিসেবে কাজ করলে এতটা টেনশন থাকে না।’
২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেছিলেন কুসুম সিকদার, নাম ‘শেষ অশেষের গল্প’। সেই হিসেবেও প্রায় ৬ বছর পর অভিনয়ে ফিরলেন কুসুম।
|
|
|
|
মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় নতুন সিনেমা ‘দেভারা’। প্রথম দিনে কেবল ভারত থেকে এই ছবি আয় করেছে ৭৭ কোটি রুপি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও বলিউডের জাহ্নবী কাপুর। কিন্তু কী আছে এই ছবিতে?
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া ‘দেভারা’র আয়ের বেশির ভাগ এসেছে মূলত তেলেগু ইন্ডাস্ট্রি থেকে।
স্যাকনিক ডটকম জানিয়েছে, ভারত থেকে ছবিটি আয় করেছে ৭৭ কোটি রুপি। এর মধ্যে তেলুগু থেকে ৬৮ দশমিক ৬ কোটি, হিন্দি থেকে ৭ কোটি, কন্নড় থেকে ৩০ লাখ, তামিল থেকে ৮০ লাখ এবং মালয়ালম থেকে ৩০ লাখ রুপি। মূলত তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই ৭৯ দশমিক ৫৬ শতাংশ আয় করেছে ছবিটি। বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ছবিটির পর্যালোচনায় বলেছে, ছবিতে জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসনীয়। চিত্রনাট্যে যে ফাঁক-ফোকরটুকু রেখেছিলেন পরিচালক, দ্বৈত চরিত্রে অভিনয় দিয়ে তা ভরাট করে দিয়েছেন জুনিয়র এনটিআর। ‘আয়ুধা পূজা’ গানে এবং একটি বিয়ের দৃশ্যে তার অভিনয় প্রশংসনীয়। ছেলের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে এনটিআরের কিছুটা খামতি ছিল। ভৈরা চরিত্রে বলিউড অভিনেতা সাইফ আলি খান বেশ অভিনয় করেছেন। তবে দেভারার শত্রু হিসেবে চরিত্রটির গাম্ভীর্যের প্রয়োজন ছিল। এই ছবি দিয়ে তেলুগু দুনিয়ায় পা রেখেছেন জাহ্নবী কাপুর।
ছবির ট্রেলারে দেখা যায়, সমুদ্রের পাড়ে বসে আছেন ব্যক্তি। উত্তাল সমুদ্রের ঢেউ তার সামনে আছড়ে পড়ছে। ঢেউয়ের রং লাল। এরপর একটি কণ্ঠকে বলতে শোনা যায়, এই সমুদ্রের জল তার জন্যই রক্তাক্ত হয়েছে। দেখা যায়, পাচার ঠেকাতে মাঝ সমুদ্রে অস্ত্র হাতে পাচারকারীদের খুন করছে কেউ! সাইফ আলি খান ও জাহ্নবী কাপুরের ঝলকও দেখানো হয় ট্রেলারে। ছবিতে সাইফ আলি খানকে জুনিয়র এনটিআরের বন্ধু হিসেবে দেখা যাবে। জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের প্রেমিকা। ট্রেলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন, সঙ্গে ছিল নাচের দৃশ্য।
‘দেভারা-পার্ট ১’ ছবিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো, নারায়ণ প্রমুখ। ছবিটি তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। পরিচালনা করেছেন কোরাতালা শিব।
|
|
|
|
পাকিস্তানি ব্যান্ড জালসহ দেশের তিন ব্যান্ডের পূর্বঘোষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরেনায় চার ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন কারণে স্থগিত করা হয়েছে এই কনসার্ট। এরমধ্যে প্রথম কারণ হলো, বৃষ্টি। এছাড়াও নিরাপত্তা ও সুরক্ষার কথাও উল্লেখ করেছেন তারা।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ঢাকায় এই কনসার্টের পূর্ণ অনুমতি তারা এখনও পায়নি; যেখানে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। জানায়, সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে।
