আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও জোট গঠন ঠেকানো না যাওয়ায় এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ডা. তাসনিম জারা। এনসিপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির এক যুগ্ম আহ্বায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করবেন, এ জন্য তিনি পদত্যাগ করেছেন।
এদিকে, শনিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে ডা. জারা কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে৷ করবেন স্বতন্ত্র নির্বাচন।
এনসিপির একাধিক সূত্র জানায়, এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ দলীয় সিদ্ধান্তেই হয়েছিল। তবে নির্বাচনকে সামনে রেখে এ জোটের তেমন ‘ফিউচার’ না দেখায় এনসিপি জামায়াতের সঙ্গে জোটের পরিকল্পনা করেছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অনুষ্ঠানিকভাবে এ জোটের ঘোষণা আসবে।
দলটির সূত্র জানায়, ডা. তাসনিম জারা জামায়াতের সঙ্গে দলটির জোটের বিরোধিতা করে পদত্যাগ করেছেন৷ তীব্র বিরোধিতা করে জোট গঠন যখন আটকানো যাচ্ছে না, এ জন্য তিনি পদত্যাগ করেছেন৷
এনসিপির বেশ কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে দলটির জোট গঠনের চূড়ান্ত সিন্ধান্তে উপনীত হওয়ার কথা জানিয়েছেন।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল ঘোষণা দেওয়া হবে৷