শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানো হবে   * কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১২   * বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে স্মরণসভা, দোয়া ও খাবার বিতরণ   * মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়   * গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান   * এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি   * মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ২৬ বাংলাদেশি আটক   * জনসংখ্যা-জলবায়ু সংস্থাসহ ৬৬ সংগঠন থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র   * মুন্সিগঞ্জে ১০ হাজার কেজি জাটকা জব্দ   * ‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র  

   সারা দেশ
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়
  Date : 08-01-2026

কামরুল হাসান : গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর করতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বৃহস্পতিবার দিনব্যাপী এই মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বেলা ১১টার দিকে শুরু হওয়া সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে টেলিভিশন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আশ্বাস দেন এবং জেলার সমস্যা চিহ্নিত করে সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর বেলা ২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। মাদক, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে। এ ক্ষেত্রে টেলিভিশন সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সার্বিক কার্যক্রম ও সাংবাদিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, আহমেদ সাব্বির সোহেল, মনিরুল ইসলাম মিহির, কাবুল উদিন খান, কার্যকরী সদস্য সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা পারভেজ, কার্যকরী সদস্য আসাদ জামান, আল-আমিন মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মতবিনিময় শেষে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত এ ধরনের মতবিনিময় সাংবাদিকতা ও প্রশাসনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তারা প্রশাসনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেন।



  
  সর্বশেষ
ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা
শিরক থেকে বাঁচার দোয়া
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের গোমর ফাঁস করলেন অভিনেত্রী
বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানো হবে



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com