এদিকে প্রশাসনের তরফে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, নিরাপত্তা ইস্যুতে আউটডোরে আয়োজকের কনসার্টের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর্মি স্টেডিয়ামে কিংবা কোনো ইনডোর ভেন্যুতে করলে নিরাপত্তার ঝুঁকি কম থাকবে বলে মনে করে প্রশাসন। তবে আউটডোরে ঝুঁকি রয়েছে। বিষয়টি নাকি আয়োজকদের সপ্তাহখানেক আগেই জানানো হয়েছিল।
এ বিষয়ে অবশ্য আয়োজক পক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, অনুমতি নয়, বৃষ্টির জন্যই স্থগিত করা হয়েছে কনসার্ট। গত তিন দিনের টানা বৃষ্টিতে ভেন্যুর অনেক ক্ষতি হয়েছে। কিন্তু শেষমেশ স্থগিত করতেই হচ্ছে। এ বিষয়ে প্রেস কনফারেন্সে নতুন তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে।
শুক্রবার রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরেনায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে পারফর্ম করার জন্য ইতোমধ্যে ঢাকায় এসেছে পাকিস্তানি ব্যান্ড জাল। আগের ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানে ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্যাপন করবে ব্যান্ডটি। এছাড়াও অনুষ্ঠানে অর্থহীন, ভাইকিংস ও থাকার কথা ছিল।
এর আগে বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের সামনে কথা বলেন `জাল` এর ভোকালিস্ট গওহর মমতাজ। বললেন, ‘এক যুগ পর ঢাকায় গাইতে এলাম। প্রথমবার যখন এসেছিলাম, আমার বার বার শুধু মনে হচ্ছিল, আমরা উদুর্তে গান করি। এখানে সবাই বাংলায় কথা বলে। আমাদের গান দর্শক কতটা বুঝবে! কিন্তু স্টেজে উঠে আমি প্রতিমুহূর্তে অবাক হয়েছি। আমাদের প্রতিটি গান তাদের মুখস্থ। অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম পাকিস্তানে।’
গওহর আরও বলেন, ‘আমি বাংলা কিছুটা বুঝতে পারি। আশা করি আরও বাঙালি শিল্পীদের সঙ্গে বাংলা গানে এই আসর চমৎকার করে জমানো যাবে।’
|
|
|
|
যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে প্রকাশ হওয়া ‘হেমা কমিশন’ এর রিপোর্টে জানা যায় এ তথ্য।
অনেক অল্প বয়সেই টালিউডে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ছোট বয়সে সাফল্যও পান। ঋতাভরীর ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ একসময় বিপুল জনপ্রিয়তা পায়। ধারাবাহিকে সাফল্য মিলতেই একবারে বড় পর্দার নায়িকা হওয়ার প্রস্তুতি নেন। আর সেখানেই কাজের নামে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। তাও আবার টালিউডের এক নামী প্রযোজকের হাতে।
সে সময় বিষয়টি প্রকাশ করার সুযোগ পাননি ঋতাভরী। কারণ, অভিনেত্রীর তখন পায়ের তলার মাটি শক্ত ছিল না। কিন্তু সে ঘটনা যেন এখনও ভুলতে পারেন না অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু বিরক্তিকর ঘটনা ঘটে। একটা মিটিং করতে যাই টালিউডের এক খ্যাতনামা প্রযোজকের সঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও গায়ে হাত দেন তিনি। চেঁচিয়ে বেরিয়ে যাই সেখান থেকে। তিনি হাত ধরেছিলেন, আমার তার পর থেকে নিজেকে নোংরা লাগছিল। আমি মাকে পর্যন্ত বলতে পারিনি। শুধু মনে হত, আমি ভুল করেছি। আমি কেন গেলাম মিটিংটাতে! আসলে পায়ের তলার মাটি শক্ত ছিল না, ভয়ে ছিলাম তখন। এত বড় প্রযোজক!
