বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আসন্ন নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে : ড. মুহাম্মদ ইউনূস   * নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আরও এক বার্তা দিলেন অর্থ উপদেষ্টা   * এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা   * ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার   * রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন   * অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি   * ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন   * গাজীপুরে এক রাতে ৩ বাসে আগুন   * পঞ্চগড়ে পুরোপুরি শীতের আমেজ, তাপমাত্রা ১২ দশমিক ৬   * পুরান ঢাকায় ‘সন্ত্রাসী’ মামুনকে গুলি করা দুই শুটার গ্রেফতার  

   জাতীয়
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আরও এক বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
  Date : 12-11-2025

বর্তমান সময়ে সর্বস্তরে আলোচনার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন পে-স্কেল। ইতোমধ্যে এ পে-স্কেলের ব্যাপারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় নতুন এই পে-স্কেল নিয়ে আরও একবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

পরবর্তী সরকার নতুন পে স্কেল দিবে কি না, এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দিবে না কেন? এটা তো যৌক্তিক।

এরপর আসন্ন রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে। 

নির্বাচনের ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে, সেটিও জানানো হবে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, বন্দরে অনেক পুরোনো গাড়ি আটকে আছে। বলেছি, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে। কেননা, বাইরে বিক্রি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে।

এছাড়া, সংশোধিত বাজেটের আকার কমানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।



  
  সর্বশেষ
আল্লাহুমা ধ্বনিতে আখেরী মোনাজাতে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাতের ৫ দিনের জোড় ইজতেমা
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আরও এক বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা
নাশকতা-অপতৎপরতা প্রতিরোধে ১৩ নভেম্বর রাজপথে থাকবে ৮ দল



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]