সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮   * বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব   * চট্টগ্রামে গোডাউনে আগুন   * সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে যুক্ত হলেন ৪১৭ নাবিক   * পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা   * ভূমিকম্প নিয়ে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর   * ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬০০০ কোটি টাকা   * কৃষকের ধান কেটে মাড়াই করে দেয়ার মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যারিস্টার পুতুল।   * মানিকগঞ্জ-১ আসনে ৩১ দফা প্রচারণায় গণতন্ত্র, স্বচ্ছতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতি দিলেন এস এ জিন্নাহ কবির   * মানিকগঞ্জে বাউল আবুল সরকারকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ৪  

   আন্তর্জাতিক
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮
  Date : 24-11-2025

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ২৮ জন হয়েছেন। সোমবার সকালের দিকে রাজ্যের তেনকাসি জেলার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।


তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাসের সঙ্গে তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশে যাত্রা করা আরেকটি বাসের সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি বাসই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

রাজ্য পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, প্রাথমিক তদন্তে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী ‘কেইসার’ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, তদন্তকারীরা মনে করছেন অতিরিক্ত গতি এবং চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহত ২৮ জনকে উদ্ধারের পর আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া তদন্তকারী কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছেন। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এম কে স্ট্যালিন লিখেছেন, তেনকাসির কাদায়ানাল্লু এলাকার বাস দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত তিনি। নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সূত্র: এনডিটিভি।



  
  সর্বশেষ
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮
বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব
চট্টগ্রামে গোডাউনে আগুন
বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]