যদিও এখন পরিস্থিতি বদলেছে। নিজের অবস্থানও পোক্ত করেছেন অভিনেত্রী। বলিউড থেকে দক্ষিণী ছবি পর্যন্ত যাতায়াত বেড়েছে ঋতাভরীর। যদিও কাউকে কলঙ্কিত করা তার উদ্দেশ্য নয় বলেই জানান অভিনেত্রী। প্রশ্ন উঠতে পারে, এত দিন পর মুখ খুললেন কেন? ঋতাভরী জানান, শহরে যখন আরজি কর-কাণ্ড নিয়ে দিনের পর দিন প্রতিবাদ চলছে, সেই সময়েই এক প্রতিবাদ মিছিলে তিনি দেখতে পান ওই প্রযোজককে। তার পর আর চুপ করে থাকতে পারেননি।
সূত্র : আনন্দবাজার
|
|
|
|
ক্যারিয়ারে একের পর এক চমক দেখাচ্ছেন দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটকে অভিনয়ের পর নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিনে প্রকাশ্যে আসে সিনেমাটির পোস্টার।
‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। টরন্টো ঘুরে এবার ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে স্থান পেয়েছে সিনেমাটি।
আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিজিভি সেন্টাম সিটি থ্রি-তে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে পুনরায় দেখানো হবে এটি।
সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন মেহজাবীনের ‘সাবা’। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’র জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত মেহজাবীন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভীষণ ভালো লাগা কাজ করছে। অনেক খুশি আমি। ‘সাবা’ সিনেমার পুরো টিম খুশি। ডাবল উত্তেজনা কাজ করছে। ‘টরন্টো চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটি দেখে সবাই প্রশংসা করেছে। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন।
তিনি আরও বলেন, ওখানে এবারই প্রথম আমি দেখেছি, বিদেশি দর্শকরা ভিনদেশি একটি সিনেমা দেখার সময় কীভাবে আপন করে নিচ্ছে। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।
প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।
|
|
|
|
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অসংখ্য নাটকের পাশাপশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। তবে ভক্তদের প্রশ্ন, তিনি কি কখনো বড় পর্দায় কাজ করবেন? কাজ করলে, সেটা কবে? ভোলায় একটি শোরুম উদ্বোধনকালে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিশা।
অভিনেত্রী বলেন, ‘দর্শক যেহেতু চায়, তাই খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে। এটা আমি বলতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শকের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় একটি পোশাক ব্র্যান্ডের শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
|
|
|
|
‘পুষ্পা-টু’ সিনেমার আইটেম গানে কোমর দোলানের কথা ছিল ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয়ের পর জাতীয় ক্রাশ উপাধি পাওয়া অভিনেত্রী তৃপ্তি দিমরির। তবে এবার পুষ্পা-টু থেকে থেকে নাম কাটা গেল তার।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ‘পুষ্পা-২’ সিনেমার আইটেম গানের জন্য অডিশন দিয়েছিলেন তৃপ্তি। তবে বিষয়টি ইতিবাচক হয়নি। তাই নির্মাতারা তাকে বাদ দিয়েছেন।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে নজর কেড়েছিলেন সামান্থা রুথ প্রভু। সে বছর সেরার শীর্ষে ছিল গানটি। এরপর দ্বিতীয় পার্টের আইটেম গানে কোমর দোলাতে প্রস্তাব দেওয়া হয় সামান্থাকে। তবে অভিনেত্রী তা ফিরিয়ে দেন।
