সাইফুল ইসলাম : মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার তিন উপজেলার বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, খন্দকার আকবর হোসেন বাবলুকে উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তারা দাবি করেন, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের মূল্যায়ন না করলে এ আসনে দলের নির্বাচনী সম্ভাবনা দুর্বল হয়ে পড়বে।
নেতাকর্মীরা বলেন, বিএনপির দুঃসময়ে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান ড. খন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলায় কারাবন্দি নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং নদীভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তারা।
তারা আরও অভিযোগ করেন, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওই প্রার্থীকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ড. খন্দকার আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যে ড. খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘আমার বাবা খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুর্দিনে কাণ্ডারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়ান-ইলেভেনের সময় তিনি পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে দলের হাল ধরেছিলেন। বাবার পর আমিও মানিকগঞ্জে নেতাকর্মীদের পাশে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।