সাইফুল ইসলাম : চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৩০ (অক্টোবর) প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নেতারা।
ভোলা জেলার শিক্ষক নেতা জুলফিকার আলী বলেন, সরকার গতকাল পুলিশবাহিনী দিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঝড় তোলব। প্রয়োজন হলে রাজপথে আত্মহুতি দেব। যেকোনো মূল্যে আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল (বুধবার) দুপুরের দিকে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম ছাড়াও সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা লালমোহন ভোলা। সভাপতি, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ভোলা জেলা শাখা সহ দপ্তর সম্পাদক, জুলফিকার আলীসহ শিক্ষক নেতারা অংশ নিয়েছিলেন।