আন্তর্জাতিক ডেস্ক : চীনের ইউননান প্রদেশের ইউসি-তে, ২৯ ডিসেম্বর চীন-কম্বোডিয়া-থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিন দেশ এক যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে: কম্বোডিয়া ও থাইল্যান্ড যোগাযোগ আরও জোরদার করবে; নিজেদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করবে ও যুদ্ধবিরতি সুসংহত করবে; পারস্পরিক বিনিময় পুনরুদ্ধার করবে; পারস্পরিক রাজনৈতিক আস্থা পুনর্গঠন করবে; এবং সম্পর্কের পরিবর্তন আনবে ও আঞ্চলিক শান্তি রক্ষা করবে।
সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।