বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা   * মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা   * ভারতের উপদেশ অগ্রহণযোগ্য, নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা   * প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ   * বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ   * ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশিকে জীবিত উদ্ধার   * প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ   * সপ্তাহ জুড়ে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়   * আরও পাঁচ দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা   * মেগাসিটির চ্যালেঞ্জ ও সমাধান: তুরস্কে ‘আপনার কণ্ঠস্বর’ প্রদর্শিত  

   অন্যান্য
কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়ার জীবনকাহিনী নিয়ে গ্রন্থ “বাতিঘর”
  Date : 03-02-2025

অনলাইন ডেস্ক : শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণের এক উজ্জ্বল নক্ষত্র, আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়ার জীবন ও কর্মের নানা দিক নিয়ে প্রকাশিত হয়েছে “বাতিঘর” নামের জীবনীগ্রন্থ।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে প্রকাশিত গ্রন্থটির সম্পাদনা করেছেন বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক। আর্ট পেপারে মুদ্রিত ১০০ পৃষ্ঠার গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

নতুন উদ্যোক্তারা বিশেষ করে তরুণরা নিজেদের প্রতিষ্ঠিত করতে গ্রন্থটির মাধ্যমে বিপুল অনুপ্রেরণা পেতে পারেন। গ্রন্থটিতে মোট ৭টি প্রবন্ধ

আছে। প্রবন্ধগুলো হলো:

 স্বপ্নের ইতিহাস

 মানুষের জন্য নিবেদিত মহৎপ্রাণ

 হাকীম সাঈদের প্রেরণায় যেভাবে হামদর্দের হাল ধরেন ড. হাকীম ইউছুফ হারুন ভুঁইয়া

 ৫২ বছরে হামদর্দের অর্জন

 ইউনানী- আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থা ও ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া

 স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

 বিন্দু থেকে সিন্ধু তৈরির গল্প যে জীবন আলোর পথের নিরন্তর প্রেরণা

পাশাপাশি রয়েছে, বাংলাদেশে হামদর্দকে প্রতিষ্ঠা করার বর্ণাঢ্য কর্মতৎপরতার

ফটো এ্যালবাম গ্রন্থটি যে কেউ রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের (রূপায়ণ ট্রেড সেন্টার, লেবেল ১২), তথ্য ও গণসংযোগ বিভাগ হতে সংগ্রহ করতে পারবেন।

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া শুধুই একজন শিল্পোদ্যোক্তা নন; তিনি এক মহান স্বপ্নদ্রষ্টা, যিনি স্বাস্থ্যসেবাকে মানবতার অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন। তাঁর হাত ধরে হামদর্দ নতুন যুগে প্রবেশ করে, আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে গড়ে ওঠে ইউনানি ও হারবাল তথা প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থা। তাঁর সৃজনশীলতা ও মানবসেবার ব্রত শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বেও।

“বাতিঘর” গ্রন্থে উঠে এসেছে তাঁর সংগ্রাম, শিক্ষা, কর্মপ্রেরণা, শিল্পোদ্যোক্তা হিসেবে উত্থান, হামদর্দের নবযাত্রা এবং স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তাঁর ঐতিহাসিক অবদান। পাশাপাশি উঠে এসেছে এক নিঃস্বার্থ মানবদরদীর গল্প, যিনি সারাজীবন সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজ করে গেছেন। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছেন, আর চিকিৎসাসেবার পরিধি বাড়িয়ে দিয়ে নিশ্চিত করেছেন মানুষের সুস্বাস্থ্য।

এই গ্রন্থ কেবল একজন ব্যক্তির সাফল্যের কাহিনী নয়, বরং এটি এক আদর্শ, এক দর্শন, যা আগামী প্রজন্মকে পথ দেখাবে। “বাতিঘর” নামটিই প্রতীকী—যেমন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে বাতিঘর পথহারা নাবিককে পথ দেখায়, তেমনই ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া এক আলোকবর্তিকা, যিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার দীক্ষা দিয়ে চলেছেন এখনো অবিরাম।

গ্রন্থটি পাঠকদের জন্য এক অনন্য প্রেরণার উৎস। এটি কেবল হামদর্দ পরিবারের নয়, বরং সমাজের সকল শিক্ষার্থী, গবেষক, চিকিৎসক, উদ্যোক্তা ও মানবসেবকদের জন্য এক অমূল্য সংযোজন।



  
  সর্বশেষ
সিটিস্ক্যানে মস্তিষ্কের ‘ইসকেমিয়া’ বেড়েছে, হাদির অবস্থা এখনও সংকটজনক
রমজান-ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
ইন্ডিয়া বেজার হবে বলে অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে: হাসনাত
২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]