দেশের সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, আজ দেশের রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, যশোর, সীতাকুণ্ড, বাঘেরহাট ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এসব জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। তাপপ্রবাহের আওতাও বাড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]