রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩   * দেশে সোনার দামে নতুন ইতিহাস, ভরি কত?   * রাশিয়ার ইয়াকুতিয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন   * ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা   * স্কুলে পৌঁছেছে প্রাথমিকের সাড়ে ৮ কোটি বই, অপেক্ষায় শিক্ষার্থীরা   * বগুড়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার   * আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার   * ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০   * ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান   * যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক বিপর্যয়, নিহত ৩  

   সারা দেশ
খুব খুশি অপু বিশ্বাস
  Date : 27-12-2025

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দুই বছরের দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবেন। নিজে জানিয়েছেন, এই সিনেমা দিয়ে ফিরতে পেরে তিনি খুবই খুশি।

অপু বিশ্বাস জানান, ‘দূর্বার’-এর শুটিং এখনো দ্রুত গতিতে চলছে। তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শিগগিরই বাকি শুটিংও সম্পন্ন হবে। তিনি বলেন, ‘এই সিনেমায় দর্শক অনেক চমক দেখতে পাবেন। গল্পের সঙ্গে সঙ্গে অ্যাকশন, থ্রিলার ও বিনোদনের সংমিশ্রণ দর্শক উপভোগ করতে পারবেন।’

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি শেয়ার করে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল স্থান। চলচ্চিত্রের মাধ্যমেই আমি অপু বিশ্বাস হয়েছি। দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এই মাধ্যম থেকেই। তাই সময় নিয়ে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’

‘দুর্বার’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। নতুন জুটি নিয়ে উচ্ছ্বসিত অপু বলেন, ‘সজল ভাই অত্যন্ত বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। প্রথম দিন থেকেই কাজের অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। দর্শকরা আমাদের নতুনভাবে দেখতে পাবেন।’

তিনি আরও যোগ করেন, ‘সজলকে আমি আমার ‘ড্রিম হিরো’ বলতেও কুণ্ঠা করি না।’

পরিচালক কামরুল হাসান ফুয়াদের কাজের প্রশংসা করে অপু বলেন, ‘তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।’

তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি তিনি। অপু বলেন, ‘পুরো কাজ শেষ হলে সব কিছু শেয়ার করব। এখন দেরিতে সিনেমায় ফেরার কোনো আফসোস নেই। আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবে একটি ভালো সিনেমা হচ্ছে।’

‘দুর্বার’-এর মাধ্যমে ফেরার সঙ্গে অপু বিশ্বাস স্পষ্ট করেছেন যে, তিনি শুধু জনপ্রিয়তার জন্য নয়, ভালো গল্প ও অভিনয়ের মান বজায় রেখে কাজ করতে চান।



  
  সর্বশেষ
গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩
দেশে সোনার দামে নতুন ইতিহাস, ভরি কত?



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]