| |
| ব্যস্ততার মধ্যেও মানবিকতার আলো—চট্টগ্রামে মানবিক ডিসি জাহিদুলের অনন্য উদ্যোগ |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মানবিক সেবায় নিজেকে বরাবরের মতোই অনন্যভাবে তুলে ধরলেন চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম। যোগদানের মাত্র ছয় কর্মদিবসের মধ্যেই দ্বিতীয়বারের মানবিক উদ্যোগ নিলেন তিনি। পাচজন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি পেলেন তার হাত থেকে হুইলচেয়ার উপহার। মঙ্গলবার হাটহাজারী উপজেলা পরিদর্শনের ফাঁকে তিনি এসব হুইলচেয়ার বিতরণ করেন। হাটহাজারী উপজেলার মো. সুমন ও সেতারা বেগম দম্পতির দশ বছর বয়সী সন্তান মো. বেলাল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয় তাকে। গোসল, শৌচাগার ব্যবহার কিংবা ঘরের বাইরে যেতে হলে মা-ই তাকে কোলেকরে নিয়ে যেতেন। অর্থের অভাবে এতদিন হুইলচেয়ার কিনতে পারেননি তারা। ডিসির উপহার পেয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হলো। একই উপজেলার কুমদ বন্ধু ধরের মেয়ে গীতা ধর (৩২) জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সনাতন ধর্মাবলম্বী এই নারী বছরের পর বছর ঘরবন্দী জীবন কাটাচ্ছিলেন। গীতার ছেলে জানান, “মায়ের পা কেটে ফেলার পর থেকে তিনি ঘরেই বন্দী ছিলেন। আজ ডিসি স্যার হুইলচেয়ার দিয়েছেন। মা এখন নিজেই আশপাশে যেতে পারবেন। তার ঘরবন্দী জীবনের অবসান হলো।” এছাড়া হাটহাজারীর মো. আনোয়ারের মেয়ে হাসিনা আক্তার এবং জালাল আহমদের জন্মগত প্রতিবন্ধী মেয়ে ফাহিমা আক্তারও পেলেন হুইলচেয়ার। ফাহিমার ভাই বলেন, “এখন থেকে ঘরের ভেতর হোক বা আশপাশে—বোন নিজেই চলাচল করতে পারবে।” সত্তারঘাট পুরান বাজার মানিক এলাকার মো. মাহাবুল হকের ছেলে মো. খোকনও হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত। ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সমস্যা ও সম্ভাবনা বুঝতে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করছেন ডিসি জাহিদুল ইসলাম। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে হাটহাজারী উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস। এই সময় জেলা প্রশাসক বিভিন্ন অফিসে সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা প্রদান করেন। হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন ডিসি। পরে একটি ইউনিয়ন পরিষদ, একটি উন্নয়ন প্রকল্প এবং আশ্রয়ণ প্রকল্পও ঘুরে দেখেন তিনি। হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন। ব্যস্ততার মধ্যেও মানবিকতার আলো ছড়াতে ভুললেন না তিনি। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাঁচজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির হাতে নিজে হুইলচেয়ার তুলে দেন। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন৷ এর আগে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ বরুমছড়ায় ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ ইউনুচকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহয়তা প্রদান করেন জেলার নবাগত অভিভাবক। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
|
| |
Notice: Undefined variable: menu_old in /home/kimballc/public_html/details.php on line 743
Notice: Trying to access array offset on value of type null in /home/kimballc/public_html/details.php on line 743
|
|
Notice: Undefined variable: menu in /home/kimballc/public_html/details.php on line 873
Notice: Trying to access array offset on value of type null in /home/kimballc/public_html/details.php on line 873
|