| |
| আল্লাহুমা ধ্বনিতে আখেরী মোনাজাতে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাতের ৫ দিনের জোড় ইজতেমা |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মিয়া আবদুল হান্নান : রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন মেকাইল এলাকায় শেষ হলো তাবলীগ জামাতের ৫ দিনের জোড় ইজতেমা আল্লাহুমা ধ্বনিতে আখেরী মোনাজাতে দোয়ার মাহফিলে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাতের ৫ দিনের জোড় ইজতেমা তাবলীগ জামাতের (সাদপন্থী) পাঁচ দিনের জোড় ইজতেমা। ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। আজ ১১ নভেম্বর মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, কল্যাণ ও দুনিয়া-আখেরাতে সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসল্লিরা মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা, রহমত ও বরকতের প্রার্থনা করেন।ঢাকার কেরানীগঞ্জে চলমান সাদপন্থি তাবলিগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দুদিনে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে একজন এবং সোমবার ভোররাতে আরও এক মুসল্লির স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইজতেমা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন মেকাইল কাশিমালতা এলাকার আয়েশা হাউজিং ও অবকাশ হাউজিংজুড়ে গত ৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমা। এতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি অংশ নিচ্ছেন।ইজতেমার চতুর্থ দিনে (সোমবার) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মুফতি জহিরুল ইসলাম (দিল্লি) অনুবাদে মুফতি আজিমুদ্দিনের বয়ান দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মুসল্লি অংশ নেন। রোববার রাত দেড়টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দিয়ারা ইউনিয়নের বাসিন্দা শামসুদ্দিন (৭০) নামে এক মুসল্লি ইজতেমা ময়দানে স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ইজতেমা ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়েছে এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলার বাসিন্দা জিনাত আলী (৭৫) নামে আরেক মুসল্লি ইজতেমা ময়দানে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তার জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ বাড়ি টাঙ্গাইলে পাঠানো হয়।
|
| |
|
|
|