কামরুল হাসান : ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং তার মুক্তির দাবিতে বাউল অনুসারীদের পাল্টা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় চারজন আহত হন। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন—শিবালয় উপজেলার শাকরাইল এলাকার আব্দুল আলীম (২৫), সিঙ্গাইরের তালেবপুরের আরিফুল ইসলাম (২৯) এবং হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২)। এছাড়া তৌহিদী জনতার সদর উপজেলার বরঙ্গাখোলা গ্রামের আব্দুল আলীম (২৭) আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এর আগে সকাল ৯টার দিকে সহস্রাধিক ওলামায়ে কেরামের নেতৃত্বে তৌহিদী জনতা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। স্টেডিয়াম মোড় এলাকায় অবস্থানরত বাউল অনুসারীদের দিকে মিছিল থেকে শতাধিক লোক ধাওয়া দিলে তারা ছুটোছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সময় তিনজন বাউল অনুসারী গুরুতর আহত হন এবং কয়েকজন প্রাণ বাঁচাতে পাশের পুকুরে লাফ দেন।
এরপর তৌহিদী জনতার একাংশ বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং বাউলদের ইসলামবিরোধী সব কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, “তৌহিদী জনতার মিছিলটি শান্তিপূর্ণভাবেই শহরে প্রবেশ করছিল। হঠাৎই মিছিলের ভেতর থেকে কিছু ব্যক্তি বাউল অনুসারীদের উদ্দেশে ধাওয়া দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। তিন বাউল শিল্পী আহত হন। কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, গত ১ নভেম্বর ঘিওরের জাবরা খালা পাগলীর বার্ষিক ওরশ শরীফে আয়োজিত গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার। এ ঘটনায় মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় ধর্ম অবমাননার মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (২৩ নভেম্বর) আদালতে জামিন শুনানির পর বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬
মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]