সামান্থা প্রস্তাব ফেরানোর পর পুষ্পা টু-এর আইটেম গানের জন্য বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় আসে। সেই তালিকায় ছিলেন তৃপ্তি দিমরি। সামান্থার আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল। পুষ্পাপ্রেমীরা ধারণা, সামান্থারকে টেক্কা দিতে পারবে না বলেই তৃপ্তিকে প্রত্যাখ্যান করেছেন নির্মাতারা।
তৃপ্তি বাদ পড়ায় নতুন করে আইটেম গানে কে চুক্তিবদ্ধ হবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল পুষ্পা-টু সিনেমাটি। তবে শেষমেশ পিছিয়ে যায় ছবিটির রিলিজ। এরপর মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর।
‘পুষ্পা টু’ ছিবিতে জুটি বেঁধে পর্দায় আসবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় ছবিটি বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিচ্ছেন নির্মাতারা। পুষ্পা-টুয়ের বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা ‘পুষ্পা-টু’ ছবিটির প্রথম কিস্তির মতই দারুণ সারা ফেলবে বক্স অফিসে।
|
|
|
|
বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বহু মানুষের অনুপ্রেরণা তিনি। জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন।
তবে একটা সময় নিজের গায়ের রঙের জন্য কষ্ট পেতেন। বিদেশে পড়ার সূত্রে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন পরিবার থেকে দূরে ছিলেন। সেই সময়টা মোটেও সুখকর ছিল না তার জন্য। তিনি বন্ধুদের হাতে মাঝে মধ্যেই ট্রল হতেন। শুনতে হতো নানা কুমন্তব্য।
নিজের গায়ের রঙ নিয়ে মনে মনে ক্ষোভও হতো তার। এরপর ফিরে এসেছিলেন ভারতে। যদিও থেমে থাকেননি, আবারও আবেদন পত্র পাঠাতে থাকেন। সেই সময়ই কয়েকটি পাসপোর্ট ছবি তাকে তুলতে হয়। তবে যিনি ছবি তুলতে এসেছিলেন, তার প্রিয়াঙ্কার গঠন বেশ ভাল লেগেছিল।
তাই তিনি বেশ কয়েকটি পোজ দেওয়া ছবি তোলার আবদার রাখেন। যা শুনে পলকে খুশি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তার অজান্তেই তার মা সেই ছবি ফেমিনাতে পাঠিয়ে দিয়েছিলেন। যেখান থেকে ভাগ্য পাল্টে যায় প্রিয়াঙ্কা চোপড়ার।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, ‘ভাগ্যিস সেই বন্ধুরা আমার পিছনে লেগেছিল।’ সেই কারণেই তার ভারতে ফিরে আসা, অন্যত্র আবেদন করা। তাই প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বাস করেন, যা হয় তার পিছনে নিশ্চয়ই কোনও না কোনও ভাল কারণ থাকে। যা সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে সত্যি প্রমাণিত হয়।
|
|
|
|
ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল সোমবার। এ দিন মুক্তি পায় তার নতুন সিনেমা ‘টেক্কা’র প্রথম গান। কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে তিনি উদযাপন করেছেন দিনটা। তবে সেই সময়টুকুতে সশরীরে ছিলেন না স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এমনকি একটি বারের জন্যও তার নামটিও উঠে আসেনি কারও মুখে। সে কারণে ছড়িয়েছে পড়েছে গুঞ্জন। সৃজিত-মিথিলার সম্পর্কে এখন কী চলছে, দাম্পত্য অভিমান নাকি বিচ্ছেদসূচনা?
