শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানো হবে   * কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১২   * বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে স্মরণসভা, দোয়া ও খাবার বিতরণ   * মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়   * গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান   * এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি   * মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ২৬ বাংলাদেশি আটক   * জনসংখ্যা-জলবায়ু সংস্থাসহ ৬৬ সংগঠন থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র   * মুন্সিগঞ্জে ১০ হাজার কেজি জাটকা জব্দ   * ‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র  

   রাজনীতি
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে স্মরণসভা, দোয়া ও খাবার বিতরণ
  Date : 08-01-2026

কামরুল হাসান : দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আলোচনা যখন জাতীয় রাজনীতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মাতা’ খ্যাত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে স্মরণসভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮জানুয়ারী) বিকেলে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী তারেক পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে এতিম, পথশিশু, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার। তিনি বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব।”
জেলা জাতীয়তাবাদী তারেক পরিষদের সভাপতি মোহাম্মদ বাবুল শিকদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান খান দোলন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী তারেক পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরনবী খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী তারেক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাকিউল ইসলাম খান রুমেল, সহ-সভাপতি মোহাম্মদ নওয়াব আলী, কাজী শাকিল আহমেদ, হাসিবুল হাসান জনি, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলেক সিকদার, মো. মোবারক হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, মো. সোহানুর রহমান সোহান, সদর উপজেলা তারেক পরিষদের সভাপতি মোহাম্মদ সেকেন্দার ভান্ডারী ও সাবেক যুগ্ম আহ্বায়ক অপি হোসেন বাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিল শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে এতিম, পথশিশু, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগকে উপস্থিত সাধারণ মানুষ স্বাগত জানান।



  
  সর্বশেষ
ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা
শিরক থেকে বাঁচার দোয়া
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের গোমর ফাঁস করলেন অভিনেত্রী
বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানো হবে



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com