কামরুল হাসান : দেশজুড়ে সাংবাদিক হত্যা, নির্যাতন এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে এই কর্মসূচিকে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য অ্যাডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলো প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদসহ অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যাকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শন শুধু ব্যক্তি সাংবাদিক নয়, পুরো সমাজের তথ্য জানার অধিকারকে হরণ করছে। তারা অভিযোগ করেন, নানা ঘটনায় দোষীরা চিহ্নিত না হওয়ায় এবং বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান থাকায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই দায়িত্ব পালনের পথে সাংবাদিকরা নানামুখী হুমকি, হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। এতে করে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা জোরদারের দাবি তোলা হয়।
মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ জেলার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সদস্যরা সংহতি প্রকাশ করেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে তারা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।