প্রচলিত টাকার রাজনীতির বিপরীতে জনগণের সহায়তায় পরিচালিত নতুন ধরনের নির্বাচনি রাজনীতির সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সম্ভাবনার কথা তুলে ধরেন।
রাজনীতির নতুন ধারা উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা লেখেন, প্রচলিত রাজনীতি হচ্ছে, ইসি নির্ধারিত ব্যয়সীমা উপেক্ষা করে, ১০ থেকে ২০ কোটি টাকায় ভোট কিনে, সন্ত্রাসী পুষে, ভোটকেন্দ্র দখল করে এমপি নির্বাচিত বা মন্ত্রী হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে দুর্নীতির মাধ্যমে নির্বাচনি বিনিয়োগের কয়েক গুণ টাকা তুলে আনা।
তিনি লেখেন, এর বিপরীতে কিছু তরুণ প্রার্থী নির্বাচনি তহবিল সংগ্রহের জন্য জনগণের সহায়তা চেয়েছেন। ১০,২০, ৫০, ১০০ টাকা ক্রাউডফান্ডিং করে তারা ইসি নির্ধারিত তহবিল সংগ্রহ করেছে, ২৫ লক্ষ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয়, ৫ লাখ ভোটার হলে, ৫০ লক্ষ টাকা। তারা অঙ্গীকার করেছেন তারা নির্ধারিত ব্যয়সীমা লঙ্ঘন করবেন না, নির্বাচিত হলে দুর্নীতি করবেন না।
পোস্টের শেষাংশে উপদেষ্টা প্রশ্ন ছুঁড়ে দেন, দেখা যাক ভোটাররা কাকে বেছে নেয়।