বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * স্বাভাবিক নিয়মে চলছে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম   * সপ্তাহের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা   * অপারেশন ডেভিল হান্ট, ডিএমপির হাতে গ্রেপ্তার ৩৯২   * জুলাই হত্যাযজ্ঞ : কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল   * ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা   * মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা   * ভারতের উপদেশ অগ্রহণযোগ্য, নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা   * প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ   * বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ   * ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশিকে জীবিত উদ্ধার  

   বিনোদন
অফ-শোল্ডার গাউনে মুগ্ধতা ছড়ালেন মিম
  Date : 17-12-2025

বলিউড স্টাইলের গ্ল্যামে আবারও দর্শকদের মুগ্ধ করলেন মিম। অফ-শোল্ডার গাউন পরে তিনি যেন আলোছায়ার খেলা খেলছেন, প্রতিটি ভাঁজ ও ফ্লো তার উপস্থিতিকে আরও রূপালি করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হওয়া এই ছবিগুলো যেন প্রমাণ করলো, মিম কেবল অভিনয় নয়, ফ্যাশনের ক্ষেত্রেও অনন্য ছাপ ফেলতে জানেন।
গাঢ় নীলচে-সবুজ টোনের এই অফ-শোল্ডার গাউনটি প্রথম দেখাতেই আলাদা করে নজর কাড়ে। এই রঙ একদিকে যেমন পরিণত ও এলিগ্যান্ট, অন্যদিকে তেমনই শান্ত ও ভারসাম্যপূর্ণ। দিনের আলো কিংবা সন্ধ্যার কৃত্রিম আলো দু’ক্ষেত্রেই এই শেড আলাদা মাত্রা যোগ করে।

গাউনটির অফ-শোল্ডার কাট কাঁধ ও গলার অংশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বডি-ফিটেড সিলুয়েট শরীরের গঠনকে মার্জিতভাবে তুলে ধরে, আবার অতিরিক্ত জাঁকজমক না এনে রাখে রুচিশীলতার সীমারেখা। পাশের লম্বা ড্রেপ বা ফ্যাব্রিক ফল পোশাকে যোগ করেছে আধুনিক নাটকীয়তা, যা পুরো লুককে করেছে আরও স্টাইলিশ।
মেকআপ রাখা হয়েছে সফট কিন্তু নিখুঁত। হালকা শিমারি আইশ্যাডো, পরিপাটি আইলাইনার ও মাসকারা চোখে এনেছে গভীরতা। গালে ন্যাচারাল ব্লাশ আর ঠোঁটে নরম গোলাপি শেড পুরো লুককে রেখেছে ফ্রেশ ও পরিমিত গ্ল্যামারে।

ভারী গয়নার বদলে মিম বেছে নিয়েছেন মিনিমাল অ্যাকসেসরিজ। সিম্পল নেকলেস ও ছোট কানের দুল পোশাকের সঙ্গে দারুণ সামঞ্জস্য তৈরি করেছে। হাতে ছোট, স্টাইলিশ ক্লাচ আর পায়ে হালকা রঙের হিল সব মিলিয়ে অ্যাকসেসরিজগুলো লুককে করেছে সম্পূর্ণ।


খোলা চুল এই গাউনের সঙ্গে একেবারেই মানানসই। এটি মুখের গড়নকে আরও নরমভাবে তুলে ধরেছে এবং পুরো সাজে যোগ করেছে স্বাভাবিক সৌন্দর্য। চুল, মেকআপ ও পোশাক তিনটির সমন্বয়েই তৈরি হয়েছে এক পরিশীলিত স্টাইলিশ লুক।

সব মিলিয়ে এই সাজ প্রমাণ করে যে ফ্যাশনে আলাদা করে চোখে পড়তে খুব বেশি কিছু লাগে না; সঠিক রঙ, নিখুঁত কাট আর পরিমিত স্টাইলিংই যথেষ্ট। আধুনিক নারীর আত্মবিশ্বাসী, মার্জিত ও সচেতন রুচির প্রতিফলন এই লুক, যা যে কোনো বিশেষ আয়োজন বা ফরমাল ইভেন্টের জন্য হতে পারে অনুপ্রেরণা।



  
  সর্বশেষ
তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
নাইজেরিয়ায় খনি স্থাপনায় হামলায় নিহত ১২
ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
স্বাভাবিক নিয়মে চলছে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]