জন্মদিনেও কাজ করে সময় পার করেছেন সৃজিত। সেখানে কেক কাটার সঙ্গী ছিলেন নায়ক দেব অধিকারী, স্বস্তিকা মুখোপাধ্যায়। উপস্থিত অনেকে জানতে চেয়েছেন, বিশেষ পার্টির পরিকল্পনা আছে কি না! জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি বলেছেন, ‘কোনও পার্টি দিচ্ছে না। যা হওয়ার বাড়িতেই হবে। এটুকু খবর তো রাখি, এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা।’ সৃজিত বলেছেন, ‘একদমই তাই। আজ কোনও পার্টি নয়, বরং মায়ের সঙ্গে সময় কাটাব। মা অনেক রান্না করেছে। জমিয়ে খেয়ে জন্মদিন পালন হবে।’
শৈশব থেকেই সিনেমা পাড়ায় বড় হয়েছেন সৃজিত। তার মা-বাবা সিনেমা দেখতে ভালোবাসতেন। তিনি বলেন, ‘বছরজুড়েই আমরা সিনেমা দেখতাম। আমার বাবা-মা খুব সিনেমার ভক্ত ছিলেন। তারা সব ভাষার, সব ধরনের ছবি দেখতেন। আর আমি এমন একটা পাড়ায় বড় হয়েছি, যেখানে চারপাশে প্রচুর সিনেমা হল ছিল। বলা যায়, আমি সিনেমা দিয়ে ঘেরা ছিলাম।’
কাজের ফাঁকে কেক কাটার ওই এ সময় স্ত্রী মিথিলার নাম নেননি সৃজিত। বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীত জন্মদিনের স্মৃতিতে। আগে তাদের প্রেম ছিল, সেকথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও তেমন রাখঢাক করেননি সৃজিত-স্বস্তিকা। ‘টেক্কা’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে আর রুক্মিণী মৈত্র পুলিশ। প্রধান চরিত্রে দেব ও আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি।
২০১৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন ভারতীয় নির্মাতা সৃজিত। এখন পর্যন্ত সৃজিত নির্মিত েকানো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ভারতের বেশ কিছু নির্মাতার সিনেমায় কাজ করেছেন মিথিলা। বিচ্ছেদের গুঞ্জনে দুজনার কারও পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। সর্বশেষ সৃজিত পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘পদাতিক’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে।
|
|
|
|
দেশের জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তাকে। গণমাধ্যমকে রিংকুকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি তৌহিদ আলম।
দীর্ঘদিন ধরেই নিয়মিত নাটক নির্মাণ করছেন রিংকু। তার নির্মিত কাজগুলো সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন ধাঁচের হওয়ায় তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তিনি। নির্মাতার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের দারুণ আকৃষ্ট করে দর্শকদের।
এদিকে রিংকু আটকের খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুকে পোস্টে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনও কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা।
তাকে কী কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’
প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় দেড় শতাধিক নাটক নির্মাণ করেছেন রিংকু।
|
|
|
|
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় থাকেন তারকারা। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত, অনুভূতির গল্পগুলো সেখানেই তুলে ধরেন তারা।
ভক্তদের সঙ্গেও শিল্পীদের যোগাযোগের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। নিজের প্রিয় তারকাকে সেখানেই প্রতিনিয়ত দেখতে পান অনুরাগীরা।
এক্ষেত্রে একদমই ব্যতিক্রম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, সাত বছর ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন না।
কারণ হিসেবে সারিকা বলেন, ‘সাত বছর হলো ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এর পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই। এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। গত বছর একবার ভাবলাম অ্যাকাউন্ট খুলব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সব কিছুরই ভালো-মন্দ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেরও অনেক ভালো দিক আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ, সরাসরি ইন্টারঅ্যাকশন হয়। এটা খুব মিস করি। তবে এটা ব্যবহার না করায় আমার অনেক সময় বাঁচে, নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি। আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি।’
