এম নুরুল কাদের মহেশখালী কক্সবাজার: কক্সবাজারে মহেশখালী-কুতুবদিয়ার এলাকার র্যাবের সহায়তায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ টার সময় মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েন মাঠে ৪৩ জন জলদস্যু পরিবারকে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী র্যাব -৭ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়। র্যাব -৭ এর অধিনায়ক লেপ্টেনাল কর্ণেল মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় এমপি ফুল দিয়ে বরন করছেন কালারমার ছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও RAB-7। অন্যান্যদের মাঝে মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম, মহেশখালী থানার ওসি দিদারুল ফৌরদৌসসহ। এছাড়াও যিনি জীবনের ঝুঁকি থাকার পরেও জলের কুমিরকে ডাঙ্গায় আনতে সক্ষম হওয়া আত্মসমর্পণের মধ্যস্ততাকারী সাংবাদিক আকরাম হোসাইন উপস্থিত্বে। উল্লেখ্য, গত ২০১৮ সালের ২০ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামে প্রথম মহেশখালী- কুতুবদিয়ায় সাংবাদিক আকরাম হোসাইনের মধ্যস্ততায় র্যাব-৭ এর সহায়তায় ৫ টি বাহিনীর ৩৭ জনসহ ৪৩ জলদস্যু অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,র্যাবের ডিজিসহ স্থানিয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা। তারা ২০১৯ সালের ৯ মে জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। করোনা কালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছে বিদায় প্রশাসন তাদেরকে এ সহযোগিতা দিচ্ছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]