রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩   * দেশে সোনার দামে নতুন ইতিহাস, ভরি কত?   * রাশিয়ার ইয়াকুতিয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন   * ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা   * স্কুলে পৌঁছেছে প্রাথমিকের সাড়ে ৮ কোটি বই, অপেক্ষায় শিক্ষার্থীরা   * বগুড়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার   * আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার   * ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০   * ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান   * যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক বিপর্যয়, নিহত ৩  

   জাতীয়
ব্যস্ত সময়ে যাত্রীশূন্য মেট্রোরেল
  Date : 25-12-2025

রাজনৈতিক কর্মসূচি ও ছুটির প্রভাবে আজ মেট্রোরেলে ছিল যাত্রীশূন্য, স্বাভাবিক ভিড়ের চেনা চিত্র দেখা যায়নি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

আজ রাজধানীতে মেট্রোরেল চলাচলে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা। যে মেট্রোরেল সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীতে ঠাসা থাকে, সেখানে আজ স্টেশন ও কোচজুড়ে ছিল ফাঁকা পরিবেশ। রাজনৈতিক কর্মসূচি, সরকারি ছুটি এবং বহু অফিস বন্ধ থাকার প্রভাবে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সকালের ব্যস্ত সময়ে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিলমুখী ট্রেনগুলোতে স্বাভাবিক ভিড় দেখা যায়নি। যেসব স্টেশনে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, সেখানে আজ অপেক্ষার তেমন চাপ ছিল না। অনেক যাত্রী সহজেই বসার আসন পেয়ে গেছেন, যা মেট্রোরেলের ক্ষেত্রে বিরল বলেই মনে করেন নিয়মিত যাত্রীরা।

স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, প্রবেশপথ, প্ল্যাটফর্ম এবং এক্সিট এলাকায় নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও যাত্রীদের আনাগোনা ছিল সীমিত। বিশেষ করে অফিস সময় হিসেবে পরিচিত সকাল আটটা থেকে দশটার মধ্যে যাত্রীসংখ্যা ছিল চোখে পড়ার মতো কম। বিকেলের দিকেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

যাত্রীরা জানান, আজ অনেক অফিস ও প্রতিষ্ঠান কার্যক্রম সীমিত রেখেছে বা বন্ধ ছিল। পাশাপাশি রাজধানীর একাধিক এলাকায় বড় রাজনৈতিক কর্মসূচি থাকায় অনেকেই ঘর থেকে বের হননি। ফলে মেট্রোরেলের ওপর চাপ কমে যায়। কেউ কেউ বিকল্প হিসেবে বাস বা ব্যক্তিগত যান ব্যবহার না করে পুরোদিন বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

আগারগাঁও স্টেশনে অপেক্ষমাণ এক যাত্রী বলেন, প্রতিদিন এই সময় ট্রেনে উঠতেই কষ্ট হয়। আজ দেখি পুরো কোচে ফাঁকা সিট। এমন দিন খুব কমই দেখা যায়।

আরেক যাত্রী জানান, অফিস বন্ধ থাকায় শুধু ব্যক্তিগত কাজে বের হয়েছেন, তাই ভিড় না থাকায় যাত্রা অনেক আরামদায়ক হয়েছে।

মেট্রোরেল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আজ ট্রেন চলাচলের সূচি স্বাভাবিক ছিল। তবে যাত্রীসংখ্যা কম থাকায় প্ল্যাটফর্মে ভিড় ব্যবস্থাপনার বাড়তি চাপ পড়েনি। এতে স্টেশন পরিচালনাও ছিল তুলনামূলক সহজ। যদিও যাত্রী কম হওয়া সত্ত্বেও নিরাপত্তা ও সেবার মান বজায় রাখা হয়েছে।

দিনভর মেট্রোরেলের এই ফাঁকা চিত্র রাজধানীর সামগ্রিক পরিস্থিতিকেই প্রতিফলিত করেছে। একদিকে নির্দিষ্ট এলাকায় কর্মসূচি ঘিরে চাপ ও ব্যস্ততা, অন্যদিকে মেট্রোরেলসহ বিভিন্ন স্থানে নীরবতা ও শূন্যতা। সব মিলিয়ে আজকের ঢাকা ছিল দুই রকম বাস্তবতার শহর, যেখানে মেট্রোরেলের ফাঁকা কোচ সেই নীরবতারই প্রতীক হয়ে উঠেছে।



  
  সর্বশেষ
গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩
দেশে সোনার দামে নতুন ইতিহাস, ভরি কত?



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]