টলিউডের সর্বকালের সফল এবং জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও কোয়েল মল্লিক। ২০১৭ সালে ‘ককপিট’ সিনেমায় শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও ভক্তদের মনে ‘পাগলু’ জুটির ক্রেজ একবিন্দু কমেনি। সম্প্রতি শোবিজ পাড়ায় জোরালো গুঞ্জন দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এ জুটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘খাদান ২’ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন কোয়েল। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে সিনেমাটি নির্মাণ করতে পারে। সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।’
দেব-কোয়েল ছাড়া, জিৎ-কোয়েল জুটিও অত্যন্ত জনপ্রিয়। এই জুটিকেও বহুদিন দেখা যায়নি। এ বিষয়ে কোয়েল বলেন, ‘জিতের সঙ্গে এমনি কথা হয়। কিন্তু ছবি তো বললেই হয় না। তার জন্য ঠিকঠাক চিত্রনাট্য লাগবে।’
সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেব ও কোয়েলের উপস্থিতি সিনেমার জল্পনাকে উসকে দিয়েছে।
দরজায় কড়া নাড়ছে নতুন বছর। রাত পোহালেই বড়দিনে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’।