বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়   * ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা   * ভারী তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ   * ইরানে বিক্ষোভের ১০ দিনে নিহত কমপক্ষে ৩৬   * যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ   * গ্রিনল্যান্ড দখলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের   * নওগাঁয় ৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা   * হাসপাতালে মাহাথির মোহাম্মদ   * ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা   * গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার  

   রাজনীতি
ভারতে পলাতক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
  Date : 05-01-2026

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে রয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তবে বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের বেসরকারি একটি গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। 

হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক।

গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্নগোপনে ছিলেন; শেষ পর্যন্ত তিন মাস পর ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল
জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com