সম্প্রতি প্রকাশ পেয়েছে সারিকার নতুন ওয়েব সিরিজ ‘মায়া’র টিজার। রায়হান রাফী নির্মিত এই ওয়েব সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মামনুন ইমনকে।
|
|
|
|
সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম প্রকাশ্যে চললেও সেই সম্পর্ককে শুধু ‘জাস্ট ফ্রেন্ড’ বলেই আখ্যা দিতেন তারা। কিন্তু তাদের সেই ‘ওপেন সিক্রেট’ রসায়নের যে অবনতি ঘটেছে! রাফীর দাবি, তাদের মধ্য আগে যে সম্পর্কটি ছিল, সেটি এখন নেই। তবে একটি সম্পর্ক রয়েছে, যেটি শুধু বন্ধুত্ব।
একটা সময় এই দুই তারকাকে একসঙ্গে লেগে থাকতে দেখা যেত। একে অন্যের পাশে থাকা, একসঙ্গে বিভিন্ন সারপ্রাইজের আয়োজন করা, বিশেষ দিনগুলোতে পরস্পরকে শুভকামনা জানানো, এমনকি একসঙ্গে বেড়াতেও যেতেন রাফী-তমা। এসব তো আর ভক্ত-অনুরাগীদের নজর এড়াতে পারেনি।
রাফী-তমার সম্পর্কের বিষয়টি খোলাসা করতে সম্প্রতি ভারতের একটি বাংলা গণমাধ্যম উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করে। এতে রায়হান রাফীর সাড়া না মিললেও এই সম্পর্ক নিয়ে আলাপচারিতায় মশগুল হন তমা মির্জা। উলটো একরকম প্রশ্নই রাখলেন তিনি। রায়হানের সঙ্গে কী আদৌ প্রেম ছিল তার? কারণ, রায়হানের সঙ্গে প্রেম ছিল- এমন কথা অন্তত কোনোদিনই বলেননি তমা। সেখানে প্রেমে ছিলেন কী না- এমন কথা তো প্রশ্নেই আসে না।
তমার বক্তব্য, ‘বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।’
রাফী যে দাবি করেছিলেন, তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কথার প্রেক্ষিতে সুর চড়ান তমা। বোঝাতে চাইলেন, সেই বন্ধুত্বও নাকি নেই! তমার জবাব, ‘ভালবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।’
যেহেতু তাদের বন্ধুত্বেও ফাটল, সেক্ষেত্রে প্রশ্ন আসেই যে, রায়হানের পরিচালনায় আগামীতে কাজ করবেন কী না তমা। তবে মুখে কুলুপ আটেননি। বললেন, ‘আমিও পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাব— সেটাও পারব না।’ শেষে বলেন, ‘আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।’
উল্লেখ্য, মাসখানেক আগেই অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফী। উল্লেখ করেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্যাপন করো।’
রাফীর সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’
প্রসঙ্গত, রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।
|
|
|
|
সম্প্রতি একটি প্রসাধনী কোম্পানির অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা পুজা চেরি। সেখানে তাকে কিছুটা সাহসী অবতারেই দেখা যায়। শুধু তাই নয়, হাই মেকআপে পূজার চেহারাতেও আসে বেশ পরিবর্তন। আর এতেই বাধে বিপত্তি।
সেই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সঙ্গে শুরু হয় পূজা চেরিকে নিয়ে নতুন চর্চা। মেকাপের কারণে পূজার চেহারায় পরিবর্তন আসায় নেটিজেনরা মনে করে বসেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি!
সামাজিক মাধ্যমজুড়ে এমন জল্পনা চাউর হলে তা নজরে আসে পূজার। এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকার নিউ মেকাপের ছবি দেখে মন্তব্য ঘরেও একই দাবি করে বসেন নেটিজেনরা। অনেকে আফসোস করে লেখেন, প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা চেরি!
কিন্তু ঘটনা কী আদৌ তাই? সত্যিই কী প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই ঢাকাই নায়িকা? সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা। জানান, বিষয়টি নিয়ে বেশ অবাক তিনি। কারণ, তিনি যা করেননি, অথচ তা নিয়েই আলোচনা!
বিষয়টি নিয়ে খানিকটা বিব্রতও নায়িকা। পূজা বললেন, ফেসবুকে মানুষের মন্তব্যে অনেক অবাক হয়েছি। আমি সার্জারি করিনি, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয়, আমি জানি। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।
নায়িকার কথায়, ‘বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তনের ছাপ মুখে পড়ে। তা ছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয়। ওইদিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম। ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে। আর তাতেই এত সব কাহিনি।’
নায়িকা আরও বলেন, ‘আমি তো প্লাস্টিক সার্জারি করিনি। যদি প্লাস্টিক সার্জারি করতাম, গোপন রাখতে চাইতাম, মানুষ জেনে গেলে খারাপ লাগত।’
উল্লেখ্য, শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।
‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
|
|
|
|
|
|
|
|