কামরুল হাসান : মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের এক প্রাণবন্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, “বিএনপি জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করে। আপনারা বিএনপিকে ক্ষমতায় আনলে দেশ ভালো থাকবে।”
বর্তমান রাজনৈতিক উত্তাপ, নির্বাচনী প্রস্তুতি ও তৃণমূলের প্রত্যাশার প্রেক্ষাপটে সোমবার বিকালে ধানকোড়া ইউনিয়নের ছৈন্ট্রা এলাকায় অনুষ্ঠিত এই “তাঁতী সমাবেশ” যেন রূপ নেয় নির্বাচনী জনসমাবেশে। এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা বয়োজ্যেষ্ঠ তাঁতি, যুবক এবং নারীরা রিতার বক্তব্য শুনতে ভিড় করেন।
বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন,
“মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা লড়েছি। উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। মানিকগঞ্জ–৩ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা চায় তাদের সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ, ন্যায়বিচার এবং প্রকৃত উন্নয়ন।”
তিনি আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের জীবনমান, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে “বড় ধরনের পরিবর্তন” আসবে।
রিতার ভাষায়— “মানিকগঞ্জ–৩ আসনের মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আসন্ন নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই পরিবর্তনের পক্ষেই সিদ্ধান্ত নেবে।”
তাঁতীদলের এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন—সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান,জেলা তাঁতীদলের সভাপতি হাজ্বী আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক,সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুল আলীম
এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, তাঁত শিল্পকে রক্ষায় সরকারব্যর্থতার কারণে হাজারো পরিবার আজ বিপর্যস্ত। বিএনপি ক্ষমতায় এলে এই খাত পুনর্জীবিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সমাবেশ শেষে তৃণমূল সংগঠনকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে দিকনির্দেশনা দেন অতিথিরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, সমাবেশটি নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে আফরোজা খানম রিতা সাটুরিয়া পালপাড়ায় এক লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন—যা তাঁর সামাজিক সম্প্রীতি ও আন্তসম্পর্ক রক্ষায় ভূমিকার বহিঃপ্রকাশ বলে সমর্থকরা মনে করেন।
পরে তিনি সাটুরিয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এতে বাজার এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস আরও বাড়ে।